Arafat Islam

Arafat Islam আলহামদুলিল্লাহ

03/12/2024

চেহারার যে ভিউ, মেয়েদের গলায় ছুরি ধরলেও বলবেনা আইলাভিউ 🙂

আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে? গ্রামের বাড়িতে গেছি বেড়াতে। রাতের বেলা শুধু মুরগির বাচ্চার কিচিরমিচির শুনছি। একটু ডিস্টা...
06/06/2024

আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?

গ্রামের বাড়িতে গেছি বেড়াতে।
রাতের বেলা শুধু মুরগির বাচ্চার কিচিরমিচির শুনছি। একটু ডিস্টার্বই হচ্ছে। দোতলার বারান্দায় নাকি আম্মু মুরগির বাচ্চা এনে রেখেছেন। জানতে চাইলাম, মুরগির খোপ রেখে এখানে এগুলো কেন রেখেছেন? আম্মু জানালেন যে, মুরগির বাচ্চা মায়ের সাথে যত বেশিদিন থাকে তত দেরিতে ডিম দেয়, আর মা থেকে আলাদা করে রাখলে দ্রুত ডিম দেওয়া শুরু করে।

চট করে আমার চিন্তাটা মুরগির বাচ্চা থেকে সরে আমাদের বর্তমান সমাজের আধুনিক প্রজন্মের ‘ছেলেবাবুদের’ দিকে সরে গেল, যারা বয়স পচিশ-ত্রিশে এসেও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হতে পারে না।

আমার বন্ধু শরিফ। ওরা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি বৃটিশ। ওর বাবা গিয়েছিলেন ষাটের দশকে। ও ওর নিজের জীবনের দারুণ একটা ঘটনা শুনিয়েছিল আমাকে। ওর বয়স যেদিন ষোলো বছর পূর্ণ হয়ে সতেরোতে পড়ল, সেদিন ওর বাবা ওকে ডেকে বললেন, এখন থেকে তুমি বৃটিশ আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক, স্বাধীন ও স্বনির্ভর পুরুষ।

এখন থেকে তোমার দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। তোমার লেখাপড়ার খরচা তোমাকেই যোগাতে হবে। আর আমার বাসায় থাকতে হলে বাসা ভাড়া, আর খেতে হলে খাবার খরচ দিতে হবে। যেই কথা সেই কাজ। কোনো ছাড় নেই। শরিফ বাধ্য হয়ে একটা শপে পার্টটাইম কাজ জোগাড় করল। স্কুল শেষে সেখানে কাজ করত।

সেই টাকা দিয়ে বাসা ভাড়া আর খাবার বিল দিত। লেখাপড়া তো সরকারি স্কুলে, তাই এক বাচা বাঁচল। বৃটিশ কালচারে এটা স্বাভাবিক হলেও বাঙালী হিসেবে বাবার এই আচরণ মেনে নিতে ওর বেশ কষ্ট হয়েছিল। এই সময়টাতে বাবার প্রতি জমেছিল এক রাশ ঘৃণা আর অভিমান। এই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় রূপ নিয়েছিল তা আমরা একটু পরে বলছি।

জীবনের এই প্রথম ধাক্কাই তাকে অনেকটা পরিপক্বতা এনে দিয়েছিল। ১৯ বছর বয়সে বিয়ে করেছিল। এখন মাত্র ৪৫ বছর বয়সে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে।

আমি শরিফকে আমার এই বিশ বছরের বন্ধুত্বের জীবনে অসংখ্য ভালো কাজের উদ্যোগ নিতে ও অংশগ্রহণ করতে দেখেছি। অনেক অসহায় মানুষকে, পরিবারকে ও সাহায্য করেছে।

ঠিক এর বিপরীতে গেলে আমাদের সমাজে অসংখ্য মানুষ দেখতে পাবেন, যারা ত্রিশে এসেও বালকসুলভ জীবন কাটায়, পুরুষ হয় না। কোনো দায়িত্ব নিতে সক্ষম নয়, কোনোকিছুতে স্থির নয়, কোনো লক্ষ্যপানে ধাবিত নয়, কোনো অর্জনের জন্য স্থির নয়।

আমাদের অধিকাংশ মানুষদের দেখবেন বলতে, ছেলেমেয়েদের জন্যই তারা খেটে মরে, বাড়িগাড়ি বানায়। জ

এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হল...
06/06/2024

এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো।

~পড়ে পাওয়া (বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)

- Rifat

একজন ব্যাপারিকে পটানোর চেয়ে ৭টা মেয়েকে পটানো সহজ।🙂
06/06/2024

একজন ব্যাপারিকে পটানোর চেয়ে
৭টা মেয়েকে পটানো সহজ।🙂

31/05/2024

- দুঃখ একটাই আজো মানুষ চিনতে শিখলাম না.!
- কেউ একটু ভালো ব্যবহার করলেই বিশ্বাস করে ফেলি!🙂

31/05/2024

কিছু মানুষদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর সে মানুষটার প্রতি এক ধরনের মায়া জন্মে যায়! তারপর একটা সময়ের পর সে মানুষটার সাথে কথা বন্ধ হয়ে গেলে খারাপ লাগে।

মানুষটাকে বলা যায়না তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে।তোমার সাথে কথা বললে আমার শান্তি লাগে।তোমার সাথে কথা বললে আমার মন ভালো হয়ে যায়।

আসলে কারো সাথে বোধয় দীর্ঘক্ষন কথা বলাই ঠিক না।মায়া বেড়ে গেলে বিরাট সমস্যা।মায়া জন্মে গেলে সেই মায়া কাটিয়ে উঠতে অনেক সময় লেগে যায়।

31/05/2024

এক লাইনে নিজেকে বর্ণনা করুন _!😊❤️

31/05/2024

দুই বন্ধু মিলে নাশতা করতে গেলেন হোটেলে৷ যদি দেখেন আপনার বন্ধু আপনার চেয়েও ধীরে ধীরে সিঙাড়া খায়, তাহলে বুঝে নিবেন বিলটা আপনাকেই দিতে হবে :)

মিরপুর ১১!  ❤️
24/05/2024

মিরপুর ১১! ❤️

Address

Dhaka
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Arafat Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat Islam:

Share