03/11/2025
সব অ্যাক্টিভিস্ট, দাঈদের তাবলীগের সফরে যাওয়া আমার কাছে জরুরী মনে হয়। চিল্লায় যেতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে তিন দিনের সফরে একাধিকবার। বলছি কয়েকটা কারণেঃ
১) আদব শেখা
২) আমিরের আনুগত্য করা , যদিও সে আপনার চেয়ে কম ক্যালিবারের হয়।
৩) অন্য সাথীদের সাথে ইন্ট্যার্যাক্ট করা
৪) কুরআন মশক করা
৫) কম্ফোর্ট জোনের বাইরে থাকার অভ্যাস করা
উপরের সব কয়টাতে বেশিরভাগ ছেলেপেলেদের চুড়ান্ত সমস্যা আছে।
লেখা: M. Mahbubur Rahman