টাঙ্গাইল জেলার বাসিন্দা

টাঙ্গাইল জেলার বাসিন্দা News.Media.Entertainment

28/05/2024

ঘুষ না দিলে হয়না চাকরী পড়ালেখার কি দরকার?

কালিহাতী টু ধলাপাড়া রোডে ঘাটাইল থানার দেওপাড়া খাকুরিয়া ব্রিজে মোটরসাইকেল এক্সিডেন্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১জনের।নিহত ...
27/10/2023

কালিহাতী টু ধলাপাড়া রোডে ঘাটাইল থানার দেওপাড়া খাকুরিয়া ব্রিজে মোটরসাইকেল এক্সিডেন্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১জনের।
নিহত যুবকের বাড়ি কালিহাতি উপজেলার বল্লা রামপুরা গ্রামে বলে জানা গেছে।

জানা যায়, মোটরসাইকেল চালক ব্রিজ তৈরির জন্য যে ড্রিভিশন রাস্তা বানানো হয়েছে, এ রাস্তায় সে নতুন হওয়ায় সেটা খেয়াল করেনি,সে সরাসরি ব্রিজের ওপর দিয়েই চালিয়ে দেয়,এতে নিচে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইল কালিহাতীর বাঘুটিয়া নামক এলাকায় এক্সি*ডেন্টে মৃত্যু হয়েছে ছবির লোকটির (অজ্ঞাত)তার লা*শ কালিহাতী উপজেলা স্বাস্থ্য...
23/08/2023

টাঙ্গাইল কালিহাতীর বাঘুটিয়া নামক এলাকায় এক্সি*ডেন্টে মৃত্যু হয়েছে ছবির লোকটির (অজ্ঞাত)
তার লা*শ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
উক্ত লাশ পরিবারের কাছে পৌঁছে দিতে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।

14/07/2023

লোডশেডিং নিয়ে যুবকের ফানি ওয়াজ...🙈

18/06/2023

সৌদি আরবে জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে,সেখানে ঈদুল আযহা ২৮ জুন!
অতএব বাংলাদেশে ২৯ জুন ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ!দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছে  টাঙ্গাইলের কৃতি সন্তান "সালেহ ...
04/04/2023

আলহামদুলিল্লাহ!
দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছে টাঙ্গাইলের কৃতি সন্তান "সালেহ আহমাদ তাকরীম" 🇧🇩❤️

04/04/2023

মাহে রমজান উপলক্ষে জলসায় বসেছেন ৭১ এর কয়েকজন গণমাধ্যমকর্মী।
মোজাম্মেল বাবুকে কানেকানে মুন্নী সাহা বললেন,ক্যামেরা রুল চলে মদের বোতল লুকান।

অথচ এই নেশাখোর, ইসলাম বিদ্বেষী দালাল গুলা ক্যামেরার সামনে ধর্মীয় ওয়াজ মাহফিল ও আলেমসমাজের বিরুদ্ধে কথা বলে😡

বিশেষ বিজ্ঞপ্তিঃ এই ছবির অজ্ঞাতনামা ব্যক্তি ইং ৩১/০৩/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.০৫ ঘটিকায় মির্জাপুর থানাধীন গোড়াই মঈননগর...
02/04/2023

বিশেষ বিজ্ঞপ্তিঃ এই ছবির অজ্ঞাতনামা ব্যক্তি ইং ৩১/০৩/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.০৫ ঘটিকায় মির্জাপুর থানাধীন গোড়াই মঈননগর তেতুলতলা জনৈক বাচ্চু মিয়ার বাড়ির সামনে হাটুভাঙ্গা রোডে এক্সিডেন্ট করিয়া ঘটনাস্থলে মৃত্যুবরণ করিয়াছে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাহার পরিচয় জেনে থাকেন কিংবা তাহার আত্মীয়-স্বজন কাউকে চিনেন তাহলে অতিসত্বর মির্জাপুর থানা টাঙ্গাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
প্রয়োজনেঃ ০১৭১২-০৯২৭৬৮
০১৩২০-০৯৬৪৭৪

রেমিট্যান্স যোদ্ধা, একজন সূর্য সন্তানের ইন্তেকাল।😞আজ ৩০/০৩/২০২৩ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বর্গা সরিষাআটা গ্রামের ছাইফু...
30/03/2023

রেমিট্যান্স যোদ্ধা, একজন সূর্য সন্তানের ইন্তেকাল।😞

আজ ৩০/০৩/২০২৩ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বর্গা সরিষাআটা গ্রামের ছাইফুল ইসলাম
নামের এই প্রবাসী ভাই সৌদিআরবে স্টোক করে ইন্তেকাল করেছেন।

“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

আল্লাহ এই পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের সুখ ত্যাগ করে পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে প্রবাস জীবন বেছেনেয়া এই রেমিটেন্স যোদ্ধাকে জান্নাত দান করুন-আমিন।🤲

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when টাঙ্গাইল জেলার বাসিন্দা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share