19/09/2025
টাঙ্গাইলে আবুবকর খান ভাসানীর ১৩তম ওফাতবার্ষিকীতে ওরশ মোবারক ও স্মরণসভা
টাঙ্গাইলের সন্তোষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) ঐতিহাসিক দরবার হলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ পুত্র আবুবকর খান ভাসানীর ১৩তম ওফাতবার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী। স্মরণসভায় বক্তারা আবুবকর খান ভাসানীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে আবুবকর ভাসানী ফাউন্ডেশন। সহযোগিতা করে মওলানা ভাসানী-আবুবকর ভাসানী মুরিদান-অনুসারী সংঘ, ন্যাপ ভাসানী, খোদা-ই-খেদমতগার, ভাসানী পরিষদ ও মওলানা ভাসানী কৃষক সমিতি।
#টাঙ্গাইলে_আবুবকরখান_ভাসানীর
াতবার্ষিকী
#ওরশমোবারক_ও_স্মরণসভা
#টাঙ্গাইল_সদর
#টাংগাইল