03/01/2025
আলহামদুলিল্লাহ
বিয়ে বাড়ির কাজ সম্পুর্ন শেষ করলাম ভালোভাবে🥰🥰🥰
আমার ফেসবুক বন্ধু বান্ধব যারা আছেন,,,, ভালো মানের সাউন্ড সিস্টেম বা ডেকোরেশনের যাবতীয় কাজ, গেট থেকে সুরু করে,বড় বড় স্টেজ প্রোগরাম যেমন- নাটক, যাত্রা পালা, বাউল গানের জন্য ভারা নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, নিচে আমাদের দোকানের নাম্বার দেয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন,,,যারা যারা আমার মাধ্যমে কাজ নিতে চান তারাই পাবে অন্য রকম এক ওভার 🥰🥰🥰 যদি কেও ভারা নিতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন,,,,আমাদের ঠিকানা, নাগরপুর বাস টার্মিনাল সংলগ্ন,,,,,, আমাদের কে কাজ দিলে, আপনাদের নতুন ধরনের কিছু আপডেট আধুনিক যুগের চমক দেখানোর চেষ্টা করবো,,,,,আপনাদের মোনের মতো করে, যে ভাবে কাজ করাতে চান, ঠিক সেই ভাবেই কাজ করে দিয়ে আসবো। পাশাপাশি নতুন করে বক্স সেট তৈরি করা হয় এবং পুরাতন ইলেকট্রনিকের বক্স সেট বা টিভি ফ্যান, LED টিভি, সব ধরনের কাজ মেরামত করে থাকি।
ভালো অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান মেকার ধারা আমরা কাজ করে থাকি।
আশা করি, আমাদের ধারা আপনারা ভালো কিছু পাবেন।
ইনশাল্লাহ 🥰
ধন্যবাদ,
আমাদের ঠিকানাঃ নাগরপুর বাস টার্মিনাল, নয়ান খান মেমোরিয়াল হাইস্কুলের দোখিন পাশে মেইন রোডের সাথেই আমাদের দোকান। দোকানের নাম মাসুদ ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম।
মোবাইলঃ০১৭২৫০৬০৭২৩ মাসুদ রানা।