Md Khairul Islam Official

Md Khairul Islam Official Please support me

03/11/2022

Sad post

03/11/2022

💥👉😎😎👈

👮‍♀️👮S.S.C. পরীক্ষা যারা শেষ করেছো তাদেরকে বলছি পরীক্ষাতো শেষ, কী করছো? বেড়ানো, টিভি দেখা, ফেসবুকিং বা ইউটিউবে সময় ব্যয়...
14/10/2022

👮‍♀️👮S.S.C. পরীক্ষা যারা শেষ করেছো তাদেরকে বলছি পরীক্ষাতো শেষ, কী করছো? বেড়ানো, টিভি দেখা, ফেসবুকিং বা ইউটিউবে সময় ব্যয় করছো। আবার এমনও হতে পারে পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছো। কিন্তু এটা কী চিন্তা করেছো কতগুলো সময় নষ্ট করছো। এসময় প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কিছু গুরুত্বপূর্ণ স্কিল অর্জন করার সুযোগ রয়েছে। মনে রাখতে হবে বর্তমানে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটই সব নয়। কিছু স্কীল আছে যেগুলো ছাড়া বর্তমানে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট মূল্যহীন। যেমন: 💻💻ডিজিটাল মার্কেটিং শিখা,কম্পিউটার শিখা, স্পোকেন ইংলিশ শিখা আরো অনেক কিছু। এসব জ্ঞান ছাড়া বর্তমানে ভালো কোনো চাকুরি পাওয়ার সম্ভাবনা অনেক কম। তাই বসে বসে সময় নষ্ট না করে নিজেকে স্কীলআপ করে তোলো। বর্তমান প্রতিযোগীতার বাজারে নিজেকে একজন দক্ষ প্রতিযোগী হিসেবে তৈরি করে তোলো। তা না হলে প্রয়োজনের সময় কুল খুঁজে পাবে না। সবার প্রতি শুভকামনা রইল।
🕵️‍♀️🕵️চট্টগ্রাম শহরে কেউ একা বা দলীয়ভাবে ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন পাশাপাশি ৬৪ জেলাতেই আমরা অনলাইন সেবাটাও দিয়ে যাচ্ছি খুব সুন্দর ভাবেই।অনলাইন এবং অফলাইন দুই বেইজেই দিয়ে যাচ্ছি আমরা এই ডিজিটাল মার্কেটিং সেবা।
⏰⏰বিঃদ্রঃ অনলাইনে শিখতে চাইলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন।
📲📲মোবাইল: 01307992649, 01857508711
👉👉বৈশিষ্ট্য:
১। দক্ষ ইন্সট্রাক্টর দ্বারা পরিচালিত
২। টপ রেটেড টিচার্স প্যানেল এবং সাপোর্টিং ক্লাস
৩। লাইফ টাইম সার্ভার এক্সেস
৪। ক্লাস শেষে প্র্যাকটিস করার সুযোগ
৫। কোর্স শেষে সার্বক্ষনিক সমস্যা সমাধান
৬। অনলাইন সম্পর্কে জ্ঞান
৭। আইটিতে কাজ করার সুযোগ

ইনশাআল্লাহ্ আগামীকাল সকালে কায়েদে মিল্লাত শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ,এর বড় মামা,আমীরে হেফাজত মুজাহিদে মি...
13/10/2022

ইনশাআল্লাহ্ আগামীকাল সকালে কায়েদে মিল্লাত শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ,এর বড় মামা,আমীরে হেফাজত মুজাহিদে মিল্লাত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফি.এর পিত্ত থলির অপারেশন হবে।
হযরতের পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দোয়ার দরখাস্ত।

🌟 আলহামদুলিল্লাহ✨(Digital Literacy Course For Youth) প্রোগ্রামটি সম্পন্ন করার পর Government Digital Literacy Center  এর ...
06/10/2022

🌟 আলহামদুলিল্লাহ✨
(Digital Literacy Course For Youth) প্রোগ্রামটি সম্পন্ন করার পর Government Digital Literacy Center এর পক্ষ থেকে (Internet Pass Certificate) টি হাতে পেলাম 🥰🥰
🌟 দক্ষতা অর্জনের মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার পর যখন সার্টিফিকেটটা হাতে পেলাম অনুভূতিটা অন্যরকম ছিল।
🌟Thank you So Much To (Government Digital Literacy Center Of Bangladesh)💝
🌟 প্রোগ্রামটি সম্পন্ন করার মাধ্যমে সার্টিফিকেটটি যারা অর্জন করতে চান তারা (www.digitalliteracy.gov.bd/courses)ব্রাউজার এ ভিজিট করুন এবং নিচের দেওয়া ইউটিউব লিংক এ ক্লিক করে ভিডিওটি দেখে নিন।
https://youtu.be/fAIMQKDr94A
Thanks Everyone
🌟Md khairul islam✨

🙋‍♂️SSC EXAM  যেই ভাই ও বোনেরা শেষ করলেনতাদের দৃষ্টি  আকর্ষণ করছি আপনাদের হাতে এখন সুবর্ণ সময় রয়েছে এই সময় টাকে অযথা অনল...
02/10/2022

🙋‍♂️SSC EXAM যেই ভাই ও বোনেরা শেষ করলেন
তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের হাতে এখন সুবর্ণ সময় রয়েছে এই সময় টাকে অযথা অনলাইনে নস্ট না করে,অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় এটা শিখতে পারেন,এখনি সময় ও সুযোগ যা কাজে লাগাতে পারলে আপনার আগামী দিন গুলো আরো সুন্দর হবে।😊

👉ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং কোর্স করে খুব কম সময়ের মধ্যে আপনার সুন্দর ক্যারিয়ার গড়া সম্ভব,কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনারা অনেকে জানেন না,তাই সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমরা সর্বদা আপনাদের জন্য আছি,,শুধু আপনার লাগবে প্রবল ইচ্ছাশক্তি,💯💯
Best of luck ⏰⏰

চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)কে আজ (শুক্রবার) দেখতে গেলেন ...
01/10/2022

চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)কে আজ (শুক্রবার) দেখতে গেলেন জামিয়া প্রধান ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.)।

এ সময় তিনি হেফাজত আমীরের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। তিনি কিছু সময় হেফাজত আমীরের শয্যপাশে কাটান এবং তাঁর সাথে কথা বলেন।

জামিয়া প্রধান আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.) দেশবাসীর কাছে আমীরে হেফাজতের সুস্থতা ও বরকতময় হায়াতের জন্য বিশেষ দোয়া কামনা করেন।

30/09/2022

💥Assalamu alikum 💥
🌻Kmn asen sobay🌻

30/09/2022

❤️জুমা মোবারক ❤️

🌟Congratulations🎉    Mr. Khairul Islam For Completing 1sr Basic🌟 Harbour IT Institute এর Level2 এ দক্ষতা অর্জনের পাশাপাশ...
14/09/2022

🌟Congratulations🎉
Mr. Khairul Islam
For Completing 1sr Basic
🌟 Harbour IT Institute এর Level2 এ দক্ষতা অর্জনের পাশাপাশি লোকাল মার্কেটপ্লেসে 12$ এর কাজ সম্পন্ন করার মাধ্যমে 1st Basic উত্তীর্ণ হওয়ায় আপনাকে Dream IT Solution DTF পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
পরবর্তী এচিভমেন্ট খুব দ্রুত অর্জন করতে Dream IT Solution DTF পরিবার সব সময় আপনার পাশে আছে।
🌟Dream IT Solution DTF🎉

12/09/2022

♥️আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই ♥️

ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনলাইনে হালালভাবে আয়  করুন‼‼আমি দিন রাত কষ্ট করে নিজের ও পরিবারের জন্য যে উপার্জন করছি তা অবশ্যই ...
07/09/2022

ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনলাইনে হালালভাবে আয় করুন‼‼
আমি দিন রাত কষ্ট করে নিজের ও পরিবারের জন্য যে উপার্জন করছি তা অবশ্যই হালাল হওয়া বাঞ্ছনীয়। একবার চিন্তা করে দেখুন, যে মানুষগুলোর জন্য হালাল হারাম বাছ-বিচার না করে দুহাতে টাকা ইনকাম করছেন সেই মানুষগুলোই যখন হাশরের মাঠে বলবে “তোমার হারাম উপার্জনের সাথে আমরা নেই, এর দায় আমরা নেবো না!” তখন কেমন লাগবে আপনার?
কতটা অসহায় মনে হবে নিজেকে?
তাই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হালাল আয় করুন, হালাল জীবন যাপন করুন।
ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি ইনবক্সে আসুন।
ধন্যবাদ

04/09/2022

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Khairul Islam Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share