Rahman SADIQ

Rahman SADIQ All kind of Tour and Travelling Blogs

চারানবিল, কালিহাতি।P.C- বউ
07/08/2025

চারানবিল, কালিহাতি।
P.C- বউ

21/07/2025

মধুপুর টু জামালপুর রোড

21/07/2025

একটি নদী, এক জীবন: মোঃ সুমন চাচার গল্প

মেঘনা নদীর পাড়ে ছোট্ট একটা টিনের ঘরে জন্ম মোঃ সুমন চাচার। ৬৫ বছরের জীবনে অনেক ঝড় দেখেছেন তিনি, কিন্তু সবচেয়ে বড় ঝড়টা নেমে এসেছিল সেই রাতে, যেদিন নদী গিলে খেয়েছিল তার সবকিছু।

চাচার ৪০ বছরের পুরোনো বসতবাড়ি, খুপরি দোকান, ছোট একটা ক্ষেত আর প্রিয় মানুষগুলো – সবটাই ভেঙে পড়েছিল নদীভাঙনের এক ভয়াবহ রাতে। ঘুম থেকে উঠে দেখতে পান, মাটি আর পানি এক হয়ে গেছে। স্ত্রী অনেক আগেই মারা গেছেন, একমাত্র ছেলে মালয়েশিয়া থাকলেও তেমন খোঁজখবর রাখে না। গ্রামে আর কিছু ছিল না বললেই চলে।

হতভাগা চোখে তাকিয়ে ছিলেন সেই ভাঙা জায়গাটার দিকে, যেখানে একদিন ছিল তাঁর পুরো পৃথিবী। “এই মাটি আমার বাপ-দাদার,” বলতেন চোখের পানি চেপে রাখা বৃদ্ধ সুমন।

অবশেষে শহরের দিকে পা বাড়ান। ঢাকায় এসে স্টাফ কোয়াটার (ডেমরা) ফুটপাতে একটা ভাঙা ছাতা আর কয়েকটা প্লাস্টিক চেয়ার নিয়ে শুরু করেন ফুচকা আর চটপটির দোকান। কেউ খায় মজার জন্য, কেউ ক্ষুধা মেটাতে – কিন্তু চাচার চোখে প্রতিদিনই বয়ে চলে পুরোনো সেই গ্রামের ছবি, আর নদীভাঙনের শূন্যতা।

রোদে পুড়েও হাসিমুখে বলেন, "কাস্টমার আমার আত্মীয়, ওদের হাসি দেখেই তো দিনটা কেটে যায়।"

゚viralシfypシ゚viralシalシ

11/07/2025

পড়ন্ত বিকেলে
゚viralシfypシ゚viralシalシ

07/07/2025

** ছুটির দিনগুলো কাটুক মেঘ আর সবুজে ঘেরা মেঘের ছায়ায় #মেঘেরছায়া ゚viralシfypシ゚viralシalシ

Address

Biswas Betka
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahman SADIQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category