28/09/2025
আসসালামু আলাইকুম
অনেকে বলেন Tahmina's Foster home &Coco Family ফস্টার খারাপ ভালো না,ঠিক মত দেখাশোনা করা হয় না এই ফস্টারে,ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম টুশি এস আই বিদ্যুৎ ভাইয়ের বিড়াল এবার তৃতীয় বার তার আগমন,যারা বলেন আমার ফস্টার ভালো না খারাপ ইত্যাদি ইত্যাদি, তাদের উদ্দেশ্য বলবো,
পেট ওনার আার ডাঃ যদি পূব পরিকল্পিত করে আমাকে ফাঁসানোর জন্য আমার ফস্টারের নাম খারাপ করার জন্য FIP POSITIVE বিড়াল আমাকে না বলে আমার কাছে পাঠান, বিড়াল হাঁটতে না পারলে খাইতে না পারালে জিজ্ঞেস করলে বলেন তেমন কিছু না একটু লিভার এ সমস্যা, তারা আসলে কি আমার যানা নাই,তো সব শেষে একটাই কথা এই তাহমিনা র পিছনে লেগে কোন লাভ নাই,কিচ্ছু করতে পারবেন না,
পেট ওনার দের আরেকটা কথা বলি কেউ কখনো নিজের সন্তান দের গলা টিপে মেরে ফেলে না,এরা আপনাদের কাছে কি আমার জানা নেই কিন্তু এারা আমার সন্তান এর চাইতে কম না,