27/09/2025
আলহামদুলিল্লাহ, মানুষের টাকার প্রয়োজন আছে, অনেক টাকার, কিন্তু তার পরিমান কত?
মানুষ সর্বোচ্চ হায়াত কত পায়? কত বছর বাঁচে?
যমুনা ফিউচার পার্ক বানাইছে ১৮/২০ বছর হইছে, এখনো অর্ধেক খালি, ইউজ হয়না, যমুনা ফিউচার পার্কের সাথে অনেকগুলি দশ তলা এপার্টমেন্ট ১৫/১৬ বছর অয়ান ইউজ অবিক্রীত পড়ে আছে, তার সামনে মেরিয়ট হোটেল পড়ে আছে ৮/১০ বছর, কয়েক হাজার কোটি টাকার সম্পদ এমনিই পড়ে আছে। লক্ষ লক্ষ স্কয়ার ফিট বিল্ডিং শত শত একর যায়গা মিল ফ্যাক্টরি থুইয়া বাবুল সাহেব চোখ বন্ধ করে সাডে তিন হাত মাটির নীচে। ঢাকায় এইরকম হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ স্কয়ার ফুট যায়গা পড়ে আছে।
আবার হাজার হাজার মানুষ রাস্তায় ফুটপাতে ঘুমায়, ফুটপাতের ঝুপড়ির মধ্যে ডাল ভাত খাওয়া মানুষের ও হাসি আনন্দ দেখা যায় আবার রাজপ্রাসাদে ও কবরের নীরবতা। একটাই জীবন, পৃথিবীর ১০ ভাগ মানুষের টাকা দিয়ে পৃথিবীর সকল অভুক্ত লোকদের শতবছর খাওয়াতে পারে।
প্রায় সব মানুষ সর্বোচ্চ ৩ বেলা খায়, দুই বেলা নাস্তা করে, ৭/৮ ঘন্টা সর্বোচ্চ ঘুমায়, এইযে আপনি একটা ফ্লাটে ভাড়া থাকেন, আবার পাশের ফ্লাটে যে থাকে তার কেনা ফ্ল্যাট, কেনা ফ্লাটের মালিক কি ১৬ ঘন্টা ঘুমাতে পারে? নাকি ৮ বেলা খেতে পারে? কেনো এতো আফসোস হতাশা?
একটা মানুষ দুর্নীতি লুটপাট করে হাজার হাজার কোটি টাকা কামায়, ভোগ করে কয় টাকা, কয় বছর গাড়ি বাড়ি উপভোগ করতে পারে?, সব ছেড়ে চলে যেতে হয়, ট্রান্সকম গ্রুপের মালিক বেঁচে থাকতে তার সম্পদ নিয়ে ছেলে মেয়ের গেঞ্জামে সব ছেড়ে গ্রামে গিয়ে নীরবে মারা যায়, সম্পদ নিয়ে ঝগড়া লেগেই আছে, আব্দুল মোনায়েম যমুনা গ্রুপ কোনো মালিকই বেঁচে নাই, তাদের পরের প্রজন্ম সম্পদ নিয়ে লডাইয়ে আছে।
পাড়া গাঁয়ের অনেক লোক অল্প সম্পদের মালিক, গাড়ি নাই, প্রাসাদের মতো দালান নাই, ব্যাংকে কোটি টাকা নাই, পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকে খায়, বড় ছোটো মান ইজ্জত করে দু:খ আনন্দে এক সাথে থাকে।
আল্লাহপাক যদি খেয়ে পরে মান ইজ্জতে সুস্থ রাখে সেটাই বড় পাওয়া, অল্প আয় সুস্থ শরীর স্বাভাবিক ঘুম আলহামদুলিল্লাহ।
collected