
22/07/2025
মনে অনেক কষ্ট নিয়ে লিখলাম:
আমি ওদের কাউকে চিনি না হয়তো কাউকে দেখিনি আমার কিছু লাগে না কিন্তু ওদের কোন পোস্ট দেখলে চোখের পানি ধরে রাখতে পারছিনা, আমি লিখছি আর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে, ঔ বাচ্চাদের মা বাবা ভাই বোন ওদের কেমন লাগছে আজ করতে পারছি আমারি তো বুক ফেটে চিৎকার করে কাঁদতে মন চাইছে,
যে সন্তান গুলো বেচে আছে আল্লাহ আপনি তাদের উপর রহমত নাজিল করুন, আর যারা বেচে নেই তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন,
আর সন্তানদের মা বাবা কে এই কঠিন সুখ সইবার তৌফিক দান করুন, তা না হলে বাবা মা গুলো বুক ফেটে মারা যেতে পারে,
আমি আর লিখতে পারছি না আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাই কে হেফাজত করেন, 😂😂😂😂😂
আমিন