KH Sifat Vlogs

KH Sifat Vlogs Journey to Perceive of Undiscovered with dream

24/05/2025

যমুনার বুকে সন্ধ্যা....

21/12/2024

অনেকদিন পর নতুন ভিডিও.....

রাতের সদরঘাট(ঢাকা) লঞ্চ টার্মিনাল....

01/11/2024

কোন এক বৃষ্টিতে প্রিয় বাড়িতে....... অর সোলসের বিখ্যাত বৃষ্টি দেখে অনেক কেঁদেছি গানটি দুই লাইন ভাঙা গলায় চেষ্টা....

18/10/2024

ক্যালেন্ডারের পাতায় তারিখ ১৮ অক্টোবর২০২৪, ৬ বছর আগে এই দিনটাতেই মায়াবী মধুর কন্ঠের গায়ক, লিড-গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী- সব মিলিয়ে গানের জগতে এক অনন্য ব্যক্তিত্ব আইয়ুব বাচ্চু বসএক ভোরে রুপালী গিটার ফেলে চিরতরের জন্য পৃথিবীর মায়া ছাড়েন । হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৫৬ বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।
তাকে ভালোবেসে তার মৃত্যুবার্ষিকী তে আগের কিছু আয়োজনের খন্ডচিত্র ও তাকে নিয়ে স্বরচিত একটা কবিতা আবৃতির ব্যর্থ চেষ্টা। সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।

কবিতা:নিষ্ঠুর অক্টোবর
চট্টগ্রামের পাহাড় ঘেরা ঐ মাটিতে

আমার প্রিয় এবি যে রয়েছে ঘুমিয়ে

হঠাৎ করে এক আঠারো অক্টোবর

হারালো সে বাচ্চু ভাই করে সব পর

গীটারে ছিলো তার জাদু কন্ঠে কি মায়া

বাংলা ব্যান্ড সঙ্গীতের ছিলো সে যে ছায়া।

ছোট্ট সেই কিশোর রবিন একদিন

প্রিয় এবি করেছিল নিজেকে রঙিন

কত শত গান আর সুর রেখে ফেলে

সবাইকে কাঁদিয়ে তুমি হারিয়ে গেলে

তোমায় ছাড়া জমেনা গানের আসর

গানের মহারাজ আছো শুয়ে কবর

যতবার আসবে নিষ্ঠুর অক্টোবর

বস,কাঁদবে মন আমাদের সবার।

আল্লাহ পাক সবকিছু কবুল করে মরহুম বাচ্চু ভাইকে জান্নাতের উচু মাকাম দান করুক-আমিন।

©®KH_Sifat

16/10/2024

বুড়িগঙ্গার পাড়ে ঢাকার সন্ধ্যা X আবার এলো যে সন্ধ্যা Cover by KH Sifat.

13/10/2024

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...নিজের গ্রামে প্রকৃতির মাঝে

কিছু কিছু দিন মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে,, সেসব দিন মানুষ ভুলতে পারেনা তেমনি আমার কাছেও কর্মজীবনের ১ম বিষয়গুলির অভ...
30/09/2024

কিছু কিছু দিন মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে,, সেসব দিন মানুষ ভুলতে পারেনা তেমনি আমার কাছেও কর্মজীবনের ১ম বিষয়গুলির অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে রবে।।

২৯-০৯-২৪/৫.৩০PM/24598T

মাইক্রোফাইন্যান্স মানেই সকাল থেকে রাত পরিশ্রম আর বিষাদ তবু মাস শেষে যখন কর্মমূল্য টা পাওয়া যায় তৃপ্তি বলতে সেটাই।।।।
©® কামরুল হাসান সিফাত
PO,Buro Bangladesh.

 #আঁকতে না পারলে আঁকিস না তবু এমন সর্বনাশ করিস না #কর্মজীবনে মাঠ পর্যায়ে কেন্দ্র কালেকশন+SME লোন আদায়ে কর্মস্থলের বহু অল...
27/09/2024

#আঁকতে না পারলে আঁকিস না তবু এমন সর্বনাশ করিস না #

কর্মজীবনে মাঠ পর্যায়ে কেন্দ্র কালেকশন+SME লোন আদায়ে কর্মস্থলের বহু অলিগলি ঘুরে বেড়াতে হয় সকাল থেকে রাত অব্দি কত কিছুই চোখে পড়ে, গতকাল রাতে হঠাৎ চোখে পড়ল একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুলের দেওয়ালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অংকন করা হয়েছে যা দেখে আমি সত্যিই মর্মাহত হয়েছি!!!
এটা অন্যায়।এভাবে গুণীজনদের চেহারা বিকৃতি করা ঠিক হয়নি ওদের।।

©®কামরুল হাসান সিফাত।

দেখা হচ্ছে   ১ম আসর-২০২৪ এ....আমাদের"বন্ধন-১৪" এর সাথে মাঠ মাতাতে...... আসসালামু আলাইকুম,প্রিয় বন্ধুসকল ও সুধীমহল সবাইকে...
27/09/2024

দেখা হচ্ছে ১ম আসর-২০২৪ এ....
আমাদের"বন্ধন-১৪" এর সাথে মাঠ মাতাতে......

আসসালামু আলাইকুম,প্রিয় বন্ধুসকল ও সুধীমহল সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন।আপনারা সকলেই হয়ত অবগত আছেন যে আমাদের টাংগাইল তথা সারা বাংলাদেশ তথা উপমহাদেশের গর্ব ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের ১৫৫ বছর পূর্তি উপলক্ষে এসএসসি ব্যাচ-১৯৯৫ ব্যাচ এর পরিচালনায় ও স্কুল কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতায় ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।উক্ত টুর্নামেন্টে আমাদের এসএসসি ব্যাচ -২০১৪ এর দল "বন্ধন-১৪" অংশ নিচ্ছে। তো আমাদের দলের খেলোয়াড় বন্ধু সহ সকল বন্ধুবান্ধবদের সার্বিক সহযোগীতা ও সমর্থন কামনা করছি।

ধন্যবাদান্তে-মোঃকামরুল হাসান সিফাত।

"বন্ধন-১৪"

বিশেষ দ্রষ্টব্য-যদি কারো স্বার্থে আঘাত লাগে তবে সেটা তার ব্যাপার। #আগে ছিলো ছলিমুদ্দিন এখন হয়েছে কলিমুদ্দিন।মুদ্দিন ঠিকই...
17/09/2024

বিশেষ দ্রষ্টব্য-যদি কারো স্বার্থে আঘাত লাগে তবে সেটা তার ব্যাপার।

#আগে ছিলো ছলিমুদ্দিন এখন হয়েছে কলিমুদ্দিন।মুদ্দিন ঠিকই আছে শুধু ছলির জায়গায় কলি এসেছে।

আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে থাকা একটা সাধারণ ছাত্র,আমি আমার সকল শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা ও আহত ভাইদের প্রতি দোআ ও সকল ছাত্র জনতার প্রতি সম্মান রেখেই বলছি এ বিজয় বাঙালীর শত বছরের সেরা বিজয় গুলির একটি।তবে স্বৈরাচার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু কিছু সমন্বয়কদের(not all) অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের গতিবিধি ও কর্মকান্ডগুলি আমাদের সত্যিই ভাবাচ্ছে।তাদের অনেকের ভিতরের হীন মনমানসিকতা লক্ষ করা যাচ্ছে।তাদের অনেকের ভাষ্যমতে এ অর্জন তাদের একার,তাদের ভেতর আমাদের চেয়ে আমার চেতনাটা বেশি কাজ করে।অন্যান্য গণতন্ত্র কামী রাজনৈতিক দলগুলির অবদান তারা স্বীকার করতেই চায়না,কেন এসব দলগুলি কি রাজপথে ছিলো না?তাদের অবদান কতটুকু সেটা জনগণ জানে এবং সামনে নির্বাচন হলে তারাই বিচার করবে ।এছাড়া তাদের পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে জনসাধারণের মনে।আমার ছোট মাথা তবু দু চারটি প্রশ্ন এসেছে যদি তার সঠিক উত্তর পেতাম!! যেমন অন্তবর্তী কালীন সরকারে আমাদের দুজন ছাত্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছে। তারা কি ছাত্রদের স্বার্থ/অধিকারটা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে?

দেশের বহু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখনো ফিরেনি শিক্ষার পরিবেশ, তা ছাড়া এই যে কিছু কিছু সমন্বয়ক গণ দেশের বিভিন্ন জেলায় জেলায় বড় বড় স্টেজ করে জনসভা করে বেড়াচ্ছে সেসবের খরচের টাকা কোথা থেকে আসে(তারা তো ছাত্র কর্মজীবী না,তবে টাকা আসে কোথা থেকে)।টিভি কিংবা ইন্টারনেটে প্রতিদিন প্রায় দেখছি দেশের আনাচে কানাচে বহু হাসপাতালে বহু আহত ছাত্র জনতা অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না তাদের দিকে মনোনিবেশ করা উচিত এসব সমাবেশ এবং সমাবেশের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান না করে।প্রকৃত পক্ষে সমন্বয় নামধারী কিছু কু-মানুষের জন্য যাতে দেশের এ অর্জন প্রশ্নবিদ্ধ না হতে পারে।কিছু কিছু সমন্বয়কের এর বেফাঁস মন্তব্য ও তাদের সুবিধা নেবার প্রবণতা দেখে জনগণের মনে এ ভাবনা আসতেই পারে যে আগে ছিলো ছাত্রলীগ এখন কি তবে সমন্বয় লীগ।।

তাই সকল ছাত্র ভাইদের অনুরোধ করছি সুযোগসন্ধানী স্বার্থবাদী সমন্বয়ক নামধারীদের লাগাম টেনে ধরুন অন্যথায় এই বিজয়ের ফলাফল ইতিহাসে কলংকিত হয়ে রবে।

ধন্যবাদ সবাইকে।

মো:কামরুল হাসান সিফাত।

 #বুরো বাংলাদেশ বা অন্যান্য মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানে কাজ করবেন নাকি করবেন না? # দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ গুলির একটি ...
16/09/2024

#বুরো বাংলাদেশ বা অন্যান্য মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানে কাজ করবেন নাকি করবেন না? #

দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ গুলির একটি হলো টাকা দিয়ে টাকা ফেরত আনা আর সেই কাজটাই করে বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান গুলি..তাই এই কাজে প্রতি পদে পদে চ্যালেঞ্জ অপেক্ষা করে। বুরো বাংলাদেশ এ কর্মসূচী সংগঠক পদে পরীক্ষা দিয়ে যারা নির্বাচিত হবেন তাদের জন্য এই পোস্ট টি।

যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে যারা নির্বাচিত হবেন তাদের ১ মাস বা তার আগে পরে জানাবে,তারপর ট্রেইনিং,১৫ দিন ট্রেইনিং শেষে ১৫০০০ টাকা জামানত নিয়ে এসে HR অফিসে যোগদান এবং সেদিনই কোন শাখায় কত তারিখে আপনার যোগদান করতে হবে সেটা জানিয়ে দিবে।তারপর নির্ধারিত তারিখে এসে যোগদান করবেন, শিক্ষানবিশ কালীন আপনার দায়িত্ব থাকবে শাখার অন্যকর্মীদের সাথে যাওয়া কাজ দেখা কাজ শেখা তবে শাখার কর্মী সংকট থাকলে দ্রুত কাজের দায়িত্ব এসে যাবে।আর বুরো বাংলাদেশে অবিবাহিত হলে বাধ্যতামূলক(ফ্রি)আবাসিকে থাকতে হবে,খাবার খরচ আপনার নিজের আর বুরো বাংলাদেশে কর্মসূচি সংগঠক পদের জন্য কোন মোটরসাইকেল প্রদান করে না আপনি মোটরসাইকেল নিজে কিনে ব্যবহার করতে পারবেন তবে কোন জ্বালানি খরচ পাবেন না,নিজেকে তা বহন করতে হবে এবং নিরাপত্তা জনিত কারনে সেই মোটরসাইকেল নিয়ে ছুটিতে বাড়িতে যাতায়াত করতে পারবেন না, শিক্ষানবিশ বেতন ৩৩৫০০+ আর স্থায়ী করনের পর ৩৮০০০+ পাবেন।

বেতন মাসের ২৮ তারিখে আপনার এ্যাকাউন্টে ডুকে যাবে।

আর ছুটি.. এক সপ্তাহে শুক্র-শনি খোলা থাকলে পরের সপ্তাহ বন্ধ থাকে তারপরের সপ্তাহে খোলা।যে শুক্র-শনি খোলা থাকে সে দুদিন বিশেষ কর্মসূচি করতে হয়।এছাড়া অন্যান্য ছুটি সরকারি বিধিমতো।

এবার আসুন কাজে-সকাল ৮ টায় অফিসে উপস্থিত হতে হবে,অফিসের কাজ শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমাতে ১০ টা বা কখনো কখনো ১১ টাও বাজে।তারপর ঘুম আবার সকাল থেকে রিপিট...তাই যারা আসতে চাচ্ছেন বা আসবেন তারা নিজেকে সেইভাবে প্রস্তুত করে নিয়ে আসুন।যদিও আমি একদম নতুন তবে ১০/১২ দিন কাজ করে যা বুঝলাম তাতে মনে হচ্ছে চাকরিটা অবশ্যই করতে পারবো, কারন হাজার হাজার মানুষ করছে,তারা যদি পারে আমি কেন পারবো না।

সর্বোপরি সবার কাছে দোআ চাইছি আমার জন্য আর সকলের জন্য শুভকামনা রইলো।মনে সাহস রাখুন ধৈর্য তৈরি করুন।অগাধ ধৈর্য না থাকলে কেই এনজিওর চাকরি করতে পারবে না।ধন্যবাদ সবাইকে।

মো:কামরুল হাসান সিফাত
PO,BURO Bangladesh.

Address

Dhaka
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when KH Sifat Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KH Sifat Vlogs:

Share