Story by Aysha

Story by Aysha Content creator
(4)

আমি আর কিছু প্রমাণ করতে চাই না।যারা দেখতে চায়, দেখুক।যারা বিশ্বাস করতে চায়, করুক।আমি এখন শুধু নিজের শান্তিটা খুঁজছি।
05/11/2025

আমি আর কিছু প্রমাণ করতে চাই না।
যারা দেখতে চায়, দেখুক।
যারা বিশ্বাস করতে চায়, করুক।
আমি এখন শুধু নিজের শান্তিটা খুঁজছি।

Aging is Beautiful ♥️ সময় মানুষকে বদলায় না, শেখায়।যাদের ছাড়া দিন চলতো না, তাদের ছাড়া বছর কেটে যায়। বয়সের সাথে সার্কেল ছ...
05/11/2025

Aging is Beautiful ♥️ সময় মানুষকে বদলায় না, শেখায়।
যাদের ছাড়া দিন চলতো না, তাদের ছাড়া বছর কেটে যায়। বয়সের সাথে সার্কেল ছোট হয়, শিক্ষা হয়, মানুষ চিনতে শিখি!শান্তির জন‍্য যা বড্ড প্রয়োজন!

কদর করতে না জানলে নসিব থেকে উঠিয়ে নেওয়া হয়!  🙂
04/11/2025

কদর করতে না জানলে নসিব থেকে উঠিয়ে নেওয়া হয়! 🙂

কথা বলার পিপাসায় আমি ছটফট করিতোমার কি সামান্য পিপাসাও লাগে না?তোমার অনুপস্থিতি আমার হৃদয় পোড়েতোমার কি একটু হাহাকারও লাগে...
03/11/2025

কথা বলার পিপাসায় আমি ছটফট করি
তোমার কি সামান্য পিপাসাও লাগে না?
তোমার অনুপস্থিতি আমার হৃদয় পোড়ে
তোমার কি একটু হাহাকারও লাগে না?

Good morning
02/11/2025

Good morning

হেমন্তের বৃষ্টি নেমেছে ধূসর শহর জুড়ে,তোমার না থাকা বৃষ্টি হয়ে সঙ্গ দিচ্ছে⛈️
01/11/2025

হেমন্তের বৃষ্টি নেমেছে ধূসর শহর জুড়ে,
তোমার না থাকা বৃষ্টি হয়ে সঙ্গ দিচ্ছে⛈️

এতো মায়া থাকলেতো চলবে না আমার,সব থেকে প্রিয় জিনিসগুলো ছুড়ে ফেলে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে
31/10/2025

এতো মায়া থাকলেতো চলবে না আমার,
সব থেকে প্রিয় জিনিসগুলো ছুড়ে ফেলে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে

So delicious Ice Cream Station
31/10/2025

So delicious
Ice Cream Station

30/10/2025

সে আমার ভালো চাইলো কিন্তু আমারে চাইলো না

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারায় ফেলবে। সেদিন খুব বেশি অবাক হইয়েন না। কারণও জি...
29/10/2025

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারায় ফেলবে।

সেদিন খুব বেশি অবাক হইয়েন না। কারণও জিজ্ঞেস কইরেন না।

কারণ, বেশিরভাগ সময়ই তাদের বিশেষ কোন কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনঃপূত হবে না।

মানুষের পছন্দ, অপছন্দ কোন কারণ ছাড়াই পরিবর্তনশীল। এটা মেনে নেন, জীবন সহজ হবে।

আমি নিজেকে ঘৃণা করি আমি কাউকে ঘৃণা করি না।আমি ঘৃণা করি আমার আবেগকে যে আবেগ আমাকে দুর্বল করে দেয়। আমি ঘৃণা করি আমার ভাগ্য...
28/10/2025

আমি নিজেকে ঘৃণা করি আমি কাউকে ঘৃণা করি না।
আমি ঘৃণা করি আমার আবেগকে
যে আবেগ আমাকে দুর্বল করে দেয়।
আমি ঘৃণা করি আমার ভাগ্যকে,
যে ভাগ্য আমার কখনও সহায় হয় নি।
আমি ঘৃণা করি আমার চেহারাকে,
যে চেহারা তোমাকে মুগ্ধ করতে পারে নি

Pic for attention

28/10/2025

মাসের শুরুতে টাকা শেষ হয়ে গেলে মনে হয় সেই মাস জিরাফের গলার মতো লম্বা😇🥴

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Story by Aysha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story by Aysha:

Share