15/12/2024
তোমার মনের আঙ্গিনা তে
প্রজাপতির রঙিন ডানায়
কোন এক নিরিবিলি ক্ষণে
চোখে পড়বে ওই স্বপ্ন ডানার রূপের ঝলক
তখনই মনে করবে তোমার জন্য ভাবছি বসে পৌঁছে দিলাম সেই ভালোবাসা
রয়ে যাবে আমরণ