Aysha's Gallery

Aysha's Gallery ভালো কেউ রাখে না, ভালো নিজেকেই থাকতে হয় 🖤
(1)

28/07/2025

মন খারাপ সবারই হয়!

কেউ তখন স্যাড স্ট্যাটাস দেয়, কেউ কেউ তার ফ্রেন্ড কিংবা প্রিয়মানুষদের সাথে কথা বলে, কেউ বা তার মায়ের সাথে সবটা গল্প করে!
আর একদল মানুষ স্ট্যাটাস দেয় না, কাউকে বলেও না, তখন চুপচাপ কোথাও একটু নিরিবিলি জায়গায় গিয়ে একা বসে থাকে! কিছুক্ষন পর ঠিক নিজেকে সামলে নেয় 🖤

পার্টনারকে কখনও "little less than you" ফিল করাবেন না। হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম। তাই বলে সে আপনার কম্পিটিটর না...
19/07/2025

পার্টনারকে কখনও "little less than you" ফিল করাবেন না।

হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম। তাই বলে সে আপনার কম্পিটিটর না, আপনিও তার কম্পিটিটর না। জগতের সবার যোগ্যতা সমান হবে না। পার্টনার মানেই দুই এক-এ এক। আপনিই সে, সে-ই আপনি। দুজনে একসাথে গ্রো করবেন। একে অপরকে জিতায় দিবেন। একে অপরের প্রশংসা করবেন।
এজন্যই আপনারা পার্টনার। স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা।এই সম্পর্কগুলো উদার হতে হয়। নইলে জমে না।♥️

~জারজিস

একজন সন্তানের মা শুধুমাত্র পুত্র সন্তানকেই মানুষ করছে না, সে তৈরি করছে ভবিষ্যতের একজন স্বামী, পিতা এবং রক্ষককে !যে কোন ন...
18/07/2025

একজন সন্তানের মা শুধুমাত্র পুত্র সন্তানকেই মানুষ করছে না, সে তৈরি করছে ভবিষ্যতের একজন স্বামী, পিতা এবং রক্ষককে !যে কোন নারী চোখের জ্বলের কারণ না হয়ে মুখের হাসি কারণ হয়ে উঠতে পারে! 🌸

14/07/2025

Alhamdulilah 💛🌷🧡🌸🤎

যে ব্যক্তি ‘আলহামদুলিল্লাহ’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়।”তিরমিজি: ২৫১৩
14/07/2025

যে ব্যক্তি ‘আলহামদুলিল্লাহ’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়।”

তিরমিজি: ২৫১৩

12/07/2025

ভুলে ট্রেনে উঠলে পরের স্টেশনে নামা যায় কিন্তু ভুল ফ্লাইটে উঠলে নামা যায় না🍀🍁আমরা বিদেশে এসে ফাইসা গেছি জীবনটা আসলে বেদনার💔💔

12/07/2025

স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল 💭💭
বাস্তবতা সেখানে কাগজের নৌকা🍂🍂

সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় ,তাহলে বুঝে নিবেন ,আপনি কিছু আবর্জনা কে আগলে রেখেছিলেন।🥰
11/07/2025

সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় ,তাহলে বুঝে নিবেন ,আপনি কিছু আবর্জনা কে আগলে রেখেছিলেন।🥰

11/07/2025

অভিনয়ের শহরে সত্যি কারের মুখ পাওয়া দুষ্কর 🎬🎭

09/07/2025

গতকাল স্ত্রী বলল সে ড্রাগন ফল খেতে চায়। অনেক পছন্দ।
আমি বললাম, "এতো দামী ফল কিনে দিতে পারবো না। বড় একটা দুই তিনশ টাকা পড়ে। পোষাবে না।"
সে বেশি কিছু না বলে কেবল বলল, "ছোটটা তো মনে হয় বিশ ত্রিশ টাকাতে পাওয়া যাবে।"
আমি অসম্ভব বলে উড়িয়ে দিলাম।
কি হুকুম দেখেন। আজকে বাসাতে একজন ব্যাক্তি টাকা লেনদেন করতে আসলো। যাবার আগে আমার বাবুকে দেখে বলল একটা জিনিস নাও। এই কথা বলে সে ব্যাগের ভেতর থেকে এই ড্রাগন ফলটা বের করে দিল।

চিন্তা করেন। কালকে যখন আমরা স্বামী স্ত্রী ঘরে বসে কথা বলছিলাম কেউ একজন সেই কথা শুনেছেন যিনি সবকিছু শুনেন। তিনি পাঠিয়ে দিলেন আজকে যা আমরা কল্পনাও করি নাই।
সুন্দর না ব্যাপারটা!

লেখা:মোহাইমিন পাটোয়ারী

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share