টাঙ্গাইল মিডিয়া পেইজ / Tangail Media Page

টাঙ্গাইল মিডিয়া পেইজ / Tangail Media Page প্রিয় দর্শক -টাঙ্গাইল মিডিয়া পেইজ - Tangail Media Page)-ফেইজবুক পেইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি হুগড়া,টাংগাইল,ঢাকা,বাংলাদেশ

19/09/2025

‎টাঙ্গাইলে আবুবকর খান ভাসানীর ১৩তম ওফাতবার্ষিকীতে ওরশ মোবারক ও স্মরণসভা

‎টাঙ্গাইলের সন্তোষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) ঐতিহাসিক দরবার হলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ পুত্র আবুবকর খান ভাসানীর ১৩তম ওফাতবার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী। স্মরণসভায় বক্তারা আবুবকর খান ভাসানীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

‎অনুষ্ঠানটি আয়োজন করে আবুবকর ভাসানী ফাউন্ডেশন। সহযোগিতা করে মওলানা ভাসানী-আবুবকর ভাসানী মুরিদান-অনুসারী সংঘ, ন্যাপ ভাসানী, খোদা-ই-খেদমতগার, ভাসানী পরিষদ ও মওলানা ভাসানী কৃষক সমিতি।


‎ #টাঙ্গাইলে_আবুবকরখান_ভাসানীর
‎ াতবার্ষিকী
‎ #ওরশমোবারক_ও_স্মরণসভা

#টাঙ্গাইল_সদর

#টাংগাইল

19/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল সদর উপজেলা শাখার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও তৃণমূলের নেতাকর্মীদের সাথে,
‎"মতবিনিময় সভা"

‎প্রধান অতিথিঃ জননেতা আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু

‎প্রচার সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি, ধানের শীর্ষের কান্ডারী টাঙ্গাইল সদর-৫

‎বিশেষ অতিথিঃ জননেতা মাহমুদুল হক সানু, সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি, টাঙ্গাইল।

‎সভাপতিঃ আজগর আলী
‎ সভাপতি, সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল ।

‎সঞ্চালনায়ঃ এড. আজিম উদ্দিন বিপ্লব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল।

‎★সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল।

‎ #বিএনপি_টাঙ্গাইলসদর
‎ #১২টি_ইউনিয়নও_তৃণমূলের
‎ #নেতাকর্মীদের_সাথে_মতবিনিময়সভা
‎ #সুলতান_সালাউদ্দিন_টুকু
‎ #টাংগাইল

#বিএনপি



#টাঙ্গাইল_সদর

18/09/2025

চঞ্চল্যকর টাঙ্গাইল সদর ঘারিন্দা ইউনিয়নের মুফতি রেজাউল করিম সহ পরিবারের পাচ সদস্য মোট ছয়জনকে স ন্ত্রা সী কায়দায় কু পি য়ে আহত করে কা রা র ক্ষী।

‎সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন।

‎ফোনকলে যে তথ্য দিলেন
‎মুফতি রেজাউল করিম

‎ #ফোনকলে_যেতথ্য_দিলেন
‎ #টাঙ্গাইল_ঘারিন্দা_ইউনিয়নের
‎ #মুফতি_রেজাউল_করিম
‎ #টাংগাইল




17/09/2025

টাঙ্গাইল সদর মগড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক, এস এম আনিছুর রহমান উত্তম এর সহধর্মিণী স ন্ত্রা সী দের হা ম লা য় নি হ ত মরহুমার জানাযা নামাজ বাদ যোহর কুইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি টাঙ্গাইল জেলা বিএনপি'র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন।

‎ #টাঙ্গাইলসদর_মগড়াইউনিয়ন
‎ #বিএনপির_সাধারণসম্পাদক
‎ #উত্তম_এর_সহধর্মিণী
‎ #মরহুমার_জানাযা_নামাজ
‎ #সুলতান_সালাউদ্দিন_টুকু




শোক বার্তা..‎মগড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক, এস এম আনিছুর রহমান উত্তম ভাই  এর সহধর্মিণী  স ন্ত্রা সী দে র  হা ম লা ...
17/09/2025

শোক বার্তা..
‎মগড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক, এস এম আনিছুর রহমান উত্তম ভাই এর সহধর্মিণী স ন্ত্রা সী দে র হা ম লা য় নি হ ত হয়েছেন।

‎মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।আল্লাহ তায়ালা যেন এই পরহেযগার বান্ধী কে জান্নাতুল ফেরদাউস দান করে। আমীন। উত্তম এর পরিবারের যে ‌‌ ক্ষতি হলো মগড়া ইউনিয়ন বিএনপি প্রতিটি পরিবার আজ ক্ষ তি গ্ৰ স্থ। এই ন্যা কা র জনক ঘটনার হ ত্যা কা রী দের প্রসাশকের নিকট ন্যায় বি চা রে র দাবী জানায় এলাকা বাসী ,,আল্লাহ তায়ালা উওমকে ধৈর্য্য ধারণের সহায় হোক ।

‎ #শোক_সংবাদ
‎ #মগড়াইউনিয়ন_বিএনপির_সাধারণসম্পাদক
‎ িছুররহমান_উত্তমের
‎ #সহধর্মিণী_সন্ত্রাসীদের_হামলায়নিহত




16/09/2025

টাঙ্গাইল সদর ঘারিন্দা ইউনিয়নের আউল টিয়া এলাকায় একই পরিবারের ৫ জনকে কু পি য়ে গু রু ত্ব র আ হ‌ ত করা কারারক্ষী আব্দুল্লাহ সহ সকল আ সা মি দের দৃষ্টান্তমূলক শা স্তি র দা বি তে এলাকাবাসীর মানববন্ধন।

‎৩নং ঘারিন্দা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের জনপ্রিয় আলেম হাফেজ মুফতী রেজাউল করিম ও তার পরিবারের উপর স ন্ত্রা সী আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং তার পরিবার কর্তৃক হ ত্যা র উদ্দেশ্যে চাইনিজ চাপাতি দিয়ে কু পি য়ে আ হ ত করার প্রতিবাদে এবং দো ষী দে র দ্রুত বি চা রে র আওতায় আনার দা বী তে মানববন্ধন।

‎তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং মঙ্গলবার
‎সময়: সকাল: ১১.০০ টা
‎স্থান: ঘারিন্দা, টাঙ্গাইল সদর।

‎আয়োজনে: ঘারিন্দা ও আউলটিয়া এলাকার সর্বস্তরের জনগণ, টাঙ্গাইল।




‎ #টাঙ্গাইলসদর_ঘারিন্দা_ইউনিয়নে
‎ #একইপরিবারের_৫জনকে_কুপিয়ে
‎ #গুরুত্বর_আহ‌ত
‎ #শাস্তিরদাবিতে_এলাকাবাসীর_মানববন্ধন



টাঙ্গাইলে স্ত্রীর হাতে স্বামী দেবর ও শ্বাশুড়ি  য খ ম, ঘটনা টি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার, হুগড়া ইউনিয়নের, উত্তর হুগড়...
16/09/2025

টাঙ্গাইলে স্ত্রীর হাতে স্বামী দেবর ও শ্বাশুড়ি য খ ম, ঘটনা টি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার, হুগড়া ইউনিয়নের, উত্তর হুগড়া গ্রামে।

‎হুগড়া ইউনিয়নে উত্তর হুগড়ার পারভেজ ও তার মা ছোট ভাই কে কু পি য়ে জ খ ম করেছে পারভেসের
‎ স্ত্রী নিপুন আক্তার।

‎কি কারনে এমন ঘটনা ঘটেছে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি...

‎ #টাঙ্গাইলে_স্ত্রীরহাতে_স্বামী
‎ #দেবর_ওশ্বাশুড়ি_যখম
‎ #পারভেসের_স্ত্রী_নিপুনআক্তার
‎ #হুগড়া_ইউনিয়ন_টাঙ্গাইলসদর



15/09/2025

টাঙ্গাইলের পপুলার ডায়াগনস্টিক সেন্টার নিয়ে ,বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স এসোসিয়েশনের জরুরী সংবাদ সম্মেলন।

‎ডাক্তারদের বেশী টাকার লোভ দেখিয়ে টাঙ্গাইল পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে বসানোর অভিযোগ তুলছে টাঙ্গাইল জেলা বেসরকারী ক্লিনিক মালিক সমিতি, এ বিষয়ে বলছেন সমিতির সভাপতি সাইদুল হক ছাদু....



‎ষ্টাফ আনবে বাহিরের জেলা থেকে ডাক্তার নিবে আমাদের হাসপাতালগুলো থেকে,তাহলে তারা এতো বড় ব্যান্ডিং ডায়াগনষ্টিক সেন্টার হয়ে উন্নত সেবা দিবে কিভাবে????
‎মো.রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতি।


‎ #পপুলার_ডায়াগনষ্টিক_সেন্টারনিয়ে
‎ #বাংলাদেশ_প্রাইভেটক্লিনিক_এন্ডডায়াগনস্টিক #ওনার্স_এসোসিয়েশনের_সংবাদসম্মেলন
‎ #ক্লিনিক_মালিক
#টাঙ্গাইল #চিকিৎসা
‎ #চিকিৎসা #টাঙ্গাইল #টাংগাইল_সদরের_সংবাদ

#টাংগাইল

15/09/2025

টাঙ্গাইল সদর , হুগড়া ইউনিয়নের, আনুহলা | Tangail Media Page

‎ফুটবল খেলায় মাঠে দর্শকদের জায়গা না হওয়ায় কলেজ ছাদ এবং টিনের ঘর এর উপর উঠে অতিরিক্ত ওজন হওয়ায় টিনের চাল ভেঙে পড়ে।

‎মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রী কলেজ, আনুহলা টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫

১২ সেপ্টেম্বর ২০২৫ ইং
শুক্রবার

প্রধান অতিথি: জননেতা জনাব আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু

প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

প্রধান বক্তা: জনাব মাহমুদুল হক সানু, সাবেক সদস্য সচিব জেলা বিএনপি, টাঙ্গাইল।

উদ্বোধক: জনাব মোঃ আজগর আলী, সভাপতি, সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল।

বিশেষ অতিথি:

জনাব এডঃ আজিম উদ্দিন বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল।

জনাব মোর্শেদ আলম দুলাল, সভাপতি, ১০নং হুগড়া ইউনিয়ন বিএনপি। জনাব নূরে আলম তুহিন, চেয়ারম্যান, ১০নং হুগড়া ইউনিয়ন পরিষদ।

সঞ্চালনায়: জনাব কামরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক, ১০নং হুগড়া ইউনিয়ন বিএনপি।

সভাপতি: ডাঃ এস.এম.আবুবকর সিদ্দিক, সাবেক সভাপতি, আনুহলা তরুণতেজ ক্লাব।

আয়োজনে: আনুহলা তরুণতেজ ক্লাব, টাঙ্গাইল ।

‎ #টাঙ্গাইলে_ফুটবল_খেলায়
‎ #টিনের_চাল_ভেঙেপড়ে
‎ #ভাইরাল_স্বপ্না


‎ #টাঙ্গাইল_সদর
‎ #টাঙ্গাইল


মা রা  গেলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন  -‎‎চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন।গত ১৩/০৯/২০২৫  শনিবার রাত ১০টা...
14/09/2025

মা রা গেলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন -

‎চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন।গত ১৩/০৯/২০২৫ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী । তাঁর বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।

‎দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না–ফেরার দেশে।

‎১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই-উতরাই। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা। গানের প্রতি বাবার টান ছিল বেশি। দাদিও গান করতেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাঁকে।


‎শৈশবে যখন মাগুরায় ছিলেন, তখন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সংগীতের হাতেখড়ি হয়। এরপর নানা প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি। নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে পরিচিতি, জনপ্রিয়তা, অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন সাঁইয়ের গান গেয়ে। যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল, তারপর আর থেমে থাকেননি।


‎শুরুতে নজরুলসংগীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও জীবনের বেশির ভাগ সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। এ প্রসঙ্গে ফরিদা পারভীন বলেছিলেন, ‘নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এটা ঘটে। কুষ্টিয়ায় স্থানীয় এক হোমিও চিকিৎসক আমার গানের বেশ মুগ্ধ শ্রোতা ছিলেন। কিন্তু কেন জানি, তিনি আমার কণ্ঠে লালনগীতি শুনতে চাইতেন। তাঁর মনে হতো, লালনের গান আমার কণ্ঠে বেশি ভালো লাগবে। তাই হঠাৎ করেই আমাকে একদিন লালন ফকিরের গান শেখার পরামর্শ দেন। কিন্তু শুরুতে লালনের গান গাইতে চাইনি। আমার এই অনীহা দেখে বাবা আমাকে অনেক বুঝিয়ে গান শেখার জন্য রাজি করান। বলেন, “ভালো না লাগলে গাইবি না।” এই শর্তে রাজি হই এবং লালনসংগীতের পুরোধা ব্যক্তিত্ব মকছেদ আলী সাঁইয়ের কাছে তালিম নেওয়া শুরু করি। “সত্য বল সুপথে চল ওরে আমার মন”, লালনের বিখ্যাত গানটি শিখি। একই বছর দোলপূর্ণিমা উৎসবে গানটি গাইলে শ্রোতারা আমাকে লালনের আরও একটি গান গাইতে অনুরোধ করেন। তখন আমি গান গাইতে অসম্মতি জানাই। শ্রোতাদের বলি, “আমি একটি গান গাইতে শিখেছি। এটাই ভালোভাবে গাইতে চাই।” এ গানই আমার নতুন পথের দিশা হয়েছিল। এরপর ধীরে ধীরে বুঝতে শিখি, কী আছে লালনের গানে। তাঁর গানে মিশে থাকা আধ্যাত্মিক কথা ও দর্শন আমাকে ভাবিয়ে তোলে। এ পর্যায়ে অনুভব করি, লালন তাঁর সৃষ্টির মধ্য দিয়ে অনবদ্য এক স্রষ্টা হয়ে উঠেছেন। এটা বোঝার পর লালনের গান ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না।

‎৫৫ বছরের সংগীতজীবনে ফরিদা পারভীনের অনেক স্মরণীয় স্মৃতি আছে। সে রকম একটি ঘটনার কথা এভাবেই বলেছিলেন, ‘১৯৭৩ সাল। বিভিন্ন আখড়া থেকে বাউলশিল্পীদের ঢাকায় এনে লালনের গান রেকর্ডের পরিকল্পনা করেন ওস্তাদ মকছেদ আলী সাঁই। তিনি তৎকালীন রেডিওর ট্রান্সক্রিপশনে কর্মরত ছিলেন। তাঁর আমন্ত্রণে ঢাকায় রেডিওতে আসি। এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন আবদুল হামিদ চৌধুরী, কমল দাশগুপ্ত, সমর দাস, কাদের জমিলির মতো বিশিষ্ট সংগীতজ্ঞেরা। খুব ভয় হয়েছিল। তাঁদের সামনে আমাকে গাইতে হলো। ১৫ মিনিটের একক সংগীতানুষ্ঠান করে তাঁদের প্রশংসা পেয়েছিলাম। এটিই আমার অন্যতম স্মরণীয় স্মৃতি।’

‎ফরিদা পারভীন দীর্ঘদিন কুষ্টিয়া শহরে বসে লালনসংগীতের চর্চা করেছেন। নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া ফরিদা পারভীন ছোটবেলায় ছিলেন চঞ্চল প্রকৃতির। প্রায় সারাক্ষণ তিনি দৌড়ঝাঁপ আর খেলাধুলা করে বেড়াতেন। তাঁর দাদা ও নানার বাড়ির মাঝখানে ছিল একটি নদ। আত্রাইয়ের সেই শাখানদের নাম ছিল গুর। ওই নদ পার হয়ে অধিকাংশ দিন তরুণী ফরিদা দাদার বাড়ি থেকে নানার বাড়ি যেতেন। নানার বাড়ির পাশে ছিল বিরাট একটা বিল। ছোটবেলায় খেলার সঙ্গী মামাতো ভাইবোনদের সঙ্গে মিলে শাপলা তুলতে যেতেন সেই বিলে।

‎ছোটবেলা থেকেই ফরিদা পারভীনের ভালো লাগত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। তখন তিনি বুঝতেনও না যে তিনিই সন্ধ্যা মুখোপাধ্যায়। কিন্তু রেডিও ছেড়ে দিয়ে তাঁর গান শুনতেন। ফরিদা পারভীনের বেড়ে ওঠাটা একেবারে নিরবচ্ছিন্নভাবে গ্রামে নয়। কারণ, তাঁর বাবা মেডিকেলে চাকরি করতেন আর তাঁর চাকরির বদলির সুবাদে বিভিন্ন সময়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ফরিদাকেও বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। এ কারণে ফরিদার বেড়ে ওঠায় বিভিন্ন জায়গার ছাপ পড়েছে। ফরিদা পারভীনের স্কুলজীবন কেটেছে বিভিন্ন শহরে। তবে তাঁর স্কুলজীবনের শুরুটা মাগুরায়। একাধিক স্কুলে পড়াশোনা শেষে তিনি কুষ্টিয়ার মীর মশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন।

‎ফরিদা পারভীনের গানের হাতেখড়ি মাগুরা জেলায়। সেটা ১৯৫৭-৫৮ সালের কথা, তখন তিনি মাত্র চার-পাঁচ বছরের মেয়ে। সে সময় মাগুরায় তাঁকে গানে হাতেখড়ি দিয়েছিলেন ওস্তাদ কমল চক্রবর্তী। এরপর যেখানেই তিনি থেকেছেন, সেখানেই বিভিন্নজনের কাছে গানের তালিম নিয়েছেন। স্বরলিপি দিয়ে নজরুলের গান হারমোনিয়ামে ও কণ্ঠে তোলার কাজটি তিনি ওস্তাদ মীর মোজাফফর আলীর কাছেই প্রথম শেখেন। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুলসংগীতশিল্পী নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীনের পর লালন সাঁইজির গানের সঙ্গে ফরিদার পারভীনের যোগাযোগ, তখন তিনি কুষ্টিয়াতে থাকতেন। সেখানে তাঁদের পারিবারিক বন্ধু ছিলেন মোকছেদ আলী সাঁই। ১৯৭৩ সালে ফরিদা পারভীন তাঁর কাছেই ‘সত্য বল সুপথে চল’ গান শেখার মাধ্যমে লালন সাঁইজির গানের তালিম নেন। মোকছেদ আলী সাঁইয়ের মৃত্যুর পর খোদা বক্স সাঁই, ব্রজেন দাস, বেহাল সাঁই, ইয়াছিন সাঁই ও করিম সাঁইয়ের কাছে লালনসংগীতের তালিম নেন।

#মারাগেলেন_সংগীতশিল্পী_ফরিদাপারভীন
#সংগীতশিল্পী_ফরিদাপারভীন_আরনেই
#চলেগেলেন_লোকসংগীতের
#বরেণ্য_শিল্পী_ফরিদাপারভীন

12/09/2025

টাঙ্গাইলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার,
‎টাঙ্গাইল জেলা শাখার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা না মানার কারণে প্রতিবাদ সমাবেশে
‎বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক
‎ সমিতির ,,
‎সাধারণ সম্পাদক: মোঃ রেজাউল করিম রেজা ,

‎সভাপতি: সাইদুল হক সাদু


‎১২/০৯/২০২৫
‎শুক্রবার

‎ #টাঙ্গাইলে_পপুলার_ডায়াগনস্টিকসেন্টার
‎ #সমিতিরনীতিমালা_নামানার_কারণে
‎ #প্রতিবাদ_সমাবেশ

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when টাঙ্গাইল মিডিয়া পেইজ / Tangail Media Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টাঙ্গাইল মিডিয়া পেইজ / Tangail Media Page:

Share

টাঙ্গাইল মিডিয়া পেইজ/Tangail Media Page

প্রিয় দর্শক -টাঙ্গাইল মিডিয়া পেইজ / Tangail Media Page)-ফেইজবুক পেইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি।আপনাদের ভালোবাসা কে পুজি করে অনেক দূর এগিয়ে যেতে চাই।ভালো মান সম্পন্ন অনুষ্ঠান উপস্থাপন করাই আমাদের লক্ষ্য,সুধী দর্শক আপনাদের নিকট আমাদের প্রত্যাশা,আমাদের সকল ভিডিও গুলো আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।আর ভালো না লাগলে গঠন মূলক সমালোচনা করবেন।আমরা সাদরে গ্রহণ করবো।ভালো লাগা ভিডিও গুলো অবশ্যই শেয়ার করবেন,লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর একটি বিনীত অনুরোধ অবশ্যই পেইজটি লাইক বন্দুদের ইনভাইট করবেন। ধন্যবাদ