News Bangladesh

News Bangladesh আমরা সত্যের পক্ষে।

প্রয়োজনে- 01711-731936

02/08/2025

গোড়াই-সখিপুরের রাস্তার অবস্থা খুবই খা*রা*প

02/08/2025

সখিপুরের ইন্নতখা চালা থেকে গিলাচালা রাস্তার বেহাল দশা

01/08/2025

‎স্বামীকে আ*ট*ক করেছে বলে স্ত্রীকে অ*প*হ*র*ণ চেষ্টা,থানায় অ-ভি-যো-গ

‎স্টাফ রিপোর্টার:

‎স্বামীকে আ-ট-ক করে রেখেছে,এমন কথা বলিয়া তার স্ত্রীকে ঘটনাস্থলে নিয়ে যায় স্থানীয় এক প্রভাবশালী ব্যাবসায়ী তোফাজ্জল সিকদার (৩৫)।পরে ঘটনাস্থলে না গিয়ে এক গলির ভেতর দিয়ে যেতে লাগলে স্ত্রী ডাকচিতকার করে।পরে স্থানীয়রা তোফাজ্জলকে আ-ট-ক করে।পরে জানা যায় ঐ স্ত্রীকে অ-প-হ-র-ণ চেষ্টা করে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তার স্বামী।

‎এমন ঘটনা ঘটেছে (২৬ জুলাই) শনিবার দুপুর ১২ টার সময় কালিয়াকৈর বাজার এলাকায়।

‎পরে সুযোগ পেয়ে দৌড়ে পালিয়ে যায় তোফাজ্জল।তার বাড়ি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া এলাকায়।সে ওই এলাকার মৃত গফুর সিকদারের ছেলে।

‎এই ঘটনাকে কেন্দ্র করে ওই স্ত্রীর স্বামী সাগর হোসেন (২১) কালিয়াকৈর থানায় একটি লিখিত অ-ভি-যো-গ দায়ের করেন।সাগর ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে বলে জানা যায়।

‎এই বিষয় নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎ভুক্তভোগী পরিবার জানান,তোফাজ্জল সিকদার জাথালিয়া এলাকার সিঙ্গাপুর বাজারে একটি মুদি দোকান করে।ভুক্তভোগী স্ত্রীর স্বামী সাগর একই এলাকায় ফুসকা,চটপটির দোকান করে।বিভিন্ন সময় সাগর বাকীতে তোফাজ্জল সিকদারের দোকান থেকে মাল ক্রয় করত।এতে ১৫-২০ হাজার টাকা বাকী পড়ে যায়।পরে সাগরকে টাকার জন্য চাপ দিলেও টাকা দিতে পারে না।ফলে সাগরের স্ত্রীকে কু প্রস্তাব দিলে তাতে কোনভাবেই রাজি হয় না।রাজি না হলে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ওই মেয়েটির সাথে জোরপূর্বক কথা বলত।

‎গত ২৬ জুলাই সাগর বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়।পরে তোফাজ্জল সিকদার সাগরের স্ত্রীকে ফোন দিয়ে বলে তোমার স্বামীকে কালিয়াকৈর বাজারে আটক করেছে।এ কথা শুনে সাগরের স্ত্রী তোফাজ্জলের মোটরসাইকেল যোগে কালিয়াকৈর যান।সেখানে গিয়ে যখন দেখে তোফাজ্জলের আচরণ ভালো না,তখন সাগরের স্ত্রী ডাকচিতকার করে।তার ডাকচিতকারে লোকজন এগিয়ে আসে।তোফাজ্জলকে আ-ট-ক করলেও সে কৌশলে পালিয়ে যায়।


‎তোফাজ্জলের পরিবারের সাথে কথা বললে তারা বলেন,ঘটনাটি সম্পূর্ণ একটি সাজানো নাটক।তারা আমাদের মানসম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে।এই ঘটনাটি মূলত সঠিক না।

‎তোফাজ্জলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয় নি।খোঁজ নিয়ে জানা গেছে, তোফাজ্জল প-লা-ত-ক আছে।

‎ভুক্তভোগীর পরিবার এর সুষ্ঠু একটি বিচার দাবি জানান।

‎এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই সুরুজ্জামান বলেন,ঘটনার তদন্ত চলমান।তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র তানভীর আহম্মেদের কবর জিয়ার ও তার পরিব...
01/08/2025

বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র তানভীর আহম্মেদের কবর জিয়ার ও তার পরিবারের সাথে দেখা করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব ।

টাঙ্গাইলের নাগরপুর ভারড়া ইউনিয়ন পচা সারটিয়া গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে জোড় করে ধ র্ষ ন করেছিল প্রতিবেশী চাচা ফরহাদ।ফলে...
30/07/2025

টাঙ্গাইলের নাগরপুর ভারড়া ইউনিয়ন পচা সারটিয়া গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে জোড় করে ধ র্ষ ন করেছিল প্রতিবেশী চাচা ফরহাদ।

ফলে কিশোরিটি গর্ভবতী হয়ে পড়লে বিষয় জানাজানি হয়।ডাক্তারী পরিক্ষায় নিশ্চিত হয়ে নাগরপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন প*লা*ত*ক থাকার পর গ্রে*ফ*তা*র হয় অ/ভি/যু/ক্ত ধ র্ষ ক ফরহাদ।

30/07/2025

কথিত ‎প*র*কি*য়া প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে রুমে যাওয়ার সময় প্রেমিকা ডাকচিতকার করিলে হাতেনাতে ধরল জনতা,খবর পেয়ে উপস্থিত স্বামী

‎এমন ঘটনা ঘটেছে (২৬ জুলাই) শনিবার দুপুর ১২ টার সময় কালিয়াকৈর বাজার এলাকায়।

‎পরে কথিত প*র*কি*য়া প্রেমিক দৌড়ে পালিয়ে যায়।পরকিয়া ওই প্রেমিকের নাম তোফাজ্জল সিকদার (৩৫)।তার বাড়ি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া এলাকায়।সে ওই এলাকার মৃত গফুর সিকদারের ছেলে।

‎প*র*কি*য়া প্রেমিকার বাড়িও একই এলাকায়।পরে ওই প্রেমিকার স্বামী সাগর হোসেন (২১) কালিয়াকৈর থানায় একটি লিখিত অ*ভি*যো*গ দায়ের করেন।সাগর ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে বলে জানা যায়।

‎এই বিষয় নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়,তোফাজ্জল ওই মেয়েটিকে বিভিন্ন ভ*য়*ভী*তি দেখিয়েই কথা বলত।

‎বিস্তারিত আসছে,,,,,

কালিয়াকৈর টু মাওনা রোডে মৃধাবাড়ি মোড়ে সড়ক দু র্ঘ ট না।
29/07/2025

কালিয়াকৈর টু মাওনা রোডে মৃধাবাড়ি মোড়ে সড়ক দু র্ঘ ট না।

29/07/2025

মির্জাপুরের জনগনের নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী - মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক,গোড়াই ইউনিয়ন শ্রমিকদল।

28/07/2025

তারেক রহমানের নেতৃত্ব থাকলে কখনো দিনের ভোট রাতে হবে না - হাবীব শেখ,সভাপতি,গোড়াই ইউনিয়ন শ্রমিকদল।

27/07/2025

মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বিকল্প নাই - গোড়াই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জুলহাস শেখ

27/07/2025

‎সড়ক দিয়ে মাহিন্দ্র গাড়ি চলাতে বাঁ*ধা দেয়ায় জুতা দিয়ে মারতে গেলেন গজারি কাঠ ব্যাবসায়ী ছানোয়ার

‎ডেস্ক রিপোর্ট :

‎সড়ক দিয়ে মাহিন্দ্র গাড়ি চলাতে বাঁ*ধা দেয়ায় জুতা দিয়ে মা-র-তে গেলেন অ-বৈ-ধ গজারি ব্যাবসায়ী ছানোয়ার হোসেন (৪০)।তার বাড়ি সখিপুর উপজেলার ইন্নতখাচালা পূর্ব পাড়া।সে ওই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

‎রবিবার (২৭ জুলাই) বিকাল ৩ টায় ইন্নতখাচালা পূর্ব পাড়া এমন ঘটনা ঘটে।

‎উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎ভিডিওতে দেখা যায়,ইন্নতখা চালা থেকে গিলাচালা রাস্তার বেহাল দশা।রাস্তা দিয়ে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।ফলে এলাকাবাসীর কয়েক জন মিলে কাঠের খুটি দিয়ে রাস্তা আ*ট*কে দেয়,যাতে করে হেঁটে যাওয়ার মতো ব্যাবস্থা থাকে।এক ফেসবুক ব্যাবহারকারী তার ফেসবুকে এ নিয়ে একটি স্টেটাস দিয়েছেন।সেখানে তিনি লিখেছেন, মেম্বার সাহেব এর অনুমতি নিয়েই সড়কে খুটি দিয়েছেন।

‎কিন্তু এই কাঠের ব্যাবসায়ী লাড়কি বোঝাই মাহিন্দ্র গাড়িটি ঐ রাস্তা দিয়ে আনতে গেলে স্থানীয়রা বাঁ*ধা দেন।বাঁ*ধা দিলে ব্যাবসায়ী ছানোয়ার হোসেন তাদের জুতা দিয়ে মা*র*তে যায়।পরে মাহিন্দ্র গাড়িটির ড্রাইভার সেই খুটি উঠিয়ে গাড়িটি নিয়ে যায় যেটি ভিডিওতে স্পষ্ট।

‎জানা যায়,ঐ কাঠের ব্যাবসায়ী একজনকে মা*র*ধ*রও করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

‎স্থানীয়রা জানান,আমরা যেন পায়ে হেঁটে রাস্তা দিয়ে যেতে পারি সেজন্য খুঁটি দিয়েছি।এই রাস্তা দিয়ে সবসময় অ*বৈ*ধ মাহিন্দ্র গাড়ি বোঝাই করে গজারি,বাগান কাঠ পা*চা*র করে।ফলে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে,পরিবেশ নষ্ট হচ্ছে,সরকার হারাচ্ছে তার গাছপালা ও রাজস্ব।

‎তারা আরোও বলেন,বাজাইল বিট অফিসের যোগসাজশেই ছানোয়ার এই ব্যাবসা চালিয়ে যাচ্ছেন।

‎ছানোয়ারের এমন ব্যাবহারে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষো*ভে*র সৃষ্টি হয়েছে।তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

27/07/2025

মাইলস্টোন ট্রা*জে*ডি; উত্তরাতে বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি - মির্জাপুরে আব্দুস সালাম পিন্টু

‎মাইলস্টোন ট্র্যাজেডি টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতাকর্মীরা


‎উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

‎তারেক রহমানের নির্দেশে রোববার (২৭ জুলাই) সকালে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলায় উপ‌জেলার হ‌তেয়া কেরা‌নিপাড়া গ্রামের হুমায়রের বাড়িতে গিয়ে তারা সমবেদনা জানান। পরে নিহতদের কবর জিয়ারত করা হয়।

‎এসময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু তানভীর এবং হুমাইয়ার বাবা-মাকে সান্ত্বনা দেন। এ সময় নিহতের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন।

‎কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ, গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

Address

Gorai, Mirzapur
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when News Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bangladesh:

Share