29/08/2025                                                                            
                                    
                                                                            
                                            🇮🇹 ইতালিতে পড়তে আসার আগে যেগুলো অবশ্যই জানা উচিত!
আমার মতে, আপনি যেই দেশেই পড়াশোনার জন্য আবেদন করেন না কেন—সবার আগে ওই দেশটা নিয়ে ভালোভাবে রিসার্চ করা দরকার।
🔹 পড়াশোনার মান কেমন?
🔹 স্টাডি কস্ট আপনার সাধ্যের মধ্যে কিনা?
🔹 ওই দেশের রিসার্চ ব্যাকগ্রাউন্ড & সুযোগ কেমন?
🔹 আপনার সাবজেক্ট কোন কোন ইউনিভার্সিটিতে আছে?
🔹 সেই ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত, আর সেখানে জীবনযাত্রার মান কেমন?
👉 (Living cost, Study, Travel, Food, Job opportunity সবকিছুই ভেবে দেখা জরুরি)
এরপর নিজের পছন্দ অনুযায়ী Country > University > Subject > City ফাইনাল করুন।
--------------------------------------------
🎓 ভিসা হচ্ছে আসল চাবিকাঠি
আপনি যতই অফার লেটার নিন না কেন, ভিসা না পেলে কোনো লাভ নেই।
👉 ইতালির ভিসা রেশিও তুলনামূলক কম। তাই আগে জানতে হবে—
ভিসা কেন কমে যায়?
কোন কোন কারণে ভিসা রিজেক্ট হয়?
ভিসা পাওয়ার জন্য কী কী শর্ত পূরণ করতে হবে?
--------------------------------------------
📑 ডকুমেন্টস চেকলিস্ট (VFS/Embassy থেকে দেখে নিন)
✔️ IELTS লাগবে কি না
✔️ স্পনসর হিসেবে কাকে কাকে গ্রহণ করে
✔️ স্পনসরের কোন কোন ডকুমেন্ট লাগবে
✔️ ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাতে হবে
✔️ অন্য ডকুমেন্টগুলো কীভাবে প্রস্তুত করতে হবে
সব মিলিয়ে আগে দেখে নিন এগুলো আপনি ঠিকভাবে পূরণ করতে পারবেন কিনা। পারবেন মনে হলে তবেই অ্যাপ্লাই করুন।
--------------------------------------------
🚫 সাধারণ ভুলগুলো
অনেকে কোনো চিন্তা-ভাবনা না করেই আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অফার লেটার নিয়ে আসে। তারপর হঠাৎ বুঝতে পারে ব্যাংক স্টেটমেন্ট, স্পনসর বা অন্য ডকুমেন্টস মিলাতে পারছে না, এভাবে শেষে গিয়ে সব আটকে যায়!
আবার অনেকে জেনেশুনেও ভুল/নকল ডকুমেন্ট জমা দেয়। আর প্রায় সবাই ধরা পড়েই যায়, আর তখন ফলাফল হয় ভিসা রিজেক্ট।
যদি বিদেশে পড়াশোনা করার ইচ্ছে আসলেই থাকে তাহলে আগে জানেন বুঝেন তারপর সিদ্ধান্ত নিন।
--------------------------------------------
✅ আমার পরামর্শ
আগে VFS চেকলিস্ট দেখে নিজের অবস্থা মিলিয়ে নিন।
পারবেন না মনে হলে অন্য দেশে ট্রাই করুন। অকারণে ১.৫ লাখ টাকা নষ্ট করার কোনো মানে নেই।
যেটা আপনার কাছে আছে সেটা Original , যেটা নেই সেটা নকল বানানোর চেষ্টা করবেন না।
কারণ, ডুপ্লিকেট ডকুমেন্ট = ডুপ্লিকেট ভাগ্য।
100% সঠিক ডকুমেন্ট দিলে ইনশাআল্লাহ ভিসা পাবেন। আর যখন সবাই ঠিকঠাক ডকুমেন্ট দেবে, তখন স্টুডেন্ট রিজেক্ট কমবে, ভিসা রেশিও বাড়বে।
"স্বপ্নটা হোক আসল, ডকুমেন্টসও হোক আসল – তাহলেই গন্তব্য হবে ইতালি 🇮🇹"
ইতালির ভিসা রেশিও কম হওয়ার অন্য তম বড় কারন হচ্চে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এই পোস্টটি অবশ্যই পরবেন..
https://www.facebook.com/share/p/165XkArw8m/