12/10/2025
টাঙ্গাইল মানেই ঢাকার উত্তর দরজা।
প্রতিদিন হাজারো মানুষ টাঙ্গাইল থেকে ঢাকায় কাজ করতে আসে, পড়ে, বাণিজ্য করে —
এ সম্পর্ক শুধু মানচিত্রের নয়, এটা জীবনের সম্পর্ক।
প্রশাসনিকভাবে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তর করা মানে ইতিহাস, সংস্কৃতি ও অনুভূতির অবমূল্যায়ন।
আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই,
আমরা বলি —
🗣️ ‘টাঙ্গাইল ঢাকারই, থাকবে ঢাকাতেই!’”