মৃত কবির পুনরুত্থান

মৃত কবির পুনরুত্থান আমি বাহিরে করি প্রজাপতির চাষ,
ভেতরে ঘুণে খাওয়া ঘুণপোকাদের বসবাস

28/03/2025

ঈদ সালামি, স্টাইলে,,
বাপছে , দাদাছে, ভাইছে, সাব রিশতেদার ছে সালামী লেগা রে তেরা ফাজাল ল ল ল

17/02/2025

মুখে বলো ভালোবাসো, কাছে ডাকি কাছে আসোনা,যা বুঝার বুঝেছি আমি আসলে আমায় তুমি ভালোবাসোনা,,,,

04/01/2025

হাত ইশারায় ডাকে জোছনা,মুখে বলে নাহহহ,
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

04/10/2024

Chandni jab tak rat deta hai har koi sath,,,,

28/08/2024

রঙিন কাঁথায় থাকতাম শুইয়া, তোমায় বুকে লইয়া
চাঁদের আলোয় রাইত পোহাইতাম কথা কইয়া কইয়া
সেই সুখের স্বপন চোখে ভাসে, পরাণ উদাস করে গো ……
গহীন বালুর চরে।।

তোমার প্রেমের একটু পরশ গায়ে যদি লাগতো
ব্যথায় পোড়া বুকেতে এক সুখের সাগর জাগতো

তোমার কথা ভাইবা মরি নৌকা বাইতে বাইতে
কানাকড়ি চাই না, আহা তোমারে চাই পাইতে
সেই বালুচরে কাটতো জীবন মরণেরও পরে গো ……
গহীন বালুর চরে।।

21/11/2023

এই তুমি কিডা?

16/10/2023

সৌমিত্র চট্টোপাধ্যায় - অপুর সংসার

15/10/2023

এমন একটা মা দেনা, এমন একটা মা, যে মায়ের সন্তানেরা কান্দলে আবার হাসতে জানে,,,

14/10/2023

আমারে উড়াইয়া দিও,পালের বাতাসে - স্বপ্নজাল

14/10/2023

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ

আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত
আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত
বুকভরা নীরবতা নিয়ে অকারণ
বুকভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ

12/10/2023

বৃষ্টি যখন নামলো আমি উঠোন-পানে একা
দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা
হয়তো মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের তলে
আজানুকেশ ভিজিয়ে নিচ্ছো আকাশ-ছেঁচা জলে
কিন্তু তুমি নেই বাহিরে- অন্তরে মেঘ করে
ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে!

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when মৃত কবির পুনরুত্থান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মৃত কবির পুনরুত্থান:

Share