16/09/2025
মাদরাসা শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট, ডিসি-সচিবের দায়িত্ব পালন করতে হবে
নিজস্ব প্রতিনিধি :
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসাইন বলেছেন, যারা মাদ্রাসায় লেখাপড়া করে আমি তাদের বলবো, আপনারা মাদ্রাসায় লেখাপড়া শেষ করে মেইন স্ট্রিমে ভর্তি হয়ে এমএ পাস করেন। তারপর বিসিএস পরীক্ষা দেন। এরপর আপনারা ম্যাজিস্ট্রেট, টিএনও, ডিসি, সচিব হিসেবে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করুন।
গতকাল রোববার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের নির্ধারিত প্রোগ্রামে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আলেমরা যদি জনগণের কাছে যান এবং তাদের বলেন আমরা এইভাবে এইভাবে দেশটাকে সাজাতে চাই, আর জনগণ যদি তাদের নির্বাচিত করেন এবং এর দ্বারা যদি পার্লামেন্টে একটি উল্লেখযোগ্য অংশ আলেমদের হয়, আর ওই সরকার যদি কোন 'গভর্মেন্ট ফোরাম' করে তাহলে আলেমরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তাহলে উনারা সমাজে যেভাবে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটা গভর্মেন্টের মাধ্যমেও করতে পারবেন। কেননা বাংলাদেশ ৯২% মুসলমানের দেশ। তারা ফ্রিডমলী মুসলমান। কাজেই তারা এদেশে কুরআন-সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চাইতেই পারেন।
তিনি আরও বলেন, আমি জনগণকে বলি, আমাদের এসকারসিটি আছে, লেকিন আছে, কিন্তু মিডিয়া আমাদের হাতে নেই। আমাদের কোন পত্রিকা নেই। একটি প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া বা টেলিভিশন নেই আমাদের। যার কারণে আমাদের জোগান থাকা সত্ত্বেও আমরা সাকসেস হতে পারছি না। এজন্য আমাদের সমাজ নিয়ে ভাবতে হবে।পরিকল্পিতভাবে কাজ করতে হবে।