Ghatail Update

Ghatail Update ঘাটাইল আপডেট পেইজে স্বাগতম। 😊🥰
যে কোন খবর পাঠাতে অথবা বিজ্ঞাপন দিতে মেসেজ করুন
(6)

ঘাটাইলে ছুরিকাঘাতে শিশু কন্যাকে হত্যাঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি  ঘাটাইলে পিতার হাতেই খুন হলো ৩ বছর বয়সি শিশু সন্তান তোয়...
03/11/2025

ঘাটাইলে ছুরিকাঘাতে শিশু কন্যাকে হত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইলে পিতার হাতেই খুন হলো ৩ বছর বয়সি শিশু সন্তান তোয়া। পিতা ছুরিকাঘাত করে নিজ ঔরসজাত সন্তানকে খুন করে। খুনের এ ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে। এ ঘটনায় ওই রাতেই ঘাতক পিতা মুক্তার হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরিটিও।

জানা যায়, মুক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। তার ভাই মারা যাওয়ার পর এক সন্তানসহ বিয়ে করেন তার ভাই বউ রুমিকে। পরে মুক্তা হোসেনের ওরসে জন্ম নেয় দুই সন্তান। এর মধ্যে তোয়া ছোট। ওর উপর মাঝে মধ্যেই ক্ষিপ্ত হয়ে যেতেন তিনি। ঘটনার রাতে বিছানায় গিয়ে মায়ের সঙ্গে ঘুমাতে যায় শিশু তোয়া। এমন সময় আধা ঘুমন্ত অবস্থায় পাষন্ড পিতা শিশুকন্যার বুক ও পেটে ছুরিকাঘাত করে। এতে তোয়ার পেট থেকে নাড়ি-ভুড়ি বেরিয়ে যায়। পরে স্থানিয়রা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরিবারের দাবি মুক্তার হোসেন মানসিক বিকারগ্রস্থ। ওই মেয়েকে মারার জন্য উদ্যত হয়েছে একাধিকবার। কি কারনে শিশু কন্যার উপর ক্ষোভ ছিল তা বলতে পারছেনা কেউ। ঘটনার পর পরই ওসি মীর মোশারফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান যুগান্তরকে বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছি। আসামী এ্যরেস্ট হয়েছে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি(মুক্তার)নাকি মানসিক বিকারগ্রস্থ ছিল। যেহেতু ধরা হয়েছে,জিজ্ঞাসাবাদের পর বিষয়টি জানা যাবে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি

টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনে ধানের শীষের মনোনয়ন পেল এস. এম. ওবায়দুল হক নাসির।
03/11/2025

টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনে ধানের শীষের মনোনয়ন পেল এস. এম. ওবায়দুল হক নাসির।

ঘাটাইলের বানিয়াপাড়ায় বিআরটিসি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। ঘটনাস্থলে স্থানীয়রা উপস্থিত। আহতের খবর এখনো জানা...
02/11/2025

ঘাটাইলের বানিয়াপাড়ায় বিআরটিসি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। ঘটনাস্থলে স্থানীয়রা উপস্থিত। আহতের খবর এখনো জানা যায়নি।

ঢাকা-জামালপুরগামী একটি বাস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।দুর্ঘটনার পর ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে প...
01/11/2025

ঢাকা-জামালপুরগামী একটি বাস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় যানবাহন জব্দ করেছে।

বয়স : ১৬ ( প্রায় )বাসা :টিলাবাজা,ঘাটাইল, টাংগাইল। তাকে ২ দিন থেকে খুজে পাওয়া যাচ্ছে না, কেউ যদি তাকে পেয়ে থাকেন বা দেখে ...
01/11/2025

বয়স : ১৬ ( প্রায় )

বাসা :টিলাবাজা,ঘাটাইল, টাংগাইল।

তাকে ২ দিন থেকে খুজে পাওয়া যাচ্ছে না, কেউ যদি তাকে পেয়ে থাকেন বা দেখে থাকেন - 01865253511 এই নাম্বারে দয়া করে যোগাযোগ করেন। ❤️‍🩹

📍 আজকের ঘাটাইল বাজার রোড।
01/11/2025

📍 আজকের ঘাটাইল বাজার রোড।

📍 নজুনবাগ ঘাটাইল টাঙ্গাইল
01/11/2025

📍 নজুনবাগ ঘাটাইল টাঙ্গাইল

শীতের সকাল 🌹📍 আন্দিপুর ঘাটাইল টাঙ্গাইল।
31/10/2025

শীতের সকাল 🌹
📍 আন্দিপুর ঘাটাইল টাঙ্গাইল।

30/10/2025

শুভ সকাল 🌹
ফজরের নামাজের দাওয়াত রইলো

শহীদ সালাউদ্দিন সেনানিবাস রোড। 📍 শাহপুর বাস স্যান্ড ঘাটাইল টাঙ্গাইল।
30/10/2025

শহীদ সালাউদ্দিন সেনানিবাস রোড।
📍 শাহপুর বাস স্যান্ড ঘাটাইল টাঙ্গাইল।

30/10/2025

Ghatail Update

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghatail Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghatail Update:

Share