28/09/2022
BB AD । Recent GK
১.সাফ নারী চ্যাম্পিয়নশীপ-২০২২:
√ অনুষ্ঠিত হয়: ৬ সেপ্টেম্বর, ২০২২ - ১৯ সেপ্টেম্বর, ২০২২।
√স্বাগতিক দেশ: নেপাল।
√অংশগ্রহণকারী দল: ৭টি ( নেপাল, ভুটান, ভারত, পাকিস্থান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা)।
√চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
√নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে - বাংলাদেশ।
√প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ফাইনালে উঠেছিল - ২০১৬ সালে।
√রানার্সআপ: নেপাল।
√টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।
২.এশিয়া কাপ ক্রিকেট - ২০২২ [ A to Z ]
√এশিয়া কাপ ব্যাবস্থাপক → Asian Cricket Council (ACC)
√এশিয়া কাপ ক্রিকেট-২০২২ আসরঃ ১৫তম (২৭ আগস্ট - ১১ সেপ্টেম্বর)
√ এশিয়া কাপ ক্রিকেট-২০২২ এর আসরের আয়োজক দেশ → শ্রীলঙ্কা।
√এশিয়া কাপ ক্রিকেট-২০২২ অনুষ্ঠিত হয় → সংযুক্ত আরব আমিরাত।
√ এশিয়া কাপ ক্রিকেট-২০২২ এ অংশগ্রহণ করে → ৬টি দেশ।
√১ম ম্যাচ অনুষ্ঠিত হয় → ২৭ আগস্ট ২০২২।
√ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় → ১১ সেপ্টেম্বর ২০২২।
√ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় → দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
√ চ্যাম্পিয়ন → শ্রীলঙ্কা। রানার্সআপ → পাকিস্তান।
√ফাইনাল ম্যাচে রান করে শ্রীলঙ্কা → ১৭০, পাকিস্তান → ১৪৭ (টার্গেট ১৭১)।
√ শ্রীলঙ্কা পাকিস্তানকে হারায় → ২৩ রানে।
√ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ পায় → ভানুকা রাজাপক্ষে।
√ম্যান অফ দ্যা সিরিজ/টুর্নামেন্ট পায় → ওয়ানিন্দু হাসারাঙ্গা।
√ সর্বাধিক উইকেট (১১) শিকারী→ ভুবনেশ্বর কুমার (ভারত)।
√সর্বোচ্চ রান (২৮১) সংগ্রহকারী → মোঃ রিজওয়ান (পাকিস্তান)।
√ এশিয়া কাপ ক্রিকেট-২০২৩ এর আসরের আয়োজক দেশ হবে → পাকিস্তান।
৩.‘১১তম ইন্টারপা সম্মেলন’
• সময়কাল: ১২ - ১৪ সেপ্টেম্বর, ২০২২।
• স্থান: ঢাকা, বাংলাদেশ।
• প্রতিপাদ্য: ডিজিটালাইজেশন ইন পুলিশিং।
• অংশগ্রহণ: ৪৫টি দেশের ১২৭ জন প্রতিনিধি।
ইন্টারপা সম্মেলন কী?
বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমির প্রধানদের নিয়ে গঠিত হয় ইন্টারপা।
• উদ্দেশ্য: বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়।
• সদস্য: ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমি বা প্রতিষ্ঠান।
• সদর দফতর: আঙ্কারা, তুরস্ক (প্রতিষ্ঠাকাল: ২ জুলাই, ২০১১)।
৪.প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধ