
16/10/2022
ছোট্ট একটা কথা বলি।🤏🤏
যদি আপনি গরিব বা মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান হয়ে থাকেন এবং আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। এখন আপনার একটি কম্পিউটার দরকার, এখন হয়তো আপনি আপনার মা বাব্র কাছে একটি কম্পিউটার দাবী করবেন আর বলবেন "আমি কম্পিউটার কিনে টাকা ইনকাম করবো " আপনার বাবা-মা প্রথমে এটা বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক।
যাই হোক কোনভাবে তাদেরকে ম্যানেজ করলে ৩০-৪০ হাজার টাকা(যা একটা মধ্যবিত্ত ফ্যামিলির কেছে অনেক কিছু) ব্যায় করে একটা কম্পিউটার কিনেই ফেললেন । এখন আপনার কাজ শিখার পালা।
ভাবতে পারেন কাজ সিখে আপনি ৬ মাসের ভিতরেই ইনকাম করতে পারবেন। কিন্তু ভাই বিশ্বাস করে আপনি যাই করেন না কেন স্বাভাবিক গতিতে আপনাকে ভালো একটা অবস্থানে যেতে হলে ২,৩-৪ বছর লাগবে। ঠিক তখনি আপনার ফ্যামিলি আপনার কাছে একটি টক্সিক রুপ দিয়ে দারাবে। তারা আপনাকে এতো সময় দিতে চাইবে না (এর মানে এই না যে তারা আপনাকে ভালোবাসে না)। এটা একটি অজ্ঞতা বলা চলে। আপনি যেভাবে চিন্তা করেন সবাই সেভাবে চিন্তা করে না।
কথাগুলো বলার উদ্দেশ্য :👇
যদি আপনি গরিব বা মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান হয়ে থাকেন তাহলে কম্পিউটার শখের বিষয় বলে চাইবেন। তাছাড়া যদি পারেন নিজে কিছু টাকা উপার্জন করে বাকিটা ফ্যামিলির কার কাছ থেকে চেয়ে নিবেন। *কখনই বলবেন না যে আমি কম্পিউটার কিনে টাকা উপার্জন করবো। কারণটা আগেই বলেছি 🙂
বলতে পারেন শখের জন্য কম্পিউটার চাইলে কিনে দিবে না। এটা পুরোপুরি সঠিক না। কারণ আপনার হাতে যেই স্মার্ট ফোনটি আছে তার দাম প্রায় ১৫-২০ হাজার হতে পারে আর ১০ হাজার হলে একটি কম্পিউটার কিনা সম্ভব যা একজন বিগেনারের জন্য যথেষ্ট।
বিঃদ্রঃ কাউকে ডিমটিভেট করার উদ্দেশ্য আমার না। বাস্তব থেকে যা শিখতে পেরেছি তাই এক্সপ্লেন করেছি। ভুল ট্রুটি হলে ক্ষমা করবেন।
কম্পিউটারের কুলিং ফ্যান পরিস্কার রাখুন এবং সচেতন থাকুন।