Pothik Family Uncut

Pothik Family Uncut "বর্তমান যুগের প্রেক্ষাপটে একটি অনন্য ও অসাধারণ পরিবারের দারুন সব গল্প নিয়ে আমাদের এই পেইজ"

বিবাহ বার্ষিকীতে জামাই বিদেশ ঘুরতে নিয়ে যাসছে 🥰 আলহামদুলিল্লাহ 😍 গেস করেন তোহ কোথায় যাসছি 🤔  #
02/09/2025

বিবাহ বার্ষিকীতে জামাই বিদেশ ঘুরতে নিয়ে যাসছে 🥰 আলহামদুলিল্লাহ 😍 গেস করেন তোহ কোথায় যাসছি 🤔
#

Happy 7th anniversary to the love of my life, my best friend, and my forever teammate 🥰🥀
01/09/2025

Happy 7th anniversary to the love of my life, my best friend, and my forever teammate 🥰🥀

২ বাচ্চার মধ্যে ঠিক কি রকম গ্যাপ থাকা দরকার 🤔 আপনার কি মনে হয়? আমার ২ জন মাত্র ২ বছর ৪ মাস ২০ দিনের ছোট বড় 🥹 কিন্তু আম...
31/08/2025

২ বাচ্চার মধ্যে ঠিক কি রকম গ্যাপ থাকা দরকার 🤔 আপনার কি মনে হয়? আমার ২ জন মাত্র ২ বছর ৪ মাস ২০ দিনের ছোট বড় 🥹 কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় ওদের গ্যাপটা যদি ৫ বছরের হতো তাহলে হইতো আর ও বেশি ভালো হতো! আবার যখন ২ ভাইবোনকে একসাথে বেড়ে উঠতে দেখি তখন মনে হয়, এর থেকে সুন্দর আর কিছু নেই 😍 আলহামদুলিল্লাহ 🥀 বাট ২ বাচ্চাকে একসাথে মেইনটেইন করাটাও অনেক কঠিন 😌

দেখতে দেখতে মেয়েটার আমার ৩ বছর হয়ে গেলো 🥹❤️মাশাআল্লাহ আমার পরীটা 🥀
30/08/2025

দেখতে দেখতে মেয়েটার আমার ৩ বছর হয়ে গেলো 🥹❤️
মাশাআল্লাহ আমার পরীটা 🥀

তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না 😌 বরাবরই তুমি চেষ্টা করো আমাকে সবথেকে সবথেকে সবথেকে বেশি স্পেশাল ফিল করানোর জন্য আর...
05/08/2025

তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না 😌 বরাবরই তুমি চেষ্টা করো আমাকে সবথেকে সবথেকে সবথেকে বেশি স্পেশাল ফিল করানোর জন্য আর তোমার এই চেষ্টার কখনও কোন কমতি থাকে না 😇 এটাই আমার জন্য অনেক বড় পাওয়া 🫶🏻 আর তোমাকে জীবন সঙ্গী করে পাওয়ায় আমার পথ চলাটা এতো সুন্দর আর সহজ হয়েছে 🥰 আলহামদুলিল্লাহ! 🌼 এভাবেই আমাকে সবসময় স্পেশাল করে রেখো তোমার জীবনে 🥹 আর কিছু চাওয়ার নেই আমার 🫣 অনেক অনেক ভালোবাসি আমার আরু জায়ানের বাবা 🥀❤️
হ্যাপি বার্থডে টু মি 😌🫣

আমার মতো ছেলে বাবুকে মেয়ে সাজানোর শখ আছে কার কার 😅  বাই দা ওয়ে কেমন লাগছে আমার দুই মেয়েকে 😂
01/08/2025

আমার মতো ছেলে বাবুকে মেয়ে সাজানোর শখ আছে কার কার 😅 বাই দা ওয়ে কেমন লাগছে আমার দুই মেয়েকে 😂

আগস্ট- এই মাসে আমি প্রথম মা হওয়ার স্বাদ পেয়েছি 🥰 আর এটা একটা মায়ের জন্য যে কতো বড় পাওয়া সেটা শুধুমাত্র একজন মা-ই বু...
01/08/2025

আগস্ট- এই মাসে আমি প্রথম মা হওয়ার স্বাদ পেয়েছি 🥰 আর এটা একটা মায়ের জন্য যে কতো বড় পাওয়া সেটা শুধুমাত্র একজন মা-ই বুজবে 😇 প্রত্যেকটা মায়ের জীবনের অনেক বিশেষ একটা মূহর্ত🫶🏻 আলহামদুলিল্লাহ ❤️ কেমন ছিলো আপনার এই বিশেষ দিনটা? 😍

জায়ানের ফার্স্ট মিল 🥰দেখতে দেখতেই আমার ছেলেটার ছয় মাস হয়ে গেলো ❤️আলহামদুলিল্লাহ 🫶🏻 মাসাআল্লাহ বলে দিয়েন 😘
31/07/2025

জায়ানের ফার্স্ট মিল 🥰
দেখতে দেখতেই আমার ছেলেটার ছয় মাস হয়ে গেলো ❤️
আলহামদুলিল্লাহ 🫶🏻 মাসাআল্লাহ বলে দিয়েন 😘

শাশুড়ির সাথে সম্পর্ক কেমন? 🤔 সবাই ছোট্ট করে বলে যান 🫣আমরাও কিন্তু বউ শাশুড়ী 😍
30/07/2025

শাশুড়ির সাথে সম্পর্ক কেমন? 🤔 সবাই ছোট্ট করে বলে যান 🫣
আমরাও কিন্তু বউ শাশুড়ী 😍

সামাজিক মিডিয়ায় বা আড্ডায় “শাশুড়ি” শব্দটা এলেই অনেক মেয়ে মুখ গোমড়া করে ফেলে। কথায় কথায় আসে অভিযোগ — বোঝেন না, মা...
29/07/2025

সামাজিক মিডিয়ায় বা আড্ডায় “শাশুড়ি” শব্দটা এলেই অনেক মেয়ে মুখ গোমড়া করে ফেলে। কথায় কথায় আসে অভিযোগ — বোঝেন না, মানেন না, ভালোবাসেন না।

আমি তাদের দোষ দেই না। কারণ সত্যি বলতে, অনেক গল্পই আমি শুনেছি — যেখানে মেয়েটা নিজেকে প্রমাণ করতে করতেই ক্লান্ত হয়ে পড়ে। নিজের ঘরটাকেই এক সময় মণে হয় পর।

তবে আমি ভাগ্যবান — আমার শাশুড়ির সঙ্গে আমার সম্পর্কটা শুধু "বউ-শাশুড়ি" নয়, অনেকটা বন্ধুর মতো।
তিনি আমার কথা শোনেন, বোঝেন, আর অনেক সময় নিজের মতো করেও গাইড করেন।
আমরা একসাথে রান্না করি, গল্প করি, এমনকি মাঝে মাঝে চুপ করে বসে থেকেও বুঝতে পারি — আমরা আপন।

তবে এমন সম্পর্ক রাতারাতি তৈরি হয়নি।
সময় লেগেছে। খোলা মন লেগেছে — আমার আর তাঁর, দু’জনেরই।
আমি চেয়েছি বুঝতে, উনিও চেয়েছেন আমাকে গ্রহণ করতে।

🤍 কিন্তু আমি জানি, অনেকেই এখনো সেই চেষ্টাটা করেও প্রতিদান পান না।
কেউ ভালোবাসার জন্য লড়াই করছেন, কেউ নিজের পরিচয় ধরে রাখার।
তাদের জন্য আমার শুধু একটাই কথা —
আপনি নিজের মতো থাকুন, আর আশা রাখুন। সব শাশুড়ি এক রকম নন, আর সব সম্পর্কও নয়।

একদিন হয়তো কারো গল্পও বদলে যাবে — যেমনটা বদলেছে আমারটা ❤️

এই পৃথিবীতে সম্পর্ক গুলো সবই শর্তসাপেক্ষ, সময়সাপেক্ষ।কে আপন, কে পর—সময় সব বুঝিয়ে দেয়।কিন্তু সন্তান? 😇সে একমাত্র সম্পর্ক—...
19/07/2025

এই পৃথিবীতে সম্পর্ক গুলো সবই শর্তসাপেক্ষ, সময়সাপেক্ষ।
কে আপন, কে পর—সময় সব বুঝিয়ে দেয়।
কিন্তু সন্তান? 😇
সে একমাত্র সম্পর্ক—যার সঙ্গে কোনো লেনদেন নেই, নেই কোনো শর্ত। 🥹

সন্তানকে জড়িয়ে থাকে এক নিঃস্বার্থ ভালোবাসা,
যেখানে দুঃখ ভাগ হয়ে যায়, আর সুখ বেড়ে যায়।❤️

তুমি ক্লান্ত হলেও, সন্তানের মুখ দেখলে সবকিছু ঠিক মনে হয়।
তোমার ভেতরের ভাঙাচোরা স্বপ্নগুলো, যেন আবার নতুন করে গড়তে মন চায়।😊

সন্তান—এই শব্দটাই যেন আত্মার একটা অংশ।
একমাত্র সে-ই, যাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়,
আর যার একফোঁটা হাসিতে ধুয়ে যায় হাজারো কষ্ট।🫶🏻

পার্থক্যটা ৭ বছরের ❤️ জায়গা এক, ফ্রেম এক, শুধু আমরা দুই থেকে চার হয়ে গিয়েছি 🥰 আলহামদুলিল্লাহ 👨‍👩‍👧‍👦১ম ছবি: ২০১৮, সাই...
16/07/2025

পার্থক্যটা ৭ বছরের ❤️ জায়গা এক, ফ্রেম এক, শুধু আমরা দুই থেকে চার হয়ে গিয়েছি 🥰 আলহামদুলিল্লাহ 👨‍👩‍👧‍👦
১ম ছবি: ২০১৮, সাইরু হিল রিসোর্ট (হানিমুনে)
২য় ছবি: ২০২৫, সেই সাইরু হিল রিসোর্ট (ফ্যামিলি ভ্যাকেশনে)

Address

Tangail Sadar
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pothik Family Uncut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pothik Family Uncut:

Share