Harun media

Harun media harun media অন লাইন চ্যানেল । এই চ্যানেল টি বা

17/01/2025

ভিডিওটি আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে!

নিজের মনের সাহস বড় সাহস। নিজের মনের ভয়কে জয় করতে আপনাকে অদম্য সাহসের প্রয়োজন হবে। সাহস হল ভয় না পাওয়া। যেকোনো কাজ করতে গ...
05/01/2025

নিজের মনের সাহস বড় সাহস। নিজের মনের ভয়কে জয় করতে আপনাকে অদম্য সাহসের প্রয়োজন হবে। সাহস হল ভয় না পাওয়া। যেকোনো কাজ করতে গেলে আমাদের মনে এক ধরনের ভয় কাজ করে। আপনাকে দিয়ে ওইকাজ হবে কি হবে না এইটা চিন্তা করবেন না। আপনি কাজটি করা শুরু করে দেন। কারণ ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহন করে। পরবর্তীতে মানুষ এই ভুল সংশোধন করতে সক্ষম হয়। মনের যত ডর ভয় আছে সবকিছু ভুলে যান। একটা কাজ করতে গেলে অনেক বাধা আসবে এই বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যান।

সাহসী হতে গেলে ভয় পাওয়া চলবেনা। বিপদ এলে মাথা ঠান্ডা রেখে সেই বিপদের মোকাবেলা করা, ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সব সময় আনন্দে থাকা ভয়কে নিজের মধ্যে ঢুকতে না দেয়ার নামই হলো সাহস। এক কথায় যদি বলা যায় যে ভয় যদি না আসে তখন সাহস হয় অর্থাৎ ভয়ের অপজিট হল সাহস ভয়ের অভাবকেই সাহস বলে। যেখানে সাহস থাকে সেখানে ভয় থাকে না আর ভয় থাকলে সাহস আসে না। আমাদের সামনে কি হয় বা কি হচ্ছে আমরা কিছুই বদলাতে পারবো না কিছুই করতে পারবো না কিন্তু সাহসের দ্বারা আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারবো।

থানকুনি পেটের রোগ নিরাময় করতে থানকুনির কোন বিকল্প নেইসংস্কৃতে থানকুনি ‘ব্রাহ্মী’ নামে পরিচিত। তবে আয়ুর্বেদে একে বলা হয় ...
19/12/2024

থানকুনি পেটের রোগ নিরাময় করতে থানকুনির কোন বিকল্প নেই

সংস্কৃতে থানকুনি ‘ব্রাহ্মী’ নামে পরিচিত। তবে আয়ুর্বেদে একে বলা হয় ত্বাষ্ট্র। থানকুনি পাতা দেশের সর্বত্র পাওয়া যায়। অঞ্চলভেদে এর বিভিন্ন নামে ডাকা হয়। যেমন- থানকুনি, টেয়া, মানকি, তেতুরা, আদামনি, দোলামনি, থুলকুঁড়ি, মানামানি , ধূলাবেগুন, আদাগুনগুনি ইত্যাদি। এটি সাধারণত পুকুরের তীরে পাওয়া যায়।

স্থানীয় নাম: থানকুনি
থানকুনি আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ।
ইংরেজি নাম: Indian Pennywort
ল্যাটিন নাম : Centella asiatica
বৈজ্ঞানিক নাম : Centella asiatica Urban.

থানকুনির ঔষধি গুণ ও কিছু ব্যবহার জেনে নেয়া যাক:

১. থানকুনির Bacoside A এবং Bacoside B উপাদান মস্তিষ্কের কোষের গঠন করতে সাহায্য করে এবং রক্তসংবহণ বাড়ায়।

২. স্কিনের মৃতপ্রায় কোষের জন্য থানকুনি অনেক উপকারী। থানকুনির রস মৃতপ্রায় কোষ পুনরায় সংগঠিত করতে পারে। এবং শুষ্ক হওয়া থেকে বাঁচায়, যার ফলে শুষ্ক ত্বক মসৃণ হয়ে যায়।

৩. পেটের রোগ নিরাময় করতে থানকুনির কোন বিকল্প নেই।

৪. কেবল পেটের ব্যথা ছাড়াও আলসার এবং বিভিন্ন চর্মরোগ থানকুনি দ্বারা নিরাময় করা সম্ভাব। থানকুনির ব্যবহার আরও বিভিন্নভাবে করা যায়। যেমন- স্কিনের উজ্জলতা এবং নতুন চুল গজাতে এর ব্যবহার অনেক।

৫. তারুণ্য ধরে রাখতে এটি কার্যকরী ভূমিকা রাখে।

৬. থানকুনি চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এই ক্ষেত্রেও থানকুনির গুণ অপরিসীম।
৭. সর্দির জন্য উপকারী।

৮. দাঁতের নানান রোগ ভাল করার পেছনে থানকুনি পাতার বিকল্প নেই। রক্তপাত, মাড়ি ও দাঁত ব্যথার ক্ষেত্রেও পাওয়া যাবে সুফল। এছাড়াও থানকুনি পাতার প্রলেপ করে শরীরের ফোঁড়াতে দিলে ভাল ফলাফল শীঘ্রই পেতে পারেন।

৯. থানকুনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে।

১০. বেগুন/পেপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুঁকতা রান্না করে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।

১১. প্রতিদিন খালি পেটে ৪ চামচ থানকুনি পাতার রস ও এক চামচ মধু মিশিয়ে ৭ দিন খেলে রক্ত দূষণ ভাল হয়।

১২. বাচ্চাদের কথা স্পষ্ট না হলে ১ চামচ থানকুনির পাতার রস গরম করে খাওয়ালে কথা স্পষ্ট হবে।

১৩. জর ও আমাশয়ে থানকুনির পাতার রস খেলে উপকার হয়।

১৪. প্রতিদিন সকালে থানকুনির রস ১ চামচ ও ৫/৬ ফোঁটা হলুদের রস সামান্য চিনি বা মধুর সাথে খাওয়ালে বাচ্চাদের লিভারের সমস্যার সমাধান হয়।

১৫. কোনো পুরাতন ক্ষত নিরাময় না করতে পারলে সেদ্ধ থানকুনি পাতার প্রলেপ দিলে অনেক বেশি উপকার হয়।

15/12/2024

শীতের দিনে গ্রামের বিনোদন যাত্রা

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harun media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share