Sajib's Crafts & collections

Sajib's Crafts & collections .

05/07/2025

রথযাত্রা ১৪৩২। হিংগানগর, টাংগাইল।

Organic tomato 🍅
10/04/2025

Organic tomato 🍅

গন্ধরাজ
09/04/2025

গন্ধরাজ

আমাদের চাষকৃত রসুন।
04/04/2025

আমাদের চাষকৃত রসুন।

গৌর পূর্নিমার শুভেচ্ছা। Happy Holi 🌾🌺🌻🎨
14/03/2025

গৌর পূর্নিমার শুভেচ্ছা। Happy Holi 🌾🌺🌻🎨

14/12/2024

One side love is beauty of love.

তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রনমামি হরিপ্রিয়ে🙏
11/09/2024

তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রনমামি হরিপ্রিয়ে🙏

25/02/2024

সফল পুরুষদের স্ত্রী কিংবা প্রেমিকা আহামরি সুন্দরী হন না। আবার প্রেমিকা আহামরি সুন্দরী হন না বলেই হয়তো তারা সফল পুরুষ। এই ব্যাপারটা কাকতালীয় না। বেশ লজিকাল।

বুদ্ধিমান পুরুষরা নিজের জন্য রূপসী খোঁজার পরিবর্তে শ্রেয়সী খোঁজেন। যে মানুষটা মানুষ হিসেবে পারফেক্ট না হলেও তার জন্য পারফেক্ট। আর এই সঠিক মানুষ নির্বাচন করতে পারেন বলে তারা জীবনের অন্যান্য ক্ষেত্রেও সফল হন, কারণ সবচেয়ে কঠিন কাজই হলো নিজের জন্য পারফেক্ট জন কে খোঁজা, সে সুন্দরী হতেও পারে নাও হতে পারে (অন্যদের দৃষ্টিতে)। আর ঘর ঠিক না থাকলে বাদবাকি কিছুই ঠিক থাকে না।

প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর কৃতিত্ব থাকে। এখানে পালাক্রমে প্রথমে থাকে মা, তারপর সঙ্গিনী। বেশিরভাগ ছেলের ক্ষেত্রেই দেখেছি গ্ল্যামার গার্লদের মোহে পাগল হয়ে নিজের লাইফ ক্যারিয়ার শেষ করে দিতে। আবার কেউ কেউ বলে সব মেয়েরাই খারাপ, নারী মানেই ধ্বংস। আসলে জীবনে যতজনকে ট্রাই করেছেন সবারই যে রূপ আর নেকামোতে গলে গেছেন সেটা আর বলতে চান না।

অনেক মেয়েও আছে যারা লাইফ পার্টনার বলতেই হ্যান্ডসাম, সাকসেসফুল, বিত্তবান বোঝে। এসবের কোন কিছুই না থাকা অবস্থায় ভালবাসতে পারে যে তার চেয়ে শক্তিশালী, তার চেয়ে সুন্দরী আর কেউ নয়। তার হাত ধরেই একদিন সবকিছু তৈরি হবে এই বিশ্বাসে অটল থেকে পাশে থাকা এতো সহজ নয়। এর চেয়ে পয়সাওয়ালার গলায় ঝুলে পড়া অনেক সহজ।
যেসব মেয়েরা তাসকিন, সিয়াম, জাকারবার্গ, ওবামা, প্রিন্স হ্যারি এবং প্রমুখের বউকে নিয়ে সমালোচনা করেন তাদের নিজের মাথা স্ক্যান করে দেখা উচিত গোবর ছাড়া অন্যকিছু আছে কিনা। তিল তিল করে সফল হয়ে ওঠা একটা মানুষকে রূপের জোরে তুড়ি মেরে নিয়ে যাবেন এতো সহজ দুনিয়া!
এই লোকেরা চাইলেই বেছে বেছে সবচেয়ে সুন্দরীদের বিয়ে করতে পারতেন। কিন্তু না, এদের একজনের বউও আহামরি সুন্দরী না। আর এরাই সফল, এরাই সুখী।
Real woman doesn't leave her man when he has nothing.
Real man doesn't leave his woman when he has everything.

'আপ্পি'দের উচিত রূপচর্চায় সময় নষ্ট না করে ব্যক্তিত্ব তৈরিতে মনোনিবেশ করা। সাথে অন্যের কমেন্ট বক্সে গিয়ে তার বউকে কালা, মুটি, কুৎসিত গালি না দিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করা - সৃষ্টিকর্তার দেওয়া চেহারা ছাড়া গর্ব করার মতো কিছু তৈরি করতে পেরেছে কিনা। ক্ষণস্থায়ী সৌন্দর্য নিয়ে নিজেকে অনেক বেশি কিছু ভাবার কিচ্ছু নেই। রূপ আজীবন থাকে না, মানুষটাই থাকে।
©collected

01/12/2023

বেতনের বেলায় "আলোচনা সাপেক্ষে" কেন?

আপনার কেমন লোক দরকার, তা টু দ্য পয়েন্টে উল্লেখ করছেন।
অমুক পাশ, তমুক অভিজ্ঞতা, কতখানি স্মার্ট হইতে হবে, লম্বা-চওড়ায় কতটা হইলে ভালো হয়, কতক্ষণ ডিউটি... ইত্যাদি প্রভৃতি সব আগেই বলে দিচ্ছেন। চাকরির বিজ্ঞাপনে।
বেতনের বেলায় "আলোচনা সাপেক্ষে" কেন?
এটা কেন আগেই বলে দিতে পারেন না?
আপনার কেমন লোক দরকার তা আগেই পরিস্কার বলে দিচ্ছেন যাতে অপ্রয়োজনীয় কেউ আপনাকে নক না করে।
তাহলে বেতন না বললে আপনার ওখানে আবেদন করা এবং শশরীরে হাজির হওয়াটাও কারো কাছে অর্থহীন হয়ে যেতে পারে।
এতো আয়োজন করে যাওয়ার পর, চাকরির জন্য উপযুক্ত নির্বাচিত হওয়ার পর আপনার প্রস্তাবিত বেতনের অঙ্ক শুনে আপনার গালে আমার ঠাস করে চড় মারতে ইচ্ছেও হতে পারে।
কারণ, আগেই বেতন কত তা উল্লেখ না করে আপনি আমার সময় নষ্ট করেছেন।
সুতরাং "বেতন আলোচনা সাপেক্ষে" —— এই ধাপ্পাবাজি বন্ধ হোক।😡
আপনার কেমন লোক দরকার তা যেমন পই পই করে উল্লেখ করছেন, তেমনি উপযুক্ত কর্মীকে কত বেতন দিবেন, তা স্পষ্ট করে জানিয়ে দিন। আগেভাগেই।😡
©collected from school of engineers

ধুপিয়ানসিল্ক শাড়ীতে ব্লক প্রিন্ট ও এমব্রয়ডাড়ী কাজ করা। ১৩ হাত শাড়ী।  ডলারসহ নিলে ২০০ টাকা বাড়বে।          Sk EB1
02/10/2023

ধুপিয়ানসিল্ক শাড়ীতে ব্লক প্রিন্ট ও এমব্রয়ডাড়ী কাজ করা।
১৩ হাত শাড়ী।
ডলারসহ নিলে ২০০ টাকা বাড়বে।

Sk EB1

অর্ডার কনফার্ম 🥰
29/09/2023

অর্ডার কনফার্ম 🥰

ফুল প্যাকেজে থাকবে-➡️শাড়ি➡️নেকলেস➡️ইয়ার রিং➡️চুড়ি➡️টিপ➡️গোলাপ ২টা          Sk HE1
17/09/2023

ফুল প্যাকেজে থাকবে-
➡️শাড়ি
➡️নেকলেস
➡️ইয়ার রিং
➡️চুড়ি
➡️টিপ
➡️গোলাপ ২টা

Sk HE1

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajib's Crafts & collections posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share