NAFS নাফস

NAFS নাফস Please follow my page and watch my videos..
(2)

31/01/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ❤️

30/01/2025

আজকাল বাবা-মায়ের মুখটা দেখলে, বুকের ভেতরটা কেমন যেনো হাহাকার করে উঠে।

বাবা মানুষটা দিনদিন কেমন যেনো হয়ে যাচ্ছে,একদম চুপচাপ, শান্তশিষ্ট, সন্ধ্যা হলেই বিছানায় লুটিয়ে পড়ে ঘুমানোর জন্য। তার পরিশ্রমী, শক্ত, পাকাপোক্ত শরীরটা, কেমন যেনো ঝিমিয়ে যাচ্ছে দিনদিন।

একসময় যে মা ঘুম থেকে উঠেই মুহুর্তের মধ্যে ঘরের সব কাজ সেড়ে ফেলতো। সে মা টা আজ অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। মায়ের মুখটা দেখলে আমার আজকাল ভীষন অসহায় অসহায় লাগে!

আমার মাঝেমাঝে ইচ্ছে করে,বাবা- মায়ের বয়সটা খানিকটা কমিয়ে দেই। কিন্তু আফসোস; আমার সেই সাধ্য নেই।

29/01/2025

এই দুনিয়া, এই সমাজ, এই সিস্টেম চায় তুমি দৌড়ের উপর থাকো, তুমি ছুটতেই থাকো। এতটুকু অবসর সে তােমাকে দিতে চায় না। সে তােমাকে জীবনের সব সত্য থেকে ভুলিয়ে রাখতে চায়। সত্যটা হলাে এই জীবনে আমাদের সত্যিকারের লক্ষ্য উদ্দেশ্য কী! সত্যটা হলাে একদিন আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। সত্যটা হলাে আমরা আমাদের প্রতিটি কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকব। দুই কাঁধের দুই ফেরেশতা, তারা লিখবে না তুমি কোন কলেজের স্টুডেন্ট, তারা লিখবে না তুমি ইন্টারে কী রেজাল্ট করেছ, তারা লিখবে না তুমি কোথায় চান্স পেয়েছ, লিখবে না তুমি কত ভালাে চাকরি করাে, কত বেতন পাও।

নিজেদের লাইফের পারপাস ঠিক নেই বলে আমরা এখনাে পরীক্ষার রেজাল্ট নিয়ে মন খারাপ করি, গলায় ফাঁ স লাগিয়ে আত্মহ*ত্যা করতে পারি। যার পেছনে ছুটে বেড়াচ্ছি, যার জন্য জীবনের সবকিছু বিলিয়ে দিচ্ছি—সেই দুনিয়া আর এর মানুষগুলাে কোনােদিনও আমাদের উপর সন্তুষ্ট হবে না। তুমি যদি দুইটা সােনার পাহাড়ও তাদের সামনে হাজির করাে, তারা মুখ বাকিয়ে বলবে, সব ঠিক আছে কিন্তু বামপাশের পাহাড়টা ডানপাশের চেয়ে একটু ছােট মনে হচ্ছে! কেমন মলিনও লাগছে! That's dunya brother, that's dunya! এসএসসির জিপিএ ফাইভ এরা ভালাে কলেজে ভর্তি হতে না পারলে ভুলে যাবে, ভালাে কলেজে ভর্তি হওয়ার গর্ব জিপিএ ফাইভ না পেলে মিইয়ে যাবে, জিপিএ ফাইভ এর গৌরব ভালাে কোথাও চান্স না পেলে হারিয়ে যাবে। আর সবকিছুই বৃথা যাবে ভালাে চাকরিটা না পেলে! মােটা অঙ্কের বেতন না পেলে। তােমার চেয়ে অন্য কেউ টাকা বেশি কামাই করলে! এটাই দুনিয়ার ধর্ম।

আমি বলছিনা তােমাকে দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে হবে। তবে নিজের জীবনের পারপাস নিশ্চিত করাটা খুব বেশি জরুরি। ততটুকুই যেন তােমার উদ্দেশ্য যতটুকুতে এই দুনিয়া পার হওয়া যাবে। এই দুনিয়া একটা পাগলা ঘােড়ার মতাে। এর উপর সওয়ার হয়ে তুমি এর লাগাম ধরে রাখতে পারবে না। এটা তােমাকে মাটিতে ফেলে দেবে, তােমাকে পাড়াবে, র'ক্তা'ক্ত করবে, তােমাকে ক্ষতবিক্ষত করবে। তাই বুদ্ধিমানের কাজ হলাে আখিরাতের ঘােড়ার উপর সওয়ার হওয়া। তবে এই রাস্তাটাও সহজ নয়। প্রয়ােজন সবর, ঈমান, তাওয়াক্কুল আর ইবাদাত গুজার হওয়া। এখানে তুমি কখনােই চিরস্থায়ী সুখ পাবে না, নিশ্চিন্ত হতে পারবে না। তার জন্য আমরা এখানে আসিওনি। তাহলে আমাদের শান্তি কোথায়, চিরস্থায়ী নিশ্চিত জীবন কোথায়? সেটা আখিরাতে, জান্নাতে।

আল্লাহ আমাদেরকে সেদিনের জন্য আমল করার, সেদিনের জন্য টেনশন করার, সেদিনের জন্য ভীত হওয়ার তাওফিক দিন। আমীন।

বই : যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকির
পৃষ্ঠা : ২৯

29/01/2025

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

28/01/2025

ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন, এটা আপনার নিয়ত। এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে।

সুতরাং কষ্ট পাওয়া যাবে না। মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। ভেবে নিন এটাই পৃথিবীর নিয়ম এটাই জীবন।

28/01/2025

[৩:১৯] আল ইমরান

إِنَّ الدّينَ عِندَ اللَّهِ الإِسلامُ وَمَا اختَلَفَ الَّذينَ أوتُوا الكِتابَ إِلّا مِن بَعدِ ما جاءَهُمُ العِلمُ بَغيًا بَينَهُم وَمَن يَكفُر بِآياتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَريعُ الحِسابِ

নিশ্চয় আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে, পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত।

28/01/2025

–আমি আল্লাহর কাছে প্রর্থনা করেছি আমাকে শক্তিশালী করে তুলুন! তারপর তিনি আমার হৃদয় ভেঙে দিয়েছে! কিন্তু আমি কষ্ট পেয়েছি, আমি শিখেছি এবং এখন আমি যথেষ্ট শক্তিশালী।

এবং সব কষ্ট থেকে আমি একটা জিনিস শিখেছি যে; "মাঝে মাঝে আল্লাহ তোমাকে দূর্বল নিঃসঙ্গ অনুভব করান তোমাকে এটা বোঝানোর জন্য যে তোমার সর্বদা তাঁকেই প্রয়োজন এবং তিনি ছাড়া তোমার সত্যিকার অর্থে অন্য কোনো সঙ্গী নেই। এবং তুমি সবসময় তাঁর এবং তাঁর শক্তির মুখাপেক্ষী। তাঁর সাহায্য ছাড়া তুমি কিছুই করতে পারবে না।"

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল_❤️

28/01/2025

ফজরের সালাতের বরকত আর
কোরআন তেলাওয়াতের সৌরভ ছড়িয়ে যাক প্রত্যেকটা হৃদয়ে!
যে হৃদয়ে কোরআন তেলাওয়াত নেই এ হৃদয় মৃত।

আল্লাহ আমাদের তৌফিক দান করুন।

27/01/2025

হযরত উ'ম'র (রা) রাতের আধারে ঘুরে ঘুরে অসহায়দের খোজ নিতেন। এটাই ছিলো খি'লা'ফাহ।
আর তোমরা অভাব অনটনে রাস্তায় নামো।
আর রাষ্ট্রের রক্ষীবাহিনী পিটিয়ে হাড় ভেঙ্গে দেয়৷
এটাই তোমাদের স্মার্ট গণতন্ত্র।

সেদিন তো উ'ম'র বলেছিলো।
এত খাদ্য জমা হয়েছে জাকাতের। অভাবী আর ক্ষুধার্ত রাষ্ট্রে নেই।
খাবার গুলো পাহাড়ে ছিটিয়ে দাও।
বিশ্ববাসী জানুক খি'লা'ফার সীমানায় পশু পাখিরাও ক্ষুধার্ত থাকে না৷

27/01/2025

যে জীবনসঙ্গী আপনাকে ক্ষণস্থায়ী এই দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখিরাতের চিরস্থায়ী সাফল্যের পথে নিয়ে যেতে উদ্বুদ্ধ ও সাহায্য করে, সেই জীবনসঙ্গীই প্রকৃত অর্থে আল্লাহর রহমত। তার সঙ্গ আপনার হৃদয়ে যেমন ঈমানের আলো ছড়িয়ে দেয়, তেমনি আপনার জীবন পায় পূর্ণতার এক অনন্য অনুভূতি।

27/01/2025

রাসূলুল্লাহ (সা.) বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে।

আলহামদুলিল্লাহ🤲🌸

26/01/2025

জীবনে হতাশার আঁধার যতই ঘন হয়ে আসুক, আল্লাহর দয়ার আলো ততই উজ্জ্বল হয়ে জ্বলে। তাঁর অশেষ করুণা আমাদের ভাঙা হৃদয়কে জোড়া লাগায় এবং পথহারা এই জীবনে আমাদের পথ দেখায়।

— মাহমুদুল হাছান

26/01/2025

কী মারাত্মক শক্তিশালী এক হাদীস —

"জেনে রাখো! সব মানুষ মিলে যদি তোমার কোন উপকার করতে চায়, তবে ততটুকুই কর‍তে পারবে যতটুকু আল্লাহ্ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন।

আর যদি সব মানুষ মিলে তোমার কোন ক্ষতি করতে চায়, তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করেছেন তার বেশি কোনো ক্ষতি করতে পারবে না। "

(সুনান তিরমিযী: ২৫১৬)

26/01/2025

"আমার এমন অভিভাবক থাকা সত্ত্বেও আমি কীভাবে নিরাশ হই? যিনি আমার জন্ম থেকে মৃত্যু, এবং বারযাখ থেকে কেয়ামতের পরবর্তী সকল সময়ে আমাকে যন্ত্রণা ও মুসিবত থেকে হেফাজত করেন!"

- উম্মুল আরওয়াহ্।

26/01/2025

আপনার অনেক প্রয়োজন কিন্তু কিছুই পাচ্ছেন না। এমন কি হচ্ছে? তো বসে আছেন কেন? কী করতে হবে তা তো বলে দেয়াই আছে। কুরআনকে ধরুন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

أخرجه الدارمي عن ‏عطاء بلفظ: بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال: من قرأ
يس صدر النهار، ‏قضيت حوائجه

- যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তায়ালা তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন।

সূরা ইয়াসিন পড়া হয় সবার ফজরের পর?
— উস্তাদ আম্মারুল হক (হাফি.)

আর স্মরণ করো!আমি তোমাদেরকে ফিরআউন বংশীয়দের হাত হতে উদ্ধার করেছি, যারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিত; তারা তোমাদের পুত্...
25/01/2025

আর স্মরণ করো!
আমি তোমাদেরকে ফিরআউন বংশীয়দের হাত হতে উদ্ধার করেছি, যারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিত; তারা তোমাদের পুত্র-সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত। আর এতে তোমাদের জন্য তোমার প্রতিপালকের
মহাপরীক্ষা ছিল।

[সূরাঃ আল-বাকারা, আয়াত নং - ৪৯]

25/01/2025

কেউ যখন তাওবা করে, তখন শুধু তার জীবন বদলায় না; আশেপাশের মানুষের মনেও পরিবর্তনের ঢেউ লাগে।

যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির আশায় আল্লাহ তা'আলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন।
25/01/2025

যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির আশায় আল্লাহ তা'আলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন।

Address

Gopalpur
Tangail
5282

Alerts

Be the first to know and let us send you an email when NAFS নাফস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NAFS নাফস:

Videos

Share