জাহিদ ভাই ২.০

  • Home
  • জাহিদ ভাই ২.০

জাহিদ ভাই ২.০ আসসালামু আলাইকুম।আমি একজন মুসলিম।এটাই আমার বড় পরিচয়।

01/06/2025

শুভ রাত্রি... 🥱

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
02/12/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

24/09/2023

আমি মানুষ টা কেমন আমি জানি না 🥲।আমার থেকে আমার আশেপাশের মানুষ গুলো ভালো জানে আমি কেমন।হোক সে আমার পরিবারের কেউ, হোক সে আমার বন্ধুবান্ধব।,হোক সে আমার কলিগ অফিসের বস,আমার থেকে এরাই বলতে পারবে আমি মানুষটা কেমন। সবার কাছে তো আর মানুষ সমান হয় না। কারো কাছে ভালো কারো কাছে খারাপ। আবার কারো কাছে একদম শত্রু।। সবাই আমাকে ভালো চোখে দেখবে এমনটাও না। আমি যখন কোন ভুল করি সে ভুলটা আসলে নিজের ধরা কখনো সম্ভব না।ভুলটা সংশোধন করে দেবে আমার পরিবারের মানুষ, আমার বন্ধু,আত্মীয়-স্বজন, আমার কলিক, বাহ আমার অফিসের বস। আমি একটা মানুষ, আমার ভুল হবে এটাই স্বাভাবিক, হয়তো আমি আমার আত্মীয়-স্বজন, আমার পরিবার, আমার বন্ধু, আমার অফিস কলিক, আমার অফিসের বস,সবার কাছে প্রিয় নাও হতে পারি,আমি যখন আমার পরিবারের কাছে থাকবে, তখন আমি যদি কোন ভুল করি তাহলে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার পরিবারের, যদি আমার পরিবার ভুলটা ধরিয়ে না দিয়ে তা নিয়ে সমালোচনা করে অবশ্য সেটা আমার জন্য মঙ্গলকর হয় না। আবার যখন আমি আমার বন্ধু-বান্ধবদের সাথে থাকি, তখন যদি আমি কোন ভুল করি তাহলে সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার বন্ধু-বান্ধবের, তোরা যদি আমার ভুলটা ধরিয়ে না দিস তাহলে সেটা প্রকৃত বন্ধুর মধ্যে, সম্পর্ক হয় না,। আবার যদি আমি কোন আত্মীয় স্বজনের কাছে ভুল করি তাহলে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আত্মীয়-স্বজনের। তা নিয়ে যদি সেটা নিয়ে সমালোচনা করে তাহলে অবশ্য সেটা আমার জন্য মঙ্গল বয়ে আনবে না। আবার যখন আমি আমার কর্মজীবনে অফিসে কাজ করবো আমার অফিস কলিক দের সাথে , আমার অফিসের বসের সাথে, তখন আমার অফিসে যদি কোন ভুল হয় তাহলে অবশ্যই ধরিয়ে, দেওয়ার দায়িত্ব আমার কলিকের, আমার অফিসের বসের,। আর আমার ভুলগুলো যদি ধরে না দিয়ে সমালোচনা করা হয়, তাহলে আমার কর্মজীবনের টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। আমি কেমন আমি জানিনা, কেউ আমাকে বিশ্বাস করবে না সেটাও আমি জানি না, আমার পরিবার, আমার আত্মীয়-স্বজন, আমার বন্ধু-বান্ধব, আমার অফিসের কলিগ অফিসের বস, তারা কতটুকু আমাকে বিশ্বাস করে আমি জানিনা। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সবাইকে সুখে রাখার। সবার মনের মত হয়ে চলার। আমি একটা মানুষ এটাই স্বাভাবিক, হয়তো আমি আমার সবার মন রক্ষা করে চলতে পারিনা, কিন্তু আমি আমার জায়গা থেকে সবসময় সঠিক থাকার চেষ্টা করি, সেটা হোক আমার পরিবারের ক্ষেত্রে, সেটা হোক আমার বন্ধু-বান্ধবের ক্ষেত্রে, সেটা হোক আমার আত্মীয় স্বজনের ক্ষেত্রে, আবার সেটা হোক আমার অফিস কলিক বা অফিস বসের সাথে। আমি সব সময় চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে সবকিছু করার। আমার পরিবার আত্মীয়-স্বজন আমার বন্ধু-বান্ধব আমার অফিসের বস অফিসের কলিগ। সবাই তো আর একটা মানুষ সম্পর্কে সম্পূর্ণ জানে না। প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে, প্রতিটা মানুষের কিছু স্বপ্ন থাকে, আবার কিছু আশা থাকে, আবার কিছু ভিন্ন ধরনের চিন্তা ধারা থাকে, সবার চিন্তা ধারা তো আর এক নয়, আমরা একটা সবাই একটা কমন ভুল করে থাকি, সেটা হল আমরা কারো সম্পর্কে কোন কিছু না জেনেই তা কিন্তু সমালোচনা, করি। তাকে নিয়ে খারাপ চিন্তা মনের মধ্যে পোষণ করি, তাকে নিয়ে আমরা অনেক খারাপ ধারণা ও করে থাকি, তাকে আমরা হাসি-তামাশার একটা পাত্র বানিয়ে ফেলি,, কিন্তু আমার পরিবার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব অফিসের বস অফিসের কলিগ, তারা আসলে কখনো চিন্তা করো না যে মানুষটা কি আজও আমরা যা ভাবছি, সেটা কি সম্ভব, সে কি আসলেই এমন লোক, সে কি আসলেও এই কাজটি করতে পারবে, একটা মানুষ সম্পর্কে পুরোটা না জেনেই আমরা কত ধারণা করে থাকি। এরকম ভুল ধারণা গুলো প্রাপ্ত মানুষটার উপর অনেক প্রভাব পড়ে, যখন পরিবারে থাকে তখন সে পরিবারের, জন্য এত কিছু করে, সে মানুষটা যখন পরিবারের কাছে মূল্যহীন, তখন পৃথিবীতে, সব থেকে নিজেকে অপরাধী মনে হয়। তখন মনে হয় আমি পরিবারের একজন যোগ্য মানুষ না।যখন বন্ধুবান্ধবের সাথে এমনটা ঘটে তখন মনে হয় আমি বন্ধু-বান্ধবের তাদের যোগ্য না। আবার যখন আমার আত্মীয়-স্বজন আমাকে এরকমভাবে, তখন মনে হয় আসলে আমি আত্মীয়-স্বজনের যোগ্য না। যখন অফিসের কলিগ অফিসের বস, তারা যখন আমাকে এরকমভাবে তখন মনে হয়, আসলে আমি কর্মজীবনের একজন যোগ্য কর্মী না।।এ পৃথিবীতে আপনি যে মানুষগুলোর জন্য যাই কিছু করেন না কেন সেই মানুষগুলি আপনার দিকে একদিন আঙুল তুলবে।। আপনি তাদের জন্য প্রতিদিন ভালো কিছু করবেন, তার মূল্য আপনাকে দেবে না। আপনি তাদের জন্য একদিন ভালো কিছু করতে পারবেন না, সেই দিনই খারাপের প্রতিদান দিতে হবে। আমরা আমাদের চিন্তা ধারাকে, পরিবর্তন করি, আমরা কাউকে নিয়ে কোনো সমালোচনা না করি,, আমরা কারো সম্পর্কে সম্পূর্ণটা না জেনে, তার প্রতি কোনো মন্তব্য করা, তার প্রতি খারাপ ধারণা পোষণ করা, এই সবকিছু থেকে বিরত থাকি,আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অফিসের কলেজ অফিসের বস,সবাই যদি এই কাজগুলো থেকে বিরত থাকি, তাহলে একটা সুন্দর পরিবার, একটা সুন্দর আত্মীয়তার বন্ধন, একটা সুন্দর বন্ধুত্ব, একটা সুন্দর কর্মক্ষেত্র, গড়ে ওঠা সম্ভব। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সবাইকে সবটুকু দেওয়ার জন্য, আমরা আমাদের চিন্তাধারা কি পরিবর্তন করি, কোন বিষয় নেগেটিভ না ভেবে পজিটিভলি ভাবার চেষ্টা করি, কারো সম্পর্কে কোন কিছু না জেনে সমালোচনা থেকে বিরত থাকি,, একটা সমাজকে কখনো পরিবর্তন করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের জায়গা থেকে নিজেদের পরিবর্তন না করব, আমরা নিজের জায়গা থেকে নিজেকে পরিবর্তন করি, তাহলে বদলে যাবে সমাজ, বদলে যাবে দেশ, বদলে যাবে পৃথিবী।, তবেই আমাদের একটা সুন্দর পরিবার, একটা সুন্দর আত্মীয়তার বন্ধন, একটা সুন্দর বন্ধুত্ব একটা সুন্দর কর্মক্ষেত্র, পরবর্তী প্রজন্মের জন্য উপহার দেওয়া সম্ভব,। মনে রাখবেন ব্যবহারে বংশের পরিচয়,। প্রতিটা জায়গায় মানুষ ক্ষণস্থায়ী, কখনো মানুষ চিরস্থায়ী না।মানুষ কখনো মানুষকে মনে রাখে না, মনে রাখে তার ব্যবহার, মনে রাখা তার কর্ম। তাই নিজের কর্মকে ভালো করেন, জন পরবর্তী মানুষের জীবনে ভালোবাসার, হয়ে থাকতে পারেন।

লেখকঃ জাহিদ হাসান।
পুরোটা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা।
#বাস্তবতা

নির্দিষ্ট একটি বয়স থেকে ছেলে-মেয়ে উভয়েই বুকের মধ্যে তার একজন সাথীর শুণ্যতা অনুভব করতে থাকে।এ শুন্যতা কাটানোর জন্য প্রায় ...
04/07/2023

নির্দিষ্ট একটি বয়স থেকে ছেলে-মেয়ে উভয়েই বুকের মধ্যে তার একজন সাথীর শুণ্যতা অনুভব করতে থাকে।এ শুন্যতা কাটানোর জন্য প্রায় সকলেই হারামের পথে পা বাড়ায়।কেউ অবৈধ রিলেশন করে এই শুন্যতা কাটানোর চেষ্টা করে।আর কেউবা হিন্দি-বাংলা সিরিয়াল,মুভি ইত্যাদিতে বুঁদ হয়ে এ শুন্যতা ভুলে থাকার চেষ্টা করে।কিন্তু এই হারাম বা অবৈধ কাজগুলো তাদের সাময়িক সুখ দিলেও পরিপূর্ণ মানসিক শান্তি এনে দিতে পারে না।

এই মানসিক শান্তির জন্য মহান আল্লাহ তা'য়ালা মানুষের জন্য বিবাহের বিধান দিয়েছেন।এর মাধ্যমে একটি হালাল সম্পর্ক গড়ে তোলার হুকুম দিয়েছেন।বিবাহের মাধ্যমে একজন পুরুষ আর একজন নারীর মধ্যে বিরাজমান শুন্যতার ক্ষতিপূরণ হয়।একজন আরেকজনের আনন্দ-বেদনা,দুঃখ-কষ্টের সাথী হয়-যা অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যমে হয় না।এজন্যই তো নবী করীম সা. জনৈক সাহাবীকে উদ্দেশ্য করে বলেছেন,"বিবাহের মাধ্যমে একজন পুরুষ আর একজন নারীর মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয় তা তুমি অন্য কোথাও দেখবে না।"(মমার্থ)

__প্রিয় বোন আমার..❤️পড়াশোনার পাশাপাশি অন্তত সেলাই মেশিনের কাজটা শিখে রাখুন। ই'ন'কা'ম না হোক অন্তত নিজের শ"রী'রে'র  ভাঁ...
09/06/2023

__প্রিয় বোন আমার..❤️
পড়াশোনার পাশাপাশি অন্তত সেলাই মেশিনের কাজটা শিখে রাখুন। ই'ন'কা'ম না হোক অন্তত নিজের শ"রী'রে'র ভাঁ'জে'র মা'প পর পু'রু'ষে'র কাছে দিতে হবে না...

স্ত্রী হচ্ছে পোশাকের মতো৷ পোশাক যেমন গরমের সময় গরম থেকে এবং শীতের সময় শীত থেকে রক্ষা করে, তেমনিভাবে স্ত্রী নিজের স্বাম...
09/06/2023

স্ত্রী হচ্ছে পোশাকের মতো৷ পোশাক যেমন গরমের সময় গরম থেকে এবং শীতের সময় শীত থেকে রক্ষা করে, তেমনিভাবে স্ত্রী নিজের স্বামীকে প্রবৃত্তির উষ্ণতা ও যুগের ফিতনা থেকে রক্ষা করে।
-ড. খালিদ আবু শাদি

04/05/2023

কত কিছু চাইলাম আল্লাহ কাছে....🤲🤲🤲

সৌভাগ্যবান স্ত্রী হলেন,-- যাকে দেখে স্বামী মুগ্ধ হয়,    যিনি স্বামীর ভালোবাসা, ভালোলাগাকে সর্বাধিক প্রাধান্য দেয়,    এবং...
30/04/2023

সৌভাগ্যবান স্ত্রী হলেন,
-- যাকে দেখে স্বামী মুগ্ধ হয়,
যিনি স্বামীর ভালোবাসা, ভালোলাগাকে সর্বাধিক প্রাধান্য দেয়,
এবং স্বামীর অনুপস্থিতিতে
নিজের সম্ভ্রম ও স্বামীর সম্পদকে নিরাপদ রাখে।

একজন পুরুষের শ্রেষ্ঠ সম্পদ হলো একজন দ্বীনদার স্ত্রী।
-- আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত,
রাসুল (সা.) বলেছেন, ‘গোটা পৃথিবী মানুষের ভোগ্যবস্তু,
আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো পুণ্যবতী স্ত্রী।’
(নাসায়ি, হাদিস : ৩২৩২)

আজকাল পারিবারিক বন্ধন খুবই নাজুক হয়ে যাচ্ছে।
দ্বীনদার স্বামী-স্ত্রীর অভাবে পরিবার ভেঙ্গে যাচ্ছে, তালাক বেড়ে যাচ্ছে,
সন্তানরা উচ্ছন্নে যাচ্ছে,
বিবাহবহির্ভূত হারাম সম্পর্ক মহামারি আকার নিচ্ছে,
বিবাহিত নারী-পুরুষ হারাম পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে।
আপনি যে প্রশান্তির উদ্দেশ্যে বিয়ে করছেন
বিবাহর পর মনে হবে বিবাহ না করাই ভালো ছিল।

এ থেকে বাঁচার উপায় কি?
দ্বীনদার কাউকে বিয়ে করা।
আর, আপনি যদি সত্যিকার অর্থে দ্বীনদার সঙ্গী পেতে চান,
তাহলে রাত জেগে সালাত আদায় করুন,
সাজদায় আল্লাহর কাছে দ্বীনদার জীবনসঙ্গীর জন্যে দুয়া করুন।

বিশ্বাস করুন,
যদি আপনি দ্বীনদার জীবনসঙ্গী পেয়ে যান,
তবে জান্নাতের প্রশান্তি দুনিয়ায়ই পেয়ে পাবেন, ইংশা আল্লাহ্‌।

বেশি বেশি দু'আ করুন,
আপনার দুয়া ব্যার্থ হবে না,
ইংশা আল্লাহ্

প্রিয় মানুষকে বিয়ে করার দোয়াআল্লাহর কাছে ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে চাওয়ার দোয়া করা যাবে? প্রেমের সম্পর্ক নেই, কিন্...
14/04/2023

প্রিয় মানুষকে বিয়ে করার দোয়া

আল্লাহর কাছে ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে চাওয়ার দোয়া করা যাবে? প্রেমের সম্পর্ক নেই, কিন্তু এরপরও কাউকে যদি ভালো লাগে, তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে? এমনটা প্রশ্ন করেন অনেক ভাই-বোন।

তাদের জন্য উত্তর হলো- নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসেবে কামনা করে দোয়া করা উচিত নয়। বরং উত্তম ও উচিত হচ্ছে, আল্লাহর কাছে যোগ্য ও কল্যাণ-উত্তমের দোয়া করা। কেননা, আল্লাহ আপনার ধারণা থেকেও উত্তম জীবনসঙ্গী দিতে পারেন।
তবে এরপরও যদি কাউকে পাওয়ার দোয়া করতে চান, তাহলে এভাবে দোয়া করুন যে, ‘হে আল্লাহ! যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তাকে আমার জন্য জীবনসঙ্গী হিসেবে কবুল করুন।’
অনেক সময় এমন হয়, আজ যে জিনিস পাওয়ার জন্য আমরা উদগ্রীব থাকি, দুইদিন পরই সেটার কারণে উৎকণ্ঠিত হয়ে উঠি। আবার আজ যা থেকে দূরে সরে থাকার ব্যাপারে চেষ্টারত থাকি, কয়েক দিন পর তা পেয়েছি বলে আনন্দিত হই।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না।’ (সুরা বাকারা, আয়াত : ২১৬)

প্রখ্যাত মুসলিম মনীষী আল্লামা ইবনুল জাওজি (রহ.) বলেন, ‘আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়া থেকে বিরত থাকবে। তবে (কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়ার) কল্যাণের দোয়া সঙ্গে যুক্ত থাকলে অসুবিধা নেই। কেননা, অনেক সময় বহু পার্থিব কাঙ্ক্ষিত বস্তু অর্জন, ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। (সায়দুল খাতির : ৩৫২)
উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া

পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর নবী মুসা (আ.)-এর কাহিনি বর্ণিত হয়েছে। সেখানে মুসা (আ.)-এর একটি দোয়াও এসেছে। যে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তার জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। তার আশ্রয়ের পাশাপাশি উত্তম জীবনসঙ্গীনিরও ব্যবস্থা করে দিয়েছেন। সেই দোয়াটি হলো-

ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ

উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী।
(সুরা আল-কাসাস, আয়াত : ২৪)
পবিত্র কোরআনে বর্ণিত আরও একটি দোয়াও করা যায়। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে ইরশাদ করেন-

ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻦَﺍ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ

উচ্চারণ : রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা- ওয়া যুররিইয়া-তিনা, কুররাতা আ‘ইউনিওঁ, ওয়াজ‘আলনা-লিলমুত্তাকিনা ইমা-মা-।

অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ করো। (সুরা ফুরকান, আয়াত : ৭৪)

10/04/2023

আবদুল্লাহ ইবন মাসলামা (র).. "উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ বলেন : কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব যার হিজরত হবে আল্লাহ্ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়া হাসিলের জন্য বা কোন নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।

09/04/2023

খেয়াল করে দেখবেন এভাবে প্রায় দেখা যায় কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে, কিন্ত স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্য।

প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।

প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।

প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়,মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।

প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে।

প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!

প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে।

একটা হারাম সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়,সেটা যদি হালাল সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না!

09/04/2023

তোমাকেই বলছি!

হারাম ত্যাগ করো! হারাম ত্যাগ করো!
আমি আবারও বলছি হারাম ত্যাগ করো!
নতুবা ধ্বংস হয়ে যাবে""!!

এ জীবন মরিচিকা!ধোকা!
তারপরও কেন তুমি বুঝনা?তুমি তো কুরআন পরতে পারো? তোমার চোখ কি কখনো দেখে না কুরআনের বাংলা অর্থগুলো কে??

আরে মানুষ"!!
তোমার রব তোমাকে বলেছেন!
আমি তোমার জন্যে হালাল কে শুদ্ধ করেছি,ও হারাম কে নিষিদ্ধ করেছি।

মানুষ!
তোমার রব তোমাকে আরও বলেছেন।
আমি জাহান্নামের উদর পুর্ন করবো "মানুষ এবং পাথর দিয়ে!জাহান্নামের ইন্দন হলো মানুষ ও পাথর!তবুও তারা ভীতসন্ত্রস্ত হয়না!!(আল-কুরআন)

তোমাকে আর কি দিয়ে বোঝালে তুমি বুঝবে??
তুমি তো এ বিষয়ে নিশ্চিত যে তোমাকে মরতে হবে।
তবে কেন আখিরাতের বিষয়ে এত নির্বোধ!!

মানুষ তোমাকে তো রব নির্বোধ প্রাণী হিসেবে তৈরী করেননি!তুমি তো "আশরাফুল মাখলুকাত"সকল সৃষ্টির সেড়া জীব। তবুও কেন কেন কেন ওই রবের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছো???

তোমার রব তোমাকে যথা সময়ে সিয়াম পালন করতে বলেছেন।এবং তা তোমার জন্যে ফরজ করে দেয়া হয়েছে, যাতে করে তুমি মুমীন হতে পারো!!

তারপরও কিভাবে তুমি হারাম গ্রহন করো?!!
কি আফসোস""!
সময় কাটেনা বলে কানে ইয়ার ফোন লাগিয়ে গান শুনো?!!
অনবরত রোজা অবস্থায় গান বলো??!!

অথচ,, তোমার রব তোমাকে বলছেন, রমজানে বেশি বেশি ইবাদত করো,ইস্তেগফার করো!

আমার অনুরোধ লাগে,, ভাই/বোন!!
দয়া করে অন্তত একটু ত ভাবো?! যা করছো তা কি অদৌ ঠিক? নাজাত পাবে তো আখিরাতে??

(আল্লাহ আমাকে এবং তোমাকে সহীহ বুঝ দান করুক)

Address


2240

Alerts

Be the first to know and let us send you an email when জাহিদ ভাই ২.০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাহিদ ভাই ২.০:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share