Gonesh Chandra

Gonesh Chandra BCS preparation employed

28/09/2022

BB AD । Recent GK
১.সাফ নারী চ্যাম্পিয়নশীপ-২০২২:
√ অনুষ্ঠিত হয়: ৬ সেপ্টেম্বর, ২০২২ - ১৯ সেপ্টেম্বর, ২০২২।
√স্বাগতিক দেশ: নেপাল।
√অংশগ্রহণকারী দল: ৭টি ( নেপাল, ভুটান, ভারত, পাকিস্থান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা)।
√চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
√নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে - বাংলাদেশ।
√প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ফাইনালে উঠেছিল - ২০১৬ সালে।
√রানার্সআপ: নেপাল।
√টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।
২.এশিয়া কাপ ক্রিকেট - ২০২২ [ A to Z ]
√এশিয়া কাপ ব্যাবস্থাপক → Asian Cricket Council (ACC)
√এশিয়া কাপ ক্রিকেট-২০২২ আসরঃ ১৫তম (২৭ আগস্ট - ১১ সেপ্টেম্বর)
√ এশিয়া কাপ ক্রিকেট-২০২২ এর আসরের আয়োজক দেশ → শ্রীলঙ্কা।
√এশিয়া কাপ ক্রিকেট-২০২২ অনুষ্ঠিত হয় → সংযুক্ত আরব আমিরাত।
√ এশিয়া কাপ ক্রিকেট-২০২২ এ অংশগ্রহণ করে → ৬টি দেশ।
√১ম ম্যাচ অনুষ্ঠিত হয় → ২৭ আগস্ট ২০২২।
√ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় → ১১ সেপ্টেম্বর ২০২২।
√ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় → দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
√ চ্যাম্পিয়ন → শ্রীলঙ্কা। রানার্সআপ → পাকিস্তান।
√ফাইনাল ম্যাচে রান করে শ্রীলঙ্কা → ১৭০, পাকিস্তান → ১৪৭ (টার্গেট ১৭১)।
√ শ্রীলঙ্কা পাকিস্তানকে হারায় → ২৩ রানে।
√ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ পায় → ভানুকা রাজাপক্ষে।
√ম্যান অফ দ্যা সিরিজ/টুর্নামেন্ট পায় → ওয়ানিন্দু হাসারাঙ্গা।
√ সর্বাধিক উইকেট (১১) শিকারী→ ভুবনেশ্বর কুমার (ভারত)।
√সর্বোচ্চ রান (২৮১) সংগ্রহকারী → মোঃ রিজওয়ান (পাকিস্তান)।
√ এশিয়া কাপ ক্রিকেট-২০২৩ এর আসরের আয়োজক দেশ হবে → পাকিস্তান।
৩.‘১১তম ইন্টারপা সম্মেলন’
• সময়কাল: ১২ - ১৪ সেপ্টেম্বর, ২০২২।
• স্থান: ঢাকা, বাংলাদেশ।
• প্রতিপাদ্য: ডিজিটালাইজেশন ইন পুলিশিং।
• অংশগ্রহণ: ৪৫টি দেশের ১২৭ জন প্রতিনিধি।
ইন্টারপা সম্মেলন কী?
বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমির প্রধানদের নিয়ে গঠিত হয় ইন্টারপা।
• উদ্দেশ্য: বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়।
• সদস্য: ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমি বা প্রতিষ্ঠান।
• সদর দফতর: আঙ্কারা, তুরস্ক (প্রতিষ্ঠাকাল: ২ জুলাই, ২০১১)।
৪.প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধ

26/09/2022

বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদের বর্তমান সংখ্যা ২৬ টি।২৬ টি ক্যাডার পদের নাম নিম্নরুপঃ যেমনঃ-
১।বিসিএস (প্রশাসন)
২।বিসিএস (খাদ্য)
৩।বিসিএস (কৃষি)
৪।বিসিএস (বন)
৫।বিসিএস (মৎস্য)
৬।বিসিএস (পশুপালন)
৭।বিসিএস (সাধারণ শিক্ষা)
৮।বিসিএস (কারিগরী শিক্ষা)
৯।বিসিএস (বাণিজ্য)
১০।বিসিএস (পরিসংখ্যান)
১১।বিসিএস (গণপূর্ত)
১২।বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
১৩।বিসিএস (সড়ক ও জনপথ)
১৪।বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
১৫।বিসিএস (আবগারি ও শুল্ক )
১৬।বিসিএস (কর)
১৭।বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
১৮।বিসিএস (স্বাস্থ্য)
১৯।বিসিএস (পরিবার পরিকল্পনা)
২০।বিসিএস (তথ্য)
২১।বিসিএস (ডাক)
২২।বিসিএস (পুলিশ)
২৩।বিসিএস (আনছার)
২৪।বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২৫।বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
২৬।বিসিএস (সমবায়)।
collected

মানুষের কর্মই মানুষকে মধুর করে তুলে
25/09/2022

মানুষের কর্মই মানুষকে মধুর করে তুলে

Address

Tangail

Telephone

+8801767157903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gonesh Chandra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share