Rafi Mahmud

Rafi Mahmud নির্বোধ জ্ঞানী, সুস্থ মস্তিষ্কের অচেতন বিবেকসম্পন্ন ব্যক্তি ; তবুও মননে স্বপ্ন বুনি।

04/03/2025

জীবন ও প্রকৃতি- ১।

18/02/2025

কোথাও কেউ ভালো নেই।
কারো শোকের অসুখ;
কারো বা সুখের অসুখ।

24/01/2025

সাল ২০১৯ (সম্ভাব্য)

সেদিন উপস্থিত ছিলেন ইবনু শাইখিল হাদিস আল্লামা . হাজার হাজার জনতার সামনে নিজের লেখা সঙ্গীত.........

বিজয়ে আমি উচ্ছ্বসিত ; আমি গর্বিত। তবে অনেকটা শঙ্কিত ;ভারতীয় মিডিয়াগুলো কি প্রচার করছে সে ব্যাপারে সবাই সোচ্চার হোন। ধর্ম...
05/08/2024

বিজয়ে আমি উচ্ছ্বসিত ; আমি গর্বিত।
তবে অনেকটা শঙ্কিত ;
ভারতীয় মিডিয়াগুলো কি প্রচার করছে সে ব্যাপারে সবাই সোচ্চার হোন।

ধর্মের ভিত্তিতে দাঙ্গা তৈরির উস্কানির আভাস আসে এদের আলোচনা থেকে।

আমার দেশে অসাম্প্রদায়িকতা ছিলো, থাকবে। সবাই খুব সতর্ক হোন। হিন্দু ভাইদের জানমালের হেফাযতের প্রতিও প্রতিবেশী মুসলিম ভাইদেরকে সজাগ থাকার অনুরোধ জানাই।

জীবনে এমন কিছু চাওয়ানা পাওয়া হয়ে থেকে যায় ;যেমন নাকি কাঙ্ক্ষিত মেঘ এসেও বৃষ্টি না দিয়ে চলে যায়। রাফি মাহমুদ৬-৫-২০২৪ ঈসায়...
06/05/2024

জীবনে এমন কিছু চাওয়া
না পাওয়া হয়ে থেকে যায় ;
যেমন নাকি কাঙ্ক্ষিত মেঘ এসেও
বৃষ্টি না দিয়ে চলে যায়।

রাফি মাহমুদ
৬-৫-২০২৪ ঈসায়ী।

মেধা যাচাই-তিনটা ছবি একসাথে জুড়ে দিলাম। তিনটি ছবি একই কথা বলে।প্রশ্ন হলো কী বলে ? এখানে কী বুঝানো হচ্ছে?কমেন্ট----------...
03/05/2024

মেধা যাচাই-

তিনটা ছবি একসাথে জুড়ে দিলাম। তিনটি ছবি একই কথা বলে।

প্রশ্ন হলো কী বলে ? এখানে কী বুঝানো হচ্ছে?

কমেন্ট-------------------------------

আয়ে রব্বে কা'বা! তুমি তোমার দ্বীন প্রচারের জন্য নবী-রাসূল প্রেরণ করেছো।তোমার দ্বীনের হেফাযতকারী তুমিই ; তবে আজও তোমার দ্...
03/05/2024

আয়ে রব্বে কা'বা! তুমি তোমার দ্বীন প্রচারের জন্য নবী-রাসূল প্রেরণ করেছো।
তোমার দ্বীনের হেফাযতকারী তুমিই ; তবে আজও তোমার দ্বীনকে প্রচার- প্রসার ও প্রতিষ্ঠার জন্য তুমি নায়েবে নবী হিসেবে উলামায়ে কেরামকে নিয়োজিত রেখেছো৷

আমাদের বিশ্বাস, তোমার আম্বিয়ায়ে কেরামকে যেমন সকল প্রতিবন্ধকতা থেকে তুমি হেফাজত করেছো, ঠিক তেমনই তাদের ওয়ারিশদেরকেও তুমিই হেফাজত করবে।

আলহামদুলিল্লাহ।

21/02/2024

মোদের মাতৃভাষা
রাফি মাহমুদ

ভুলে কি গিয়েছো
মাতৃভাষা অর্জেনরই কথা!
দেখো না তাকিয়ে পাতায় পাতায়
বায়ান্নর ইতিহাস আছে গাঁথা।

আইয়ূব গোষ্ঠী বলেছিলো
এদেশে উর্দুই রাষ্ট্রভাষা হবে,
বলেছিলাম মোরা বাঙালী
মোদের ভাষা বাংলাই রবে।

কতনা বাধা পেরিয়েছি মোরা
পাইনি কখনো ভয়,
নত করিনি শির কখনও
মানিনি কভু কোনো পরাজয়।

রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ
মায়ের ভাষা রক্ষার তরে,
ভাষা শহিদদেরকে আজও বিশ্ব
স্মরণ করে শ্রদ্ধাভরে।

রফিক, শফিক, জব্বার, বরকত
আরও যে কত নাম,
ভাষার জন্য দিয়েছে জীবন
করেছে অধিকারের সংগ্রাম।

যাদের ত্যাগে পেয়েছি আমরা
মায়ের মুখের ভাষা,
হোক নাজাতের উসিলা তাদের জন্য
প্রভুর দরবারে এই আশা।

এসো হই বিনয়ী ভাষা ব্যবহারে
করি রক্ষা ভাষার মান,
মোদের মাতৃভাষা এক অসীম নিয়ামত
মহান প্রভুর দান।

যদি বয়কট করার ফলে সুবিধা ভোগ করা কমে যায় ; ভাবে যদি কেউ সেকেলেতাতে কিছু যায় আসে না।“আমি সালাহউদ্দীনের সালতানাতেই ফিরে যে...
24/01/2024

যদি বয়কট করার ফলে সুবিধা ভোগ করা কমে যায় ;
ভাবে যদি কেউ সেকেলে
তাতে কিছু যায় আসে না।

“আমি সালাহউদ্দীনের সালতানাতেই ফিরে যেতে চাই”

আমি বাবরি মসজিদ বলছি,প্রায় ৬০০ বছরের ঐতিহ্য বহন করে আসা;আমি তোমাদের সভ্যতার স্মৃতিস্তম্ভবাবরি মসজিদ বলছি।গোটা উপমহাদেশের...
23/01/2024

আমি বাবরি মসজিদ বলছি,

প্রায় ৬০০ বছরের ঐতিহ্য বহন করে আসা;
আমি তোমাদের সভ্যতার স্মৃতিস্তম্ভ
বাবরি মসজিদ বলছি।

গোটা উপমহাদেশের মুসলিম জাতির
ইতিহাস-ঐতিহ্য ;আবেগ জড়িয়ে আছে আমাকে ঘিরে
তোমাদের চোখের সামনে আমাকে শহিদ করা হলো
রায় দেওয়া হলো আমাকে ভেঙ্গে ফেলার
কেবলই এক ধর্মীয়-রাজনৈতিক গোষ্ঠীকে
সুবিধা দেয়ার জন্য

তোমাদের আবেগের জায়গাকে
ধ্বংস করে দেওয়া হলো;
ঘোষণা হলো আবার বুকে
রাম মন্দির গড়ে তোলার!

একি কেবল অবয়ব বিশিষ্ট
একটি দালানকে ভেঙ্গে ফেলার প্রশ্ন?
না, তা নয়;
এটি বৃহত্তর রাজনৈতিক প্রশ্ন
ইতিহাস-ঐতিহ্য মুছে দেয়ার প্রশ্ন।

আমি শহিদ হই; কিন্তু তোমরা নিরাস হয়ো না
আমি বিলীন হয়ে যাই;
কিন্তু তোমরা তোমাদের ঈমানী চেতনা
হারিয়ে যেতে দিও না

আমার বিশ্বাস তোমরাই আমাকে
আবার আবাদ করবে;
সিজদায় তোমাদের কপালে
আবার আমার ধূলি লাগবে।

আমি আবার রূপ নিবো মসজিদে
যেমন গির্জায় পরিণত হওয়া আয়া সুফিয়া
আবার রূপ ফিরে পেয়েছে সিজদাগাহে।

Address

Tangail
Tangail

Telephone

+8801632294174

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafi Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafi Mahmud:

Share