Rumel Khaan.

Rumel Khaan. AssalamuWalaikum everyone. It's my new page so please keep me in your support and love �, Thank you so much for your love and pure support.

14/12/2025

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়, কারণ সংসার ভালবাসা, স্বপ্ন সবকিছুই পাহারা দিয়ে রাখে এই কাগজের তৈরী করা টাকাই।

🎉 শুভ উদ্বোধন 🎉দুই ইউনিট জাপানি হিনো একে১জে এসি বাসের সমন্বয়ে এসি সেগমেন্টে সরিষাবাড়ি টু কক্সবাজার রুট উদ্বোধন করলো Bus ...
11/11/2025

🎉 শুভ উদ্বোধন 🎉

দুই ইউনিট জাপানি হিনো একে১জে এসি বাসের সমন্বয়ে এসি সেগমেন্টে সরিষাবাড়ি টু কক্সবাজার রুট উদ্বোধন করলো Bus Lover এর পারিবারিক অপারেটর Sonya Enterprise। আজ টাঙ্গাইলে একঝাক বাস লাভারদের উপস্থিতিতে অফিসিয়াল ফটোশুটের মাধ্যমে এ রুটের উদ্বোধন করা হয়।

♻️বাসগুলো ৩৬ আসনবিশিষ্ট ইকোনমি ক্লাস এসি বাস।
বাসগুলোর কাজ করেছে দেশের জনপ্রিয় বডি বিল্ডিং কোম্পানি আফতাব অটোমোবাইল'স। তবে সম্প্রতি দুটি বাসেরই রিফেব্রিকেশন করা হয়েছে।

📍রেজিষ্ট্রেশনঃ ১৪-৯০৬৪ এবং ১৪-৯০৬৫
📌রুটঃ টাঙ্গাইল➡️সরিষাবাড়ি➡️চট্টগ্রাম➡️কক্সবাজার।

🌟যাত্রীসেবার মান আরেকধাপ উন্নত করতে এবং টাঙ্গাইলবাসীকে সমুদ্রের স্বাদ দিতে Sonya Enterprise এর এই যাত্রাকে BUS Lover পরিবার সাধুবাদ জানাচ্ছে!❤

📸:অসাধারণ ছবি সমূহ ধারণ করেছেন টিম বাস লাভার এর অন্যতম সদস্য জনাব মাহমুদুল হাসান রাফি।

‎🚍 দেশ ও বিদেশের বিভিন্ন স্থানের বাসের চমৎকার সব ছবি ও ভিডিও দেখতে এবং বাস সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে ও জানাতে যুক্ত হতে পারেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাস ফ্যানিং গ্রুপ বাস লাভার এ ।

‎🔖গ্রুপ লিংকঃ Bus Lover

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হঠাৎ করেই হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন করেছেন। ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরু...
17/10/2025

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হঠাৎ করেই হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন করেছেন। ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ “চিকেন নেক” করিডরের অদূরে অবস্থিত এই বিমানবন্দরটি ১৯৮০ সাল থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের সময় ভারতীয় বিমানবাহিনীর হামলায় বিমানবন্দরের রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ১৯৭৭ সালে এটি সংস্কার করা হলেও ভারতের কূটনৈতিক আপত্তি ও সীমান্তবর্তী কৌশলগত অবস্থানের কারণে বিমানবন্দরটি আর চালু করা সম্ভব হয়নি।

সেনাপ্রধানের এই আকস্মিক সফর ঘিরে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় সচল করার সম্ভাবনা ও কৌশলগত গুরুত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
🔥 Follow Defence Care for more updates.

আমি বিয়ে করি ২০০১ সালে। আমার মায়ের খুব ইচ্ছা ছিল, আর্থিক অবস্থা যেমনই হোক, অসম্ভব একজন রুপবতী মেয়েকে তার ছেলের জন্য বউ ক...
04/10/2025

আমি বিয়ে করি ২০০১ সালে। আমার মায়ের খুব ইচ্ছা ছিল, আর্থিক অবস্থা যেমনই হোক, অসম্ভব একজন রুপবতী মেয়েকে তার ছেলের জন্য বউ করে আনবেন।

তিনি সে ইচ্ছে পূরণ করেছেন।

আমার মাও বেশ সুন্দরী ছিলেন। মা পৈত্রিক সূত্রে সুন্দরী। আমার নানীও বেশ রুপবতী ছিলেন। মায়ের মুখে শুনেছি, আমার নানীকে দেখে নানাভাই পাগল হয়ে গিয়েছিলেন এবং প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অনেকটা জোর করে বিয়ে করেছিলেন!

আমার মা যখন আমার বউ পছন্দ করলেন, আমি প্রচন্ড রকম বেঁকে বসলাম। আমার শ্বশুর ছিলেন পুলিশ অফিসার। আমি পুলিশের সাথে আত্বীয়তা করতে চাইলাম না। কেননা আমি শুনেছিলাম, ‘পুলিশরা কখনোই ভালো হয় না, এরা ঘুষখোর, দূর্নীতিবাজ হয়! অসৎ হয়!!’

মায়ের জোড়াজুড়িতে একদিন শুধুমাত্র মাকে খুশি করার জন্যই মেয়ে দেখতে গেলাম। আগেই ডিসিশন নিয়ে রেখেছিলাম, মেয়ে যতোই সুন্দরী হউক, বাসায় এসে বলবো, ‘মেয়ে পছন্দ হয় নাই!’


একদিন ছোটবোন আর ওর স্বামীকে নিয়ে মেয়ে দেখতে গেলাম।

মধ্যবিত্ত পরিবার, তারপরও যথেষ্ট আপ্যায়ন করলো। মেয়ে দেখানোর সময় অবাক হয়ে লক্ষ্য করলাম, সাথে যেসব মেয়ে এসেছে, সবাই হিজাব পরা। এমনকি ছোট বাচ্চারা সহ!

পরে কথায় কথায় জানলাম, আমার শ্বশুর একজন পরহেজগার মানুষ। পুলিশে থেকেও তিনি নিয়মিত নামাজ রোজা করেন।

সবাই তার সম্পর্কে ভালো ধারণা দিল।

আমি বুঝলাম, পুলিশ সম্পর্কে আমার ধারনা ভুল ছিল। ওখানে চাকরি করলেই সবাই ঘুষখোর, দূর্নীতিবাজ হয় না। কেউ কেউ ভালোও হয়।

সততা এবং অসততা, দুটোই পারিবারিক শিক্ষা।

মেয়ে দেখে আমার পছন্দ হয়ে গেল। পণ করে গিয়েছিলাম, এই মেয়ে যতোই সুন্দরী হউক, এখানে আমি রাজি হবো না। কিন্তু সবার আগে আমিই রাজি হয়ে বসে আছি!

ছোটবোন বললো,
- 'ভাইয়া, মেয়ে পছন্দ হয়েছে?'

আমি বললাম,
- 'তোর পছন্দ হয় নাই?'

- 'হয়েছে, কিন্ত ভাইয়া, তুই তো পুলিশের মেয়ে পছন্দ করবি না, মাকে বলি বাদ দিয়ে দিতে!'

প্রচন্ড একটা ধমক দিয়ে বললাম,
- 'এই তোদের একটা সমস্যা। সবকিছুতেই জাজমেন্ট দিয়ে বসিস? কেন, পুলিশ কী মানুষ না? সব পুলিশ কী খারাপ হয়?'

কথা শুনে বোন এবং তার স্বামী আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলো!


মা কথা দিয়েছিলেন, বউকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে আনবেন।

আমি তখন সবেমাত্র একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি। বিয়েতে তেমন খরচাপাতির বিপক্ষে আমি। ছোটখাটো আয়োজন করতে চাইলাম। মা আমাকে না জানিয়ে বিশাল আয়োজন করে ফেললেন!

আমাদের সংসারে মায়ের কথাই শেষ কথা। মহা ধুমধাম করে একদিন বিয়েটা সেরে ফেললাম।


বিয়ের কয়েকদিন পর একদিন মা আমাকে ডেকে আফসোস করে বললেন,

- 'বউকে সব গয়না বানিয়ে দিয়েছি, শুধু মাথার তাজটা দিতে পারি নাই। আমি তোর শ্বশুরকে কথা দিয়েছিলাম,,বউমাকে তাজ পরিয়ে আনবো।'

আমি বললাম,
- 'মা, বিয়ের দিন তো বউয়ের মাথায় তাজ দেখেছি!'

- 'ওটা আসমার বিয়ের তাজ। তোর ব্যবসাটা দাঁড়িয়ে গেলে বউমাকে একটা তাজ বানিয়ে দিস তো, বাবা।'

বলাবাহুল্য, আসমা আমার ছোটবোন।

আমি বললাম,
- 'আচ্ছা মা, বানিয়ে দেবো।'

বিষয়টা আমি ভুলেই গিয়েছিলাম। মা ও আর এই বিষয়টা নিয়ে কিছু বলেননি। বউও না।


এর তিন বছর পর।

আমরা পরিবারের সবাই একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। আমার ছোটবোন মাথায় তাজ পরেছে। আমি লক্ষ্য করলাম, আমার বউ বারবার তাজের দিকে আড়চোখে তাকাচ্ছে। মাও বিষয়টা খেয়াল করলেন, তবে কোন মন্তব্য করলেন না।

আমি তখনও ব্যবসাটা ঠিকঠাক দাঁড় করাতে পারি নাই, আপ্রান চেষ্টা করে যাচ্ছি, এটা আমার মায়ের মাথায় ছিল।
কিন্তু বিষয়টা আমার কলিজায় গিয়ে লাগলো।


একদিন হঠাৎ মাকে ডাক্তার দেখানোর জন্য ল্যাব এইড হাসপাতালে নিয়ে গেলাম, ওখান থেকে বসুন্ধরা সিটি মার্কেটে। মা অবাক হয়ে বললেন,

- 'এখানে নিয়ে এলি কেন?'

আমি বললাম,
- 'তুমি ওয়াদা করেছিলে, তোমার বউমাকে তাজ বানিয়ে দিবে,দাওনি। তোমার ওয়াদা রক্ষা করা উচিত না?'

মা আমতা আমতা করে বললেন,
- 'ব্যবসাটা গুছিয়ে নে, তারপর না হয়...'

আমি মায়ের হাত ধরে বললাম,
- 'এসব চিন্তা করলে আর কখনোই তাজ কেনা হবে না। তোমার বউমা তাজ পরবে কখন? তোমার মতো বুড়ি হয়ে গেলে?'

ওয়াদা রক্ষা হচ্ছে বলে মা অসম্ভব খুশি হলেন। তিনি ধার্মিক মানুষ ছিলেন। বোরকা পরে চলাফেরা করতেন। বাসায়ও সব সময় ঘোমটা দিয়ে থাকতেন।

সারাদিন এই দোকান সেই দোকান ঘুরে অসম্ভব সুন্দর একটা তাজ পছন্দ করলেন। আমি যে বাজেট কল্পনা করেছিলাম, দাম তারচেয়ে বহুগুণ বেশি। তিনি তাজ পছন্দ করেই ইতস্ততভাবে আমার দিকে চাইলেন।

আমি 'বিসমিল্লাহ' বলে কিনে ফেললাম।

মা বাসায় এসে নিজহাতে তার বউমাকে তাজ পরিয়ে দিয়েছিলেন। বউ আনন্দে কেঁদে ফেলেছিলো। তাকে এতো খুশি হতে আর সারা জীবনেও দেখি নাই।

মা ও খুব খুশি, ওয়াদা রক্ষা করতে পেরেছেন বলে।

সেদিনই বউ আমাকে প্রথম বলেছিল,
- 'ছোটবেলা থেকেই তার তাজ পরার অনেক শখ। সে ভেবেছিল, এই শখ কোনদিনই পূরন হবে না!'

অনেক দাম দিয়ে কেনা সেই শখের তাজ বোধহয় তিন চারবারের বেশি পরে নাই। তারপরও মেয়েদের শখ বলে কথা!


এর দশ বছর পর ব্যবসা যখন মোটামুটি দাঁড়িয়ে গেছে, আমার অতি ঘনিষ্ঠ একজন বন্ধু আমার সাথে বেঈমানি করে বসলো।

সে আমার ব্যবসায়িক পার্টনার ছিল। বেশকিছু টাকা মেরে দিয়ে ব্যবসায় লালবাতি ধরিয়ে দিল। আমি একা একা দুই বছর ব্যবসা টেনে নিতে গিয়ে আরও লসের পাল্লায় পরলাম।

কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে এলো না! আমি একটা জমি বিক্রি করে আবার ব্যবসা দাঁড় করালাম। ব্যবসা যখন দাঁড়িয়ে যাচ্ছে, পরিবেশের দোহাই দিয়ে সরকার আমাদের পুরো ব্যবসাই বন্ধ করে দিলো!

এইবার আমার অবস্থা কাহিল হয়ে গেলো। আমি চারিদিক অন্ধকার দেখতে শুরু করলাম। নতুন ব্যবসা শুরু করার মতো আর্থিক অবস্থা তখন আমার নাই।

এই অবস্থায় আমার পরহেজগার মা একদিন স্ট্রোক করলেন এবং এক সপ্তাহের মাথায় আমাদেরকে ছেড়ে চলে গেলেন!

মা চলে যাওয়ার পর আমি চোখে সর্ষেফুল দেখতে শুরু করলাম। অনেক ধনী আত্বীয় থাকার পরও কেউ আমার পাশে এসে দাঁড়ালো না।

একদিন হঠাৎ করে বেশ কিছু টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বউ বললো,

- 'নতুন করে শুরু কর। পাশে আছি!'

আমি বেশ অবাক হলাম, সে এতো টাকা পেল কই?

চাপাচাপি করার পর জানালো, ‘সে তার বাবার মাধ্যমে সমস্ত গয়না বিক্রি করে দিয়েছে, তার এক আত্বীয়ের স্বর্নের দোকান আছে। তার বাবার কাছ থেকেও বেশ কিছু টাকা ধার হিসেবে নিয়েছে।’

আমি দোকানে গিয়ে তার গয়না ফেরত আনতে চাইলাম, সে রাজি হলো না। বউ আমার হাত ধরে বললো,

- 'তোমার যখন অনেক টাকা হবে, আবার নতুন করে বানিয়ে দিও!'

আমি আনন্দে কেঁদে ফেললাম।


আমি আবার একটা নতুন ব্যবসা দাঁড় করালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। যদি সেদিন বউ পাশে এসে না দাঁড়াতো, আমি অথৈ জলে ভেসে যেতাম।


একদিন আলমারি খুলে দেখি, গয়নার বাক্সে শুধু তাজটা পরে আছে। আর সব খালি!

বউ বললো,
- 'আমার শ্বাশুড়ি আমাকে অনেক পছন্দ করে এই তাজটা কিনে দিয়েছেন, এটা আমি নষ্ট করবো না। এটা আমি স্মৃতি হিসেবে আমার মেয়েকে দিয়ে যাবো!'

আমার চোখে পানি এসে গেলো।

এখন আর সে স্বর্নের গয়নার প্রতি আগ্রহী নয়। আমি কিনে দিতে চাইলেও সে রাজি হয় না।

আমার মাঝে মাঝে মনে হয়, ‘আমরা যতোখানি বউকে অবহেলা করি, ঠিক ততোখানি অবহেলাই ফেরত পাই। কিন্ত বউকে যতোখানি ভালবাসা দেই, তার বহ গুন বেশি ফেরত পাই!’

ছোটগল্প
হানিফ_ওয়াহিদ

 #নতুন আপডেট ও তথ্যMeta (Facebook-এর সংস্থার নাম) ২০২৫ সালের দ্বিতীয় কোয়ার্টারে $47.52 বিলিয়ন রাজস্ব রিপোর্ট করেছে, য...
03/10/2025

#নতুন আপডেট ও তথ্য
Meta (Facebook-এর সংস্থার নাম) ২০২৫ সালের দ্বিতীয় কোয়ার্টারে $47.52 বিলিয়ন রাজস্ব রিপোর্ট করেছে, যা বছর আগে থেকে প্রায় ২২% বৃদ্ধি পেয়েছে।
২০২৫ সালের প্রথম কোয়ার্টারে Meta-এর রাজস্ব ছিল $42.31 বিলিয়ন, যা বছরবারে প্রায় ১৬% বৃদ্ধি।
Meta-এর নেট আয় (net income) ও লাভও উল্লেখযোগ্যভাবে বাড়েছে — উদাহরণস্বরূপ, ২০২৫ সালের একটি হিসাব অনুযায়ী Meta-এর নেট আয় ছিল $18.337 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের থেকে অনেক বেশি।
Meta এর বার্ষিক রাজস্ব হিসেবে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ১২ মাসের রিপোর্ট অনুযায়ী রাজস্ব ছিল $178.805 বিলিয়ন — যা বছরেক আগের থেকে প্রায় ১৯.৩৮% বৃদ্ধি নির্দেশ করে।

🔍 বিশ্লেষণ
এই বৃদ্ধি মূলত কয়েকটি কারণের জন্য:
1. বিজ্ঞাপন রাজস্ব বৃদ্ধি
Meta-এর রাজস্বের একটি বিশাল অংশ আসে বিজ্ঞাপন থেকে। বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনকে আরও বেশি লক্ষ্যভিত্তিক ও কার্যকর করতে চাইছেন, এবং AI বা বিজ্ঞাপন টার্গেটিং উন্নত হওয়াসহ নানা প্রযুক্তিগত পরিবর্তন এই বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
2. Content Monetization উন্নয়ন
Facebook নতুন মডেলে “Facebook Content Monetization” নামে একটি প্রকল্প চালু করেছে — যেখানে In-stream ads, Reels ads ও Performance Bonus একত্র করে, যাতে ক্রিয়েটরদের জন্য আয় করার সুযোগ আরও বাড়ে।
3. AI ও প্রযুক্তিতে বিনিয়োগ
Meta দ্রুততার সঙ্গে AI এবং অন্যান্য প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এর ফলে বিজ্ঞাপন কার্যকরতা ও ইউজার ইন্টার‌্যাকশন বৃদ্ধি পাচ্ছে, যা রাজস্ব বৃদ্ধিতে সহায়ক।

A postive attitude bring much gratitude. Think positive, be positive, speak positively. Do it every day, make it a HABIT...
03/10/2025

A postive attitude bring much gratitude. Think positive, be positive, speak positively. Do it every day, make it a HABIT...

❤️🌄❤️
03/10/2025

❤️🌄❤️

মাসে মিনিমাম ৪০ হাজার টাকা কামানো টেসলাচালক কোনোভাবেই গরীব না। দেশের গড় ইনকাম যেখানে ২০-২৫ হাজার টাকার আশেপাশে, সেখানে ত...
02/10/2025

মাসে মিনিমাম ৪০ হাজার টাকা কামানো টেসলাচালক কোনোভাবেই গরীব না। দেশের গড় ইনকাম যেখানে ২০-২৫ হাজার টাকার আশেপাশে, সেখানে তারা সেই গড়ের চেয়েও অনেক বেশি আয় করে। আপনার মাথায় সেট করা আছে রিকশাওয়ালা মানেই গরীব! কারণ তারা ছেঁড়া লুঙ্গি পরে, কালো চেহারা, গ্রামের ভাষায় কথা বলে, লেখাপড়া জানে না।

আসলে গরীব তো আপনি!
আপনার মাসিক আয় হয়তো ১৮ হাজার টাকা, কিন্তু ভাব নেন যেন সিক্স ডিজিট । খুব ফিটফাট জামাকাপড়, গ্র‍্যাজুয়েট ডিগ্রি,গরমের মধ্যেও চাকরী বাঁচাতে ব্লেজার পরে স্মার্ট কথাবার্তা— এগুলো দেখিয়ে বড়লোক সাজার চেষ্টা করেন। অথচ এই ইনকামে গ্রামের এক বিঘা জমি কেনার মতো সামর্থ্যও আপনার হয়নি।

তাই সবার আগে ওদের গরীব ভাবা বন্ধ করেন, নিজেরাও বড়লোক সাজা বন্ধ করেন। তাহলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

⚠️এই অটো রিকশার কারণেই সড়কে ভয়াবহ জ্যাম আর দুর্ঘটনা বেড়েছে। ওরা কোনো নিয়ম-নীতি মানে না, উল্টোপথে চলে, যত্রতত্র দাঁড়ায়, সিগন্যাল ছাড়া লেন চেঞ্জ করে, লাইসেন্স বা সেফটি কোনো কিছুর তোয়াক্কা করে না। এর ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে।

সমাধান একটাই— মহাসড়ক থেকে অটো রিকশা সরাতে হবে।

খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি।         #খাগড়াছড়ি      #সাজেক  #দীঘিনালা  #সাজেক
02/10/2025

খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি।
#খাগড়াছড়ি #সাজেক #দীঘিনালা #সাজেক

02/10/2025

সাজেক-বাঘাইহাট সড়কে মর্মান্তিক দুর্ঘটনা!
পর্যটকবাহী জিপে থাকা খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী দুর্ঘটনায় আহত হয়েছেন। এতে এক নারী শিক্ষার্থী নিহত, বাকি ১১ জন আশঙ্কাজনক অবস্থায় আছেন। সেনাবাহিনী, পুলিশ, আমি ও সাজেকবাসী মিলে সবাইকে প্রায় ২২০ ফুট গভীর খাদ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

👉 স্থানীয়দের অভিযোগ—চালকদের বেপরোয়া গতি, অসচেতনতা ও অজ্ঞতাই এসব দুর্ঘটনার মূল কারণ।
🤲 দোয়া করবেন—যেনো সবসময় মানুষের বিপদে পাশে থাকতে পারি।

ব্রেকিং.............আগামী ৫ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। #খাগড়াছড়ি  #সাজে...
01/10/2025

ব্রেকিং.............
আগামী ৫ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা।

#খাগড়াছড়ি #সাজেক #দীঘিনালা

★আমেরিকায় বিবাহ─নিমন্ত্রিত: ১০০ জন।বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৮০ জন।রিসেপশানে ভোজে উপস্থিত: ৭০ জন।গিফট নিয়ে এসেছে: ...
01/10/2025

★আমেরিকায় বিবাহ─
নিমন্ত্রিত: ১০০ জন।
বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৮০ জন।
রিসেপশানে ভোজে উপস্থিত: ৭০ জন।
গিফট নিয়ে এসেছে: ৬৫ জন।
অনুষ্ঠানে চুরি যাওয়া দ্রব্য: ০।

★ইংল্যান্ডে বিবাহ─
নিমন্ত্রিত: ৫০ জন।
বিয়ের অনুষ্ঠানে চার্চে উপস্থিত: ৫০ জন।
রিসেপশানের ভোজে উপস্থিত: ৪৮ জন।
গিফট নিয়ে এসেছে: ৪৮ জন।
অনুষ্ঠানে চুরি যাওয়া দ্রব্য: ০।

★★বাংলাদেশে বিবাহ─
নিমন্ত্রিত: ৫০০ জন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত: ১৬ জন।
রিসেপশানের ভোজে উপস্থিত: ১০৮২ জন।
গিফট নিয়ে এসেছে: ১২ জন।
ইনভেলাপ নিয়ে এসেছে: ১১ জন।
পেট উল্টিয়ে খেয়েছে: ৫০০ জন।
মোটামুটি খেতে পেয়ে রেগে আছে: ৩০০ জন।
খেয়েও খায়নি বলছে: ১০০ জন।
খেতে না-পেয়ে মারামারি লাগিয়ে দিয়েছে: ১৮২ জন।
খাবারের বদনাম করছে: ১০৮২ জন।
অনুষ্ঠান থেকে চু'রি গেছে: ১৯টি মোবাইলফোন, ৫১টি চামচ, ১২টি থালা, ৬টি নুনদানি, একজন ফটোগ্রাফারের ক্যামেরাটা, ২জন ধনী অতিথি, একজনের গার্লফ্রেন্ড।
ভেঙে আছে: ৫০টি চেয়ার, ১৩টি টেবিল।
ছিঁড়ে আছে: তেরপালের তিন দিক।
অ্যাম্ব্যুলেন্সে তোলা হচ্ছে: গার্লফ্রেন্ডের না'ক'ফা'টা এক্স-বয়ফ্রেন্ড ও ঠ্যা'ঙ'ভা'ঙা.!
এবং, সদ্যশ্বশুরকে চ্যাং'দো'লা করে পাশের পুকুরে চু'বা'তে নিয়ে যাচ্ছে সদ্যজামাই।
কপি পোস্ট 😂🤣

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumel Khaan. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share