Engr Md Nurnabi

  • Home
  • Engr Md Nurnabi

Engr Md Nurnabi Want Success? So Keep Working.

02/06/2025

নারী ও পুরুষ............................
শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।
মহান আল্লাহ তায়ালা পুরুষ ও নারীর মধ্যে বিপরীত আকর্ষণ দিয়েই পাঠিয়েছেন।

গুরুত্বপূর্ণ কিছু Tools এবং ইহার web Address 1. InVideo➜ এই ওয়েবসাইটে হাজারো প্রি-মেড ভিডিও টেমপ্লেট আছে, শুধু লেখা বসাল...
27/05/2025

গুরুত্বপূর্ণ কিছু Tools এবং ইহার web Address
1. InVideo
➜ এই ওয়েবসাইটে হাজারো প্রি-মেড ভিডিও টেমপ্লেট আছে, শুধু লেখা বসালেই ভিডিও!
➜ নিজের মুখ দেখাতে হয় না, ভিডিও এডিটিংও জানতে হয় না।
➜ ইউটিউব, রিলস, এড – সব বানানো যায়।
Link: https://invideo.io/

2. Pictory
➜ শুধু আর্টিকেল বা স্ক্রিপ্ট দিলেই সেটা থেকে অটো ভিডিও বানায়।
➜ ভয়েসওভার, সাবটাইটেল, ক্লিপ – সব অটো জেনারেট হয়।
➜ Face-less ভিডিও বানাতে পারফেক্ট।
Link: https://pictory.ai/

3. CapCut Web/App
➜ ফ্রি ভিডিও এডিটর, TikTok & Reels বানাতে যেটা সব থেকে ইজি।
➜ মোবাইল দিয়েই বানানো যায়, template সিস্টেমে।
➜ Background remove, auto-caption – সবই ফ্রি!
Link: https://www.capcut.com/

4. Lumen5
➜ Blog, idea বা লেখা দিলেই সেটা থেকে slideshow-style ভিডিও বানায়।
➜ AI voice & background music add হয় অটো।
➜ Freelancing-এর জন্য ক্লায়েন্ট ভিডিও বানাতেও কাজে লাগে।
Link: https://lumen5.com/

5. Animoto
➜ Drag & drop দিয়ে প্রফেশনাল মার্কেটিং ভিডিও বানানো যায়।
➜ সহজ interface, Canva এর মতো।
➜ Product ভিডিও, FB Ad, Testimonial বানাতে পারো।
Link: https://animoto.com/

6. FlexClip
➜ Promo, Explainer, Intro – সব রকম ভিডিও বানানো যায়।
➜ স্ক্রিপ্ট, টেক্সট, ক্লিপ – সব সেট করে দিলেই ভিডিও!
➜ Screen recording ফিচারও আছে।
Link: https://www.flexclip.com/

7. Veed.io
➜ সহজ অনলাইন এডিটিং, Subtitles, Transcription – সব এক ক্লিকে!
➜ Auto translate + voice cloning এর মতো AI ফিচার আছে।
➜ Reels, YouTube Shorts বানানোর জন্য পারফেক্ট।
Link: https://www.veed.io/

Type your video idea and get a full-length with generated with AI clips, stock media, voiceover, subtitles and much more.

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
25/05/2025

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাকে ❤️❤️

25/05/2025

পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

বিঃদ্রঃ
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে।

BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। You're not one of them—just co-opted temporarily...
23/05/2025

BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। You're not one of them—just co-opted temporarily.

আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রুপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনটাই ইতিবাচক পথে যাবে না আরকি।

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য।
আসিফ মাহমুদ

27/04/2025

প্রতিদিনের জিকিরের একটা নির্ধারিত লিস্ট থাকা উচিত । এটা যত অল্পই হোক না কেন । আর এটা প্রতিদিনই দিনের সুবিধামতো নির্ধারিত কোনো সময়ে আদায় করা উচিত । হোক সেটা প্রতিদিন দশবার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‌।

সাইয়িদুনা উমর বিন খাত্তাব রাঃ ঘরে প্রবেশ করেই কুরআন হাতে
তিলাওয়াতে বসে যেতেন।

একবার এক সাহাবি তাঁর সাক্ষাতে যান। তিনি সাক্ষাৎপ্রার্থীকে বাইরে
অনেকক্ষণ অপেক্ষা করতে বলেন। অবশেষে অনুমতি পেয়ে তিনি ভেতরে
প্রবেশ করেন, উমর রাঃ তাঁকে বলেন, ‘আমি আমার প্রতিদিনের নির্ধারিত
অজিফা আদায় করছিলাম।'

উম্মুল মুমিনিন আয়িশা রাঃ বলেন, 'আমি বিছানায় বসে বসেই আমার
প্রতিদিনের নির্ধারিত জিকির আদায় করি।'

সাইয়িদুনা হাসান রাঃ রাতের প্রথম ভাগে তাঁর তিলাওয়াতের অজিফা
আদায় করতেন ।

আর হুসাইন রাঃ আদায় করতেন রাতের শেষ ভাগে।

নাফি রাঃ কে একবার জিজ্ঞেস করা হয়, ‘ইবনে উমর রাঃ ঘরে কি করতেন ?' তিনি উত্তর দেন, ‘তোমরা তা করতে পারবে না। তিনি প্রতি ওয়াক্ত সালাতের জন্য অজু করতেন আর অজু ও সালাতের মাঝে তিলাওয়াত করতেন।'

অফিস, ব্যবসা, ক্যারিয়ারের জন্য কত তালিকা ! কত নোট ! কত প্রস্তুতি ! কত হিসাব ! নিয়মিত তদারকি ! শুধু রবের জন্য একটু সময় হয় না, নেই কোন প্রস্তুতি ।

প্রতিদিনের নিয়মমাফিক জীবনে নিয়ম করে সামান্য হলেও কিছু জিকির আজ থেকেই শুরু হোক ।

আপনার সারাদিনের পেরেশানি যেন ফুরায়ই না, সারাদিন দৌড়ে কাজ করেও কাজ শেষ করতে পারেন না । একটা অতৃপ্তি নিয়ে দিন শেষ হয়, যেন সবকিছু আপনাকে চেপে ধরেছে । আপনার জন্য প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহর জিকির ।

📌
"আর যে আমার স্মরণ (যিকির) থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য সংকীর্ণ জীবন হবে এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাব।" সূরা ত্বাহা, ২০:১২৪ ।

23/04/2025

"Laravel Full Stack Developer কোর্স সিলেবাস"

Phase 1: Core PHP & OOP (1–10)
PHP Introduction, XAMPP Setup, Syntax

Variables, Data Types, Operators

Conditional Statements & Loops

Arrays & Superglobals ($_GET, $_POST)

Functions in PHP

Form Handling & Validation

File Handling, Include/Require

Session & Cookie Management

Introduction to OOP

OOP Concepts: Class, Object, Inheritance, Polymorphism

🗄️ Phase 2: MySQL & Database (11–15)
Introduction to MySQL & phpMyAdmin

CRUD Operations using MySQL

Joins & Relationships

PDO vs MySQLi, Secure Queries

Final DB Practice + Mini Project

🌐 Phase 3: JavaScript, jQuery & Ajax (16–20)
JavaScript Basics (Syntax, DOM, Events)

JavaScript Functions & Loops

jQuery Introduction & DOM Manipulation

AJAX with jQuery: Send/Receive Data

Real-life Form Submit with Ajax + Validation

⚙️ Phase 4: Laravel Framework Basics (21–30)
Laravel Installation & MVC Structure

Routing & Controllers

Blade Template Engine

Layouts, Includes, Static Files (CSS, JS)

Laravel Forms & Validation

Laravel Models & Eloquent ORM

CRUD with Laravel (Project Start)

Authentication: Login, Register (Breeze/Jetstream)

Middleware & Route Protection

Soft Deletes, Timestamps, DB Seeders

🔌 Phase 5: Advanced Laravel (31–40)
File Uploads & Image Resize

Search, Filter, Pagination

Notifications, Mail Setup (SMTP)

Role-based Access Control (RBAC)

Multi-auth (Admin/User Panel)

Laravel API: What & Why

Laravel API Routes & Controllers

API Resource, JSON Response

Postman ব্যবহার করে API টেস্টিং

Token-based Auth (Sanctum / Passport)

🧠 Phase 6: Project & Deployment (41–50)
Project Planning & DB Schema Design

Admin Dashboard Setup

Dynamic Website with CMS (Blog/Shop)

User Panel + Order System (If eComm)

Real-time Validation with Ajax

Project Bug Fixing & Optimization

GitHub ব্যবহার ও কোড ভার্সন কন্ট্রোল

Hosting & Deployment (Shared Hosting & cPanel)

Live Project Presentation

Freelancing Tips, Portfolio Build-up & Career Guide

📌
Payment Gateway Integration (Bkash/Nagad/SSLCommerz)

Laravel with Vue.js বা React (optional)

With Brain Message 001 – I just got recognized as one of their top fans! 🎉
16/04/2025

With Brain Message 001 – I just got recognized as one of their top fans! 🎉

16/04/2025

আসলে সুখ কোথায়,,,,?

আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো
এই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।

বউটা আবার কালো হইলেও, বড় ঘরের বেটি
বাপের ঘরে খাইছে শুধু ,বড় মাছের পেটি।

ভালো খেয়ে বড় হওয়া ,এই বেচা*রির মুখে
স্বামীর ঘরের ভর্তা ভাজি ,পান্তা কি আর ঢোকে।

বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো
দুইজনেই কয় এমন সংসার, ভেঙ্গে দেওয়াই ভালো।

দুইজনেই ভুইলা তাদের, দুই মানিকের কথা
সোনার সংসার ভেঙ্গে দিল, এ দুই মাতা পিতা।

নিজের ভুলে পথ হারিয়ে, পথভোলা এই নারী
নিজেই নিজের ঘর ভাঙ্গিয়া, গেল বাপের বাড়ি।

ভেবেছিল ভাইয়েরা তার, আগের মতই আছে
আগের মতই বাসবে ভালো টানবে বুকের কাছে।

বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল
ভাই ভাবিদের হাতে এখন ,বিষ কাঁটা আর হূল।

কথায় কথায় কথার খোটার, হূল কাঁটা দেয় গায়
পাড়াপড়শি ও কাটা গায়ে ,লবণ দিয়ে যায়।

ভাই ভাবীদের কাছ থেকে এই, আঘাত পাওয়ার পর
বুঝতে পারে স্বামীর ঘরেই, নারীর আসল ঘর।

হেলায় হেলায় ঘর ভাঙ্গিয়া ,ঘর হারা এই নারী
চোখের জলে বক্ষ ভাসায় ,বইসা বাপের বাড়ি।

ওইদিকে তার স্বামী আবার, করছে আরেক বিয়ে
বিয়ে করে পড়ছে জ্বালায়, বাচ্চা দুটো নিয়ে।

এমনিতেই এই বাচ্চা দুটোর, মা নাই তাদের কাছে
এখন আবার সৎ মা তাদের, লেগে থাকে পাছে।

খানা খাদ্য খায় না ওরা ,সারাটা দিন ঝিমায়
এদের নিয়ে বাপটা পরছে, ফাটা বাঁশের চিপায়।

চিপায় পইরা বাপটা কান্দে, বাচ্চা বাপের দোষে
মা টা কান্দে ঘর হারাইয়া, ভাইয়ের ঘরে বসে।

এই যে এত কান্নাকাটি, এত চোখের জল
সবটা হইলো হেলায় হেলায় ,ঘর ভাঙ্গিবার ফল।

কারো বুকে ঘর ভাঙ্গিবার ,স্বপ্ন যদি জাগে
এদের একটু দেইখা নিও, ঘর ভাঙ্গিবার আগে।
সংগ্রিহীত

19/03/2025
বাড়ি আর জমি কখনো ১০০ বছরের বেশি এক মালিক সহ্য করে না...ওরা নিজেরাই মালিক বদল করে।অথবা বলুন,আপনি বাড়ি বদলান না, বরং বাড়ি ...
03/03/2025

বাড়ি আর জমি কখনো ১০০ বছরের বেশি এক মালিক সহ্য করে না...
ওরা নিজেরাই মালিক বদল করে।
অথবা বলুন,
আপনি বাড়ি বদলান না, বরং বাড়ি নিজেই বদলায় মালিক।

এই বাড়িটা দেখুন...
যখন এটা তৈরি হচ্ছিল, তখন এর মালিক আর তার পরিবার কত পরিকল্পনা করেছিল।
"রান্নাঘর এখানে হবে,"
"বাথরুমের আকার এমন হওয়া উচিত,"
"ড্রয়িং রুমে এই সোফাটা দারুণ মানাবে।"
এমন কত পরামর্শ, কত স্বপ্ন আঁকা হয়েছিল এই বাড়ি ঘিরে।

যখন তারা এই বাড়িতে থাকতে এসেছিল, তাদের মুখে আনন্দের দীপ্তি ছিল।
গর্ব করে অতিথিদের দেখিয়েছিল।
অতিথিরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছিল।
কিন্তু ক’দিন পরেই হয়তো সেই মালিক বদলে যাবে।
অন্য কেউ এসে উঠবে।
তারপর আবার কেউ নতুন মালিক হয়ে আসবে।।

শোনা যায়,
কোনো জমি বা বাড়ি ১০০ বছরের বেশি এক মালিকের হাতে থাকে না।
ওরা নিজেরাই বদলায় মালিক।

তাই ভ্রমে থেকো না যে, তুমি জমি-বাড়ির মালিক।
বাস্তবটা হলো,
জমি আর বাড়ি নিজেরাই বদলায় তাদের মালিক।

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো উঠোন করেছো আঁটো । বাইরে রেখেছো ইয়া বড়ো গেট মনের দরজা খাটো । যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো পিসি কাকা...
03/03/2025

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো
উঠোন করেছো আঁটো ।
বাইরে রেখেছো ইয়া বড়ো গেট
মনের দরজা খাটো ।

যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো
পিসি কাকা কাকিমাতে ,
হাসিতে গল্পে দিন কেটে যেতো
ঝোলে ঝালে আলু ভাতে ।

পাশাপাশি বাড়ি বোঝাই যেতো না
কার সীমা কত দূর ।
এ বাড়ির গান উঠোন পেরিয়ে
ও বাড়ি তুলতো সুর ।

এ বাড়ির গাছে ফুল ফল হলে
ও বাড়িতে যেতো আধা ।
হেঁসেলের ঘরে চিনি কম হলে
চেয়ে আনা ছিলো বাঁধা ।

এ বাড়ির খুড়ো ও-বাড়ি চা খেতো
ও বাড়ির খুড়ো ভাত ।
এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে
ও বাড়ি বাড়াতো হাত ।

আজকে সবার বড়ো বড়ো বাড়ি
পাঁচিলে লাগানো কাঁচ ।
এ বাড়ির কারো হৃদয় ভাঙলে
ও বাড়ি পায়না আঁচ ।

বড়ো বাড়ি আর ছোটো পরিবার
চেয়েছিলো বুঝি তারা ।
এ বাড়িতে কেউ মারা গেলে তাই
ও বাড়ি দেয়না সাড়া ।
সংগৃহীত

কপি পোস্ট

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr Md Nurnabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share