Tami's Tale

Tami's Tale Story teller
(4)

একদম 🌚
29/07/2025

একদম 🌚

বোঝছো???
28/07/2025

বোঝছো???

27/07/2025

...ধূলো পরেছে‌ চেহারায় আর আমারা মুছছি আয়না 💔

হয়🥹
25/07/2025

হয়🥹

আসলেই কি তাই?
25/07/2025

আসলেই কি তাই?

একদম 😅
24/07/2025

একদম 😅

এখন আপনারাই ভালো বোঝেন 🙂
24/07/2025

এখন আপনারাই ভালো বোঝেন 🙂

22/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রশিক্ষণ বি'মান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।

© মূল লেখকের নাম পাওয়া যায়নি

রাষ্ট্রীয় শোক মানি না, প্রতিটি শিশুর হিসেব চাই।Milestone School-এ বিমান বিধ্বস্ত হয়ে কত শিশু মারা গেল, কতজন আহত—এখনও সঠি...
21/07/2025

রাষ্ট্রীয় শোক মানি না, প্রতিটি শিশুর হিসেব চাই।

Milestone School-এ বিমান বিধ্বস্ত হয়ে কত শিশু মারা গেল, কতজন আহত—এখনও সঠিক তথ্য নেই।

শুধু পতাকা নামিয়ে শোক পালন করলে হবে না।
প্রতিটি আহতকে সরকার নিজ খরচে সর্বোচ্চ চিকিৎসা দিক। প্রয়োজনে বিদেশে পাঠাক।

একজন বাচ্চার জীবনও যদি অবহেলা বা গাফিলতির কারণে নষ্ট হয়, তাহলে জনগণ জবাব চাইবেই।

আর যদি মৃতের সংখ্যা বা বাস্তবতা লুকানোর চেষ্টা হয়—তাহলে মানুষ চুপ থাকবে না।

নাটক না, জবাব চাই। প্রতিটি শিশুর হিসেব চাই।

ঠিক🐸
18/07/2025

ঠিক🐸

কেনো?😅
15/07/2025

কেনো?😅

একদম 😒
14/07/2025

একদম 😒

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tami's Tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share