NAFS নাফস

NAFS নাফস Please follow my page and watch my videos..
(2)

সব অ্যাক্টিভিস্ট, দাঈদের তাবলীগের সফরে যাওয়া আমার কাছে জরুরী মনে হয়। চিল্লায় যেতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে তিন দিন...
03/11/2025

সব অ্যাক্টিভিস্ট, দাঈদের তাবলীগের সফরে যাওয়া আমার কাছে জরুরী মনে হয়। চিল্লায় যেতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে তিন দিনের সফরে একাধিকবার। বলছি কয়েকটা কারণেঃ

১) আদব শেখা
২) আমিরের আনুগত্য করা , যদিও সে আপনার চেয়ে কম ক্যালিবারের হয়।
৩) অন্য সাথীদের সাথে ইন্ট্যার‍্যাক্ট করা
৪) কুরআন মশক করা
৫) কম্ফোর্ট জোনের বাইরে থাকার অভ্যাস করা

উপরের সব কয়টাতে বেশিরভাগ ছেলেপেলেদের চুড়ান্ত সমস্যা আছে।

লেখা: M. Mahbubur Rahman

28/10/2025

কীসের জন্য কোন সূরা?

১. সূরা হজ্ব পড়লে বিয়ে সহজ হয়।
২. সূরা আম্বিয়া পড়লে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হবে।
৩. সূরা মারইয়াম পড়লে গর্ভধারণ সহজ হবে।
৪. সূরা ইনশিক্বাক পড়লে ডেলিভারি সহজ হয়।
৫. নিউবর্ন বাচ্চাকে ঘুম পাড়াতে সূরা গাশিয়াহ পড়ে শুনাবেন।

- উস্তাদ আম্মারুল হক হাফি.

07/10/2025

দুআটা এমন হোক।

হে আমার মালিক!
জৈবিক চাহিদা আমাকে কুরে কুরে খাচ্ছে। মনে ওয়াসওয়াসা দিচ্ছে প্রতিনিয়ত শয়তান।
সব দিক থেকে জিনার উপকরণগুলো উন্মুক্ত। আশ-পাশ সবটা জুড়ে ; ছড়িয়ে ছিটিয়ে অশ্লীলতা, আর বেহায়াপনায় লিপ্ত হাজারও মানুষ।
অবৈধভাবে খুঁজে নিচ্ছে ভালোবাসার সুখ।

ওগো মহান মালিক!
আমার মন জুড়ে যে তোমার ভয়! আমি যে অবৈধ সুখে তৃপ্ত হতে চাই না৷ আমি যে মন ভরে ভালোবাসতে চাই আমার জীবনসঙ্গীকে। আমি তো জানি না সে কোথায়, কিন্তু তোমার দৃষ্টিসীমার বাহিরে তো সে লুকানোর সুযোগ নাই।
আমি তাকে খুঁজতে গেলে হয়তো পাপে জড়াবো, ভুলে হারাবে, তোমার রহমত চাদর থেকে দূরে সরে যাব।

হে মহান মালিক!
তাকে মিলিয়ে দাও। আমায় তৃপ্ত করো। ফেতনার সময় সকল পাপ থেকে মুক্ত রাখো। ধৈর্য বাড়িয়ে দাও। তাকে আমার কাছে পৌঁছে দাও।

আল্লাহ সকলেকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিক।
ভালোবাসার পবিত্র বন্ধনে আবদ্ধ করে নিক।

বই—অপেক্ষার শেষ প্রহর
~আদিব সালেহ।

03/10/2025

তারা চক্রান্ত করেছিল, আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন। আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।”

সূরা আলে ইমরান (সূরা ৩), আয়াত ৫৪

03/10/2025

দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তির দু'আ!

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

“হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও শোক থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা ও মানুষের আধিপত্য থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।”
(সহিহ বুখারি: ২৮৯৩)

30/09/2025

১২ টা কাজ করবেন। জীবনের গতি ১৮০ ডিগ্রী ঘুরে যাবে ইনশাআল্লাহ।

১. সময়মত নামাজ আদায়।
২. প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসী।
৩. সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমল।
৪. প্রতিদিন কিছু অংশ কুরআন তিলাওয়াত।
৫. ইশরাকের নামাজ।
৬. বিতরের নামাজ বাদ দেবেন না।
৭. জুমআর দিন সূরা কাহাফ।
৮. রাতের শেষাংশে আল্লাহর কাছে রোনাজারি করা।
৯. আযান ও ইকামতের মাঝে দুয়া করা।
১০. পিতামাতার আনুগত্য।
১১. সাদাকাহ করা।
১২. দরূদ পড়া।

আল্লাহ তায়ালা জীবনের উপর রহমত ও বরকতের বন্যা বইয়ে দেবেন ইনশাআল্লাহ।

~ উস্তাদ আম্মারুল হক হাফিঃ

26/09/2025

আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"যে ব্যক্তি জুমআর দিন গোসল করে এবং (তার স্ত্রীকে) গোসল করায়, এরপর আগে আগে জুমআর নামাজের জন্য যায় এবং ইমামের নিকটবর্তী হয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে ও নিশ্চুপ থাকে—তার প্রতি কদমে এক বছরের নফল সিয়াম ও এক বছরের নফল সালাতের সাওয়াব লেখা হয়।"
[সুনানুত তিরমিযি : ৪৯৬]
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য।

25/09/2025

কী দামী কথা!

“গুনাহ বা অপ্রয়োজনীয় কথা/কাজে লিপ্ত ব্যক্তি থেকে সর্বপ্রথম যে নিয়ামতকে তুলে নেওয়া হয়, সেটা হলো — সে আল্লাহর কাছে দুআ করার ইচ্ছা বা আগ্রহ হারিয়ে ফেলে। তাঁর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার যোগ্যতা আর থাকে না।

সে মুসিবত/পেরেশানিতে হা হুতাশ করতে থাকে, সময় বা কাজে বরকত কমে যায়, সে অস্থির একটি সময় কাটায়। সুকুন বা প্রশান্তির নিয়ামত কমতে থাকে ধীরে ধীরে। রবের দিকে ফিরে আসার সুযোগ থাকা সত্ত্বেও সে এই ঘূর্ণিপাকেই ঘুরতে থাকে কেবল।….

ইগফিরলী, ইয়া রব॥

25/09/2025

“যে ব্যক্তি নিজেকে ভালোভাবে চিনতে পেরেছে, সে অন্যের দোষ-ত্রুটি বাদ দিয়ে নিজের সংশোধনে লেগে গেছে।”

-ইমাম ইবনুল-কাইয়্যিম রহঃ,
আল ফাওয়াইদ ৮০

20/09/2025

আমার স্ত্রী মারা যাওয়ার আগে শেষবার বলেছিল—
“তুমি কেঁদো না, আমাদের আবার দেখা হবে।”

আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম—“কোথায়? কীভাবে?”

সে তখন জবাব দিয়েছিল—“জান্নাতে।”

তার এই একটি কথাই আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। যে আমি নামাজ পড়তাম না, হারাম থেকে বেঁচে থাকতাম না, সেই আমিই আজ দ্বীনকে আঁকড়ে ধরেছি। দ্বীনকে পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করছি। (—জনৈক ভাই )

এজন্য বলি, *জীবন সঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নেওয়া উচিত—যে তোমাকে জান্নাতের স্বপ্ন দেখাবে, জান্নাতের দিকে অগ্রসর হতে সাহায্য করবে।*

বই: হৃদয়ের সাথে হৃদয়ের কথা
-মাহমুদ বিন নূর

19/09/2025

হাশরের মাঠে সবচেয়ে বেশি সওয়াব নিয়ে উঠার আমল-

"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি" সকাল সন্ধ্যায় ১০০ বার করে পড়া।

সূত্র: সহিহ মুসলিম - ৬৫৯৯ ইসলামি ফাউন্ডেশন

18/09/2025

জুমাবার দরূদ পাঠের দিন!

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিইয়্যিনা মুহাম্মাদ!

Address

Gopalpur
Tangail
5282

Alerts

Be the first to know and let us send you an email when NAFS নাফস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NAFS নাফস:

Share