Aronnoo Bijoy

Aronnoo Bijoy পৃথিবীজুড়ে দেখতে চাই তোমার সৌন্দর্যময় আল্পনা 🌿🌿🌿 Artist

08/10/2025

গুহার নাম কি?? 🤓🤓🤓

১ম ছবির ব্যাক্তিটা কে অনেকেই হয়তো চিনেন না।উনার নাম‌ই হচ্চে  #লালাবম। কে এই লালা বম? হ্যা ইনিই সেই কেওক্রাডংয়ের মালিক।ক...
07/10/2025

১ম ছবির ব্যাক্তিটা কে অনেকেই হয়তো চিনেন না।
উনার নাম‌ই হচ্চে #লালাবম। কে এই লালা বম? হ্যা ইনিই সেই কেওক্রাডংয়ের মালিক।
কেওক্রাডং পাহাড়ের ৩৫০ শতাংশের মালিক এই লালা বম।

07/10/2025

সাজেকের আপ হিলে #পাহাড় #কেওক্রাডং #৫কিলো

আমার বারান্দায় একটি ছোট্ট "চড়ুই" তার বাসা থেকে নিচে পড়ে গেছে।  পাখিটিকে বাচাতে চাই। কেও কি আছেন এসে নিয়ে যাবেন!! খুব ভাল...
06/10/2025

আমার বারান্দায় একটি ছোট্ট "চড়ুই" তার বাসা থেকে নিচে পড়ে গেছে। পাখিটিকে বাচাতে চাই। কেও কি আছেন এসে নিয়ে যাবেন!! খুব ভালো লাগবে একটি প্রাণ বাচাতে পারলে।

পরিচিত কেও থাকলে তাকে মেনশন করুন 👏👏👏

#চড়ুই

আজকে বাংলাদেশের একজন প্লেয়ার এর খেলা দেখে ওয়েস্ট ইন্ডিজিয়ান প্লেয়ার দের কথা মনে পড়লো । 🇧🇩আমাদের প্লেয়ার এর নাম সাইফ হাসা...
05/10/2025

আজকে বাংলাদেশের একজন প্লেয়ার এর খেলা দেখে ওয়েস্ট ইন্ডিজিয়ান প্লেয়ার দের কথা মনে পড়লো । 🇧🇩
আমাদের প্লেয়ার এর নাম সাইফ হাসান 💥💥

নতুন সময়ে স্বাগতম বাংলাদেশ ক্রিকেট 🇧🇩
পরিশ্রম ধরে রাখতে পারলে আগামী দিনের সুপারস্টার তুমিই ।।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রকৃত ভাইয়েরা 🏏️👫
05/10/2025

আন্তর্জাতিক ক্রিকেটে প্রকৃত ভাইয়েরা 🏏️👫

কিছু লোক সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ঘোড়াটিকে ধরে এনে শাহবাগ থানায় দিয়ে গেছে। এই ঘোড়া নাকি মানুষকে কামড়ায়! ঘোড়াটির দায়িত...
05/10/2025

কিছু লোক সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ঘোড়াটিকে ধরে এনে শাহবাগ থানায় দিয়ে গেছে। এই ঘোড়া নাকি মানুষকে কামড়ায়!
ঘোড়াটির দায়িত্ব নেয়ার মতো কেউ নেই, খাবার বা পানি দেয়ার ব্যবস্হা তারা করবে না।

থানায় একটা পুলিশও আফসোস করছিলো যে ছাড়া ছিলো ও ঘুরে ফিরে খেতো। বাধা অবস্থায় ও কি খাবে।

মাত্র জানলাম ঘটনাটা কিন্তু আমার কীইবা সামর্থ্য, কতটুকু করতে পারি আমি। বুড়ো বা অসুস্থ ঘোড়াকে কে দায়িত্ব নেবে, বেশিরভাগ ক্ষেত্রে মালিকরা পরিত্যাগ করেন; সরকারি বা বেসরকারি কোন শেল্টার সেটআপ নেই বলেই জানি। পুরো দেশটাই কমিউনিটি এনিমেল- ওয়াইল্ড এনিমেল- ওয়ার্কিং এনিমেল কারো প্রতি এমপ্যাথি অনুভব করে না। তার মাশুল দেয় এই অবলা প্রাণরা, তিলে তিলে মরে।

কেউ কী ওর দায়িত্ব নিতে পারেন?

ভ্রমণ পাগলা যারা আছেন ,বলতে পারবেন ঝর্ণার নাম...?
04/10/2025

ভ্রমণ পাগলা যারা আছেন ,
বলতে পারবেন ঝর্ণার নাম...?

যমুনা সেতু 😊😊😊
02/10/2025

যমুনা সেতু 😊😊😊

স্টুডিও এর কাজ প্রায় শেষে'র দিকে। ইনডোর প্লান্টস গুলোর জন্য টব'ও আমাদের হাতে এসে পৌছালো।  দারুন সবই দারুন।  খুব শীঘ্রই আ...
02/10/2025

স্টুডিও এর কাজ প্রায় শেষে'র দিকে। ইনডোর প্লান্টস গুলোর জন্য টব'ও আমাদের হাতে এসে পৌছালো। দারুন সবই দারুন। খুব শীঘ্রই আসতে চলেছে নতুন কিছু।

ছবি তুলেছেন বড়ভাই দিলু আলি।

পৃথিবীর দীর্ঘতম পথ যা শুধুমাত্র পায়ে হেঁটে পার করা সম্ভব। কোনো প্লেন বা নৌকার প্রয়োজন নেই(ভিসাগত জটিলতার ব্যাপারটা বাদ ...
01/10/2025

পৃথিবীর দীর্ঘতম পথ যা শুধুমাত্র পায়ে হেঁটে পার করা সম্ভব।

কোনো প্লেন বা নৌকার প্রয়োজন নেই(ভিসাগত জটিলতার ব্যাপারটা বাদ দিয়ে)। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার ম্যাগাদান পর্যন্ত, এই রাস্তাটির দৈর্ঘ ২১,৮০৮ কিমি যা হাঁটতে গড়ে ৪,৩১০ ঘন্টা বা ১৮৭ দিন বিরতিহীন লাগবে। আর বিরতি নিয়ে দিনে ৮ ঘন্টা করে হাঁটলে লাগবে ৫৬২ দিন।

এই যাত্রা পথে আপনি ১৭ টি দেশ, ছয়টি ভিন্ন Time-Zone এবং সমস্ত ঋতুর মধ্য দিয়ে যাবেন।
যদি একদিন পৃথিবী সুন্দর হয়ে যায় তাহলে চেষ্টা করবো।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aronnoo Bijoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aronnoo Bijoy:

Share