কোরিয়ান ভাষা শিখুন

কোরিয়ান ভাষা শিখুন Alhamdulillah for Everything

안녕하세요💜💜

07/04/2024

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন।কে কেমন পরীক্ষা দিলেন।

17/01/2024

আমরা মূলত কম-বেশি সবাই জানি কোরিয়াতে এখন শীতকাল চলতেছে। কিন্তু আপনারা জানেন কি কোরিয়াতে কোন কোন মাস মিলে শীতকাল,সাধারণত (ডিসেম্বর, জানুয়ারী, ফেব্রুয়ারী) মাস মিলে কোরিয়াতে শীতকাল বিরাজ করে।

10/01/2024

আপনারা কি জানেন কোরিয়ানরা কতোটা সময় সচেতন।কোরিয়ানদের অফিস যদি শুরু হয় সকাল ৯ টায় তাহলে কোরিয়ানরা কোম্পানিতে পৌঁছায় ৮টা ৫০ মিনিটে।আপনি যদি কোরিয়াতে যান তাহলে আপনাকেও এইভাবে টাইম মেইনটেইন করতে হবে।

08/01/2024

Eps-topik -এ লিসেনিং ভালো করার সবচেয়ে সঠিক উপায় আমি মনে করি শব্দের Expression. আর Expression একটা শব্দের অনেক গভীরতা প্রকাশ করে।

07/01/2024

잘 자요(জাল জাইও)[শুভ রাত্রি ]

18/12/2023

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।কালকে রাত থেকে আমি এই অবধি খুব খারাপ অভিজ্ঞতা অর্জন করলাম। শখের বসে পেইজটা আমি খোলেছি আর কিছু কারণেয়। আমি তেমন ভিডিও ছাড়ি না কারণ সামনে আমার মাস্টার্স পরীক্ষা।ভাবছি পরীক্ষা শেষে নিয়ম করে ভিডিও ছাড়বো।কিন্তু যে অভিজ্ঞতা হলো!! কোরিয়ান ভাষা টা মূলত সম্পূর্ণ ভিন্ন একটা দেশের ভাষা।যিনারা মূলত eps মাধ্যমে কোরিয়া যায়, তারাই এই ভাষাটা শিখে।তো কথার মধ্যে কথা হচ্ছে যে,ভাই আমিও যে সব জানি তা নয়।বা আমি নিজেকে কোনো কোরিয়ান অথবা টিচার হিসাবেও শিখাতে আসিনি। আপনারা আমাকে আপনাদের মত একজন ভাবতে পারেন।আমার জাস্ট এইটুকু ইচ্ছা যে, যারা এই পথে আছেন তাড়া সহজভাবে সঠিকভাবে শিখুক যেনো কোনো একদিন কোরিয়া নিলে আল্লাহ,কোরিয়ান মালিকদের সাথে কথা বলতে সংকুচ ফিল না করেন তারপর কোরিয়ান দের কথা তাড়াতাড়ি ধরতে পারেন।এই চিন্তা মাথাই নিয়েই আমি পেইজটা খুলি যে eps -এর ভাইয়েরা ২ টা নির্ধারিত বই পড়ার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে যে কথা গুলো না বললেই নয় সেইসব কথা যেন কোরিয়ান ভাষায় বলতে পারেন একদম কোরিয়া গিয়ে প্রথম থেকেই কোনো ভাইকে যেন ১ বছর কাজ করতে করতে ভাষা ধরতে না হয়।নিজের যা প্রয়োজন তা যদি মালিক বা অন্যদের সাথে নাইবা বলতে পারি কিংবা কিছু একটা ধরকারে দেশে স্যার কে ফোন করে মালিকের সাথে কথা বলিয়ে প্রবলেম সমাধান করতে হয় তাহলে কি ব্যাপারটা কষ্টদায়ক নয়কি? কিছু ভাই বলছেন ভাইরাল হতে নাকি চাচ্ছি!কেন ভাই আমি কি গান-বাজনা বা নাচতেছি এইখানে,যে ভাইরাল হওয়া কথা টানেন!মানুষ মাত্রই ভুল, আমারো ভুল হতেই পারে আমার কথা হলো ভুল হলে ভুল কেন হইছে ঐটার প্রমানসহ উপস্থাপন করোন আমিও শিখবো।আপনারা কি আমার শত্রু যে আপনাদের আমি ভুল কিছু শিখাবো? শেষে একটা কথাই বলবো কারো যদি মনে হয় আমার দেওয়া ভিডিও গুলোতে ভুল আছে তাড়া ভিডিও টা দেখবেন না শুধু শুধু খারাপ মন্তব্য করে অন্যদের দ্বিধায় ফেলবেন না।

18/12/2023

জিউত শব্দের প্রথমে বসলে এর উচ্চারণ ছিউতের মতো হয় এই ধারণা থেকে বের হয়ে আসেন।জিউত শব্দের প্রথমে বসলে এর উচ্চারণ সবসময়ই (জ) -ই হবে। বিস্তারিত ভিডিও তে দেয়া আছে। দয়া করে দেখবেন,অযথা তর্ক করতে সত্যি খারাপ লাগে।আধু জানবেন না সঠিক টা অযথা তর্ক করবেন!!সঠিক টা আপনাদের জানানোর চেষ্টা করলেও বলেন যে,নিজেকে কোরিয়ান মনে করেন অনুক/তমুক। তো বলছি আমি নিজেকে কোনো কোরিয়ান বা টিচার মনে করিনা যতোটুকু জানি শুধু সেইটুকু-ই তোলে ধরার চেষ্টা করি।এইটুকু বিশ্বাস রাখতে পারেন আমি যা-ই শিখাই না কেনো ভুল কিছু শিখাবো না।

17/12/2023

সকালে আমি একটা পোস্ট করি যেইখানে আমি লিখছি 좋은 아침이에요 যেইটার বাংলা উচ্চারণ লিখেছি (জুন আছিমিএইও)।তো অনেকেই দেখছি বলছেন যে, জুন কিভাবে হলো! হে আমি মানছি উচ্চারণ অনুযায়ী লিখাটা জুউন আছে। কিন্তু আপনি যখন কথা বলতে যাবেন তখন কিন্তু উচ্চারণে একটু হের-ফের হবেই।যখন আপনি পড়তে যাবেন তখন জুউন উচ্চারণ করবেন তবে যখন কোরিয়ান কোনো লোক বা কারো সাথে কোরিয়ান ভাষায় কথা বলবেন তখন জুউন -এর (উ) টা লুপ্ত অবস্থায় থাকবে।তখন ভয়েসটা জুন -এর মত হবে।বিশ্বাস না হলে কোরিয়ান কোনো ড্রামা/মুভি বা কোনো কোরিয়ান এ্যাপ থেকে আপনি ট্রাই করতে পারেন যে,আমি আধো ভুল কিছু বলছি কিনা।

17/12/2023

좋은 아침이에요(জুন আছিমিএইও =শুভ সকাল)

Good morning everyone ☕☕
20/10/2023

Good morning everyone ☕☕

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোরিয়ান ভাষা শিখুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোরিয়ান ভাষা শিখুন:

Share