
26/07/2025
ভুল ট্রেনে উঠে টাঙ্গাইলে ধ'র্ষ'ণের শিকার নারী | Tangail | Tangail Media Page
টাঙ্গাইলে রেললাইনের পাশে এক নারী ধর্ষণের
শিকার, গ্রেফতার তিন।
টাঙ্গাইল রেল স্টেশনের পাশেই গণ"ধর্ষ"ণের শিকার এক নারী।
ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে গৃহকর্মীর কাজ করতে যাওয়া এক নারী ট্রেনে ভুলক্রমে টাঙ্গাইল স্টেশনে নেমে পড়েন।
পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ তাকে যমুনা সেতু পূর্ব পার স্টেশনের উদ্দেশ্যে একটি ট্রেনে উঠিয়ে দেন। দুর্ভাগ্যজনকভাবে, সেই ট্রেন থেকে তিনজন যুবক—দুলাল চন্দ্র দাস (২৮), রুপু মিয়া (২৭) এবং সজিব খান (১৯)—ওই নারীকে স্টেশনের পাশের ব্রাহ্মণ কুশিয়া গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ঘটনার পর টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করে এবং টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।
এই জঘন্য ঘটনার পর, স্থানীয় জনতা ও সামাজিক সংগঠনগুলো ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে ষ্টেশনের কাছে এক নারীকে শ্লী/ল/তা/হা/নির অভিযোগে তিন যুবককে আ ট ক করেছে ঘারিন্দা রেলওয়ে পুলিশ পরে তিন যুবককে টাঙ্গাইল সদর থানার পুলিশের তুলে দেন।
#একনারী_ধর্ষণের_শিকার
#টাঙ্গাইলে_রেললাইনের_পাশে
#গ্রেফতার_তিন_যুবক
#টাঙ্গাইল_জেলা_প্রশাসক
#জেলা_পুলিশ
#টাঙ্গাইল_সদর_থানা
#অপরাধ