Be a perfect Muslim

Be a perfect Muslim “My identity: Muslim ;
My path: Islam ;
My goal: Jannah.”

27/05/2025

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ সময়। পবিত্র কুরআনে জিলহজ্জ মাসের প্রথম দশ রজনি নিয়ে কসম খেয়েছেন আল্লাহ তা’আলা। এরশাদ হয়েছে

وَالْفَجْرِ ﴿1﴾ وَلَيَالٍ عَشْرٍ.

‘‘শপথ প্রত্যুষের ও দশ রজনির।’’

দশ রজনি বলতে জিলহজ্জের প্রথম দশ রজনি বুঝায় এ ব্যাখ্যা ইবনে আব্বাস রা. ইবনে যুবায়ের ও মুজাহিদ রহ. সহ অনেকের। প্রসিদ্ধ মুফাসসির ইবনে কাসির এ মতটিকেই বিশুদ্ধ বলেছেন।
হাদিসে জিলহজ্জ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করা হয়েছে।
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)বলেন, এমন কোনো দিবস নেই যার আমল জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদ করা থেকেও কি অধিক প্রিয়? রাসূলুল্লাহ (ﷺ)বললেন, হাঁ জিহাদ করা থেকেও অধিক প্রিয় তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জান-মাল নিয়ে আল্লাহর পথে বের হল এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এল না।

কাল বা পরশু হতে জিলহজ্জ মাস শুরু হবে।
তওবা,ফরযের পাশাপাশি নফল সালাত,১০ দিন সিয়াম পালন(বিশেষ করে আরাফাহ এর দিন),সামর্থ্যবানের হজ্জ,বেশি বেশি যিকির,তাকবীর,তাহলীল,তাহমীদ,কুরবানি,দোয়া(মজলুম ভাই বোন ও মুসলিম উম্মাহ এর জন্য)
আল্লাহ আমাদের ক্ষমা করুক।আমাদের কবুল করে নিক । (আমিন)

26/02/2025

✅ রমজান মাসের ২৭ টি গুরুত্বপূর্ণ আমল :-
🔰১. শাবান মাসের শেষ দিবসে সন্ধ্যায় পশ্চিম আকাশে রমজান এর চাঁদ দেখা এবং দোয়া পড়া ।
🔰২.দিনের বেলা রোজা রাখা ।
🔰 ৩.তারাবীহর নামাজ আদায় করা ।
🔰৪.সাহারি খাওয়া ।
🔰৫. রাতের শেষ অংশে সাহারি খাওয়া ।
🔰৬.ইফতার করা ।
🔰৭.সময় হওয়ার সাথে সাথে ইফতার করা ।
🔰৮.ইফতার এর পর দোয়া পড়া ।
🔰৯.ইফতার এবং সাহারীতে খেজুর খাওয়া ।
🔰১০.দিনভর বেশি বেশি দোয়া করা ।
🔰১১.সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা ।
🔰১২.বিশেষ করে মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকা ।
🔰১৩.ঝগড়া করা থেকে বিরত থাকা ।
🔰১৪.সাধারণ যত ভালো কাজ আছে,সবগুলো গুরুত্বের সাথে করা ।
🔰১৫.আল্লাহ্ র কাছে বেশি বেশি গুনাহর জন্য মাফ চাওয়া ।
🔰১৬.রোজাদারকে ইফতার করানো ।
🔰১৭.বেশি বেশি কুরআন তিলাওয়াত করা ।
🔰১৮.কুরআন তিলাওয়াত শুনাশুনি করা ।
🔰 ১৯.বেশি বেশি দান করা ।
🔰২০.তাহাজ্জুত এর নামাজ পড়া ।
🔰২১. সামর্থ থাকলে ওমরাহ্ করা ।
🔰২২.রোজা থাকা অবস্থায় মেসওয়াক করা ।
🔰২৩.শেষ দশকে ইতেকাফ করা ।
🔰২৪.শেষ দশকে বেশি বেশি ইবাদত করা ।
🔰২৫.লাইলাতুল কদর তালাশ করা ।
🔰২৬.লাইলাতুল কদর পেয়ে গেলে দোয়া করা ।
🔰২৭.রমজান মাসের শেষের দিকে ফিতরা আদায় করা ।
🗣️(শায়খ আহমাদুল্লাহ)
Be a perfect Muslim

26/01/2025

দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয় বা সেরা হয়ে কী লাভ, যদি আল্লাহর কাছে প্রিয় হতে না পারি?
আসুন আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করি,❤️
তাহলে দুনিয়ার মানুষের অসন্তুষ্টি বা শত নিন্দাতেও কিছু আসে যায় না।

27/12/2024

Be a perfect Muslim

26/12/2024

শেষ জামানায় যা হতে যাচ্ছে এবং আমাদের করণীয়

Be a perfect Muslim

Loud & Clear ✅
30/11/2024

Loud & Clear ✅

13/10/2024

শেষ জামানায় যুব সমাজের করণীয় ।
✅১০ টি পয়েন্ট ।



#শেষজামানা

13/09/2024

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be a perfect Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Be a perfect Muslim:

Share