
17/07/2025
♦️স্ট্রোক করছে এমন সন্দেহ হলে ৪ টি কাজ অবশ্যই করবেন। আপনি বলতে পারেন কি দেখে সন্দেহ করবো?
♦️ধরেন আপনি দেখলেন কেউ হাটতে হাটতে হুট করে পড়ে গেলো, তারপর উঠার সময় দেখলেন ঠিক মতো উঠতে পারছে না, আবার খেয়াল করলেন তিনি কেপে কেপে উঠছেন।
♦️এমন সন্দেহ হলে তাকে ৪টি কাজ করতে বলুন,
১) 👉তাকে হাসতে বলুন। স্ট্রোক হলে ঠিকঠাক হাসতে পারবে না।
২) 👉কিছু একটা বলতে বলুন, যদি দেখেন কথা জড়িয়ে যাচ্ছে তাহলে পদক্ষেপ নিতে হবে।
৩) 👉দুই হাত একসাথে উচুতে তুলতে বলুন,যদি দেখেন কোনো হাত তুলতে সমস্যা হচ্ছে হাসপাতালে নিয়ে যান।
৪) 👉জিহবা বের করতে বলুন, যদি দেখেন কোনো দিকে বেকে যাচ্ছে হাসপাতালে নিন।
এগুলো স্ট্রোক এর লক্ষণ। মনে রাখবেন স্ট্রোক করলে খুব দ্রুত হাসপাতালে নিতে হবে।বিলম্ব করা যাবে না।
♦স্ট্রোক কখন হয়:
-যখন ব্রেনে সাপ্লাই দেয়া রক্তনালি ফেটে যায় এতে করে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এজন্য মস্তিষ্কের অই অংশের কোষ মরে যায়।
এতে কি সমস্যা? সমস্যা হলো মস্তিষ্কের ওই অংশ টুকু আপনার শরীরের যে কাজ নিয়ন্ত্রণ করতো সেটা আর এখন হবে না।
মনে করেন ব্রেনের যে টুকু আপনার কথা বলা নিয়ন্ত্রণ করতো সেটুকুতে রক্তক্ষরণ হলে আপনার কথা বলায় সমস্যা হবে,জড়িয়ে যাবে কথা।
ব্রেনের যে অংশ আপনার হাত বা পায়ের পেশির নাডাচাডা নিয়ন্ত্রণ করতো সেটুকুতে রক্তক্ষরণ হলে আপনার হাত বা পায়ের পেশির নাড়াচাড়া করতে পারবেন না ঠিক মতো যেটাকে প্যারালাইসিস বলি।
♦️মনে রাখবেন সঠিক সময়ে হাসপাতালে নিলে ক্ষতি অনেকটাই কমানো যায়।
চলুন আমরা নিজেরা নিজেদের জন্য সতর্ক হই এবং অন্য দের সতর্ক করি।
ধন্যবাদ সবাইকে।
Robiul Awal
আসসালামু আলাইকুম।