
21/07/2025
ঘাটাইলে তৈরি হচ্ছে একটি নতুন দৃষ্টিনন্দন স্থাপনা!
ঘাটাইল উপজেলার গেট সংলগ্ন স্থানে নির্মাণ করা হচ্ছে “I ❤️ GHATAIL” লেখা একটি দৃষ্টিনন্দন স্থাপনা, যা ঘাটাইলবাসীর গর্ব এবং ভালোবাসার প্রতীক হিসেবে দাঁড়াবে।
এই আধুনিক ডিজাইনের স্থাপনাটি এখনো নির্মাণাধীন অবস্থায় রয়েছে, তবে এর মূল কাঠামো প্রায় সম্পন্ন।
স্থানীয়দের মাঝে ইতোমধ্যে এ স্থাপনাটি নিয়ে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
পর্যটক এবং ঘাটাইলপ্রেমীদের জন্য এটি হবে একটি আকর্ষণীয় ফটোস্পট।
এই উদ্যোগ ঘাটাইলকে আরও সুন্দর ও পরিচিত করে তুলবে—এমনটাই আশা সবার।
আসুন, আমরা সবাই মিলে ভালোবাসি আমাদের প্রিয় ঘাটাইলকে। ❤️📸