09/10/2022
। সবার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে।
- রাসুল (সঃ) বলেন যে ব্যক্তি জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ বার্ষিকী,
কুলখানি, বা কোন দিবস পালন করেছে সে ততবারই বিদয়াত
করছে আমার সুপারিশ তার জন্য প্রযোজ্য নয়।
(বুখারি ২৬৯৭/মুসলিম ১৭১৮/মেশকাত১৪০)
- যে ব্যক্তি রাসুল (সঃ) উনি নিজে জন্মদিন পালন করতে নিষেধ
করেছে আমরা তার জন্মদিন পালন করতে ব্যস্ত। উনি এ দিনে
মৃত্যুরবণ করেছে তাহলে আপনারা কি রাসুল (সঃ) মৃত্যুতেও
খুশি.?
- রাসুল (সাঃ) কে ভালোবাসলে জান্নাত নয়,
বরং তার সুন্নত কে ভালোবাসলে জান্নাত, রাসুল (সাঃ) কে তো
তার চাচাও ভালোবাসছে তার কপালে কি জান্নাত জুটেছে.?
আপনি কি রাসুল (সাঃ) কে উনার চাচার চেয়েও বেশি
ভালোবাসেন.?
- রাসুল (সঃ) কি আমাদের এফ বি ফ্রেন্ড যে উনাকে আমরা
জন্মদিনের শুভেচ্ছা জানাবো এফ বি তে.?
- কি ইমান আমাদের।
- আচ্ছা দেখি বলুন তো আজ কয়জনে নামাজ পড়ছেন.?
কয়জনে সুন্নাতি পোশাক পড়েছেন.?
- কয়জনে মেসওয়াক করেছেন.?
- কয়জনে সালাম দিয়েছেন.?
ভেবে কাজ করুন.!
- রাসুল (সঃ) আমাদের এফ বি ফ্রেন্ড না যে উনাকে আমরা
জন্মদিনের শুভেচ্ছা জানাবো এফ বি তে, উনি নিষেধ করেছে
জন্মদিন পালন করতে উনি নিষেধ করছে আর আমরা উনার
জন্মদিন পালন করি।
- আল্লাহ তা' আমাদের হেদায়েত দিক এবং ভেবে চিন্তে
কাজ করার তৌফিক দান করুক।