18/12/2023
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।কালকে রাত থেকে আমি এই অবধি খুব খারাপ অভিজ্ঞতা অর্জন করলাম। শখের বসে পেইজটা আমি খোলেছি আর কিছু কারণেয়। আমি তেমন ভিডিও ছাড়ি না কারণ সামনে আমার মাস্টার্স পরীক্ষা।ভাবছি পরীক্ষা শেষে নিয়ম করে ভিডিও ছাড়বো।কিন্তু যে অভিজ্ঞতা হলো!! কোরিয়ান ভাষা টা মূলত সম্পূর্ণ ভিন্ন একটা দেশের ভাষা।যিনারা মূলত eps মাধ্যমে কোরিয়া যায়, তারাই এই ভাষাটা শিখে।তো কথার মধ্যে কথা হচ্ছে যে,ভাই আমিও যে সব জানি তা নয়।বা আমি নিজেকে কোনো কোরিয়ান অথবা টিচার হিসাবেও শিখাতে আসিনি। আপনারা আমাকে আপনাদের মত একজন ভাবতে পারেন।আমার জাস্ট এইটুকু ইচ্ছা যে, যারা এই পথে আছেন তাড়া সহজভাবে সঠিকভাবে শিখুক যেনো কোনো একদিন কোরিয়া নিলে আল্লাহ,কোরিয়ান মালিকদের সাথে কথা বলতে সংকুচ ফিল না করেন তারপর কোরিয়ান দের কথা তাড়াতাড়ি ধরতে পারেন।এই চিন্তা মাথাই নিয়েই আমি পেইজটা খুলি যে eps -এর ভাইয়েরা ২ টা নির্ধারিত বই পড়ার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে যে কথা গুলো না বললেই নয় সেইসব কথা যেন কোরিয়ান ভাষায় বলতে পারেন একদম কোরিয়া গিয়ে প্রথম থেকেই কোনো ভাইকে যেন ১ বছর কাজ করতে করতে ভাষা ধরতে না হয়।নিজের যা প্রয়োজন তা যদি মালিক বা অন্যদের সাথে নাইবা বলতে পারি কিংবা কিছু একটা ধরকারে দেশে স্যার কে ফোন করে মালিকের সাথে কথা বলিয়ে প্রবলেম সমাধান করতে হয় তাহলে কি ব্যাপারটা কষ্টদায়ক নয়কি? কিছু ভাই বলছেন ভাইরাল হতে নাকি চাচ্ছি!কেন ভাই আমি কি গান-বাজনা বা নাচতেছি এইখানে,যে ভাইরাল হওয়া কথা টানেন!মানুষ মাত্রই ভুল, আমারো ভুল হতেই পারে আমার কথা হলো ভুল হলে ভুল কেন হইছে ঐটার প্রমানসহ উপস্থাপন করোন আমিও শিখবো।আপনারা কি আমার শত্রু যে আপনাদের আমি ভুল কিছু শিখাবো? শেষে একটা কথাই বলবো কারো যদি মনে হয় আমার দেওয়া ভিডিও গুলোতে ভুল আছে তাড়া ভিডিও টা দেখবেন না শুধু শুধু খারাপ মন্তব্য করে অন্যদের দ্বিধায় ফেলবেন না।