14/07/2025
AI যখন ভুল তথ্য দেয় 😊
আমি যখন Chatgpt কে একটি প্রশ্ন করি!
🙋 বাংলা তারিখ ১৩ ভাদ্র, ইংরেজি কবে হবে?
🤖 সে উত্তর দিল: ৩০ অক্টোবর, শনিবার।
🙋 কিন্তু আমি বললাম: না, শুক্রবার হবে।
🤖 সে সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলল: হ্যাঁ, শুক্রবারই হবে।
🙋 মজার ব্যাপার হলো পরে যখন বললাম: বৃহস্পতিবার হবে।
🤖 তখন সে বিভিন্ন তথ্য ও ক্যালকুলেশন দিয়ে জানালো: আসলে শনিবারই হবে।
এবং ভুল তথ্য দেওয়ার জন্য দু:খ প্রকাশ করল!
বর্তমান সময়ে আমরা অনেকটাই AI (কৃত্রিম বুদ্ধিমত্তা)-র ওপর নির্ভরশীল হয়ে উঠছি। তথ্য খোঁজা, কন্টেন্ট তৈরি এমনকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও।
কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না —
➡️ AI কোনো আলাদা “মগজওয়ালা প্রাণী” নয়, বরং মানুষেরই তৈরি একটি টুল।
➡️ AI যেসব তথ্য পায়, সেগুলোর ভিত্তিতেই সে আমাদের উত্তর দেয়।
➡️ তাই ভুল তথ্য ইনপুট দিলে, ভুল আউটপুট আসার ঝুঁকিও থেকে যায়।
আমাদেরকে AI ব্যবহারে আরও সচেতন হতে হবে এবং এর সঠিক ব্যবহার জানতে হবে।
মনে রাখতে হবে AI আমাদের সহায়ক, পরিচালক নয়।