23/10/2025
🕌 সপ্তাহের সেরা দিন
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্য যে দিন উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনেই আদম (আঃ) সৃষ্টি হয়েছেন, এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাঁকে পৃথিবীতে নামানো হয়েছে। কিয়ামতও হবে জুমার দিনেই।”
(সহিহ মুসলিম: 854)
📌 জুমার দিনের ফজিলত
🕌 জুমার সালাতের গুরুত্ব
আল্লাহ তা’আলা বলেন:
“হে ঈমানদারগণ! জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হলে, তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ছুটে যাও এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।”
(সুরা জুমু‘আ: 62:9)
🕌 জুমার দিনে দরুদ পাঠ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা এই দিনে তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায়।”
(সুনান আবু দাউদ: 1531)
🕌 দোয়া কবুলের বিশেষ সময়
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“জুমার দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তা তাকে অবশ্যই দান করবেন।”
(সহিহ বুখারি: 935, সহিহ মুসলিম: 852)
🕌🌿রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, আগে আগে মসজিদে গমন করল, হেঁটে মসজিদে গেল, ইমামের কাছাকাছি বসল, মনোযোগ দিয়ে খুতবা শুনল, কোনো কথা বলল না, আল্লাহ তায়ালা তাকে প্রতি কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। (মুসনাদে আহমাদ ৫৮১ হাঃ)।
🕌ঐতিহ্যবাহী বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মাসজিদ। বল্লা বাজার,কালিহাতী,টাংগাইল।
👉পেইজটিতে আপনার বন্ধুদের ইনভাইট করুন।
📍🔄লাইক,কমেন্ট,শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।
#জুমারখুতবা #নুরমিডিয়াবল্লা #ইসলামিকলেকচার
#বল্লা #বাজার
#আলহামদুলিল্লাহ
#জুমা_মুবারক 🕌
#বরকতের_দিন
#আল্লাহর_স্মরণ
#ইবাদতের_সেরা_দিন
#সপ্তাহের_শ্রেষ্ঠ_দিন
#জুমার_সালাত
#ইবাদতের_প্রেরণা