27/05/2025
জিলহজ্জ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ সময়। পবিত্র কুরআনে জিলহজ্জ মাসের প্রথম দশ রজনি নিয়ে কসম খেয়েছেন আল্লাহ তা’আলা। এরশাদ হয়েছে
وَالْفَجْرِ ﴿1﴾ وَلَيَالٍ عَشْرٍ.
‘‘শপথ প্রত্যুষের ও দশ রজনির।’’
দশ রজনি বলতে জিলহজ্জের প্রথম দশ রজনি বুঝায় এ ব্যাখ্যা ইবনে আব্বাস রা. ইবনে যুবায়ের ও মুজাহিদ রহ. সহ অনেকের। প্রসিদ্ধ মুফাসসির ইবনে কাসির এ মতটিকেই বিশুদ্ধ বলেছেন।
হাদিসে জিলহজ্জ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করা হয়েছে।
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)বলেন, এমন কোনো দিবস নেই যার আমল জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদ করা থেকেও কি অধিক প্রিয়? রাসূলুল্লাহ (ﷺ)বললেন, হাঁ জিহাদ করা থেকেও অধিক প্রিয় তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জান-মাল নিয়ে আল্লাহর পথে বের হল এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এল না।
কাল বা পরশু হতে জিলহজ্জ মাস শুরু হবে।
তওবা,ফরযের পাশাপাশি নফল সালাত,১০ দিন সিয়াম পালন(বিশেষ করে আরাফাহ এর দিন),সামর্থ্যবানের হজ্জ,বেশি বেশি যিকির,তাকবীর,তাহলীল,তাহমীদ,কুরবানি,দোয়া(মজলুম ভাই বোন ও মুসলিম উম্মাহ এর জন্য)
আল্লাহ আমাদের ক্ষমা করুক।আমাদের কবুল করে নিক । (আমিন)