10/10/2025
আমার ভয়াবহ এটাচমেন্ট ইস্যু আছে। আমি যখন কাউকে ভালোবাসি,তার জন্য হৃদয়ের সমস্ত দ্বার অর্গলমুক্ত করে দিই। কোনো মানুষকে আমার ভালো লাগলে কখনো তাকে হৃদয় দিয়ে ভালোবাসতে কার্পন্য করি না।
আমার মতো এই টাইপের মানুষদের একটা সমস্যা হল, এরা কাউকে মেপে মেপে কিছু দিতে পারে না। হৃদয় উজাড় করে দেয়।
আমিও হৃদয় উজাড় করে ভালোবাসি। তখন বুকের ভেতর আমার ব্যক্তিগত বলতে কিছু থাকে না। আমি আমাকে হারিয়ে ফেলি। তখন আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এই মানুষগুলোই যখন জীবন থেকে চলে যায়, শূন্য,রিক্ত হৃদয়ে নিদারুণ হাহাকার নিয়ে আমি বেঁচে থাকি।
এতগুলো বছর জীবনকে যাপন করে বুঝলাম, মানুষের চলে যাওয়াই নিয়তি। বুঝলাম,মানুষকে ওভাবে ভালোবাসতে নেই। সবার শেষে কাফকার মত উপলব্ধি হল,
'There are times when I am convinced, I am unfit for any human relationship.'