News Bangladesh

News Bangladesh আমরা সত্যের পক্ষে।

প্রয়োজনে- 01711-731936

27/09/2025

মির্জাপুরের বাঁশতৈল কাহারতা এলাকায় ফরহাদ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হ*ত্যা করেছে

27/09/2025

গোড়াই-সখিপুর রাস্তার বে হা ল দশা

‎সখিপুরের বাজাইল এলাকার ঘটনায় মেয়েটির স্বামী-শাশুরি-শশুরকে থানা পুলিশ গ্রে*ফ*তা*র করেছে।বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ।...
26/09/2025

‎সখিপুরের বাজাইল এলাকার ঘটনায় মেয়েটির স্বামী-শাশুরি-শশুরকে থানা পুলিশ গ্রে*ফ*তা*র করেছে।বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ।

‎উল্লেখ্য, টাঙ্গাইলের সখিপুরে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

‎টাঙ্গাইলের সখিপুরে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে।জানা যায়,উপজেলার বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে রোজিনা আক্তার (৩০) একই উপজেলার বাজাইল গ্রামের আব্বাসের ছেলে রশিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।পরবর্তীতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়ে তাদের।বিয়ের পরে রশিদ তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে রোজিনাকে নিয়ে বেড়াতেও যায়।কিন্তু বিয়ের পরে রশিদ স্ত্রীর মর্যাদা দিয়ে রোজিনাকে ঘরে তুলতে নারাজ।

‎বৃহস্পতিবার সকাল বেলা রোজিনা স্ত্রীর দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে রশিদ এবং রশিদের বাবা-মা সহ বাড়ির অন্যান্য লোকজন মিলে মধ্যযোগীয় কায়দায় রোজিনাকে গাছের সাথে বেধে ব্যাপক শারীরিক নির্যাতন করে।এতে রোজিনা গুরুতর আহত হয়।সংবাদ পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় রশিদ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

26/09/2025

‎মির্জাপুরে শিশু ধ-র্ষ-ণ চেষ্টায় মা-ম-লা,১ মাসেও গ্রে-ফ-তা-র হয়নি আ-সা-মি,যা বললেন শিশুটির মা,,,,,,,

‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।পরে ওই শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

‎মামলার অভিযুক্ত আসামি হলেন চিতেশ্বরী গুচ্ছগ্রাম এলাকার আবু সামা (৫৫)।বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর বেলা বাদীর বাড়িতেই এই ঘটনা ঘটে।

‎জানা যায়,আবু সামার বাবার বাড়ি রংপুর এলাকায়।সে দীর্ঘদিন ধরে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় বসবাস করে আসছে।পরে আবু সামা এই এলাকায় জমি ক্রয় করে বাড়ি বানিয়ে বসবাস করছে দীর্ঘদিন ধরেই।

‎মামলার তথ্যমতে,১ মাস আগে ২১শে আগষ্ট দুপুর বেলা বাদীর বাড়িতে যায় অভিযুক্ত আবু সামা।পরে ওই বাড়িতে গেলে বাদী ঘরে বসতে বলে।ঘরের ভেতরেই ছিল ওই শিশুটি।কিছুক্ষণ পর শিশুটি চিৎকার করে উঠলে তার মা দৌড়ে ঘরে যায় এবং অভিযুক্ত আসামি দৌড়ে পালিয়ে যায়।শিশুটি কান্না করে তার মায়ের কাছে সব বলে দেয়।

‎ঘটনার পর থেকেই আসামি পলাতক।১ মাস হয়ে গেলেও এখনোও আসামিকে গ্রেফতার করতে পারে নাই থানা পুলিশ।এদিকে মামলার বাদির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

‎অভিযুক্ত আসামি আবু সামার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

‎মামলার বাদি বলেন,আইনের কাছে আমার দাবি যেন,অতিদ্রুত মামলার আসামিকে গ্রেফতার করা হয়।আমি ওর সর্বোচ্চ শাস্তি চাই।

‎মমলার তদন্ত কর্মকর্তা এসআই রাহাদুজ্জামান আকন্দ বলেন,থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

26/09/2025

বিধির জালে আটকে আছে সহকারী শিক্ষক নিয়োগ

25/09/2025

সখিপুর উপজেলার বাজাইল এলাকায় বিয়ের দাবিতে অনশন করতে আসলে মেয়েটিকে গাছের সাথে বেঁ*ধে বে-ধ-র-ক পি*টি*য়ে*ছে,,,,,,,

ভিডিও - ২

25/09/2025

সখিপুর উপজেলার বাজাইল এলাকায় বিয়ের দাবিতে অনশন করতে আসলে মেয়েটিকে গাছের সাথে বেঁ*ধে বে-ধ-র-ক পি*টি*য়ে*ছে,,,,,,,

22/09/2025

পেকুয়া-অভিরামপুর রাস্তা নাকি ম*র*ণ*ফাঁ*দ,সংস্কার করার জন্য কারো মাথাব্যথা নাই

19/09/2025

আজ "স্বপ্নের নায়ক" সালমান শাহর জন্মদিন

গোড়াই ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহ্বায়ক  সাজেদুল,সদস্য সচিব মনজুমির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন সেচ্ছাসেবকদলের নব আহ্বায়ক কমি...
18/09/2025

গোড়াই ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজেদুল,সদস্য সচিব মনজু

মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন সেচ্ছাসেবকদলের নব আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাজেদুল আলম রুবেল ও সদস্য সচিব করা হয়েছে মন্জুরুল ইসলাম মনজুকে।

আহ্বায়ক ও সদস্য সচিব দুজনেই সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

late upload

17/09/2025

মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর এলাকার সমাজ সেবক ম*র*হু*ম হাজী হোসেন উদ্দিন সিকদারের চতুর্থ মৃ*ত্যু বার্ষিকী উপলক্ষে ক*ব*র যিয়ারত,,,,,,

16/09/2025

সখীপুর উপজেলা বিএনপি'র সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি

Address

Gorai, Mirzapur
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when News Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bangladesh:

Share