18/09/2025
দীর্ঘদিন একই জুতো পরার পর ভুলবশত হুবহু আরেকটা জুতো পায়ে দিলেও, দেখার আগেই বোঝা যায় এটা নিজের নয়, অন্য কারো। কিন্তু বহু বছর ধরে মার্বেলের মতো ঝকঝকে দুইটি চোখের দিকে তাকিয়ে থেকেও মানুষকে চেনা যায় না।
মানুষ চেনা সত্যিই অসম্ভব একেবারেই অসম্ভব অসম্ভবেরও অসম্ভব