Robiul Awal

Robiul Awal M.B.B.S 5th year. Tangail Medical College.
(3)

♦️স্ট্রোক করছে এমন সন্দেহ হলে ৪ টি কাজ অবশ্যই করবেন। আপনি বলতে পারেন কি দেখে সন্দেহ করবো?  ♦️ধরেন আপনি দেখলেন কেউ হাটতে ...
17/07/2025

♦️স্ট্রোক করছে এমন সন্দেহ হলে ৪ টি কাজ অবশ্যই করবেন। আপনি বলতে পারেন কি দেখে সন্দেহ করবো?
♦️ধরেন আপনি দেখলেন কেউ হাটতে হাটতে হুট করে পড়ে গেলো, তারপর উঠার সময় দেখলেন ঠিক মতো উঠতে পারছে না, আবার খেয়াল করলেন তিনি কেপে কেপে উঠছেন।

♦️এমন সন্দেহ হলে তাকে ৪টি কাজ করতে বলুন,
১) 👉তাকে হাসতে বলুন। স্ট্রোক হলে ঠিকঠাক হাসতে পারবে না।
২) 👉কিছু একটা বলতে বলুন, যদি দেখেন কথা জড়িয়ে যাচ্ছে তাহলে পদক্ষেপ নিতে হবে।
৩) 👉দুই হাত একসাথে উচুতে তুলতে বলুন,যদি দেখেন কোনো হাত তুলতে সমস্যা হচ্ছে হাসপাতালে নিয়ে যান।
৪) 👉জিহবা বের করতে বলুন, যদি দেখেন কোনো দিকে বেকে যাচ্ছে হাসপাতালে নিন।
এগুলো স্ট্রোক এর লক্ষণ। মনে রাখবেন স্ট্রোক করলে খুব দ্রুত হাসপাতালে নিতে হবে।বিলম্ব করা যাবে না।

♦স্ট্রোক কখন হয়:
-যখন ব্রেনে সাপ্লাই দেয়া রক্তনালি ফেটে যায় এতে করে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এজন্য মস্তিষ্কের অই অংশের কোষ মরে যায়।
এতে কি সমস্যা? সমস্যা হলো মস্তিষ্কের ওই অংশ টুকু আপনার শরীরের যে কাজ নিয়ন্ত্রণ করতো সেটা আর এখন হবে না।
মনে করেন ব্রেনের যে টুকু আপনার কথা বলা নিয়ন্ত্রণ করতো সেটুকুতে রক্তক্ষরণ হলে আপনার কথা বলায় সমস্যা হবে,জড়িয়ে যাবে কথা।
ব্রেনের যে অংশ আপনার হাত বা পায়ের পেশির নাডাচাডা নিয়ন্ত্রণ করতো সেটুকুতে রক্তক্ষরণ হলে আপনার হাত বা পায়ের পেশির নাড়াচাড়া করতে পারবেন না ঠিক মতো যেটাকে প্যারালাইসিস বলি।
♦️মনে রাখবেন সঠিক সময়ে হাসপাতালে নিলে ক্ষতি অনেকটাই কমানো যায়।
চলুন আমরা নিজেরা নিজেদের জন্য সতর্ক হই এবং অন্য দের সতর্ক করি।
ধন্যবাদ সবাইকে।
Robiul Awal
আসসালামু আলাইকুম।

শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন বিষক্রিয়ায় শিশুর কি অবস্থা দেখুন।♦️Infant Botulism (শিশু বোটুলি...
16/07/2025

শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন বিষক্রিয়ায় শিশুর কি অবস্থা দেখুন।
♦️Infant Botulism (শিশু বোটুলিজম) একটি বিরল কিন্তু গুরুতর নিউরোলোজিক্যাল রোগ, যা Clostridium botulinum নামক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন টক্সিনের কারণে হয়ে থাকে। এটি সাধারণত ১ বছর বয়সের নিচের শিশুরা আক্রান্ত হয়।
♦️Infant Botulism এর কারণ:

Clostridium botulinum ব্যাকটেরিয়ার spores (বীজাণু) শিশুর অন্ত্রে প্রবেশ করে এবং সেখানে বৃদ্ধি পেয়ে botulinum toxin উৎপাদন করে। এই টক্সিন acetylcholine নামক স্নায়ুবিষয়ক রাসায়নিকের নিঃসরণ বন্ধ করে দেয়, যার ফলে শিশুর পেশিগুলো দুর্বল হয়ে যায়।
♦️সংক্রমণের উৎস:

মাটি বা ধুলা। প্রাকৃতিক পরিবেশ (বাগান, কৃষিক্ষেত্র) গিয়ে সেগুলো মুখে খাওয়া।

মধু (হানি) -১ বছরের নিচে শিশুদের কখনোই মধু খাওয়ানো উচিত নয়

ঘরের ধুলোবালি (spore-দূষিত হতে পারে)

♦️লক্ষণসমূহ (Symptoms):

জীবাণু মুখ দিয়ে পেটে প্রবেশের পর সাধারণত ৩ থেকে ৩০ দিনের মধ্যে এই রোগটির লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো ধীরে ধীরে শুরু হয় এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে:

১. শিশুর অতিরিক্ত নিস্তেজতা (floppiness) – “floppy baby syndrome.
২. শিশু সঠিকভাবে মাথা ধরে রাখতে পারে না
৩. শিশুর চুষে খাওয়ার ক্ষমতা কমে যায় – খাওয়ায় সমস্যা
৪. শিশুর কাঁদার শব্দ দুর্বল হয়ে পড়া
৫. শিশুর কোষ্ঠকাঠিন্য (constipation) দেখা দেয়– প্রাথমিক লক্ষণ
৬. শিশুর শ্বাসপ্রশ্বাসের জটিলতা হয়।
৭. শিশুর রক্তচাপ কমে যায় এবং অবচেতনতা দেখা যায় (চরম ক্ষেত্রে)

♦️রোগ নির্ণয় (Diagnosis):

শিশুর মল পরীক্ষা (stool test) – toxin বা ব্যাকটেরিয়ার স্পোর শনাক্ত করতে

শিশুর রক্ত পরীক্ষা

শিশুর EMG (Electromyography) – স্নায়ু-পেশি কার্যকলাপ দেখতে

শিশুর নিউরোলজিক্যাল পরীক্ষা। যা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিজ হাত দিয়ে করে দেখবেন।

চিকিৎসা (Treatment):

১. Botulism Immune Globulin (BIG-IV) – মার্কিন যুক্তরাষ্ট্রে “BabyBIG®” নামে ব্যবহৃত হয়
২. সমর্থনমূলক চিকিৎসা (Supportive care):
শ্বাসযন্ত্র সহায়তা (যদি দরকার হয়) বা ventilation
তরল ও পুষ্টি প্রদানের জন্য IV therapy
NG tube দিয়ে তরল খাবার খাওয়ানো
৩. অ্যান্টিবায়োটিক সাধারণত প্রয়োজন হয় না, কারণ এন্টিবায়োটিক টক্সিন এর বিরুদ্ধে লড়াই করতে পারে না।
প্রতিরোধ:

১ বছরের নিচের বয়সের শিশুদের মধু খেতে না দেওয়া
শিশুকে পরিষ্কার এবং ধুলাবালিমুক্ত পরিবেশে রাখা
শিশুর খাবার রান্নার সময় সবজির ভালোভাবে রান্না করে সিদ্ধ করে খাওয়ানো উচিত
♦️মনে রাখবেন:

Infant botulism একবার শনাক্ত হলে দ্রুত চিকিৎসা শুরু করলে বেশিরভাগ শিশুই পুরোপুরি সেরে ওঠে। তবে এটি একটি জরুরি অবস্থা, তাই উপরের লক্ষণগুলোর কোনোটি দেখা গেলে দ্রুত শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী। একটি শেয়ার হয়তো একটি শিশুর জীবন রক্ষা করবে।

ডা. মানিক মজুমদার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু)
নবজাতক, শিশু, কিশোর ও কিশোরী স্বাস্থ্য বিশেষজ্ঞ
নবজাতক, শিশু পুষ্টি ও শিশু নিউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত
কনসালটেন্ট (শিশু)
ময়মনসিংহ।
(C)

হাত ভঙ্গা (colle's fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিলো। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করে দিয়েছিলো। এতে করে রক্ত চ...
16/07/2025

হাত ভঙ্গা (colle's fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিলো। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করে দিয়েছিলো। এতে করে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ঐ অংশ পচে যায়( Gangrene). এখন এই হাত কেটে ফেলা ছাড়া উপায় নেই।
যারা যেকোনো সমস্যায় কবিরাজের কাছে নিয়ে যান, তাদের জন্য এটি একটি উদাহরণ।
(C)

16/07/2025

সাপে কাটলে কোথায় বাধবেন।এইতুকু তথ্য দেশের সব সব মানুষের জানা উচিত।বাধার ক্ষেত্রে খুব বেশি টাইট করেও বাধবেন না, খুব লোজ করেও না। দীর্ঘ সময় বেধে রাখবেন না।
Robiul Awal
M.B.B.S Final Year.

প্রায় সব এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভলপ করছে। খান আরো বেশি বেশি এন্টিবায়োটিক খান, তারপর বুঝবেন। সামান্য জ্বর,স্বর্দি হ...
14/07/2025

প্রায় সব এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভলপ করছে। খান আরো বেশি বেশি এন্টিবায়োটিক খান, তারপর বুঝবেন। সামান্য জ্বর,স্বর্দি হইলেই ফার্মাসী থেকে টপ টপ করে এন্টিবায়োটিক খান, যখন ইনার মতো কোনোটাই আর শরীরে কাজ করবে না তখন মজা বুঝবেন।

14/07/2025

♦️বিড়াল, কু-কুরের খামচি/ কামড় খেলে অবশ্যই টিকা নিবেন। ভিডিওটি দেখুন,আগের ভিডিওটিতে কিছু সমস্যা হওয়ায় সরানো হলো। নতুন করে আপ্লোড করলাম।
Robiul Awal
M.B.B.S Final Year.

Learn to save life In Sha Allah.
13/07/2025

Learn to save life In Sha Allah.

IF SOMEONE LOVES YOU TRULY, YOU'LL FIND IT SHINING IN THEIR EYES.
12/07/2025

IF SOMEONE LOVES YOU TRULY, YOU'LL FIND IT SHINING IN THEIR EYES.

11/07/2025

পৃথিবীর নিকৃ/-ষ্ট মানুষ গুলা যেনো এই দেশেই জন্ম নিছে। ঘটনাটা নাকি ৩ দিন আগের। চিন্তা করেন ভাইরাল না হলে আমাদের দেশে আইন এর অবস্থা😀
I just ''H A T E'' this Country.

♦️একটা মাত্র CBC টেস্ট করে কতো কিছু জানা যায়।অ্যানেমিয়া আছে কিনা জানা যায়-  HB% কমে যাবে।প্রাথমিক ইনফেকশন আছে কিনা বুঝা ...
10/07/2025

♦️একটা মাত্র CBC টেস্ট করে কতো কিছু জানা যায়।

অ্যানেমিয়া আছে কিনা জানা যায়- HB% কমে যাবে।

প্রাথমিক ইনফেকশন আছে কিনা বুঝা যায় - WBC Count (White Blood Cell Count): বেড়ে যেতে পারে বা কমেও যেতে পারে।

ব্যাকটেরিয়াল নাকি ভাইরাস জনিত ইনফেকশন তার প্রাথমিক ধারণা পাওয়া যায়-- ব্যাকটেরিয়াল হলে Neutrophils বাড়বে ভাইরাস জনিত হলে Lymphocytes বাড়বে।

রক্তে অ্যালার্জির সমস্যা আছে কিনা বুঝা যায় -Eosinophils বাড়বে।

পানি শুন্যতা আছে কিনা বুঝা যায় --Hematocrit (HCT) হাই থাকবে।

ব্লাড ক্যান্সার আছে কিনা জানা যায়--WBCঅনেক বেশি বেড়ে যেতে পারে বা অনেক বেশি কমেও যেতে পারে।

শরীরে রক্তপাতের ঝুঁকি আছে কিনা বুঝা যায়-- প্লাটিলেট কাউন্ট কমে যাবে।

পেটে কৃমি বা প্যারাসাইটিক ইনফেকশন আছে কিনা বুঝা যায়--Eosinophils কাউন্ট হাই হবে।

শরীরে কোথাও প্রদাহ বা ইনফ্লামেশন আছে কিনা জানা যায় -- ESR বেড়ে যাবে।

আয়রন ডেফিসিয়েন্সি বনাম থ্যালাসেমিয়ার মধ্যে প্রাথমিক ডিফারেন্স ধরা যায়--MCV,MCH,RDW দেখে সিদ্ধান্ত নিতে হয়।

CBC কে বলা হয় মাদার অব অল টেস্ট।।।
ধন্যবাদ
© from medical campus.

বাসুলিয়া,টাঙ্গাইল।
10/07/2025

বাসুলিয়া,টাঙ্গাইল।

08/07/2025

যাদের গ্যা/স্ট্রিক এর সমস্যা আছে, বুক জ্বালাপুড়া করে, পেট ফাপা থাকে তারা এই ৬ টি পরামর্শ মেনে চলুন।
Robiul (M.B.B.S Final Year)

Address

Tangail

Telephone

+8801884742655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robiul Awal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robiul Awal:

Share