
20/07/2025
আমি শহর থেকে দূরে থাকতে চাই...
এই কংক্রিটের শহর, ব্যস্ততা আর কোলাহলের ভেতর কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলি প্রতিদিন।
লাখো মানুষের ভিড়ে থেকেও মনে হয়, আমি একা।
যন্ত্রের মতো বাঁচছি, কিন্তু আসলে কি বেঁচে আছি?
আমি শহর থেকে দূরে থাকতে চাই।
আমি চাই সেই মেঠোপথের ধুলোবালি মাখা বিকেল,
যেখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যটা ঢুকে পড়ে আমার চোখে।
চাই ভোরবেলা ঘুম ভাঙুক পাখির ডাকে—not বাসের হর্নে কিংবা নির্মাণের আওয়াজে।
গ্রামের সেই শান্ত পরিবেশ, খোলা আকাশ, সরল জীবন—
ওখানে কোন প্রতিযোগিতা নেই, নেই মুখোশধারী মানুষ।
ওখানে মানুষ এখনো গল্প করে, চোখে চোখ রেখে হাসে।
শহরের বিলবোর্ড, রোড লাইট আর উঁচু দালান আমাকে টানে না।
আমি সব ছেড়ে শান্তিতে থাকতে চাই —
একটা ছোট্ট গ্রামে, যেখানে রাত মানে সত্যিকারের নীরবতা
আর দিন মানে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকা।