দৈনিক রূপসী টাঙ্গাইল/Daily Ruposi Tangail

দৈনিক রূপসী টাঙ্গাইল/Daily Ruposi Tangail দৈনিক রূপসী টাঙ্গাইল জেলা এর ১২টি উপজেলা সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেইজে লাইক দিন। ইতিহাস ঐতিহ্যের আমাদের প্রিয় টাংগাইল জেলা
(1)

চিকন রাস্তায় (বেশি লোড হওয়ায়) গাড়ি বোঝাই বাঁশ সহ উল্টে বাইদে পড়ে মা*রা গেলও সাড়ে তিন লক্ষ (৩,৫০,০০০/-)টাকার মহিষ।অতিরিক্...
05/07/2025

চিকন রাস্তায় (বেশি লোড হওয়ায়) গাড়ি বোঝাই বাঁশ সহ উল্টে বাইদে পড়ে মা*রা গেলও সাড়ে তিন লক্ষ (৩,৫০,০০০/-)টাকার মহিষ।

অতিরিক্ত লোড যে কোন গাড়িতে না দেওয়াই ভালো। প্রত্যেকটি গাড়ির নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে। ধারন ক্ষমতা অনুযায়ী বহন করুন।

মহিষের মালিক: মো.শাহ আলম
বাড়ি: সুলতান নগর,সখীপুর,টাঙ্গাইল।

ঘটনার স্থান: খালিয়ারবাইদ উত্তর পাড়া,সখীপুর, টাঙ্গাইল।

আলহামদুলিল্লাহ ✅ইতিহাসে প্রথমবার মক্কার গ্র্যান্ড মসজিদের জুম'আর খুতবা সরাসরি অনুবাদ হবে ৩৫টি ভাষায়!
04/07/2025

আলহামদুলিল্লাহ ✅
ইতিহাসে প্রথমবার মক্কার গ্র্যান্ড মসজিদের জুম'আর খুতবা সরাসরি অনুবাদ হবে ৩৫টি ভাষায়!

সি'রি'য়া একটি নতুন ভিজ্যুয়াল পরিচয় এবং একটি নতুন রাষ্ট্রের লোগো ঘোষণা করেছে ।মুক্ত বাজপাখি, সি'রি'য়ার পতাকা প্রতীকী ...
04/07/2025

সি'রি'য়া একটি নতুন ভিজ্যুয়াল পরিচয় এবং একটি নতুন রাষ্ট্রের লোগো ঘোষণা করেছে ।
মুক্ত বাজপাখি, সি'রি'য়ার পতাকা প্রতীকী ৩টি তারা, এবং ১৪টি পালক ১৪ বছরের বিপ্লব এবং ১৪টি প্রদেশের বিদ্রোহকে প্রতীকী করে... 🇸🇾🦅✨️

সৌদি আরব ও সি'রি'য়া দুটি দেশের বি'রু'দ্ধে লেগেছে দেশি মিডিয়া কারণ দুটি দেশই শরিয়া প্রয়োগ কারি দেশ।
আল্লাহ মিডিয়া ফেতনা থেকে মুসলিম উম্মাহ কে হেফাজত কর আমিন ছুম্মা আমিন ।

এই নারী বর্তমানে কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজায় রয়েছে। তিনি নিজের নাম, ঠিকানা কিংবা কোনো মোবাইল নম্বর কিছুই সঠিকভ...
03/07/2025

এই নারী বর্তমানে কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজায় রয়েছে। তিনি নিজের নাম, ঠিকানা কিংবা কোনো মোবাইল নম্বর কিছুই সঠিকভাবে বলতে পারছেন না।
তার আচরণ ও কথাবার্তা থেকে ধারণা করা যাচ্ছে, হয়তো তিনি মানসিকভাবে অসুস্থ। যদি কেউ তাকে চিনে থাকেন অথবা তার পরিবারের সন্ধান জানেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন দাউদকান্দি টোল প্লাজায়।
এ পোস্টটি শেয়ার করে মহিলাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগে সহযোগিতা কামনা করছি।

ইডেন মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী লাকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত লাকি...
03/07/2025

ইডেন মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী লাকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত লাকি টাঙ্গাইলের মধুপুর উপজেলার কেওটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনদের দাবি, গোপিনাথপুর সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইবনে মাসুদের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। লাকি বিয়ের কথা বললে মাসুদ জানায়, সে বিবাহিত, তার স্ত্রী-সন্তান রয়েছে এবং সে বিয়েতে অসম্মতি জানায়।

গত ২৪ জুন রাত ১০টার দিকে লাকি নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বিষপানের কথা বুঝতে পেরে তাকে তৎক্ষণাৎ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ২৭ জুন সকাল ১০ ঘটিকায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। ময়মনসিংহের কোতোয়ালি থানায় মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

এরই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় লাকির রুম থেকে পাওয়া ১১ পৃষ্ঠার সুইসাইড নোট। যেখানে মাসুদকে উদ্দেশ করে লেখা ছিল, তুমি জানতে তোমার বাসা থেকে বের হওয়ার পর আমি কোনো দুর্ঘটনা নিশ্চিত ঘটাব। তবু আটকালে না। তুমি চাচ্ছো আমি মরে যাই, আর তুমি জগৎ সংসারে ভালো থাকো। আমি এখন পোকার খাবার বিষ খাবো, আসার সময় কিনে এনেছি। আমার সঙ্গে যা করলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে করো না প্লিজ। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী।

এ ব্যাপারে লাকির বাবা আব্দুল লতিফ বলেন, ‘আমি কৃষক মানুষ। অনেক কষ্ট করে ইডেন কলেজ পর্যন্ত পড়াইছি। বাড়ির কাছে চাকরি পাওনে খুবই খুশি হইছিলাম। সেই সুখ আমার সইলো না। হঠাৎ ২৪ তারিখ রাইতে তার চিৎকারে ঘরে গিয়ে দেখি বিষ খাইছে।’

মাসুদের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার কর্মস্থল মধুপুরের গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা খান বলেন, আমি সামাজিক যোগাযোগেরমাধ্যমে কিছু বিষয় জানতে পেরেছি। ইবনে মাসুদ রানা তিন দিনের জন্য ছুটি নিয়েছেন রোববার। তিনি বিদ্যালয়ে আসেননি। তার স্ত্রীর মাধ্যমে ছুটির আবেদন পাঠিয়েছেন।

লাকির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২ জুলাই) কেওটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে মধুপুর থানা ইনচার্জ এমরানুল কবীর রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , বিয়ের প্রলোভন দিয়ে মাসুদ শিক্ষিকার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্যায়ে সে গর্ভবতী হলে মাসুদকে বিয়ে করতে বলে। কিন্তু সে বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে শিক্ষিকা লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যার প্ররোচনায় দায়ে ইবনে মাসুদের নামে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইরানের সেই সাহসী নারীকে পুরস্কারে ভূষিত করলো ল্যাটিন আমেরিকার দেশইসরায়েলি হামলার মুখেও সাহসিকতার সাথে লাইভ সম্প্রচার চা...
29/06/2025

ইরানের সেই সাহসী নারীকে পুরস্কারে ভূষিত করলো ল্যাটিন আমেরিকার দেশ

ইসরায়েলি হামলার মুখেও সাহসিকতার সাথে লাইভ সম্প্রচার চালিয়ে যাওয়ার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।

তেহরানের ওয়ালি-আসর স্কয়ারে তার একটি বিশাল ব্যানার স্থাপন করা হয়েছে, যেখানে তাকে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।

সম্প্রতি, তাকে ভেনেজুয়েলার সাইমন বলিভার জাতীয় সাংবাদিকতা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি সদর দফতরে ইসরায়েলি হামলার সময় তার অবিচল সম্প্রচার তাকে দেশজুড়ে একজন বীরাঙ্গনা হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
🇮🇷☝️

আসিফ মাহমুদ এর বাপে ভুলবশতঃ ঠিকাদারি লাইসেন্স নিয়েছিল। আজকে নিজের লাইসেন্সধারী অস্ত্রের ম্যাগাজিনটি ভুলবশত ব্যাগে রয়ে যা...
29/06/2025

আসিফ মাহমুদ এর বাপে ভুলবশতঃ ঠিকাদারি লাইসেন্স নিয়েছিল। আজকে নিজের লাইসেন্সধারী অস্ত্রের ম্যাগাজিনটি ভুলবশত ব্যাগে রয়ে যায়।

বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। এতো ভুল কেন উপদেষ্টা কালীন সময়ে।?! কেনো! কেনো!! কেনো!!!

তবে, ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে, আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলী পূরণ করতে হয়। আসিফের বয়স হয়তো...
29/06/2025

তবে, ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে, আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলী পূরণ করতে হয়।

আসিফের বয়স হয়তো ৩০ অতিক্রম করেছে, তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তীর তিনবছর, ধারাবাহিক ভাবে প্রতিবছর তিন লক্ষ টাকা (পিস্তল/রিভলবার/রাইফেলের ক্ষেত্রে) অথবা, প্রতিবছর এক লক্ষ টাকা — শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ড সহ, এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যায়ন পত্র দাখিল করার যে বাধ‍্যবাধকতা আছে, সেটা কি পূরণ করেছেন?

অবশ‍্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটা বের করা সহজ হয়ে যাবে।

আর যদি বিশেষ কারণে — মন্ত্রী পদমর্যাদা হবার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পাইলেন? কোথা হইতে অস্ত্র কিনলেন, সেসবও একটু আমাদের জানালে ভালো হয়।

মাত্র (৫)(মিনিটেই গায়েব উপদেষ্টা আসিফের ম্যাগাজিনের নিউজ!উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ​​ভূঁইয়া সরকারি সফরের জন্য আজ টার্কি...
29/06/2025

মাত্র (৫)(মিনিটেই গায়েব উপদেষ্টা আসিফের ম্যাগাজিনের নিউজ!

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ​​ভূঁইয়া সরকারি সফরের জন্য আজ টার্কিশ এয়ারলাইন্স (TK-713) যোগে মরক্কো যাচ্ছিলেন। তার হ্যান্ড লাগেজ স্ক্যানিং অ্যামোনেশনের ম্যাগাজিন পাওয়া যায়।

যা নিয়ে প্রথম সংবাদ প্রচার করে ঢাকা পোষ্ট নামে গণমাধ্যম। তবে, ৫ মিনিটের ভিতরে সরকারের উপর মহলের চাপে নিউজটি ঢাকা পোষ্টের ওয়েবসাইট সহ অন্য জায়গাগুলো থেকে সরিয়ে দেয়া হয়।

ম্যাগাজিন নিয়ে আসিফের বিমানে উঠতে যাওয়ার খবর যিনি ফাঁস করেছেন,সেই রিপোর্টার তাদের একটি ম্যাসেঞ্জার গ্রুপে দাবি করেছেন, নিউজটি ৫ মিনিটও রাখা সম্ভব হয়নি।

উপদেষ্টা আসিফ এখন এতো ক্ষমতাবান যে, মাত্র ৫ মিনিটেই তিনি তার বিরুদ্ধে হওয়া সংবাদ সরিয়ে দেন। এরআগে, আওয়ামী দোসরদের বিপক্ষে হওয়া নিউজ সরাতে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন আসিফ।

ড.ইউনুসের সরকার বরাবরই দাবি করে আসছে, দেশে এখন স্বাধীন সাংবাদিকতার বাম্পার ফলন হচ্ছে। অথচ, একজন উপদেষ্টার ভয়ে মাত্র ৫ মিনিটে সংবাদ সরিয়ে নিচ্ছে গণমাধ্যমগুলো।

বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে যে গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে তা মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে সায়ের ভাইয়...
29/06/2025

বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে যে গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে তা মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে সায়ের ভাইয়ের প্রকাশ করা ভিডিও থেকে। এখন প্রশ্ন হলো, এই খবর বেশিরভাগ মিডিয়াতে নাই কেন? নাকি এটা খবরযোগ্য না? আর কয়েকটি মিডিয়া খবর করার পর সেটি সরিয়েছে কেন? যদিও এটার ব্যাখ্যা সেসব মিডিয়া হাউজেরই দেয়ার কথা। প্রেস ফ্রিডমে বর্তমান সরকার সরাসরি হস্তক্ষেপ করে না বলে সরকার নিজে দাবি করে, এবং আমরা সাধারণ মানুষ বলেন আর সাদাসিধা সাংবাদিকরাও এটা বিশ্বাস করতে চাই। এবং সত্য কথা বললে, এখন পর্যন্ত আমরা হস্তক্ষেপের উল্লেখযোগ্য কোন প্রমাণ দেখিনি।

তবে আজকের ঘটনা কিন্তু এই ধারণা অনেকটা পাল্টে দেবে। সরকারকে ক্লারিফাই করা উচিত তার উপদেষ্টাকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি স্পর্শকাতর খবর সাপ্রেস করতে তাদের কোন ভূমিকা রয়েছে কিনা।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক রূপসী টাঙ্গাইল/Daily Ruposi Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share