26/11/2025
🔸ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চায়নাকে দিলে দেশ বিক্রি হয় না।
🔸শাহাজালাল বিমান বন্দরের ৩য় টার্মিনাল জাপানকে দিলে দেশে বিক্রি হয় না।
🔸রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়াকে দিলে দেশ বিক্রি হয় না।
🔸মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর জাপানকে দিলে দেশ বিক্রি হয় না।
🔸পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র চায়নাকে দিলে দেশ বিক্রি হয় না।
🔸রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ভারতকে দিলে দেশে বিক্রি হয় না।
🔸দেশ থেকে বিদেশে কর্মী নিয়োগের চুক্তি করলে দেশ বিক্রি হয় না।
🔸দেশ থেকে বিদেশের বড় বড় ঋণ নিতে চুক্তি করলে দেশ বিক্রি হয় না।
🛑 শুধু চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি অপারেটরদের দিলে দেশ বিক্রি হয়ে যায় !
🛑🛑 শুধুমাত্র নিজেরা সিন্ডিকেটের মাধ্যমে মালপানি কামাতে পারবে না বলেই এর বিরোধিতা করা। আর চট্টগ্রাম বন্দর মালপানি কামানোর সবচেয়ে বড় নাম্বার ওয়ান কারখানা !
🛑🛑🛑 শুধু চট্টগ্রাম বন্দর নয়, ঢাকা-চট্টগ্রামসহ সকল বিভাগীয় এয়ারপোর্টও বিদেশিদের হাতে তোলে দেওয়া হোক দেশের উন্নয়নের স্বার্থে !
🛑🛑🛑🛑 যারা এর বিরোধিতা করবে তারাই মাল কামানো সিন্ডিকেটের সদস্য !