অপূর্ণ ইচ্ছে

অপূর্ণ ইচ্ছে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অপূর্ণ ইচ্ছে, Digital creator, Tangail.

আস্সালামুআলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু_»
আমি একজন অতি সাধারন মাটির মানুষ|
যার শুরু মাটি দিয়ে, শেষও হবে মাটিতে|।
মাটি আমার খাটি, মাটিই আমার আসল ঘাটি|।
দুদিনের দুনিয়ায় অহংকার করার কিছু নেই, শুধু অহংকার
একটাই, আল্লাহ আমাদের মুসলিম ঘরে জন্ম দিয়েছে,
আমরা মুহাম্মদ সাঃ এর উম্মত|
আমার কিছু কথা:
☞ আমি এমনিতেই
ভালো হয়ে চলার
চেষ্টা করি।
তার পরেও
অনেকের
কাছে খারাপ৷ ☞
আমি সাধারন


জীবন যাপন
করি। অনেক
কিছুই আমার
ভিতরে নেই।

আমি নিজেকে কখনোই
অন্যের থেকে বড়
মনে করি না।
☞ কেউ আমার
কারণে কষ্ট পাক
সেটা আমি চাইনা।

আমি নিজেকে সবার
কাছে তুলে ধরতে চেষ্টা করি।

আমি আধুনিকতা থেকে যতদূর
সম্ভব দূরে থাকার
চেষ্টা করি।
ধরতে পারেন
ব্যাকডেটেড৷
☞ আমি একজন
বন্ধু প্রিয় মানুষ৷
☞ যে আমার
সাথে ভাল
ব্যবহার
করে আমিও তার
সাথে ভালো ব্যবহার
করার
চেষ্টা করি।
☞ যার
মনে হিংসা ও
অহংকার
আছে তাকে আমি একদম
দেখতে পারি না।
☞ আমার
ঘুরতে খুবই
ভালো লাগে। ☞
আমি সবার
থেকে একটু
আলাদা।

আমি মাঝে মাঝে খেতেও
ভুলে যায়৷
☞ আমি ছোট
বেলা থেকেই
চুপচাপ
আনমনা স্বভাবের।
কি করে হলাম
তা জানিনা৷
একলা মনে অবিরাম
ঘুড়ি উড়াই।
নিজেকে সাজাই।
কল্পনায় হারাই।
কখনো স্বপ্ন
আকি।
কখনো স্বপ্ন
কুড়াই।
মাঝে মাঝে নিজেকে অর্থহীন
মনে হয়। আবার
মাঝে মাঝে নিজেকে লাগে অচেনা৷
☞ অনেকের মত
মেয়েদের
পিছনে ঘুরতে ভালো লাগেনা,
যদি নিজে এসে ধরা দেয়
তাহলে চিন্তা করে দেখবো৷
☞ স্বপ্ন
দেখতে ভালোবাসি কিন্তু
পূরন হয়না৷
সুখের
আসা করি কিন্তু
পাই না, যদিও পাই
টিকে থাকেনা৷
আমার
জীবনটা এমনি যে,
সুখ
ক্ষনিকের জন্য
ধরা দেয়, তখন
সুখের
সীমা থাকেনা,
হঠাৎ করে কাল
বৈশাখী ঝড়
এসে লন্ড-ভন্ড
করে দেয়,
হারিয়ে ফেলি সুখটাকে আর
খুঁজে পাইনা সেই
সুখটা৷ তখন খুব
কষ্ট হয় আর এই
কষ্টের
মাঝে বেঁচে থাকতে হয়৷
☞ এত দুঃখের
মাঝেও সবসময়
আনন্দে থাকার
চেষ্টা করি।
কাউকে বুঝতে দিইনা আমার
কষ্ট৷

সর্বপরি আমি নিজেকে বদলানোর
চেষ্টা করি কিন্তু
পারিনা৷
# নিজেকে যেমন সাধারণ ভাবি।
তেমনি ভাবে নিজেকে
অন্যদের থেকে একটু আলাদা ও মনে হয়।
# কথা কম বলতে চেষ্টা করি। কিন্তু
কথা শুরু
করলে থামি না। প্রশ্ন একটু বেশি করি।
# একান্তই নিজের মত চলার
চেষ্টা করি কে কি
ভাবলো তা নিয়ে মাথা ঘামাই না ।
# হাসি আমার অনেক ভাল লাগে।
কাউকে যখন
হাসতে দেখি তার
দিকে তাকিয়ে থাকি।।
সে কি ভাববে তা নিয়ে মাথা ঘামাই
না।
# যখন দেখি কেউ আমার
কারনে হাসছে তখন
নিজের কাছেই অনেক ভাল লাগে।
# অকারনে সবসময় মাথায়
চিন্তা নিয়ে ঘুরে বেড়াই।
কিন্তু মাঝে মাঝে তার কারণ
খুজে পাই না।
# আকাশ দেখতে ভালো লাগে।
যেকোন সময় আকাশ
দেখি। যখন মন খারাপ থাকে তখন
আকাশকে সবচেয়ে নিকট সঙ্গী মনে হয়।
# সব কাজ বুদ্ধি দিয়ে করার
চেষ্টা করি কিন্তু দেখি
আমার বুদ্ধি থেকে আবেগ
তাড়াতাড়ি কাজ করে! !
# কারও জন্য কিছু করলে মন দিয়ে করার
চেষ্টা করি।
কারন যার জন্য করব হয়ত সে এতে অনেক
খুশি হবে। হয়ত কোন সময় সেও আমার জন্য
ঠিক
আমারই মত করবে।
# মনে যখন যা আসে তখন তাই করি। এজন্য
প্রায় ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। কারন
আমার
কাছে অনন্য জিনিস থেকে মনের
শান্তি অনেক
বেশি মূল্যবান।
# যে আমাকে Avoid করে তার
কাছে নিজেকে
ভাল প্রমাণ করতে কিংবা প্রকাশ
করতে চাই না।

11/08/2025

Our College campus.. 🥰🖤

Govt. Saadat College, Tangail

04/08/2025

ভৃঙ্গরাজ..!🌼🫶

09/07/2025

শান্তি খুজলে, নীরবে একা থাকো...!😌🌸

05/07/2025

মানুষ তার কল্পনাতেই বেশি সুখী..!😊🖤

12/06/2025

Moon..🌕🫶

চাঁদের আলো সবসময় মানুষকে অন্ধকার থেকে নতুন আশার আলোর পথে নিয়ে আসে...🖤🫶
12/06/2025

চাঁদের আলো সবসময় মানুষকে অন্ধকার থেকে নতুন আশার আলোর পথে নিয়ে আসে...🖤🫶

28/05/2025

Weather..🖤🫶

28/05/2025

আকাশের বুকে একরাশ নীল লেগে আছে,,💙🫶

27/05/2025

প্রকৃতির সৌন্দর্য ফুলকে গিরেই,,🫶🌸

Address

Tangail

Telephone

+8801799270359

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপূর্ণ ইচ্ছে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share