আস্সালামুআলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু_»
আমি একজন অতি সাধারন মাটির মানুষ|
যার শুরু মাটি দিয়ে, শেষও হবে মাটিতে|।
মাটি আমার খাটি, মাটিই আমার আসল ঘাটি|।
দুদিনের দুনিয়ায় অহংকার করার কিছু নেই, শুধু অহংকার
একটাই, আল্লাহ আমাদের মুসলিম ঘরে জন্ম দিয়েছে,
আমরা মুহাম্মদ সাঃ এর উম্মত|
আমার কিছু কথা:
☞ আমি এমনিতেই
ভালো হয়ে চলার
চেষ্টা করি।
তার পরেও
অনেকের
কাছে খারাপ৷ ☞
আমি সাধারন
জীবন যাপন
করি। অনেক
কিছুই আমার
ভিতরে নেই।
☞
আমি নিজেকে কখনোই
অন্যের থেকে বড়
মনে করি না।
☞ কেউ আমার
কারণে কষ্ট পাক
সেটা আমি চাইনা।
☞
আমি নিজেকে সবার
কাছে তুলে ধরতে চেষ্টা করি।
☞
আমি আধুনিকতা থেকে যতদূর
সম্ভব দূরে থাকার
চেষ্টা করি।
ধরতে পারেন
ব্যাকডেটেড৷
☞ আমি একজন
বন্ধু প্রিয় মানুষ৷
☞ যে আমার
সাথে ভাল
ব্যবহার
করে আমিও তার
সাথে ভালো ব্যবহার
করার
চেষ্টা করি।
☞ যার
মনে হিংসা ও
অহংকার
আছে তাকে আমি একদম
দেখতে পারি না।
☞ আমার
ঘুরতে খুবই
ভালো লাগে। ☞
আমি সবার
থেকে একটু
আলাদা।
☞
আমি মাঝে মাঝে খেতেও
ভুলে যায়৷
☞ আমি ছোট
বেলা থেকেই
চুপচাপ
আনমনা স্বভাবের।
কি করে হলাম
তা জানিনা৷
একলা মনে অবিরাম
ঘুড়ি উড়াই।
নিজেকে সাজাই।
কল্পনায় হারাই।
কখনো স্বপ্ন
আকি।
কখনো স্বপ্ন
কুড়াই।
মাঝে মাঝে নিজেকে অর্থহীন
মনে হয়। আবার
মাঝে মাঝে নিজেকে লাগে অচেনা৷
☞ অনেকের মত
মেয়েদের
পিছনে ঘুরতে ভালো লাগেনা,
যদি নিজে এসে ধরা দেয়
তাহলে চিন্তা করে দেখবো৷
☞ স্বপ্ন
দেখতে ভালোবাসি কিন্তু
পূরন হয়না৷
সুখের
আসা করি কিন্তু
পাই না, যদিও পাই
টিকে থাকেনা৷
আমার
জীবনটা এমনি যে,
সুখ
ক্ষনিকের জন্য
ধরা দেয়, তখন
সুখের
সীমা থাকেনা,
হঠাৎ করে কাল
বৈশাখী ঝড়
এসে লন্ড-ভন্ড
করে দেয়,
হারিয়ে ফেলি সুখটাকে আর
খুঁজে পাইনা সেই
সুখটা৷ তখন খুব
কষ্ট হয় আর এই
কষ্টের
মাঝে বেঁচে থাকতে হয়৷
☞ এত দুঃখের
মাঝেও সবসময়
আনন্দে থাকার
চেষ্টা করি।
কাউকে বুঝতে দিইনা আমার
কষ্ট৷
☞
সর্বপরি আমি নিজেকে বদলানোর
চেষ্টা করি কিন্তু
পারিনা৷
# নিজেকে যেমন সাধারণ ভাবি।
তেমনি ভাবে নিজেকে
অন্যদের থেকে একটু আলাদা ও মনে হয়।
# কথা কম বলতে চেষ্টা করি। কিন্তু
কথা শুরু
করলে থামি না। প্রশ্ন একটু বেশি করি।
# একান্তই নিজের মত চলার
চেষ্টা করি কে কি
ভাবলো তা নিয়ে মাথা ঘামাই না ।
# হাসি আমার অনেক ভাল লাগে।
কাউকে যখন
হাসতে দেখি তার
দিকে তাকিয়ে থাকি।।
সে কি ভাববে তা নিয়ে মাথা ঘামাই
না।
# যখন দেখি কেউ আমার
কারনে হাসছে তখন
নিজের কাছেই অনেক ভাল লাগে।
# অকারনে সবসময় মাথায়
চিন্তা নিয়ে ঘুরে বেড়াই।
কিন্তু মাঝে মাঝে তার কারণ
খুজে পাই না।
# আকাশ দেখতে ভালো লাগে।
যেকোন সময় আকাশ
দেখি। যখন মন খারাপ থাকে তখন
আকাশকে সবচেয়ে নিকট সঙ্গী মনে হয়।
# সব কাজ বুদ্ধি দিয়ে করার
চেষ্টা করি কিন্তু দেখি
আমার বুদ্ধি থেকে আবেগ
তাড়াতাড়ি কাজ করে! !
# কারও জন্য কিছু করলে মন দিয়ে করার
চেষ্টা করি।
কারন যার জন্য করব হয়ত সে এতে অনেক
খুশি হবে। হয়ত কোন সময় সেও আমার জন্য
ঠিক
আমারই মত করবে।
# মনে যখন যা আসে তখন তাই করি। এজন্য
প্রায় ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। কারন
আমার
কাছে অনন্য জিনিস থেকে মনের
শান্তি অনেক
বেশি মূল্যবান।
# যে আমাকে Avoid করে তার
কাছে নিজেকে
ভাল প্রমাণ করতে কিংবা প্রকাশ
করতে চাই না।