NorthFix

NorthFix Fixing Homes with Cares

🏡 ঘরের ছোট সমস্যা? এখন আর বড় চিন্তা নয়!NorthFix আছে আপনার পাশে — “Fixing Homes with Care” 💪আমাদের এক্সপার্ট টিম থেকে এখন...
17/07/2025

🏡 ঘরের ছোট সমস্যা?
এখন আর বড় চিন্তা নয়!
NorthFix আছে আপনার পাশে — “Fixing Homes with Care” 💪

আমাদের এক্সপার্ট টিম থেকে এখনই পান👇
🔌 Electric Repair
🎨 Painting
🧹 Home Cleaning
🚿 Plumbing

✅ দক্ষ টেকনিশিয়ান
✅ নির্ভরযোগ্য সার্ভিস
✅ সময়মতো ডেলিভারি
✅ সাশ্রয়ী মূল্য

📍 সার্ভিস এরিয়া: উত্তরা, সব সেক্টর
📞 এখনই কল/হোয়াটসঅ্যাপ করুন: +88 01676667098

ঘর ঠিক রাখুন, মনে রাখুন NorthFix!
📲 আমাদের পেইজে ফলো করুন – নতুন অফার পেতে ভুলবেন না!

অশ্রুজলে ক্ষমা চাওয়ার সুযোগ হোক সবার! ☺
26/10/2024

অশ্রুজলে ক্ষমা চাওয়ার সুযোগ হোক সবার! ☺

23/10/2024

কি আজব ব্যাপার তাই না?
বিশাল সমুদ্রের মালিক পছন্দ করেন এক ফোঁটা চোখের জল!

14/10/2024

TALK TO YOURSELF!

নিজের প্রতিভা আবিষ্কার করুন: অন্যের সফলতায় হতাশ না হয়ে, নিজের পরিচয়ে গর্বিত থাকুন

অনেক সময় আমরা অন্যের সফলতা দেখে নিজের প্রতি হতাশ হয়ে পড়ি। বিশেষ করে, মা-বাবারা যখন অন্যের সন্তানদের সাথে তুলনা করেন, তখন অনেক ছেলে-মেয়েই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তবে এটা মনে রাখতে হবে, প্রতিটি মানুষই ভিন্ন এবং সবার মধ্যেই কিছু বিশেষত্ব লুকিয়ে আছে।

প্রথমেই বুঝতে হবে, সবার মধ্যে আলাদা আলাদা প্রতিভা আছে। আপনার মধ্যেও এমন কিছু লুকিয়ে আছে, যা আপনাকে আলাদা করে তোলে। তাই, অন্যের সফলতা দেখে হতাশ না হয়ে, নিজের মধ্যে থাকা প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করুন। সেই প্রতিভা হয়তো নিজেই খুঁজে বের করতে পারবেন, আবার হয়তো পরিবার বা বন্ধুদের সাহায্য প্রয়োজন হতে পারে।

আমরা প্রায়ই অন্যদের সাথে নিজেদের তুলনা করি, কিন্তু নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার খোঁজে যেতে চাই না। এটা ভুল। অন্যদের মতো হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি একমাত্র আপনিই, আপনার মতো আর কেউ নেই।

মা বাবাদের জন্যও এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার সন্তানকে অন্যের সাথে তুলনা করে তার আত্মবিশ্বাস নষ্ট করবেন না। বরং তার মধ্যে থাকা গুণগুলো খুঁজে বের করতে সহায়তা করুন। তাকে সার্পোট দিন যেন সে নিজের পরিচয়ে নিজেকে খুঁজে পায় এবং তার নিজের মতো করে সফল হতে পারে।

নিজের পথে এগিয়ে চলুন

নিজের প্রতিভা আবিষ্কার করুন এবং সেই প্রতিভার ওপর ভিত্তি করে এগিয়ে যান। মনে রাখবেন, সফলতা অন্যের মতো হওয়ার মধ্যে নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার মধ্যেই আসল সফলতা লুকিয়ে আছে।

নিজেকে যতটা ভালো জানবেন, ততটাই শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে পারবেন।

08/10/2024

Family is not an important thing. It's everything.
- Michael J. Fox

বন্যাদুর্গত কারো নৌকা স্পিড বোট প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।🔴 জর...
22/08/2024

বন্যাদুর্গত কারো নৌকা স্পিড বোট প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
🔴 জরুরি প্রয়োজনে কল করুন (স্পিড বোট বা অন্য যেকোনো কিছু)
★UNO PARSHURAM- 01713187316
★UNO FULGAZI:- 01713186315
★SENA BAHINI:- 01769335461, 01769335434
★RESCUE TEAM ARFAT-01836-889812
★স্পিড বোট,ছাগলনাইয়া -০১৬৩৭১১৯৩৯০(ফয়সাল)
★JASHED - 01818521000
★JOYNAL - 01818746542
★SHOWRAB SHAKIL- 01843-720516
★MIZAN- 01609430285
★SAIKAT- 01831588759
ছাগলনাইয়া 01644364349
ছাগলনাইয়া 01615414520
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
__________________________________________________

অর্থ সহায়তা
১. As Sunnah Foundation
https://www.facebook.com/share/p/Z8U3JPibrqabNy9t/?mibextid=oFDknk
২. Sab'a Sanabil Foundation
https://www.facebook.com/share/p/fo8Nxi1NDxz7DpGc/?mibextid=oFDknk
৩. Muslim Youth, Noakhali
https://www.facebook.com/share/p/SeXFQUScfmVDKvq7/?mibextid=oFDknk
৪. Siraat Foundation
https://www.facebook.com/share/p/LdqD3z4t1eyUf4SK/?mibextid=oFDknk
৫. 3Tk/Day For Ummah
https://www.facebook.com/share/p/EqjPYmMuNmRKqWk6/?mibextid=oFDknk
৬. হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন।
https://www.facebook.com/share/p/8HZGrREYQ9TbiCan/?mibextid=oFDknk
৭. Madrasatus Sunnah Noakhali
https://www.facebook.com/share/p/6D8ywibChigsAU6y/?mibextid=oFDknk
৮. হাফিজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
https://www.facebook.com/share/p/iRKkT5YDmBzE13oG/?mibextid=oFDknk
৯. তরঙ্গ সংঘ।
https://www.facebook.com/share/p/LHi2HfHbXKMRo2VM/?mibextid=oFDknk
১০. কুমিল্লা দাওয়াহ সার্কেল।
https://www.facebook.com/share/p/Nki865hfTCjercQ5/?mibextid=oFDknk

- সংগ্রহীত

12/06/2024

যারা ধুমপান করেন তারা সিগারেট কে কেন বয়কট করেন না? হুজুররাও সিগারেটের বিরোদ্ধে কিছু বলে না, অথচ সেই হুজুররাও কোকের বিরোদ্ধে বলে!
ধুমপান কুরআন দ্বারা স্পষ্ট হারামা আমি ১৬ বছর ধুমপান করেছি যেদিন নিজে কুরআন পড়ে ধুমপান হারাম পেয়েছি সেদিন তওবা করে ছেড়ে দিয়েছি!
কালার পানি আমি কোন দিনও খাই নি কিছু দিন মোজো খেয়েছি কালার পানি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর!
বাংলাদেশের বেশির ভাগ সিগারেট BAT এর আর BAT সবচেয়ে বড় ডোনার ঈসরায়েলের 😁
ত সিগারেট আর সিগারেট খোরদেরকে বয়কট করবেন না?
ধুমপানের ৩ টি উপাদান সরাসরি জাহান্নামের সুরা - ওয়াক্বিয়া -
১. আগুন
২. ধোঁয়া
৩. দূর্গন্ধ
দেখান আপনি ঈমানি জোর কত আছে?
কোকের বেলায় ঈমান তাজা ধূমপানের বেলায় ঈমান হারা কেন ভাইয়ারা?
ধুমপানের সর্বশেষ পরিনতি ঈমান হারা হয়ে মৃত্যু হতে পারে ( হাদীস)

ঈমান তাজা করবেন না ভাই?
যে সব হুজুররা ধূমপান কে হারাম ফতোয়া দেয় না চাকরি হারানোর ভয়ে এরা টাটকা মোনাফেক।


শহরের তুলনায় গ্রামের অবস্থা ভয়াবহ!এই হাদিসের উপর কাজ করা খুব জরুরী।একটা কথা আছে, "গ্রামের মানুষ ততক্ষণ ভালো, যতোটা সময় জ...
27/04/2024

শহরের তুলনায় গ্রামের অবস্থা ভয়াবহ!
এই হাদিসের উপর কাজ করা খুব জরুরী।

একটা কথা আছে, "গ্রামের মানুষ ততক্ষণ ভালো, যতোটা সময় জমি নিয়ে কথা উঠে!"

গ্রামের মানুষদের যদি ইসলামের দাওয়াত সঠিকভাবে পৌঁছে দেয়া যেতো তাহলে অনেক উত্তম হতো।
গ্রামের অধিকাংশ মানুষ ইসলাম বলতে ভাবে, নামাজ পড়া, শীত আসলে মাহফিল করা অনেক টাকা হলে হজ্জ করতে হয়।
কিন্তু ইসলাম যে সম্পূর্ণ জীবন ব্যবস্থা এটা নিয়ে অনেক কাজ করা দরকার।

রাত ১টা বেজে আর আমি এখন লিখতে বসলাম,গতকাল একটা লিখা আমার চোখের সামনে আসে,লিখাঃ "যদি আত্মহত্যা বিধাতা বৈধ করতো, বেঁচে যেত...
20/04/2024

রাত ১টা বেজে আর আমি এখন লিখতে বসলাম,
গতকাল একটা লিখা আমার চোখের সামনে আসে,

লিখাঃ "যদি আত্মহত্যা বিধাতা বৈধ করতো, বেঁচে যেতো হাজার প্রাণ।"
ছোট্ট একটা লাইক, আসুন এই লাইনের প্রতি একটু দৃষ্টি দেই।

যদি আত্মহত্যা বিধাতা বৈধ করতো, বেঁচে যেতো হাজার প্রাণ। আসলে এখানে বেচে যাওয়া বলতে মৃত্যুকে বুঝিয়েছে। আসলে একটা মানুষ কি ইচ্ছে করে মারা যেতে চায়, বা এগুলা নিয়ে ভাবতে চায়?
চায় না!

এখানে তার পরিবেশ, তার ব্যর্থতা, হতাশা, ক্লান্তি , অর্থনৈতিক অবস্থান নানান কিছু নিয়ে একটা মানুষ যখন পেরে উঠে না তখন সে এমন ভাবনাটা মাথায় চলে আসে।

মানুষ আজ বড় অসহায়।
আচ্ছা এই যান্ত্রিকতার শহরে আপনি কখন যে রিক্সায় উঠে প্রায় অফিসে যান, তার খোজ নিয়েছেন, আপনি কখন তার সাথে রাস্তায় দাঁড়িয়ে চা খেতে খেতে জিজ্ঞেস করিয়েন, আপনি কেমন আছেন। আপনি দেখবেন তারা এতটা আন্তরিক যা আপনার কল্পনার বাহিরে।
যারা আমার সাথে রিক্সায় উঠেছেন তারা কিছুটা জানেন।

প্রতিবেশির কথা বা আপনার ঘরের ছেলেটার সাথ কখনো কথা বলেছেন, যে সে চাকুরি না পেয়ে কি ভাবছে, তার কাছে শুনেছেন তিনি কোন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন।
পৃথিবীর প্রত্যেকটি ছেলে চায় তার পরিবারের হাল ধরতে কিন্তু সে একটা চাকুরি ম্যানেজ করতে পারতেছে না। বা আপনার ঘরের মেয়েটা যে কিনা ভয় পাচ্ছে ঘরের বাহিরে যেতে, কে কি কমেন্ট করে বসে। তাকে একান্ত সময় দেয়া হয়েছে এই পরিবেশ নিয়ে, তাহলে জানবে কিভাবে।
আমরা আসলে নিজেরা এতো ব্যক্তিকন্দ্রিক হয়ে গেছি আশেপাশের যে আরো মানুষ আছে সেটা আমরা ভুলে গেছি।

মানুষ যখন তার পাশের মানুষের মূল্যায়ন করতে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, মানুষ তখন হিংস্র হতে থাকে।

কিছু মানুষ আছে যারা নিজের তথা ফ্যামিলির জন্য, অসহায় মানুষের জন্য কিছু করতে গিয়ে বার বার চেষ্টায় ব্যার্থ হয়ে যাচ্ছে। মুখ ফুটে নিজের ব্যার্থতার কথা কাউকে বলতে পারছে না।মানুষের থেকে ঠকে ঠকে এমন পর্যায়ে চলে এসেছে, তারা উপর আল্লাহর কাছে মৃত্যু ভিক্ষা চেয়ে বসেন।

আমি সময় পেলে আমি মুরুব্বিয়ানদের সাথে গিয়ে বসতাম, আমি ছোট বেলাতে দাদা-দাদি নানা-নানি হারিয়েছি। তাদের আদর পাইনি। সেজন্য আমি এই দাদি নানি বয়সের মানুষের সাথে সময় পেলে গল্প করতাম। আসলে তারাও আমাকে যথেষ্ট পছন্দ করতো।

আসলে তারা আমাকে যতটা পছন্দ করেছে এর থেকে বেশি যে ব্যাপারটি কাজ করেছে সেটা হচ্ছে তাদের কেউ একজন সময় দিয়েছে সেটা।
আমি মুরুব্বিয়ান যত জনের সাথে কথা বলেছি তাদের সবার শেষ কথ ছিল।
অপেক্ষায় আছি আল্লাহ মা'বুদ কবে মরন দেয়।
আসলে তারা জীবিত থাকা অবস্থায় মৃত!
এমন অনেক কথা উঠে আসবে!

অভাবসৃষ্ট হতাশা, ব্যর্থতা ও গ্লানির ভার বইতে না পেরে একটা সময় মানুষ আত্মহত্যা করত।
এখন শিক্ষিত তরুণদের মধ্যে আত্মহননের প্রবণতা বাড়ছে।

আমাদের সবার উচিৎ পাশের মানুষটির সাথে একটু ভাল ব্যবহার করা, যথাসাধ্য সাহায্য করা।
না হলে দেখবো মানুষ মৃত্যুকেই বেঁচে যাওয়া হিসেবে নিচ্ছেন।

অনলাইনে লিখাটি দেখে চোখ আটকে গেলো।"কোনো এক মসজিদের অজু করার স্থানের সামনে এ কথাটি লিখা আছে!"আমি গ্রামের বড় হওয়া মানুষ আম...
20/04/2024

অনলাইনে লিখাটি দেখে চোখ আটকে গেলো।
"কোনো এক মসজিদের অজু করার স্থানের সামনে এ কথাটি লিখা আছে!"

আমি গ্রামের বড় হওয়া মানুষ আমি, গ্রামের রাজনীতি তেমন বুঝতে না পারলেও কিছুটা আমলে এসেছে এখন। এতো টুকু বলতে পারি যে, শহরের মানুষের মঝে মায়া কম এটা আমরা প্রায়স বলে থাকি।
কিন্তু গ্রামের মানুষের মাঝে মায়া যেমন বেশি, ঠিক হিস্রতার তার থেকে বহুগুণে বেশি।
অনে অন্যের সম্পদ ভোগ করে খুব সহজে, জোর থাকলে সেটা অসহায়ের উপর খাটাতে একটুও চিন্তা করে না।

আসলে আমার এই ছবি দেখে এই হাসিদের কথাটি মনে পড়েছে।
কিছুদিন আগেও এই হাদিস পড়তেছিলাম, এরপর থেকে বেশি চাহিদা নেই। সবুর এসেছে অনেক। ঠকে গেলেও চুপ থাকি।
দুনিয়া দুদিনের। হিসেব নেলে ওয়ালা আছেন তিনি ঠিক হিসেব নিবেন।

যারা অন্যের হক মেরে খাচ্ছেন, তাদের ভাবা উচিৎ!
বান্দা মাফ না করলে কিন্তু আল্লাহ মাফ করবেন না।
হ্যা মৃতব্যক্তির জানাযার সময় একতা কমন কথা বলা হয়, এই মরহুম ব্যাক্তিকে সবাই মাফ করে দিবেন।
আসলে মাফ ব্যপারটি কি সত্যি এতো সহজ।

আল্লাহ সবাইকে মুমিন হতে সাহায্য করুন, ভুল থেকে বেচে চলতে সহায়তা করুন।
- আমিন।

রসূল (ﷺ) বলেন, ‘‘খবরদার! তোমরা রাস্তার ধারে বসো না। আর একান্তই যদি বসতেই হয়, তাহলে তার হক আদায় করো।’’ লোকেরা জিজ্ঞাসা কর...
31/03/2024

রসূল (ﷺ) বলেন, ‘‘খবরদার! তোমরা রাস্তার ধারে বসো না। আর একান্তই যদি বসতেই হয়, তাহলে তার হক আদায় করো।’’ লোকেরা জিজ্ঞাসা করল, ‘রাস্তার হক কি? হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, ‘‘দৃষ্টি সংযত রাখা, কাউকে কষ্ট দেওয়া হতে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎকাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করা (এবং পথভ্রষ্টকে পথ বলে দেওয়া)।’’

আমি এই ছবি দিয়ে একটা পোস্ট দেখতে পাই,তবে যাচাই বাছাই ছাড়া কিভাবে মতামত প্রকাশ করব।আমি তাদের সাইটে গেলাম কিছুটা সময় খোজাখ...
28/03/2024

আমি এই ছবি দিয়ে একটা পোস্ট দেখতে পাই,
তবে যাচাই বাছাই ছাড়া কিভাবে মতামত প্রকাশ করব।
আমি তাদের সাইটে গেলাম কিছুটা সময় খোজাখুজি করে এরপর পেলাম, সত্যি তারা এই ডিজাইনের পাঞ্জাবি বাজারে এনেছে।

আসল ব্রাককে আমি বেহায়া বলব না, তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোমড়ে কতটা শক্ত করে গামছা বেধে নেমেছে একটু কল্পনা করতে পারেন। একের পর এক ট্রোল হচ্ছে, তাদের নিয়ে লিখা লিখি হচ্ছে এরপরেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আসলে তারা বেহায়া নয়, কারণ তারা উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে যাচ্ছে, বেহায়া হচ্ছি আমরা যে আমরা ভিন্ন দেশি প্রডাক্ট বর্জনে কতো ব্যানার কতো ক্যাম্পেইন, নিজের ঘরেও যে সাপ আছে সেদিকে কেউ খেয়াল রাখছি না।
খারাপ সব জায়গায় খারাপ।

কেনাকাটা অনেকে করবেন, তবে যারা ইসলামের আকীদা নষ্টের জন্য কাজ করে যাচ্ছে তাদের সাথে কি আচরণ করবেন সেটা আপনার দ্বায়ীত্ব।

যে পোস্ট দেখেছিলাম।
" বাংলাদেশের একটি প্রতিষ্ঠান মুসলামদের ঈদকে টার্গেট করে মুসলিমদের ঈমান আকীদা এবং বিশ্বাসে থাপ্পড় দিয়ে এই পাঞ্জাবীর ডিজাইন এনে তা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। এই চিহ্ন দারা কি বুঝানো হয় তা আশা করি উচ্চারণ করে বুঝাতে হবেনা। এদের সাহসের সীমা আর স্পর্ধা দেখে বুকে কাঁপন ধরে যাচ্ছে!
আমার প্রিয় ভাই বোনদের কাছে জিজ্ঞাসা আমাদের করনীয় কি হতে পারে বলে ভাবছেন আপনারা জানাবেন। আমরাও গভীর ভাবে ভাবছি। ক্ষ্যাপানো রাগ আর মুসলিমদের আকীদা নিয়ে খেলা করলে খুব ভালো কিছু হবেনা হে দেশী নামের ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন কারী প্রতিষ্ঠান! কথাটি মনে রেখে সামনে আগান আপনারা।
Abdul Hi Saifullah

LGBTQ
L= Le***an
G=Gay
B=Bisexual
T=Transgender
Q=Queer"

Address

Uttara
Tangail
1230

Telephone

+8801303663489

Website

Alerts

Be the first to know and let us send you an email when NorthFix posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NorthFix:

Share