27/07/2025
সড়ক দিয়ে মাহিন্দ্র গাড়ি চলাতে বাঁ*ধা দেয়ায় জুতা দিয়ে মারতে গেলেন গজারি কাঠ ব্যাবসায়ী ছানোয়ার
ডেস্ক রিপোর্ট :
সড়ক দিয়ে মাহিন্দ্র গাড়ি চলাতে বাঁ*ধা দেয়ায় জুতা দিয়ে মা-র-তে গেলেন অ-বৈ-ধ গজারি ব্যাবসায়ী ছানোয়ার হোসেন (৪০)।তার বাড়ি সখিপুর উপজেলার ইন্নতখাচালা পূর্ব পাড়া।সে ওই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
রবিবার (২৭ জুলাই) বিকাল ৩ টায় ইন্নতখাচালা পূর্ব পাড়া এমন ঘটনা ঘটে।
উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়,ইন্নতখা চালা থেকে গিলাচালা রাস্তার বেহাল দশা।রাস্তা দিয়ে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।ফলে এলাকাবাসীর কয়েক জন মিলে কাঠের খুটি দিয়ে রাস্তা আ*ট*কে দেয়,যাতে করে হেঁটে যাওয়ার মতো ব্যাবস্থা থাকে।এক ফেসবুক ব্যাবহারকারী তার ফেসবুকে এ নিয়ে একটি স্টেটাস দিয়েছেন।সেখানে তিনি লিখেছেন, মেম্বার সাহেব এর অনুমতি নিয়েই সড়কে খুটি দিয়েছেন।
কিন্তু এই কাঠের ব্যাবসায়ী লাড়কি বোঝাই মাহিন্দ্র গাড়িটি ঐ রাস্তা দিয়ে আনতে গেলে স্থানীয়রা বাঁ*ধা দেন।বাঁ*ধা দিলে ব্যাবসায়ী ছানোয়ার হোসেন তাদের জুতা দিয়ে মা*র*তে যায়।পরে মাহিন্দ্র গাড়িটির ড্রাইভার সেই খুটি উঠিয়ে গাড়িটি নিয়ে যায় যেটি ভিডিওতে স্পষ্ট।
জানা যায়,ঐ কাঠের ব্যাবসায়ী একজনকে মা*র*ধ*রও করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
স্থানীয়রা জানান,আমরা যেন পায়ে হেঁটে রাস্তা দিয়ে যেতে পারি সেজন্য খুঁটি দিয়েছি।এই রাস্তা দিয়ে সবসময় অ*বৈ*ধ মাহিন্দ্র গাড়ি বোঝাই করে গজারি,বাগান কাঠ পা*চা*র করে।ফলে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে,পরিবেশ নষ্ট হচ্ছে,সরকার হারাচ্ছে তার গাছপালা ও রাজস্ব।
তারা আরোও বলেন,বাজাইল বিট অফিসের যোগসাজশেই ছানোয়ার এই ব্যাবসা চালিয়ে যাচ্ছেন।
ছানোয়ারের এমন ব্যাবহারে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষো*ভে*র সৃষ্টি হয়েছে।তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।