16/09/2025
টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে৷
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মঙ্গলবার ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ইভা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা, বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, নিউ শুভেচ্ছা ক্লিনিককে ৪ হাজার টাকা, আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, ভূইয়া মেডিসিন কর্ণারকে ৪ হাজার টাকা এবং সকাল-সন্ধ্যা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অনুমোদনবিহীন কার্যক্রম ও বিভিন্ন অনিয়মের কারণে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।