Rumel Khaan.

Rumel Khaan. AssalamuWalaikum everyone. It's my new page so please keep me in your support and love �, Thank you so much for your love and pure support.

৮৭,০০,০০০ টাকার বাস কিন্ত এই অবস্থায় দেখে মানুষ ভাববে ভাংগারি।🙄
10/07/2025

৮৭,০০,০০০ টাকার বাস কিন্ত এই অবস্থায় দেখে মানুষ ভাববে ভাংগারি।🙄

দুই গোল্ডু যখন এক সাথে যায়।🌧️
09/07/2025

দুই গোল্ডু যখন এক সাথে যায়।🌧️

⚠️ দীর্ঘ ৪যুগের পথচলার ইতি টানলো ‘এম. ভি. শেরে বাংলা’ (এ্যাডভেঞ্চার-১)৮০ দশকে  বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে নির্মিত তি...
09/07/2025

⚠️ দীর্ঘ ৪যুগের পথচলার ইতি টানলো ‘এম. ভি. শেরে বাংলা’ (এ্যাডভেঞ্চার-১)

৮০ দশকে বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে নির্মিত তিনটি প্যাসেঞ্জার ফেরি—
🔹 এম. ভি. সোহরাওয়ার্দী
🔹 এম. ভি. সোনারগাঁ
🔹 এম. ভি. শেরে বাংলা

🔸১৯৮২ সালে নির্মিত প্যাসেঞ্জার ফেরি এম. ভি. শেরে বাংলা চলাচল করতো গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ রেলওয়ে ফেরি ঘাট পর্যন্ত।
২০০৫ সালের ১৫ জুন, রেলওয়ে কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ করে দিলে এ তিনটি নৌযান দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

২০১৫-১৬ সালের দিকে রেলওয়ে কর্তৃপক্ষ এম. ভি. শেরে বাংলা বিক্রি করে মেসার্স নিজাম শিপিং লাইন্স-এর কাছে। নৌযানটিকে বরিশালে নেয়া হয় পুনর্গঠনের জন্য।
২০১৭ সালে নৌযানটি ফেরী থেকে লঞ্চে রুপ নিয়ে এম. ভি. এ্যাডভেঞ্চার-১ নামে ঢাকা-বরিশাল-ঝালকাঠি রুটে যাত্রী সেবায় নিযুক্ত করা হয়।

পরে এটি রুট পরিবর্তন করে ঢাকা-বরিশাল সরাসরি (ডাইরেক্ট) সার্ভিসে যুক্ত হয় এবং ২০২৫ সাল পর্যন্ত সক্রিয়ভাবে যাত্রীসেবা প্রদান করে বরিশালবাসীদের, ভালোবাসার জায়গা করে নেয় সকলের মনে। নৌযানটি ৪৩ বছরের যাত্রায় মোট চারটি ধাপে নতুন নতুন রূপ ধারণ করে।
(নিচে এ্যাডভেঞ্চার-১ এর পরিবর্তীত সকল ছবি দেয়া হয়েছে)

এম. ভি. সোনারগাঁ ও এম. ভি. সোহরাওয়ার্দী এর বর্তমান----

🔸 এম. ভি. শেরে বাংলার সিস্টার ভ্যাসেল এম.ভি. সোনারগাঁ, যা বিক্রি হয় বিআইডব্লিউটিএর কাছে। নৌযানটি ২০০৯ সালে ১৭ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ঢাকা-চাঁদপুর-মোড়লগঞ্জ রুটে। ২০১৬ সালে আকস্মিক ভাবে ঈদের চমক হিসেবে যুক্ত হয় ঢাকা-বরিশাল-ঝালকাঠি রুটে। নৌযানটি বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা পোর্টে বেসরকারি মালিকানাধীন একটি ভাসমান রেস্টুরেন্ট হিসেবে এখনো অক্ষত রয়েছে।
(নিচে এম ভি সোনারগাঁ এর বেশকিছু ছবি দেওয়া হয়েছে যা ইন্টারনেট থেকে সংগৃহীত)

🔸 এম. ভি. সোহরাওয়ার্দী বিক্রি হয় মেসার্স আগরপুর নেভিগেশন-এর কাছে। পরবর্তীতে এম.ভি. এ্যাডভেঞ্চার-১ এর ন্যায় তাকেও ফেরী থেকে লঞ্চের রুপ দেয়া হয় এবং টিপু-৭ নামে ঢাকা-বরিশাল রুটে সার্ভিসে যুক্ত হয়। পরবর্তীতে যুগের সাথে তাল মিলিয়ে করা হয় ৪র্থ তলা, বর্তমানে কোনো এক অজানা জটিলতায় লঞ্চটি সার্ভিসের বাইরে রয়েছে।
(ইন্টারনেটে এম ভি সোহরাওয়ার্দী কোনো ছবি পাওয়া যায়নি)

এদিকে একেরপর এক আধুনিক লঞ্চ রুটে সংযুক্ত, সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অপরদিকে পদ্মা সেতু চালুতে নৌপথে যাত্রী সংকট দেখা দিলে, এ্যাডভেঞ্চার-১ কর্তৃপক্ষ ২০২৫ সালে লঞ্চটি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেয়।

সাম্প্রতিক সময়ে, নৌযানটি ফরাশগঞ্জ ঘাট ত্যাগ করে ধলেশ্বর জাহাজকাটার ডকে পৌঁছেছে—যেখানে এর দীর্ঘ পথচলার আনুষ্ঠানিক ইতি ঘটবে।

ছবি ও তথ্যসূত্র: ইন্টারনেট।

📌 এই প্রতিবেদনটি শেয়ার করে নদীপথের ইতিহাস জানাতে সহায়তা করুন।

বিঃদ্রঃ উপরোক্ত প্রতিবেদনের সকল তথ্য ও চিত্র ইন্টারনেটে পাওয়া বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা । এখানে কেউ বিভ্রান্ত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক তথ্যটি আমাদের সাথে শেয়ার করবেন।


ইজরাইলবিরোধী শ্লোগান দেয়ায় ১৯৮৭ সালে চার শতাধিক ইরানি হাজীকে গুলি করে হ'ত্যা করে সৌদি সরকার। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হবা...
25/06/2025

ইজরাইলবিরোধী শ্লোগান দেয়ায় ১৯৮৭ সালে চার শতাধিক ইরানি হাজীকে গুলি করে হ'ত্যা করে সৌদি সরকার। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব হবার পর থেকে আল কুদস ও ফি'লিস্তিনের মুক্তির জন্য ইরানীরা অনবরত শাহাদাতের নজরানা দিয়েই যাচ্ছে, যা এই ২০২৫ সালেও জারি আছে, যা আপনারা দেখলেন ১২ দিনের যুদ্ধে।

আমরা শিয়া-সুন্নি বিভাজন করি না, কিন্তু বিভাজনকারীদের প্রশ্ন করি: ২০০ কোটি মুসলমানের মধ্যে সাড়ে ৮ কোটি ইরানি যা করেছে, বাকি ১৯২ কোটি মুসলমান কী করেছে? কী করতেছে? নিন্দাবাক্য উচ্চারণ আর "শিয়া কাফের" জিকির ছাড়া?

১৯৮৭ সালে ইস'রাইল ধ্বংস হোক শ্লোগান দিয়ে শ'হীদ হলেন যারা, তাঁদের শাহাদাতের পথ বেয়েই আজ বিশ্বব্যাপী ধ্বনিত হচ্ছে: ইস'রাইল ধ্বংস হোক!! (আল্লাহু আকবার)।

 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজে...
23/06/2025

#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। ) যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ

আমেরিকাকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের হুশিয়ারী..আমেরিকা তুমি ভিয়েতনামে ১১ বছর যুদ্ধ করে লেজ গুটিয়ে পালিয়ে গেছো,আফগানিস...
22/06/2025

আমেরিকাকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের হুশিয়ারী..
আমেরিকা তুমি ভিয়েতনামে ১১ বছর যুদ্ধ করে লেজ গুটিয়ে পালিয়ে গেছো,আফগানিস্তানের সাথে ২০ বছর যুদ্ধ করে বিড়ালের মত পালিয়ে গেছো।আমেরিকা এবার ইরানের সাথে যুদ্ধ করে কিভাবে পালাবে?এই প্রশ্ন সবার? কারন,আফগানিস্তানে এবং ভিয়েতনামে লাখ লাখ মার্কিন সেনার মৃত্যু হয়েছে।আমেরিকার বিলিয়ন মার্কিন ডলারের অপচয় হয়েছে। হাজার হাজার সমরাস্ত্র রেখে গেছেন। অহংকার কমাও নইলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সারা পৃথিবীর মার্কিন সম্পদ ও নাগরিকরা ইহুদিদের মতই অরক্ষিত হয়ে পড়বে।সুন্দর পৃথিবীর জন্য আমেরিকার প্রয়োজন নাই, আমেরিকা ছাড়াই পৃথিবী চলবে।

—কিম জং উন,প্রেসিডেন্ট, উত্তর কোরিয়া।

আল্লাহপাক তাকে ইসলামের জন্য কবুল করুন।

সারাদিন তীব্র গরমের পর বৃষ্টি বিলাস সাথে হঠাৎ কিং 👑 সাহেব এর সাথে সাক্ষাৎ।🖤❤️‍🩹❤️🌧️ fans  ゚viralシ      ゚    ゚viralfbreel...
16/06/2025

সারাদিন তীব্র গরমের পর বৃষ্টি বিলাস সাথে হঠাৎ কিং 👑 সাহেব এর সাথে সাক্ষাৎ।🖤❤️‍🩹❤️
🌧️

fans ゚viralシ ゚ ゚viralfbreelsfypシ゚viral ゚viralシ

রংপুর বাঁশি নতুন অতিথিকে বরণ করার জন্য রেডি তো রংপুরে হানিফ এন্টারপ্রাইজ এর এই ভলভো বাস গুলো সার্ভিস দিবে ইন শা আল্লাহ্।...
15/06/2025

রংপুর বাঁশি নতুন অতিথিকে বরণ করার জন্য রেডি তো রংপুরে হানিফ এন্টারপ্রাইজ এর এই ভলভো বাস গুলো সার্ভিস দিবে ইন শা আল্লাহ্। 💚
খুব শীঘ্রই ট্রিপ পরিচালনা করবে তারা৷ ❤️❤️

গতকাল রাতে রংপুর থেকে ছেড়ে আসা DD ২২ ঘন্টা পর আজ রাত ৯ টায় ঢাকা প্রবেশ করলো! (জ্যাম)...Location:খালেক পাম্প, কল্যাণপুর...
14/06/2025

গতকাল রাতে রংপুর থেকে ছেড়ে আসা DD ২২ ঘন্টা পর আজ রাত ৯ টায় ঢাকা প্রবেশ করলো! (জ্যাম)...

Location:খালেক পাম্প, কল্যাণপুর, ঢাকা।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumel Khaan. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share