26/09/2025
মির্জাপুরে শিশু ধ-র্ষ-ণ চেষ্টায় মা-ম-লা,১ মাসেও গ্রে-ফ-তা-র হয়নি আ-সা-মি,যা বললেন শিশুটির মা,,,,,,,
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।পরে ওই শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযুক্ত আসামি হলেন চিতেশ্বরী গুচ্ছগ্রাম এলাকার আবু সামা (৫৫)।বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর বেলা বাদীর বাড়িতেই এই ঘটনা ঘটে।
জানা যায়,আবু সামার বাবার বাড়ি রংপুর এলাকায়।সে দীর্ঘদিন ধরে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় বসবাস করে আসছে।পরে আবু সামা এই এলাকায় জমি ক্রয় করে বাড়ি বানিয়ে বসবাস করছে দীর্ঘদিন ধরেই।
মামলার তথ্যমতে,১ মাস আগে ২১শে আগষ্ট দুপুর বেলা বাদীর বাড়িতে যায় অভিযুক্ত আবু সামা।পরে ওই বাড়িতে গেলে বাদী ঘরে বসতে বলে।ঘরের ভেতরেই ছিল ওই শিশুটি।কিছুক্ষণ পর শিশুটি চিৎকার করে উঠলে তার মা দৌড়ে ঘরে যায় এবং অভিযুক্ত আসামি দৌড়ে পালিয়ে যায়।শিশুটি কান্না করে তার মায়ের কাছে সব বলে দেয়।
ঘটনার পর থেকেই আসামি পলাতক।১ মাস হয়ে গেলেও এখনোও আসামিকে গ্রেফতার করতে পারে নাই থানা পুলিশ।এদিকে মামলার বাদির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযুক্ত আসামি আবু সামার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।
মামলার বাদি বলেন,আইনের কাছে আমার দাবি যেন,অতিদ্রুত মামলার আসামিকে গ্রেফতার করা হয়।আমি ওর সর্বোচ্চ শাস্তি চাই।
মমলার তদন্ত কর্মকর্তা এসআই রাহাদুজ্জামান আকন্দ বলেন,থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।