Priceless value BD

Priceless value BD পড় তোমার প্রভুর নামে যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক!!

21/11/2025

ষ্টেশনে আজ অনেক ভীড়!

হয়তো আমাকে ভালোবাসার জন্যেই বেছে নেওয়া হয়েছে এই দিন।

যাত্রা থেমে গেছে এবার আমার নেমে যাবার পালা।

21/11/2025

আমি ভালোবাসায় বিশ্বাস করি কিন্তু কেও আমাকে ভালোবাসে এটা আমি বিশ্বাস করি না...! 💔
যে গাছ ধরি সেটাই হেলে পড়ে। আমাকে বুঝিয়ে দেই। আমি নেই সেখানে💔

পূর্ণতার স্বাদ কি রকম-🖤
"-তা আমার কখনো জানা হবে না..!!

12/11/2025

উত্তাল সমুদ্র তোমাকে ঢেউ চেনাবে, চূপ করে বসে থাকো!
স্রোতের সাথে গা ভাসিয়ে চলতে থাকেন, কিনারা অবশ্যই আসবে 🙂👍

07/11/2025

___তবে হোক নিশ্চয়তা নৈঃশব্দে নিস্তব্ধতা আর নির্জনতা বক্ষে আগলে অরণ্যে নির্বাসন। 🖤

07/11/2025

__"যারে একাকীত্ব পায়,
তারে আর কেও পাই নাহ্...!¡😅❤️‍🩹

31/10/2025

!ঋণখেলাপী জীবন!

জীবনের কাছে সময় চেয়েছি;
ব্যস্ততা তার- কী ভীষণ তাড়াহুড়া!
অথচ খোঁজ নিয়ে দেখি;
জীবনের পুরোটাই মৃত্যুর কাছ থেকে ধার করা!

31/10/2025

সমুদ্র বলে — নীরবতাতেই শক্তি লুকায়, 🌊
পাখি বলে — মুক্তিই আসল জীবনের পরিচয়। 🕊️
আর আকাশ শেখায় —বিশাল হতে হয়!⛅
কিন্তু মন নিজেই তো বন্দি হয়ে থাকে নিজ এলোমেলো ভাবনায়🤗

30/10/2025

৩০ অক্টোবর রোজ ২০২৫
বৃহস্পতিবার।

" ইমোশনাল ইনভেস্টমেন্ট – পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট"...

মানুষ টাকা হারালে ফেরত পেতে পারে. সময় হারালেও নতুন সুযোগ আসে. কিন্তু ভুল জায়গায় দেওয়া ইমোশন কখনো ফেরত আসে না।

সবাই আপনার মতো বুঝবে না. অনুভব করবে না.তাই হৃদয় উজাড় করে ভালোবাসার আগে ভেবে নিন আপনার এনার্জি, সময়, অনুভূতি – এগুলো অমূল্য! যেখানে মূল্য নেই, সেখানে বিনিয়োগ নয় নিজেকে সুরক্ষিত রাখাটাও একটা ভালোবাসা নিজের প্রতি...!

____রাফা।

25/10/2025

!যন্ত্রণা আমার কাছে অনুপ্রেরণা!

আমি অপমান সহ্য করে নেই ঠিকই, কিন্তু ভেতরে জমে থাকা ক্ষ'ত ভুলে যাই না। কারণ অপমান ভুলে গেলে, মানুষ চেনার চোখটা অন্ধ হয়ে যায়।

যে অবহেলা আমার নিঃশ্বাস আটকে দেয়, যে কটু বাক্য আমার বুকের ভেতর আগুন জ্বালিয়েছে; সব আমি সযত্নে মনের তাকেই সাজিয়ে রাখি।

ভুলে গেলে চলবে না, ভুলে গেলে আবারো একই হাতে নিজেকে সঁপে দিতে হয়।

আমি ক্ষমা করতে জানি, কিন্তু কষ্টের ইতিহাস মুছে দিই না।

যন্ত্রণা আমার কাছে অনুপ্রেরণা হয়ে থাকে; যাতে আমি বারবার শিখি, কাকে কাছে রাখবো আর কাকে নয়।

____রাফা।

25/10/2025

__নাট্যশালা__

পৃথিবী এক আশ্চর্য নাট্যশালা, এখানে মানুষ জন্মের দরজা দিয়ে হাত-পা ছুড়তে ছুড়তে প্রবেশ করে মৃত্যুর দরজা দিয়ে বেরিয়ে যায়। মাঝখানে কিছু অলিখিত সংলাপে অভিনয়। যার এক্সপ্রেশন যত ভালো, তিনি তত বড় অভিনেতা। এরপর লাইটস অফ!

__রাফা।

25/10/2025

জীবন বড় আশ্চর্যের!

শেষ বিকেলে রোদটা খুব চড়া হয়। প্রদীপ তেলশূন্য হয়ে গেলে ধপ করে যেমনি করে একবার জ্বলে উঠে নিভে যায়, ঠিক তেমনি জীবনও কখনো কখনো জ্বলে ওঠে, এরপর আবার নিভে যায়। স্ট্রেচারে ভর করে রোগী যখন হাসপাতালের পরিবেশ ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসে, শূন্য পায়ে একটিবার তারও ভীষণ ইচ্ছে জাগে দৌড় দিই-দিনশেষে জীবন বড় আশ্চর্যের।

__রাফা।

25/10/2025

_আমি চৈত্রের রৌদ্রপ্রখর দিনে_

উত্তপ্ত মরুভূমির শেষ প্রান্তে খুঁজে দেখেছি। কিংবা বর্ষার তুমুল বৃষ্টিতে সারা সন্ধ্যেবেলা ভিজেছি। ঘন কুয়াশাকে পেছনে ফেলে আমি প্রতিনিয়ত তোমার পেছনে ছুটেছি। প্রতিটি জোৎস্নারাত আমি একাকিত্বকে সঙ্গী করে দেখেছি- আমার জীবনে কখনো ভালোবাসা ছিল না!

‌ ___রাফা।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priceless value BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share