14/09/2025
"ফ্রি ফুড ডেলিভারি নামে একদল প্রতারক চক্র বের হয়েছে।
মালিবাগের একটি ফ্ল্যাটে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন ম্যাম। তিনি প্রায়ই ব্যস্ত থাকেন ক্লাস আর গবেষণা নিয়ে, তাই বেশিরভাগ সময় খাবার অর্ডার দেন অনলাইনে।
এক সন্ধ্যায় হঠাৎ একটা ফোন আসে:
“ম্যাডাম, আমি FoodSwift থেকে বলছি, আপনি একটা ফ্রি মিল পেয়েছেন আমাদের প্রোমোশন অফারের আওতায়। আপনার এলাকায় নতুন কিচেন লঞ্চ হয়েছে, আমরা রিভিউ চাই। ফ্রি মিল, কোনো চার্জ না, শুধু রিভিউ দিলেই হবে।”
শারমিন ম্যাম খুশি হয়ে অর্ডার কনফার্ম করেন। আধাঘণ্টা পর একটা মোটরবাইক এসে হাজির। হেলমেটে ঢাকা মুখ, গায়ে পরিচিত ডেলিভারি সার্ভিসের জ্যাকেট।
"ম্যাম, একটু কনফার্ম করতে হবে যে আপনি পেয়েছেন, একটা QR কোড স্ক্যান করে দিতে হবে।"
তিনি তাঁর ফোন দিয়ে কোড স্ক্যান করেন। স্ক্যান করতেই, পেমেন্ট অ্যাপ খুলে যায়, সঙ্গে অটোফিলড একাউন্ট আর একটি অংক — ২০,০০০ টাকা।
তিনি বুঝে ওঠার আগেই “ডেলিভারি ম্যান” বলেন, “ম্যাডাম, বোধহয় ভুল হয়েছে, একটু দেখেন।” তিনি হাতের ফোনটা নিয়ে “সেটিংস ঠিক” করার ভান করে অ্যাপ থেকে টাকা পাঠিয়ে দেয়।
এরপর বলে, খাবার টা রাখেন। আপনার জন্য আরেকটা পার্সেল আছে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আর ফিরে ফিরে আসছিল না ডেলিভারি ম্যান। উনাকে যে নাম্বার থেকে কল করেছে সেই নাম্বারটাও বন্ধ পাচ্ছিনা। একটু পরে খেয়াল করল তার ফোন থেকে তার ব্যাংক একাউন্ট থেকে ২০ হাজার টাকা পেমেন্ট হয়ে গেছে। তৎক্ষণাৎ সে পুলিশ অভিযোগ জানায় কিন্তু তখন আসলে কিছুই করার ছিল না
Cp talk with riazul