Shehzad Islam Aroshツ

Shehzad Islam Aroshツ ♡︎-ˢᵘⁿᵒᵒ🥺🩷✨
Tum mojhe Maro, kato Jo Kuch Karna karo 😔
lekin Tum mojhe sorkar mat jaw
Lijamoni 🖤

08/08/2025

Big shout out to my newest top fans! মায়াবতী তাহ্

27/07/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

রোদের তীব্রতা থেকে খেটে খাওয়া মানুষদের স্বস্থি দিতে.......সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক্যাপ ছাতা বিতরণ করলো ’আমাদের প্রিয়...
27/07/2025

রোদের তীব্রতা থেকে খেটে খাওয়া মানুষদের স্বস্থি দিতে.......
সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক্যাপ ছাতা বিতরণ
করলো ’আমাদের প্রিয় সৈয়দপুর’
********************************************
অব্যাহত রোদের তীব্র তাপ থেকে খেটে খাওয়া মানুষদের স্বস্থি দিতে নীলফামারীর সৈয়দপুরে শতাধিক রিকশাচালকদের মাঝে মাথায় আটকে রাখা যায় এমন বিশেষ ধরণর ক্যাপ ছাতা বিতরণ করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন।
-
শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের জিআরপি মোড়ে (স্মৃতিঅম্লাণ চত্তর) এলাকায় অবস্থান করা রিকশাচালকদের মাঝে ওই ক্যাপ ছাতা বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। মূলত গরমের সময় রিকশাচালকদের রোদ থেকে রক্ষা পেতে এবং স্বস্তি পেতে ক্যাপ ছাতা বিতরণ এই ধরনের কর্মসূচী বাস্তবায়ন করছে সংগঠনটি।
-
ক্যাপ ছাতা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন রিকশাচালকেরা। রিক্সাচালক রুস্তম, মাবুল, সুষান্ত, সেলিমসহ অন্যান্যরা জানান, দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন জীবিকার জন্য আমাদের বাইরে বেরোতে হয়। তখন এই প্রখর রোদে কষ্ট বেড়ে যায় অনেক। গরমে কিংবা বৃষ্টিতে রিক্সা চলানো যায় না। এ সময় এই ক্যাপছাতা পেয়ে আমরা আনন্দিত। উপহার হিসেবে পাওয়া ক্যাপ ছাতা রোদ-বৃষ্টিতে তাদের উপকারে আসবে। তীব্র গরমে পাশে থাকার জন্য আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনকে ধন্যবাদ জানান তারা।
-
বিতরণকালে আমাদের প্রিয় সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, সদস্য আজিম খান, সামিউল আলিম, অনলী রাজাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
-
কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুরু থেকেই সে কাজটি করে আসছি। বর্তমানে আমাদের সৈয়দপুরে ভ্যাপসা গরমে কাহিল খেটে খাওয়া মানুষরা। বিশেষ করে রিক্সাচালকরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করেন। সে প্রখর রোদে যাতে তাঁরা একটু স্বস্থিতে রিক্সা চালাতে পারেন সে জন্য তাঁদের মাঝে ক্যাপ ছাতা বিতরণ করা হয়েছে। আমরা তাঁদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রিয় সৈয়দপুর পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে।
-

🍂﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 𝐚𝐥𝐢𝐤𝐮𝐦﷽🍂 . 𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌o𝐛𝐚𝐫o𝐤...🌻༅༎🖤࿐🦋                          🦋💜                      لا إله إلا الله محمد رسول ...
25/07/2025

🍂﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 𝐚𝐥𝐢𝐤𝐮𝐦﷽🍂 . 𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌o𝐛𝐚𝐫o𝐤...🌻

༅༎🖤࿐🦋 🦋💜
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"
🌸"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌸


𝐇𝐚𝐩𝐩𝐲 𝐅𝐫𝐢𝐝𝐚𝐲 •☾︎✯...🥀
♡︎ 𝐓𝐨 𝐀𝐥𝐥 𝐦𝐮𝐬𝐥𝐢𝐦..🤲❤️

•••• 𝐌𝐚𝐲 𝐀𝐥𝐥𝐚𝐡 𝐫𝐞𝐦𝐨𝐯𝐞 𝐚𝐥𝐥 𝐲𝐨𝐮𝐫 𝐩𝐚𝐢𝐧 ••••♣••||| 𝐀𝐧𝐝 𝐀𝐜𝐜𝐞𝐩𝐭 𝐚𝐥𝐥 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐢𝐥𝐞𝐧𝐭 𝐩𝐫𝐚𝐲𝐞𝐫𝐬 |||

𝗝𝘂𝗺𝗺𝗮 𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸...🤲💭 🕋*** 🖤🥀

আশরাফুল ইসলাম স্যার। বাড়ি: রংপুর।  স‍্যার বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন। উনি যে কক্ষে চিকিৎসা নিচ্ছে সে কক্ষে উ...
24/07/2025

আশরাফুল ইসলাম স্যার। বাড়ি: রংপুর।
স‍্যার বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন। উনি যে কক্ষে চিকিৎসা নিচ্ছে সে কক্ষে উনি একমাত্র শিক্ষক। বাকী সবাই উনার ছাত্র-ছাত্রী। উনি ডাক্তারদের উদ্দেশ্যে বার বার বলতেছে, আমার বাচ্চাগুলোর বেশি কষ্ট হচ্ছে। আগে ওদের উন্নত চিকিৎসার ব‍্যবস্থা করুন।
যারা স্বার্থের জন্য বাচ্চাদের ক্ষতি করে ওদের জন্য স‍্যার একজন আদর্শ হতে পারে।
ওদিকে নীলফামারীর মেমের অবস্থাটা তো সকলে জানেন যে, তিনি মা"রা গেছেন।
উত্তরবঙ্গের লোকদের নিয়ে সত্যি গর্ব হচ্ছে।
💓স‍্যালুট স‍্যার আপনাদেরকে।💓

#ভালো_শিক্ষক

23/07/2025
- পুরুষ তার সখের নারীর হাতটা সুন্দর রাখার জন্য, নিজের হাতের কথা ভাবে না..!!😔🥺
29/04/2024

- পুরুষ তার সখের নারীর হাতটা সুন্দর রাখার জন্য, নিজের হাতের কথা ভাবে না..!!😔🥺

26/04/2024

শীতকালের বকেয়া গোসলগুলো দিনে ৩ বার করে শোধ করতেছি।🙂

15/12/2023

মাধ্যমিক স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা। আগামী বছর (২০২৪ সাল) থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে দুটি সামষ্টিক মূল্যায়ন হবে।

বছরের মাঝামাঝিতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে নেওয়া হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আর দশম শ্রেণিতে অনুষ্ঠিত হবে প্রাক-নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি (অ্যাকাডেমিক ক্যালেন্ডার) প্রকাশ করা হয়। আর শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।

প্রজ্ঞাপনে দেয়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী—২০২৪ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে মে মাসে। মূল্যায়ন ২৩ মে থেকে শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত।

ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ সূচি অনুযায়ী ষান্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করতে হবে। মূল্যায়নের কাগজপত্র এক বছর সংরক্ষণ করতে হবে। মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না।

বিশেষ পরিস্থিতিতে পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুমতি নিতে হবে। মূল্যায়নের প্রশ্ন প্রণয়ন করবেন শিক্ষকরা। অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নে মূল্যায়ন করা যাবে না।

অন্যদিকে ২০২৪ সালে প্রাথমিকেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান হবে। এ তিন শ্রেণিতেও কোনো পরীক্ষা থাকবে না। শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৫ সাল থেকে চতুর্থ-পঞ্চমে নতুন শিক্ষাক্রম চালু হবে। ফলে ওই বছর থেকেই স্কুলে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা।

বাবাজি, বিয়েতে কি চাও?রোজ রোজ তো গল্প শোনেন। আজ শাশুড়ী ও তার হবু জামাই এর কথোপকথন শোনেন! 👇শাশুড়ি তার হবু জামাইকে বলছেন, ...
12/12/2023

বাবাজি, বিয়েতে কি চাও?

রোজ রোজ তো গল্প শোনেন। আজ শাশুড়ী ও তার হবু জামাই এর কথোপকথন শোনেন! 👇

শাশুড়ি তার হবু জামাইকে বলছেন, "বাবা" বিয়েতে তুমি কি কি উপহার চাও?
জামাইঃ কি যে বলেন মা ! আপনার মেয়ে তো নিজেই গুণবতী...আমার আর কি চাই!!
"আমাকে আপনি শুধু "টর" দিবেন, তাহলেই হবে"
শাশুড়ীঃ (খুব অবাক হয়ে) "টর" জিনিসটা কি বাবা? খুলে বলো কি তো? 🤔
জামাইঃ (কাচুমাচু করে) এই ধরুন মা... ""রেফ্রিজারে' টর,, জেনারে' টর,,স্কু' টর,,
কম্পিউ' টর,,ধরুন গিয়ে যেকোন ধরনের ""টর"".. শাশুড়ীঃ (মজা করে) ওলে আমার
আদরের জামাই,, It doesn't ম্যাটর। তুমি তো একজন মাষ্টর, আমিও তোমাকে পরাতে জানি সুয়ে'টর!
"তারপর তোমার হাতে তুলে দেবো আমার ড'টর,,,সে হবে তোমার মেন্টর। তার হাতে থাকবে একটা হান'টর,,
"সে তোমাকে দিয়ে রান্না করাবে
ম'টর + টমে'টর"
রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়া'টর,,
"তখন তোমাকে দেখতে লাগবে বে"টর
কি বুঝলে মিস্'টর !!..
"এই কথা শুনে জামাই দিলো এক দৌড় !
ঠিক যেনো হেলিকপ' টর"!! 😄

I am not এটার রাইটর, only কালেক'টর & প্রেজেন্টর। তবে এ লেখাটা কিন্তু পূর্বের যে কোনো লেখার চেয়ে বেটর !!
Advance ধন্যবাদ সকল কমেন'টর' 😁
Collected

04/12/2023



মাটির তৈরি মাটিতে'ই শেষ?🌻🙂

04/12/2023

_____মানসিক শান্তি না থাকলে কোন কিছুই ভালো লাগেনা'!!🥹💚🌻

আয় ফিরে আয় পাগলি😭🥲

Address

Tangail

Telephone

+8801707741478

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shehzad Islam Aroshツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shehzad Islam Aroshツ:

Share