Md. Ruman

Md. Ruman Welcome to new FB page Digital Marketer. Please Follow, Like, Invite, Comment & Share. Thanks.

"Hire and Train" gvt. Project এর আজকে প্রথম ক্লাস শুরু হলো,।যারা যারা এই gvt. প্রজেক্টে সুযোগ পেয়েছেন তাদেরকে জানাচ্ছি অ...
04/08/2023

"Hire and Train" gvt. Project এর আজকে প্রথম ক্লাস শুরু হলো,।যারা যারা এই gvt. প্রজেক্টে সুযোগ পেয়েছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 🥰
"Hire And Train" এর ৩য় & ৪থ নাম্বার ব্যাচ শুরু হলো।
যা চায়না সেন্টার এর তত্ত্বাবধানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ৩ মাস বেপি চমৎকার একটি কোর্স পরিচালিত হচ্ছে।

Congratulations ❤️❤️❤️
all Student 3rd & 4rd Batch
Digital marketing and chinese language Gvt. Project. 👈

ছাত্র জীবনে  ফ্রিল্যান্সিং  শেখার অন্যতম একটি সময়। সেই সময় টা  অবসর বসে না থেকে ,আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না ...
21/12/2022

ছাত্র জীবনে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।

সেই সময় টা অবসর বসে না থেকে ,আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে

Free_Fire,PUBG খেলায় সময় না দিয়ে।
ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারি।

ফ্রিল্যান্সিংয়ে skillup হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারি।

পরিবারের পাশে দাঁড়ানোর একটি মাত্র মাধ্যম! সেটি হলো ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে , নিজের Skillup করে ঘরে বসে ইনকাম করা যায়।

হয়তো একটিমাত্র উদ্যোগ আপনার জীবন কে পাল্টে ফেলতে পারে।

তাহলে কেন আমরা বেকার বসে থাকবো? কেন আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো?
নিজের প্রতি ও তো লজ্জা থাকা উচিত!

যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না নিজের বাবা।

একবারও কি ইচ্ছা করে না বাবার পাশে দাঁড়াতে ? সময় তো চলে যাচ্ছে নিজেকে পরিবর্তন করতে পারছি না কেন এখনো।

আমরা চাইলেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে পারি।
আমাদের দ্বারায় সম্ভব ।

.....ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ কেন ????পরিসংখ্যান অনুযায়ী ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্...
07/12/2022

.....ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ কেন ????

পরিসংখ্যান অনুযায়ী ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র কিংবা প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মূলত এই বেকারত্ব সমস্যার সৃষ্টি। এমন হাজারো স্নাতক বেকার রয়েছে যাদের স্কিল ভিত্তিক দক্ষতা না থাকায় চাকরি হচ্ছে না। কাজেই ফ্রিল্যান্সিং করে আপনি ছাত্রজীবনেই আপনার স্কিল ভিত্তিক দক্ষতা বাড়িয়ে ক্যারিয়ার পরিকল্পনায় অগ্রসর হতে পারবেন।

,,,ধরে নিন, আপনার আইটি বিষয়ে আগ্রহ রয়েছে কিংবা ওয়েব নিয়ে। ফ্রিল্যান্সিং করার জন্য আপনি ওয়েব অথবা আইটি বিষয়ক কোর্স করে নিজেকে ক্যারিয়ার জগতের এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন। কেননা, মুক্তপেশা কোর্স শুধু আপনাকে টাকা উপার্জনের কৌশলই শেখাবে না। আপনাকে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগে যথেষ্ট অভিজ্ঞ করে তুলবে.....

...ডিজিটাল মার্কেটিং কি হতে পারে বেকারত্ব থেকে মুক্তির উপায়.....দীর্ঘদিন থেকে বেকার , হতাশায় ভুগছেন। আয়ের উৎস হিসেবে বেছ...
05/12/2022

...ডিজিটাল মার্কেটিং কি হতে পারে বেকারত্ব থেকে মুক্তির উপায়.....

দীর্ঘদিন থেকে বেকার , হতাশায় ভুগছেন। আয়ের উৎস হিসেবে বেছে নিতে পারেন ডিজিটাল মার্কেটিং কে. বর্তমান চাকরির বাজারে অনেক বড় একটি আয়ের উৎস হল ডিজিটাল মার্কেটিং।ডিজিটাল মার্কেটিং কি হতে পারে বেকারত্ব থেকে মুক্তির উপায়??

ডিজিটাল মার্কেটিং কি ?
ডিজিটাল মার্কেটিং বলতে ইন্টারনেট বা অনলাইন এর মাধ্যমে কোনো পণ্যকে , সেবা ও নিজের ব্যবসা কে পৃথিবীর সব প্রান্তে পৌছিয়ে দেযার সহজ মাধ্যম।

ডিজিটাল মার্কেটিং কে কেন বেকারত্ব থেকে মুক্তির উৎস হিসেবে বেঁচে নিবেন ,তা দেখে নেয়া যাক :

ডিজিটাল মার্কেটিং করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রির দরকার হয় না। একজন মানুষ যেকোনো সেক্টর থেকে ডিজিটাল মার্কেটিং এ আসতে পারে।বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এত বেশি যে বড় বড় কোম্পানি গুলো তাদের কাজের জন্য ডিজিটাল মার্কেটার কে নিয়োগ দিচ্ছে। আপনি চাইলেই নিজেকে এখানে যুক্ত করতে পারবেন। শুধু দরকার নিজের চেষ্টা।

আর এই স্কিল রপ্ত করতে হলে অব্যশই ডিজিটাল মার্কেটিং এর উপর কোনো কোর্স করতে হবে।আর আমি এমন এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত যেখানে ডিজিটাল মার্কেটিং কোর্স চলাকালীন অবস্থায় ইনকামের সু্যোগ দেয়।কেউ কোর্স করতে আগ্রহী হলে ইনবক্স করুন।

ফ্রিল্যান্সিং শিখুন.ফ্রিল্যান্সার হোন.নিজের পায়ে দাঁড়ান.....অনলাইনে ঘরে বসে কাজ করে ইনকাম করার জন্য       ফ্রিল্যান্সি...
01/12/2022

ফ্রিল্যান্সিং শিখুন.
ফ্রিল্যান্সার হোন.
নিজের পায়ে দাঁড়ান.
....অনলাইনে ঘরে বসে কাজ করে ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিংয়ের বিকল্প নেই।

বর্তমানে সারা বাংলাদেশে লাখ লাখ মানুষ ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার গড়ছে। আর এই কাজটি যেহেতু বাড়িতে বসেই নিজের ইচ্ছামতো স্বাধীন ভাবে করা যায় কোনো ধরাবাধাঁ টাইম নেই ঘরের বাইরে গিয়ে কাজ করতে হয় না । বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং।তাই এর জনপ্রিয়তা এতো বেশি।,...

।। ‍আপনি স্টুডেন্ট, গৃহিণী, চাকুরিজীবী কিংবা যে কোন পেশারই হোন পড়াশোনা, ঘরের কাজকর্ম বা অন্য কোনো ব্যবসা, চাকরির পাশাপাশি পার্ট টাইম ফ্রিল্যান্সিংয়ের কাজ করে আপনিও হয়ে উঠতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার...,।
..ফ্রিল্যান্সিং শিখার ক্ষেত্রে কোনো হেল্প লাগলে ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ।।।।

""" যারা ফ্রিল্যান্সিং শিখার আগে কিছু কথা বলে.....কবে থেকে ইনকাম করতে পারবো  ? স্যালারি কতো?ইত্যাদি... বিভিন্ন সমস্যা দে...
30/11/2022

""" যারা ফ্রিল্যান্সিং শিখার আগে কিছু কথা বলে.....
কবে থেকে ইনকাম করতে পারবো ? স্যালারি কতো?ইত্যাদি... বিভিন্ন সমস্যা দেখান...।
... আগে নিজেকে দক্ষ করে তুলুন,কাজ শিখুন, কাজের অভাব থাকবে না।যারা কোর্স করার আগেই এই ধরনের কথা বলে তারাই ঝরে পরে।।
অনেকে এই বিষয়টা বুঝে না, শুধু মনে আগ্রহ দেখায়..আমরা কিছু শিখতে পারলেই তো সামনে কিছু করতে পারবো।
আমরা যে কাজ টা শিখে ইনকাম করব, সেই কাজে আগে নিজেকে দক্ষ করে তুলুন। তাহলে নিজেই বুঝতে পারবেন,,,আপনি কত ইনকাম করবেন।

আমরা যেমন আগে লেখাপড়া করে জব খুজতে বেরিয়ে পরি ঠিক তেমনিভাবে আগে আমরা Freelancing কি কিভাবে করবো কিভাবে করলে বা শিখলে ইনকাম করতে পারবো কোন কাজটা আমাদের বেশি ভালো ভাবে শিখতে হবে।
....যাদের মানসিকতা কাজ শিখার মত আছে তারা একদিন সফল হবেই..।

...ডিজিটাল মার্কেটিং হলো ফ্রিল্যান্সিংয়ের সব চেয়ে ভালো সেক্টর নতুন দের জন্য..কারণ এখান থেকে আপনি নিজেকে খুব কম সময়ে দক্ষ...
28/11/2022

...ডিজিটাল মার্কেটিং হলো ফ্রিল্যান্সিংয়ের সব চেয়ে ভালো সেক্টর নতুন দের জন্য..
কারণ এখান থেকে আপনি নিজেকে খুব কম সময়ে দক্ষ করার পাশাপাশি ইনকাম করতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো প্রাথমিকভাবে ডিজিটাল মার্কেটিং এর কাজ মোবাইল ফোন দিয়ে শুরু করা যায়..
যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা ইনবক্সে যোগাযোগ করুন....

,,,,,কাল করবো থেকে আজ..  আজ করবো থেকে এখন...জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,কাজ শুরু করা......ফ্রিল্যান্সিং সেক্টরে সবা...
26/11/2022

,,,,,কাল করবো থেকে আজ..
আজ করবো থেকে এখন...

জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,
কাজ শুরু করা.....
.ফ্রিল্যান্সিং সেক্টরে সবার জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা। স্টুডেন্ট, শিক্ষক, গৃহিণী যে কেউ ই করতে পারে।।
.ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে চাকরি করতে হচ্ছে না,, পড়াশোনার পাশাপাশি সহজে করতে পরে এবং কারো দ্বারপ্রান্ত হতে হয় না।
.এখন বাসায় বসেই লাখো লাখো ফ্রিল্যান্সার ভাইবোনেরা নিজের ক্যারিয়ার গড়তে অনলাইনের মাধ্যমেই ইনকাম করছেন প্রতিনিয়ত।।
.. এজন্য যারা এখন ও সিদ্ধান্তহীনতাই ভুগছেন,,[[করব কি করব না ]]..তারা একটু চিন্তা করেন দিন শেষে কেউই কারোর না।।নিজের জন্য ভাবেন।।

ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী ভাই-বোনেরা সরাসরি ইনবক্সে যোগাযোগ করবেন। সর্বোচ্চ সার্পোট এবং গাইড পাবেন। ধন্যবাদ।।

....Freelancing career....মাত্র পনেরো ১৫-বিশ ২০ হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ ...
25/11/2022

....Freelancing career....
মাত্র পনেরো ১৫-বিশ ২০ হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন! তাও চাকরি অনিশ্চিত!

আর বিজনেস/অনলাইন/ ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এর জন্য মাত্র কিছু টাকা দিয়ে কোর্স করতে এত আপত্তি! ইনকাম নিশ্চিত থাকা স্ব‌ত্তেও? ফ্রি তে কখ‌নো দক্ষতা অর্জন করা যায়না।

আমি কি করব? কোথায় যাব? কিভাবে যাব?
ক্লিয়ার না থাকলে কেউ কখনও সফলতার দিকে অগ্রসর হতে পারে না।

আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill develop করি... ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি।
নতুন এক‌টি সিন্ধান্ত নি‌য়ে চলুন
বসে না থে‌কে শেখা শুরু করি...।

..facebook চালানো আপনার নেশা ,এই নেশাটাকেই পেশা বানিয়ে উপার্জন করুন, ফ্রিলান্সিং করে।ফেসবুকের নেশার কারনে যদি নিজের কিংব...
24/11/2022

..facebook চালানো আপনার নেশা ,
এই নেশাটাকেই পেশা বানিয়ে উপার্জন করুন, ফ্রিলান্সিং করে।ফেসবুকের নেশার কারনে যদি নিজের কিংবা পরিবারের অন্যদের গুরুত্বপূর্ণ সময় ধ্বংস হচ্ছে বলে মনে করেন,
তাহলে এই ফেসবুককে আপনার পেশায় রূপান্তরের মাধ্যমে করে ফেলুন আপনার সকল সমস্যার সমাধান।
ফেসবুক চালানো যদি আপনার নেশা হয়
সেই ফেসবুককে আজ থেকে বানিয়ে নিন উপার্জনের ”পেশা”।
ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন।
contact-01614980087

 # Digital Marketing কি?...বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ও আইটরি যুগ । তাই বলা যায় পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় । এই ইন্টা...
10/11/2022

# Digital Marketing কি?
...বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ও আইটরি যুগ । তাই বলা যায় পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় । এই ইন্টারনেট কে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাকে বলা হয় ড়িজিটাল মার্কেটিং । ড়িজিটাল মার্কেটিং হলো ছসাল মিড়িয়ার মাধ্যমে প্রতিষ্ঠান বা ব্র্যানড়ের প্রচারনাকে বোঝায় । যেমন-গুগল, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুকসহ নানা রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম । খুব অল্প সময়ে আপনি আপনার পন্যটি সবার সামনে তুলে ধরতে পারেন। আপনার পন্যটির ব্যাপক চাহিদা রয়েছে ফেসবুক কাস্টমারদের কাছে ।
তাই আপনা ব্যবসাহিক প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও সারা বিশ্বের কাছে তুলেধরার একমাত্র মাধ্যম হলো ড়িজিটাল মার্কেটিং বা online business...
এর জন্য পণ্যের ধরন ও চাহিদা অনুযায়ী আপনাকে কনটেন সাজাতে হবে । আপনি কোন ড়িজিটাল মার্কেট কে কাজে লাগিয়ে মার্কেটিং শুরু করতে চান তা আগে ঠিক করতে হবে এবং সেই মাধ্যমটির উর ভালো অভিঞ্গতা ও দক্ষতা আর্জন করতে হবে ।

#ড়িজিটাল মার্কেটিং সাধারনত অনেক রকম হয়ে থাকে এর মধ্যে উল্ল্যেখ যোগ্য কয়েকটির নাম হলো ।

1)সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
2)কনটেন্ট মার্কেটিং
3)ইমেইল মার্কেটিং

Address

Tangail

Telephone

+8801614980087

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Ruman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Ruman:

Share