NAFS নাফস

NAFS নাফস Please follow my page and watch my videos..
(2)

05/07/2025

পাঁচ বিবি এক সাথে রাখা জাবে না কেমন ☺️😊
#জামসেদমজুমদার

12/06/2025

প্রচলিত জাল হাদিসঃ

১) "স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত"।
এই হাদিসটি জাল এবং বানোয়াট হাদিস।

২) "শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালি উত্তম"।
(এটি জাল এবং বানোয়াট হাদিস)

৩) "খাদ্য গ্রহণের সময় কথা বলা নিষেধ" ।
(এটি একটি জাল/বানোয়াট হাদিস৷ শুধু তাই নয়, এটি সহীহ হাদিসের বিপরীত)

কেননা বিভিন্ন সহীহ হাদিসে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সাঃ) ও সাহাবীগণ খাদ্য গ্রহণের সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন ও গল্প করতেন।

৪) "তুমি যখন খাদ্য গ্রহণ করবে তখন লবণ দিয়ে শুরু করবে এবং লবণ দিয়ে শেষ করবে কারণ লবণ ৭০ প্রকারের রোগের প্রতিষেধক"।
(মুহাদ্দিসগণ একমত যে এই কথাটি মিথ্যা ও বানোয়াট)

৫) "যে ব্যক্তি তার চক্ষুদ্বয়কে ভালোবাসে সে যেন আসরের পর না লেখে" ।
(কথাটি হাদিস নয়৷ এর কোনো ভিত্তি নেই বরং মিথ্যা বানোয়াট)

৬) "তিন ব্যক্তির পানাহারের হিসাব গ্রহন করা হবেনা, ইফতার-কারী,সাহরির খাদ্যগ্রহণকারী ও মেহমানসহ খাদ্য গ্রহণকারী।"
(এটি মিথ্যা এবং বানোয়াট হাদিস)

৭) লাশ বহনের সময় সশব্দে কালিমা, দোয়া বা
কোরআন পাঠ করা।

(এটি একটি বানোয়াট, ভিত্তিহীন ও সুন্নাত বিরোধী কর্ম। লাশ বহনের সময় পরিপূর্ণ নীরবতাই সুন্নাত)

প্রসিদ্ধ ফকীহ আল্লামা কাসানী বলেন, লাশ বহনের সময় সশব্দে জিকর করা মাকরুহ। কাইস ইবনু উবাইদা বলেন, রসুলুল্লাহ সঃ তিন সময়ে শব্দ করতে অপছন্দ করতেনঃ যুদ্ধ, জানাযা এবং যিকর।

৮) আল্লাহ বলেন, "মুহাম্মদ সঃ না হলে আমি আসমান-জমিন বা মহাবিশ্ব সৃষ্টি করতাম না" ।
(এটি একটি মিথ্যা এবং বানোয়াট হাদিস)

আরো কিছু জাল কিংবা বানোয়াট কথাঃ

১. শূকর বা শুয়র বললে ৪০ দিন মুখ নাপাক থাকে।

২. পুরুষেরা জুমুআ/শুক্রবারের নামাজ পড়ে না এলে, মহিলারা নামায পড়বে না ।

উপরোক্ত সমস্ত কথাই জাল, বানোয়াট, ভিত্তিহীন। কুরআন এবং হাদীসের সাথে এসব কথার কোনো সম্পর্ক নেই। অথচ আমরা না জেনে না বুঝে এসব বিশ্বাস করি এবং মেনে চলি। যারা এ কথাগুলো মেনে চলেন তাদেরকে বলছি দ্রুত তওবা করে সঠিক পথে ফিরে আসুন।

মহান আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, ক্ষমা করেন, হেদায়েত করেন এবং সবসময় হেফাজত করেন।

جَزَاكَ اللّٰهُ خَيْراً
জাযাকাল্লাহ্ খাইরান 🌸

📖 হাদিসের নামে জালিয়াতি।
✍️ ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ)

24/03/2025

রাসুল (সাঃ) বলেন

আমি জান্নাতের মধ্যে উকি দিলাম, আর দেখতে পেলাম তার অধিকাংশই গরীব -অভাবি,,,,

বুখারী-৬৩০৬

23/02/2025

ইসলামি খিলাফাহ ছাড়া পূর্নাঙ্গ ইনসাফ প্রতিষ্ঠা কখনোই সম্ভব না। আমরা খিলাফাহ'র মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার সপ্ন দেখি দ্বিতীয় কোন পন্থায় না।

— মুফতী মাহমুদুল হাসান গুনবি (হাফি.)

16/02/2025

কারোর সাথে এতোটা ও অন্যায় করবেন না,যাতে করে সে সিজদায় পরে আপনার নামে রবের কাছে বিচার দেয়! সিজদায় চোখ থেকে পড়া এক ফোঁটা চোখের পানি, যদি রব কবুল করে নেয়,তবে আপনার বাঁচার উপায় কি?

'নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।' 🌼
{সূরা আল বুরুজ:১২}

12/02/2025

“আমরা যদি দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন না হতাম, বিপদ-আপদের কষ্ট যদি সহ্য করা না লাগত, তাহলে কিয়ামতের দিন আমাদের দেউলিয়া হয়ে উপস্থিত হতে হতো।”

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

12/02/2025

এই দুআ যার কবুল হয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী সে।

اللّٰهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ، وَبَارِكْ لِيْ فِيهِ، وَاخْلُفْ عَلَي كُلِّ غَائِبَةٍ لِّي بِخَيْرٍ

আল্লাহ! আপনি আমাকে যা রিযিক দিয়েছেন, তাতেই আমাকে সন্তুষ্ট বানিয়ে দিন। তাতে বরকত দান করুন। এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি, তার তুলনায় অধিক উত্তম কিছু আমাকে দান করুন।

- (হাকিম, বাইহাকী। হাদিসের মানঃ সহিহ)।

09/02/2025

মৃত্যু আসবেই, আর কবরে শুরু হবে আসল পরীক্ষা।
সেই অন্ধকার গর্তে কে থাকবে সাথে?
"আমল নাকি আজাব"?

আজই ফিরে এসো রবের দিকে, তওবা করার দরজা এখনো খোলা!

04/02/2025

অসন্তুষ্ট হয়ো নাহ। তুমি যে কতোটা কষ্টে আছো, সেটা তোমার রব খুব ভালো করেই জানেন। সুতরাং ধৈর্য ধরো; মহান রব অচিরেই তোমার কষ্ট দূর করে দিবেন ইনশা-আল্লাহ।

"ফাইন্না মাআল উসরি ইউসরা"
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।

02/02/2025

আমার রব,

হয়ত আমার বাক্যগুলো এলোমেলো। হয়ত নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। হতে পারে আমার চিন্তাগুলোও বিচ্ছিন্ন।

কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বুঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়, কল্পনায় যা উদ্ভাসিত হওয়ার আগেই মিলিয়ে যায়—এসবের কোনোকিছুই আপনার অজানা নেই।

আমি শব্দের অভাবে, বাক্য-বিন্যাসের অপটুতা এবং চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতোমধ্যেই জানেন। সুতরাং, আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে, আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন।

31/01/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ❤️

30/01/2025

আজকাল বাবা-মায়ের মুখটা দেখলে, বুকের ভেতরটা কেমন যেনো হাহাকার করে উঠে।

বাবা মানুষটা দিনদিন কেমন যেনো হয়ে যাচ্ছে,একদম চুপচাপ, শান্তশিষ্ট, সন্ধ্যা হলেই বিছানায় লুটিয়ে পড়ে ঘুমানোর জন্য। তার পরিশ্রমী, শক্ত, পাকাপোক্ত শরীরটা, কেমন যেনো ঝিমিয়ে যাচ্ছে দিনদিন।

একসময় যে মা ঘুম থেকে উঠেই মুহুর্তের মধ্যে ঘরের সব কাজ সেড়ে ফেলতো। সে মা টা আজ অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। মায়ের মুখটা দেখলে আমার আজকাল ভীষন অসহায় অসহায় লাগে!

আমার মাঝেমাঝে ইচ্ছে করে,বাবা- মায়ের বয়সটা খানিকটা কমিয়ে দেই। কিন্তু আফসোস; আমার সেই সাধ্য নেই।

Address

Gopalpur
Tangail
5282

Alerts

Be the first to know and let us send you an email when NAFS নাফস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NAFS নাফস:

Share