Nur’s আলো

Nur’s আলো There is beauty around every bend�

13/03/2024

ইফতারের সময় যখন রোজাদার ব্যক্তি আযানের অপেক্ষা করে, তখন আল্লাহ্ তায়ালা শয়তানকে ডেকে বলেন, "দেখো আমার বান্দা যাকে তুমি নাফরমান বলেছো যার কানে যতক্ষণ পর্যন্ত আমার নাম না পৌছাবে ততক্ষণ সে এক লোকমা খাবার ও মুখে দেবে না 🖤
ঠিক এই সময় আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তা অবশ্যই পুরনো করবো!

সুবহানাল্লাহ 🌸

12/03/2024

রোজার নিয়তঃ

নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম 🖤

Blessing you're timeline ❤️

11/03/2024

আজকের মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জাহান্নামের দরজা । আ/ যা/ ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের । ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব । আটকে ফেলা হবে সব শয়তানদের । প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া । এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে ।

আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য । যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা ।

রমজানুল মোবারক ❤️

03/03/2024

নীরবতা অনেক কিছুই বুঝিয়ে দেয়☺️ যদি তুমি না বুঝার মতো ক্ষমতা রাখো😅 ゚

25/02/2024
25/02/2024

নারীদে'র হাসতে দেখলে ভেবো না তারা ভীষণ - ভীষণ খুশি, নারীরা হৃদয়ে হাজার দুঃখ পুষেও মুখে দিব্যি হাসি রাখতে জানে!🙂🌸

25/02/2024

আজকের রাতের দোয়াগুলো কবুল হোক! পৃথিবীর সব বাবা মা প্রিয়জন ভালো থাকুক

সব কবরবাসী জান্নাত হোক❤️

25/02/2024

‘শবে-বরাত’ অর্থ ‘ভাগ্য-রজনী’ বলা ভুল।
‘বারা’আতুন’ (براءة) আরবি শব্দ।
অর্থ: ক্ষমা, মুক্তি, পাপ-মোচন, অপরাধ থেকে খালাস ইত্যাদি।
এই রাতে আল্লাহ মুশরিক এবং হিংসুটে ব্যতীত সবার পাপ মোচন করে দেন বিধায় ‘লাইলাতুল বারাত’ (মুক্তির রাত) বলা হয়।

Mehedi is sunnah❤️
11/08/2023

Mehedi is sunnah❤️

I've received 600 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
29/07/2023

I've received 600 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Allow love to take root in your heart🌸💙
20/07/2023

Allow love to take root in your heart🌸💙

20/07/2023

The best gift for a girl is Flower🌸

19/07/2023

সারা দিন তো ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং কত কি করে সময় পার করেন,,, আসেন সবাই ২ মিনিট ব্যয় করে একটু নেকি অর্জন করি।

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ 🌹🕋❤️

07/07/2023

PYaar🙂💔

29/06/2023

Tar eidi newya❤️

Mehedi is Sunnah💕
28/06/2023

Mehedi is Sunnah💕

27/06/2023

Today is AL-ARAFA❤️

ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল। গরু জবাইয়ের সময়ে EEG পরীক্ষা...
24/06/2023

ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল। গরু জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়।

পরীক্ষায় দেখা যায়,
*জবাইয়ের প্রথম ৩সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যাথা পায় না।
*পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে,শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা হয়।
*এই প্রথম ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero level দেখাচ্ছিলো, তার মানে গরু কোনো ব্যাথা পাচ্ছিলো না।
*গরুর যে খিচুনি আমরা দেখি সেটা Spinal cord এর একটি Reflex Reaction, এটা মোটেও ব্যাথার জন্য হয় না।

(এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।)

সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আল-আমীন এমন ভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাব্বুল আল-আমীনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবে।

-সংগ্রহীত

22/06/2023

inshallah one day i will definitely go there🥹❤️

18/06/2023

Tasrif Khan vaiyaaa good job❤️ তোমার মতো যদি সবাই এতো ভালো থাকতো তাহলে আজ কোনো বাবা মার স্থান বৃদ্ধাশ্রম হতো না😭💔 তুমি অনেক ভালো মনের মানুষ 🥹❤️ দোয়া করি তুমি তোমার জীবনে অনেক দূর পর্য্ন্ত যাও এবং অনেক দোয়া এবং অবিরাম ভালোবাসা রইলো তোমার জন্য❤️

18/06/2023

আজকে নাকি বাবা দিবস🙂কিন্তু আমার বাবাকেই তো বলতে পারতেসি না😓গত বছর ছিলা এবার কই চলে গেলা😭 তুমিই আমাকে সব থেকে বেশি ভালোবাসতা তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলা😭😭😭😭
I miss you so much abbu😭😭😭really i miss u 🥹💔😭🙂 বাবা কী জিনিস সেটা এখন বুঝতেসি🙂🙂🙂
মাথার ওপর থেকে বিরাট বড় ছায়া হারাইয়া আজ আমি বড় অসহায়🙂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
আল্লাহ তোমাকে জান্নাত নসীব করুক🙂🥹😭

Btw happy father’s day🙂🙂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

16/06/2023

I feel very bad for her but this Jinn topics i am really confused for that🥲 i blv that Jinn exist kore ai world a but আমি এখন পর্যন্ত এটা শুনি নাই যে জ্বীনরা কোনো সময় গান গায় 😓 জ্বীন মানূষের ওপর আসর করে আমি শুনেছি এর আগেও বাট গান গায় এটা কেন জানি খুব আশ্চর্য লাগতেসে 🥲
আর জ্বীন কোনো সময়ই করো নাম উল্লেখ করে না এটা আমি শুনেছি, আর সন্তান থাকে প্রতেকটা বাবা মার চোখের মনি🥹 সে তার বাচ্চা হারিয়েছে 🥹 জানি এই কষ্টটা অনেক🙂 যে হারায় সে বুঝে😭💔 i really feel bad for her🥹😭

Hello everyone ☺️ Kmn asen sobai?? 🥹 everyone please support me for growing my little page😌😍🥰Pic for attention❤️
10/06/2023

Hello everyone ☺️
Kmn asen sobai?? 🥹 everyone please support me for growing my little page😌😍🥰

Pic for attention❤️

03/06/2023

Moon🌙

বৃষ্টির আগের আকাশটা সত্যিই অনেক সুন্দর🥹💙
27/05/2023

বৃষ্টির আগের আকাশটা সত্যিই অনেক সুন্দর🥹💙

24/05/2023

🍂🍂
Please support me for grow my little page💖🥹

Address

Dewla
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Nur’s আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share