SM challenge

SM challenge ভালো কিছুর জন্য অপেক্ষা করুন।
(3)

আমি শহর থেকে দূরে থাকতে চাই...এই কংক্রিটের শহর, ব্যস্ততা আর কোলাহলের ভেতর কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলি প্রতিদিন।লাখো মান...
20/07/2025

আমি শহর থেকে দূরে থাকতে চাই...

এই কংক্রিটের শহর, ব্যস্ততা আর কোলাহলের ভেতর কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলি প্রতিদিন।
লাখো মানুষের ভিড়ে থেকেও মনে হয়, আমি একা।
যন্ত্রের মতো বাঁচছি, কিন্তু আসলে কি বেঁচে আছি?

আমি শহর থেকে দূরে থাকতে চাই।
আমি চাই সেই মেঠোপথের ধুলোবালি মাখা বিকেল,
যেখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যটা ঢুকে পড়ে আমার চোখে।
চাই ভোরবেলা ঘুম ভাঙুক পাখির ডাকে—not বাসের হর্নে কিংবা নির্মাণের আওয়াজে।

গ্রামের সেই শান্ত পরিবেশ, খোলা আকাশ, সরল জীবন—
ওখানে কোন প্রতিযোগিতা নেই, নেই মুখোশধারী মানুষ।
ওখানে মানুষ এখনো গল্প করে, চোখে চোখ রেখে হাসে।

শহরের বিলবোর্ড, রোড লাইট আর উঁচু দালান আমাকে টানে না।
আমি সব ছেড়ে শান্তিতে থাকতে চাই —
একটা ছোট্ট গ্রামে, যেখানে রাত মানে সত্যিকারের নীরবতা
আর দিন মানে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকা।

প্রথম টি২০তে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ,,,, টানা ৯ ম্যাচ পর অবশেষে টস জিতলেন লিটন দাস ❤️
20/07/2025

প্রথম টি২০তে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ,,,,

টানা ৯ ম্যাচ পর অবশেষে টস জিতলেন লিটন দাস ❤️

20/07/2025

অপেক্ষা তার জন্যই করা উচিত ,যে অপেক্ষার মুল্য বোঝে।

20/07/2025

গুলবাহারের প্রেমে পড়ছোস — ভালো কথা।
তাই বইলা “বাকের আলীর মেয়ে গুলবাহার” বলবি??
ভাই, প্রেম করতেছস না — জমি খারিজ করতেছস?? 😭💔

19/07/2025

জামায়াতের সমাবেশ সফল হোক।

শিক্ষক না শিখাচ্ছেন নোং #রামি? লাইভে “টিচার” নামধারী আপু আর ভাইয়ার অশা #লীন কাণ্ড!আজকাল কিছু আপু-ভাইয়া নিজেদের শিক্ষক পর...
09/07/2025

শিক্ষক না শিখাচ্ছেন নোং #রামি? লাইভে “টিচার” নামধারী আপু আর ভাইয়ার অশা #লীন কাণ্ড!

আজকাল কিছু আপু-ভাইয়া নিজেদের শিক্ষক পরিচয়ে অনলাইন ক্লাস নিচ্ছেন, অথচ লাইভে এসে যা করছেন—তা গা ঘি #নঘিনে। ক্লাস নেওয়ার ফাঁকে, লাইভে এসে একে অপরকে ki*s করছে, আদিখ্যেতা দেখাচ্ছে—যেন তারা ক্লাস না, “বে #ডরুম শো” চালাচ্ছে!

👉 এসব কি শি #ক্ষা?
👉 এটা কি ছাত্রদের সামনে করা যায় এমন কাজ?
👉 নাকি এখনকার “টিচার” পরিচয় মানেই লাইভে নোং #রামির লাইসেন্স?

এদের মু #খোশ খুলে দিতে হবে। কারণ—

📌 এরা শিক্ষক না, এরা সমাজের ঘু #ণ।
📌 এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে বিকৃতি ও নৈতিক অবক্ষয়ের “রোল মডেল” হয়ে উঠছে।
📌 যারা লাইভে এসে অশা #লীনতা করে, তারা শি #ক্ষা নয়, বি #কৃতির ব্যবসা করছে।

শিক্ষক মানে সম্মান। শিক্ষক মানে আদর্শ।
কিন্তু কিছু "আপু-ভাইয়া" নামধারী ভাইরাল পিপাসু মানুষ এখন সেই পবিত্রতাকেই বিক্রি করে খাচ্ছে।

🔴 এইসব ভ #ণ্ডদের প্রতিরোধ করুন। প্রতিবাদ করুন।
শিক্ষার নামে নোং #রামি আর নয়!

08/07/2025

চাকরি জীবনে বড় হইবেন কিভাবে? জ্ঞান-১

08/07/2025

একটা স্বপ্ন।

একটা ছোট্ট স্বপ্ন ছিল…
খুব দামি কিছু না,
শুধু একটু নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা,
যেখানে কোনো হিসেব নেই, কোনো বিচার নেই,
শুধু আমি আছি, আর কেউ একজন আছে—
যে বুঝে, পাশে থাকে,
প্রতিদিন নতুন করে প্রশ্ন করে না।

একটা স্বপ্ন ছিল—
সকালটা শুরু হবে শান্তিতে,
কোনো অভিযোগ ছাড়াই।
কোনো অতীত টেনে আনবে না কেউ,
কোনো তুলনা করবে না আগের কারও সাথে।
শুধু আজকে, শুধু এখনটুকু…
এই মুহূর্তটা বাঁচবে আমরা।

স্বপ্নটা খুব বড় ছিল না,
তবুও তা অনেকের চোখে অতিরিক্ত লোভ হয়ে গেল।
কেউ বলল, "এত কিছু একসাথে চাওয়া যায় না",
কেউ বলল, "বাস্তবতা স্বপ্নের মতো হয় না।"

হয়তো ঠিকই বলেছে তারা…
কারণ আমার স্বপ্নটা আজও স্বপ্নই রয়ে গেছে।

ভোরের কুয়াশায় যেমন হাত বাড়িয়ে ধরা যায় না,
তেমনি কিছু স্বপ্নও শুধু চোখেই থাকে,
বাস্তবে রূপ নেয় না কখনো।

তবুও, আমি এখনো স্বপ্ন দেখি…
কারণ স্বপ্নই তো একমাত্র জায়গা,
যেখানে কেউ আমাকে ফেলে চলে যায় না।

06/07/2025

লিটন কুমার ডাক। এক্টাই প্লেয়ার এই দুনিয়ায় #রাজনীতি #য়ামী #গণতন্ত্র #রাষ্ট্রবি #রাজনীতির

05/07/2025

আজ আপনি কাউকে ঠকিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন, তাই তো?

নিজেকে খুব চালাক মনে হচ্ছে?
ভাবছেন, মানুষটা কতটা সহজ ছিল,
আপনার একটু মিথ্যায়, একটু অভিনয়ে কেমন করে নিজের সব দিয়ে বসে ছিল?

ভেবেছেন, আপনি বুদ্ধিতে জিতেছেন।
অন্যজন হেরে গেছে সহজ-সরল বিশ্বাসে।

কিন্তু একটা কথা মনে রাখবেন—
এই পৃথিবীতে কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন সত্যিকারের শান্তি পায় না।
ভুলে যাবেন না, সময় চুপচাপ থাকে, কিন্তু সে দেখেও রাখে।

আজ আপনি কাউকে ভেঙে দিয়েছেন,
কাল আপনি বুঝতেই পারবেন না—কখন, কিভাবে, কে এসে আপনাকে ভেঙে দিয়ে চলে যাবে।
আপনিও ঠিক তেমনই অসহায় হয়ে পড়বেন, যেমন আজ সে।

কারণ এই জীবনটা খুব নিখুঁত হিসেবের খাতা।
আপনি যতই পেছনের পাতায় লেখা বদলানোর চেষ্টা করেন,
সময় ঠিকই সামনে নতুন পাতায় সেই হিসেব মিলিয়ে দেয়।

সবাইকে ফাঁকি দেওয়া যায়,
কিন্তু নিজের অন্তরকে নয়।
একদিন আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেই চোখের দিকে তাকাতে পারবেন না।
কারণ আপনি জানবেন—
আপনি কাউকে ঠকিয়েছেন, অকারণে কষ্ট দিয়েছেন, এবং কোনো কারণ ছাড়াই হারিয়ে গেছেন।

সত্যিকারের মানুষগুলো ভুল ছিল না,
ভুল ছিল আপনার অহংকার।

আজ আপনি হাসছেন।
একদিন এই পৃথিবীই আপনাকে এমনভাবে কাঁদাবে—
আপনার সেই হালকা হেসে ফেলা দিনগুলোকে আপনি নিজেই ঘৃণা করবেন।

05/07/2025

সেইম ব্যাচ প্রেম...
শুরুর দিকটায় খুব সহজ, খুব আপন।
সকাল থেকে বিকেল, চোখে চোখ, হালকা হাসি,
একই ক্লাস, একই বেঞ্চ, একসাথে টিফিন ভাগাভাগি,
ছোট্ট ছোট্ট ঝগড়া, আবার ক্যান্টিনে গিয়ে মান-অভিমান।
সব কিছু একরকম আপন হয়ে যায়।

তার পাশে বসে ক্লাস করা,
একসাথে প্রেজেন্টেশন বানানো,
ক্যাম্পাসের কোন কোন গাছের নিচে দাঁড়িয়ে থাকা—
সব কিছুর মধ্যেই গড়ে ওঠে এক অদৃশ্য বন্ধন।

কিন্তু জানো সবচেয়ে কঠিন কোথায়?
যখন সেই সম্পর্ক ভেঙে যায়…
তখনও তো তোমাদের ব্যাচ সেইম থাকে।
তুমি চাইলেও এড়িয়ে যেতে পারো না।
প্রতিদিন চোখে চোখ পড়ে,
তবুও দু'জনেই অন্যদিকে তাকিয়ে থাকো—
যেন কিছুই হয়নি, যেন কখনো ছিল না কিছু।

সবাই পাশে থাকে,
তবুও তুমি একা হয়ে পড়ো।
একই ক্লাসরুমে,
একই ব্যাচে,
কিন্তু দুইটা ভিন্ন জগতে।
তুমি হাসো, সে হাসে,
কিন্তু সেই হাসিতে আর কোনো যোগাযোগ থাকে না।

একসময় দেখা যায়—
তোমরা দুজনেই গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছো।
দুজনেই ভিন্ন ভবিষ্যতের দিকে পা বাড়াও।
কিন্তু মনের এক কোণায় রয়ে যায় একটা অপূর্ণ অধ্যায়।
একটা গল্প—যেটা লিখা শুরু হয়েছিল খুব স্বাভাবিকভাবে,
কিন্তু শেষটা আর কারও হাতে ছিল না।

সেইম ব্যাচ প্রেম শুরু হয় চোখে চোখ রেখে,
কিন্তু শেষ হয় চুপচাপ মুখ ফিরিয়ে।
কেউ কাউকে দোষ দেয় না,
তবুও সবকিছু হারিয়ে যায়… নিঃশব্দে।

04/07/2025

"বিয়ের পর মেয়েরা অনেক কিছু বদলায়...
পোশাক, জায়গা, স্বভাব...
আর কখনও কখনও বদলে ফেলে একটা জিনিস—
নিজের মোবাইল নাম্বার।

হ্যাঁ, শুধু একটা নাম্বার।
তবুও, এই ‘একটা নাম্বার’ই সব বদলে দেয়।

যার ফোন একসময় দিনে দশবার বেজে উঠত তোমার নাম দেখে,
আজ তার ফোনে তোমার নামটাই আর নেই।
তুমি হয়তো পুরোনো নাম্বারে একটা মেসেজ পাঠাও—
"ভালো আছো তো?"
কিন্তু উত্তর আসে না।
আসেও না কখনো।

অথচ একসময় সেই নাম্বারটাই ছিল তোমার সবচেয়ে নিরাপদ জায়গা।
আজ সেই নাম্বারে কল করলে—
"The number you are trying to reach is not in service."
এই কণ্ঠটা যেন চিৎকার করে বলে দেয়—
তোমার কোনো অস্তিত্বই আর নেই তার জীবনে।

তুমি হয়তো চুপ করে বসে থাকো,
ভেবো—এটা তো স্বাভাবিক,
নতুন জীবন, নতুন মানুষ, নতুন পথ।
তবুও কোথাও যেন কষ্টটা গলা চেপে ধরে।

কারণ নাম্বারটা শুধু নাম্বার ছিল না,
সেটা ছিল অনেক দিনের অভ্যেস,
অনেক গভীর বিশ্বাস,
অনেক না বলা কথার ঠিকানা।

আজ সব মুছে গেছে,
শুধু একটা নম্বর বদলেছে,
আর তাতেই তুমি বুঝে গেছো—
তোমার জায়গাটা ছিল না কখনোই স্থায়ী।

কিছু মানুষ চলে যায় খুব নিঃশব্দে,
তারা বিদায়ও জানায় না।
শুধু একটা নাম্বার বদলে,
তোমাকে জানিয়ে দেয়—
তোমার নাম এখন আর কারো ইনবক্সেও নেই।"

Address


Alerts

Be the first to know and let us send you an email when SM challenge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM challenge:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share