Dipon Chanda

Dipon Chanda Tips & Tricks with Motivation
Collaboration Mail: [email protected] Greetings! Led cross-functional teams for successful events at BYLCX.
(40)

I'm Dipon Chanda, a seasoned professional with a background in English, fashion, and technology. From my roots at Stanford University Bangladesh to thriving at Bangladesh Honda, I've navigated diverse roles with excellence.

🚀 Achievements:

Streamlined office processes for a 20% productivity boost at Global Express. Safeguarded confidential data, reducing retrieval time by 30% at Bangladesh Honda

. Ensured business continuity and crisis response at Invedus. Implemented an Employee Recognition Program, raising satisfaction scores at Tata Memorial. Currently, I'm virtually collaborating with national firms and freelance platforms, providing top-notch support. Let's connect for a potential collaboration! 🤝 "

17/03/2025
আজকে সূর্যাস্ত তা কেমন  বন্ধুরা কমেন্ট করে জানান
09/03/2025

আজকে সূর্যাস্ত তা কেমন বন্ধুরা কমেন্ট করে জানান

এই ছবি দুইটাই আসলে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয় আমরা বহির্বিশ্ব থেকে কমপক্ষে ১০০ বছর পিছিয়ে। ১৯০৩ সালে রাইট ভাতৃদ্বয় কোনরক...
05/03/2025

এই ছবি দুইটাই আসলে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয় আমরা বহির্বিশ্ব থেকে কমপক্ষে ১০০ বছর পিছিয়ে। ১৯০৩ সালে রাইট ভাতৃদ্বয় কোনরকম ইউটিউব ছাড়াই বিমান বানিয়ে আকাশে উড়াল দেয়। ও হ্যা, তারা নিজেরাও কিন্তু অনেক বড় বিজ্ঞানী ছিল তা কিন্তু নয়। বাইসাইকেল বিক্রেতা।
আর আমরা ২০২৫ সালে এসে ইউটিউব দেখে বিমান বানিয়ে প্রথম আকাশে উড়াল দেই।
দুঃখিত, সবার মতন আমিও এত উৎসাহিত হতে পারছি না। কারন ২০২৫ সালের বিমান জটিল সব ইঞ্জিয়ারিং এর সংমিশ্রণ। সেফটি ফিচার, নেভিগেশন সহ জটিল জটিল সব টেকনোলজি সংযুক্ত এখনকার বানিজ্যিক বিমানে।
হয়তো বলবেন, "তাও তো করছে। আপনি তো তাও পারবেন না"
ভাই আমিও পারব, কিন্তু করব না। এইটা টাকার অপচয় ছাড়া কিছু না। একটা কাঠের টুকরাতে ৪টা চাকা লাগায়ে ব্যাটারি সংযুক্ত করলে সেটারে কি আপনি বলবেন আমি গাড়ি বানায়ে ফেলেছি?
বর্তমানে অনেক পুলাপাইনই ড্রোন বানাচ্ছে, আকাশেও উড়াচ্ছে। বড় সাইজের বানালে কি মানুষ উড়বে না? ফায়দা কি? নতুন কিছু তো আবিষ্কার হচ্ছে না। অলরেডি এগুলো বাজারে আছেই। আর ইউটিউবেও অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পাবেন।
ধরেন এই ছেলেকে সরকারি চাকুরী দেয়া হলো, বিদেশে নিয়ে গিয়ে এয়ার নেভিগেশন সিস্টেম ট্রেইনিং দিয়ে নিয়ে আসা হলো। আপনার কি মনে হয়? তার ব্রেইন এই জটিল হিসাবগুলো বোঝার জন্য প্রস্তুত? তার মেধাকে আমাদের কোন কাজে লাগাতে পারব?

অফিস ই কাজের চাপে কনটেন্ট করা হয়ে উঠে না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
20/02/2025

অফিস ই কাজের চাপে কনটেন্ট করা হয়ে উঠে না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।

আপনি কি একজন প্রফেশনাল মারচেন্ডাইজার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান কিন্তু পর্যাপ্ত দক্ষতা থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ...
19/02/2025

আপনি কি একজন প্রফেশনাল মারচেন্ডাইজার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান কিন্তু পর্যাপ্ত দক্ষতা থাকা সত্ত্বেও ইন্টারভিউতে প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হচ্ছেন? পুরো চার বছরের কোর্স করার পরও সঠিক প্রস্তুতির অভাবে অনেকেই সফল হতে পারেন না। এই সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি একটি সম্পূর্ণ গার্মেন্ট মারচেন্ডাইজার বই। এই বইটির মাধ্যমে আপনি পাবেন চার বছরের প্রিপারেশন এক ছাদের নিচে। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর, প্যাটার্ন মেকিং, গার্মেন্টস প্রোডাকশন, ফ্যাব্রিক্স সম্পর্কিত তথ্য এবং আরও অনেক কিছু। এটি শুধু আপনার ইন্টারভিউ প্রস্তুতি নয়, বরং আপনাকে একটি পূর্ণাঙ্গ মারচেন্ডাইজার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
অর্ডার প্রসেস :
আপনি আমাদের ওয়েবসাইট সরাসরি ভিসিট এবং ওয়েবসাইট পেমেন্ট গেটওয়ে তে পেমেন্ট করে আমাদের ড্রাফট এবং বুক purchase করতে পারবেন। আমরা ম্যানুয়ালি পেমেন্ট গ্রহণ করি না এবং ম্যানুয়ালি প্রোডাক্ট ডেলিভারি দেই না। ড্রাফট এবং বুক সরাসরি পেমেন্ট এর মাদ্ধমে আপনি ওয়েবসাইট এ হাতে পাবেন। আমাদের ওয়েবসাইট ভিসিট করুন :
https://diponfiles.com/

আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার ই  বুক টি purchase করেছেন। সামান্য হলেও সফল  হয়েছি পরিশ্রমের মাধ্যমে।
17/02/2025

আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার ই বুক টি purchase করেছেন। সামান্য হলেও সফল হয়েছি পরিশ্রমের মাধ্যমে।

আজকে খুব আনন্দ  লাগছে। ফেইসবুক থেকে ইনকাম করা যায় এটা জাস্ট শুনতাম আর অবাক হতাম। আজকে বিশ্বাস হলো। আমার লিখা বই আর ফেইসব...
16/02/2025

আজকে খুব আনন্দ লাগছে। ফেইসবুক থেকে ইনকাম করা যায় এটা জাস্ট শুনতাম আর অবাক হতাম। আজকে বিশ্বাস হলো। আমার লিখা বই আর ফেইসবুক থেকে ইনকাম হবার পর আজকে এই মোবাইল টা কিনতে পেরেছি। আমি জানি এটা অনেকের কাছে খুব সামান্য। বাট আমার কাছে অনেক বড়ো একটা উপহার। সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমি এভাবেই এগিয়ে যেতে পারি।

বর্তমান সময়ে অনেকেই আমরা  আছি যারা  বিভিন্ন ধরনের  কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহন  করি । এই পরীক্ষাগুলোর  মধ্যে অন্যতম    ...
14/02/2025

বর্তমান সময়ে অনেকেই আমরা আছি যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহন করি । এই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হলো বিসি এস , ব্যাংক এবং বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানী । বিসিএস, ব্যাংক, এর পরীক্ষার পর্যাপ্ত প্রিপারেশন থাকলেও মাল্টিন্যাশনাল পরীক্ষায় ইংরেজী পার্টে আমরা অনেক সময়ে পিছিয়ে পড়ি এর প্রধান কারণ হচ্ছে যথাযথ প্রিপারেশন না নেওয়া এবং পরীক্ষার প্রশ্নের প্যাটার্ণ না বুঝে অন্য টপিক নিয়ে ভুলভাল আলোচনা করা । এর ফলে অনেকেরই আশানুরুপ ফলাফল আসে না । যার ফলশ্রুতিতে চাকুরীর পরীক্ষায় টিকা যায় না । এর এই পরিপ্রেক্ষিতে দিপন একাডেমী নিয়ে এসেছে এক অন্যন্য পিডিএফ বুক ডেসক্রিপটিভ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম" যার মাধ্যমে আপনারা শুধুমাত্র এক মাসেই আপনার কাঙ্খিত পরীক্ষার প্রস্তুতি ফুটিয়ে তুলতে পারেন পরীক্ষার খাতায় । বিভিন্ন মাল্টিন্যাশনাল পরীক্ষার প্রশ্নের আলোকে বইটি রচনা করা হয়েছে এবং টপিকগুলি এমনভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে আপনারা সময়ের সাথে তাল মিলিয়ে মুল কথা লিখতে পারেন ।

চাকরির পরীক্ষায় ভালো করতে ইংরেজি রচনার দক্ষতা অত্যন্ত গুর“ত্বপূর্ণ।
🖊এই চিন্তা থেকেই রচনা করা হয়েছে "ডেসক্রিপটিভ ইংলিশ ফর কম্পিটিটিভএক্সাম"।
✨ বইটির বিশেষত্ব:
✔ সম্পূর্ণগাইডলাইন: রচনার বিষয়বস্তু নির্ধারণ থেকে শুরু “ করে নিখুঁত উপসংহার লেখার পদ্ধতি পর্যন্ত ধাপে ধাপে নির্দেশনা।
✔ আধুনিক উদাহরণ: বর্তমান সময়ের গুর“ত্বপূর্ণ বিষয় নিয়ে রচনা অনুশীলন।
✔ প্রতিযোগিতামূলক মান: চাকরির পরীক্ষার মান অনুযায়ী লেখা প্রস্তুতির উপযোগী।
✔ ভোকাবুলারি ও গ্রামার উন্নয়ন: ভাষার উপর দৃঢ় দখল নিশ্চিতকরে।
লেখকের কথা:
"এই বইটি শুধু একটি গাইড নয়; এটি একটি দিক নির্দেশক, যা আপনাকে কেবল পরীক্ষা পাশ নয়, বরং নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করবে।"
🎯যাদের জন্য: এই বইটি মূলত সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য লেখা হয়েছে।
বইটি অর্ডার করার জন্য সরাসরি আমাদের বিকাশ এ পেমেন্ট করে আপনার পিডিএফ বইটি বুঝে নিতে পারবেন।
বিকাশ নম্বর: 01689271306
আমাদের ওয়েবসাইট :: https://diponfiles.com/

13/01/2025

সবাই কেমন আছেন কমেন্ট করে জানান।

26/12/2024

অনেক বেশি ব্যাস্ত আছি তাই ঐরকম কাজ করতে পারতেসি না। তাই আমার একটিভ ভাইবোনদের সাথে লাইভ ই কথা বলতে চাচ্ছি। আগামীকাল রাতে আসবো ৭. ০০ টায়। সবাই থাকবেন তো।

"আপনার প্রয়োজনীয় ফাইল সমাধানের কেন্দ্রবিন্দু"বিবরণ:https://diponfiles.com/ - চুক্তি, কাগজপত্র এবং শিক্ষামূলক নোটের জন্...
21/12/2024

"আপনার প্রয়োজনীয় ফাইল সমাধানের কেন্দ্রবিন্দু"

বিবরণ:
https://diponfiles.com/ - চুক্তি, কাগজপত্র এবং শিক্ষামূলক নোটের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম। কর্পোরেট নথি, ব্যবসায়িক পরিকল্পনা এবং শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক ফাইল সবই এক জায়গায়। এখনই খুঁজুন এবং আপনার কাজ সহজ করুন।"

Address

City Center, Borokalibari Road
Tangail
3500

Alerts

Be the first to know and let us send you an email when Dipon Chanda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipon Chanda:

Share